গল্পঃ রোমান্টিক হবু বউ পর্বঃ ৩




গল্পঃ রোমান্টিক হবু বউ 
পর্বঃ ৩
লেখকঃশাওন আহমেদ নীল

শাড়ির মধ্যো আপুর সৌন্দর্য টা আরো বেড়ে গেছে। 
ব্লাক শাড়ি,  হাতে ব্লাক চুড়ি, ব্লাক টিপ, চোখে  ব্লাক কাজল।  এক কথায় ব্লাক এন্জেল। ।।  আর কিছু বললাম না আপনারা আবার প্রেমে পরে যাবেন। 

আপু আমার তাকিয়ে থাকা দেখে বুঝে গেছে।  সাজটা আমার ভালো লাগছে।  আর কিছু না বলে আপু বলল আমি রেডি তাহলে চল এরপর আম্মুকে বলে আমরা বাসা থেকে বাহির হলাম।।। 
আমি গাড়ি ড্রাইভ করছি আর বারবার আপুর দিকে তাকাচ্ছি, আজ আমাদের যে কেউ দেখলেই বলবে পারফেক্ট কাপল।। 

আমরা একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাড় করালাম। পার্টি টা রেখেছে একটা রেস্টুরেন্টে।
আমি নিধী আপুকে ভিতরে যেতে বললাম আর বলে দিলাম আমি জয় আর রানার সাথে ভিতরে যাবো। আপু ভিতরে চলে গেলো। রানা আর জয় আসলো একসাথে,  আমি ওদের সাথে ভিতরে যেতে লাগলাম। ভিতরে গিয়ে দেখি রিয়া আপুর সব ফ্রেন্ড রায় আছে এখানে।।।  

আমি জয় আর রানা একটা টেবিলে বসলাম৷ নিধী
আপু রিয়া আপু আরো অনেক ফ্রেন্ডরা একসাথে আড্ডা দিচ্ছে। রিয়া আপু আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো। এসে আমার পাসের চেয়ারে বসলো।। 

আমিঃ হাই আপু 
রিয়াঃ কেমন আছো নীল?
আমিঃ আলহামদুলিল্লাহ ভালো 
আপনি কেমন আছেন? 
রিয়াঃ এতোক্ষন ভালো ছিলাম না তুমি এসে গেছো এখন নিশ্চয়ই ভালো থাকব।  
আমিঃ বুঝলাম মা আমার সাথে ভালো থাকার কি সম্পর্ক? 
রিয়াঃ সেটা একটু পড়েই টের পাবা।।।।  আমি এখন আসি। 

এই বলে রিয়া আপু চলে গেলো,  আবার নিধী আপু আসলো। এসেই আমার হাতে দরে এক সাইটে নিয়ে গেলো।  

আমিঃ কি হয়েছে আপু?
নিধীঃ রিয়ার সাথে এতো হেসে কথা বলার কি আছে। 
আমিঃ হাসলেও দোষ? 
নিধীঃ আমার সাথে ত কখনো এতো হাসা-হাসি করতে দেখিনি। 
আমিঃ আচ্ছা স্যরি। 
নিধীঃ তুই সবসময় আমার সাথেই থাকবি,। 
আমিঃ এটা কি করে সম্ভব? জয় আর রানা এসেছে ওদের রেখে যদি আমি তোমার সাথে বসি তাহলে বিষয় টা খারাপ দেখা যায়।। 
নিধীঃ ওকে বাট কোনো মেয়ের দারের কাছেও যেনো তকে না দেখি বলে দিলাম। 
আমিঃ আচ্ছা।।। 

রোমান্টিক + থ্রীলার + রহস্যময়ী + গোয়েন্দা   টাইপের আরো গল্প পড়তে চাইলে আমাদের গ্রুফে জয়েন করুন।
গ্রুপের লিংক
https://www.facebook.com/groups/1623001364531757/?ref=share

এই বলে নিধী আপু চলে গেলো,  আমি গিয়ে আবার জয় আর রানার কাছে বসলাম।।। 

জয়ঃ কি বলল নিধী আপু? 
আমিঃ রিয়া আপুর সাথে এতো কিসের কথা, কোনো মেয়ের আসেপাশে জানি না দেখি। 
রানাঃ এমন একটা সিনিয়র গফ এর প্রচুর প্রয়োজন।। 
আমিঃ হ্য পরে বুঝতে পারবি কেমন প্যরা।  আর
নিধী আপু ত আমার গফ না৷। 
জয়ঃ ত এতো অধিকার কেমনে দেখায়??? 
নিধীঃ আম্মু আব্বুর স্বপ্ন তাকে ছেলের বউ করবে, 
এইটা শুনার পর থেকেই এরকম অবস্থা।। 
রানাঃ যাই হক বাট নিধী আপু তকে অনেক ভালোবাসে। 
আমিঃ সেটা জানি।  

আমরা গল্প করতে লাগলাম, একটু পড়েই রিয়া আপু এসে আমাকে ডেকে নিয়ে স্টেজে গেলো।।  
এখন নাকি কেক কাটবে, ।  রিয়া আপু কেক কাটলো সর্ব প্রথম আমাকে খাইয়ে দিলো, আমি ত হা হয়ে গেলাম। তার এতো ফ্রেন্ড থাকতে আমাকে খাইয়ে দিলো।  নিধী আপু ত আমাদের দিকে হা হয়ে তাকিয়ে আছে৷।।  এরপর রিয়া আপু বলতে লাগলো,, 

রিয়াঃ আপনাদের সামনে আমি এমন একটা কথা বলব,  হয়তো আপনাদের মেনে নিতে কষ্ট হবে।। 
আমি একটা ছেলেকে ভালোবাসি প্রচন্ড ভালোবাসি।  বাট তাকে কখনো বলতে পারি নি কারণ সে জুনিয়র।  তার হাসি দেখেই আমি তার প্রেমে পরি৷। কলেজে যেদিন ছেলেটা ফাস্ট ভর্তি হয় তখনি তাকে রেগিং করতে যায়, বাট তার হাসি দেখে প্রেমে পরে যাই।।  সে আর কেউ না নীল তুমি।।। 

এ কথা শুনে আমি শক খেলাম,  এরকম কথা শুনার জন্য প্রস্তুুত ছিলাম না, কি করব বুঝতেছি না,।  নিধী আপুর চোখ রাগে লাল হয়ে গেছে একটু হলেই কেঁদে দিবে মেয়েটা।  রিয়া আপু আমার সামনে হাঁটুগেরে বসলো, একটা ফুল হাতে নিয়ে বলব, আই লাভ ইউ নীল অনেক ভালোবাসি তোমাকে।।।  

আমি কিছু বলতে যাবো এর আগেই ঠাস ঠাস করে দুইটা শব্দ হলো,।  আমার ভাইবেন না আমার গালে পরছে,  নিধী আপু রিয়া আপুকে মারছে। 

নিধীঃ তর সাহস হয় কি করে নীল কে প্রপোজ করার।। 
রিয়াঃ আমি নীল কে ভালোবাসি। 
নিধীঃ দেখ রিয়া মাথা গরম করাস না,  ভালো করেই জানস নীল এর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। 
রিয়াঃ হা হা বিয়ে হয়নি ত আর।  আমি নীল কে না পেলে তুই ও কখনো পাবি না। 

আমি শুধু এসব দেখছি কিছু বলার সাহস নেই আমার। কি বলব আবার নিধী আপু আমার গালেই না মেরে দেয়৷  আমি দর্শক এর মতো দেখছি। 

আমিঃ নিধী আপু তুমি একটু শান্ত হও। 
নিধীঃ কিসের শান্ত হব ও সাহস পায় কি করে তকে প্রপোজ করার।।। 

এই বলে আপু গাড়ির চাবি নিয় রেস্টুরেন্ট থেকে বেড়িয়ে গেলো,  সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে, আমি চলে আসতে লাগলাম।  রিয়া আপু হাত দরে ফেলল। 

রিয়াঃ নীল 
আমিঃ আপু ছারো প্লিজ নিধী আপু রাগ করে চলে গেলো।। 
রিয়াঃ আমি তোমাকে অনেক ভালোবাসি,। 
আমিঃ দেখো আপু আমার দ্বারা সম্ভব না,। 
রিয়াঃ কেন সম্ভব না আমি কি দেখতে বাজে? 
আমিঃ প্রেম ভালোবাসায় সুন্দর অসুন্দর কেনো ফেক্ট না,,,  আম্মু নিধী আপুকে আমার জন্য পছন্দ করেছে৷  আম্মুর কথা কখনো ফেলি না।  আর তোমার কাছে এইটা আশা করি নায় আমি, তোমাকে আমি বোনের চোখে দেখতাম।  । 

এই কথা গুলা শুনে রিয়া আপু কাঁদতে লাগলো, আমার কিছু করার নেই আমি নিরুপায়,আমিও নিধী আপুকে ভালোবেসে ফেলছি।।  আমি রেস্টুরেন্ট থেকে বেড়িয়ে আসলাম, এসে দেখি আপু গাড়ি নিয়ে চলে গেছে।  আমি রানা কে বললাম আমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসতে। 

রানা আমাকে বাসায় নামিয়ে দিলো,  আমি বাসায় যেয়ে দেখি,,,,  যা দেখলাম তাতে ত আমার ভয় ই করছে।। 

#চলবে
Post a Comment (0)
Previous Post Next Post