গল্পঃ বড় আপুর বান্ধবী পর্বঃ৪ লেখকঃ তাসরিফ আহমেদ নীল আমি আর কিছু বললাম না চলে আসলাম মার্কেটে। মার্কেটে এসে নিধী আপু কে নিয়ে ভিতরে গেলাম সে একটা শাড়ির দোকানে গেলো। তারপর কিছু শাড়ি দেখাতে বললো নিধীঃ দেখোতো নীল কোন টা নিবো আমিঃ আপনা…
গল্পঃ বড় আপুর বান্ধবী পর্বঃ২ লেখকঃ তাসরিফ আহমেদ নীল আমিঃ রাকিব ভাইয়া রাকিবঃ আরে নীল তুমি এখানে, বসো আমিঃ বসতে আসি নাই তর সাথে কিছু কথা আছে রাকিবঃ এইরকম বিহেব করতাছো কেন? এই কথা বলার সাথে সাথেই,,,, কানের নিচে একটা মারছি চর, …
গল্পঃবড় আপুর বান্ধবী পর্বঃ১ লেখকঃ তাসরিফ আহমেদ নীল আমিঃ বউ একটু আদর করো না গো। বউঃ সব সময় এতো আদর খাওয়া ভালো না বুজছো। আমিঃ তাই নাকি? এই বলেই যখন কিস করতে যাবো ওমনেই বড় আপুর ডাক। আপুঃ এই ভাই উঠই,,কলেজে যাবি না আমিঃ আপু তুই,আমার…
গল্পঃ বড় আপুর বান্ধবী পর্বঃ৫ (শেষ পর্ব) লেখকঃ তাসরিফ আহমেদ নীল তারপর নিধী কে নিয়ে শপিং এ গেলাম ও একটা নীল শাড়ি কিনলো,,ও জেনে গেছে আমার পছন্দের রং নীল। আমাকে একটা নীল পান্জাবী গিফ্ট করলো। ও বললো এটা পড়ে কালকে পার্টিতে যেতে হবে। ত…
গল্পঃ বড় আপুর বান্ধবী পর্বঃ ৩ লেখকঃ তাসরিফ আহমেদ নীল নায়িকার নাম পরিবর্তন নীলা থেকে নিধী। আমিঃ এইযে আপু আপনি ওনাকে মারলেন কেন? নিধীঃ ওর সাহস কি করে হয় তোমাকে প্রপোজ করার। আমিঃ প্রপোজ করতেই পারে নিধীঃ না করতে পারে না আমিঃ কে…