ভাবির বোনের অপবাদ সকল পর্ব
ভাবির_বোনের_অপবাদ পর্ব_৫_বা_শেষ_পর্ব writer_sinno (কপি করা একদম নিষেধ) সিনথিয়াদের বাড়ি মেহমানে ভর্তি কিন্তু তার মন যেন পড়ে আছে নেহালের কাছে।বাবার কথা রাখতে সে রাজি হয়ে গেছে। একটুপর আমি যেই সিনথিয়াদের বাসায় আসলাম, সিনথিয়া আমাকে…
ভাবির_বোনের_অপবাদ পর্ব_৪_প্রি_ফিনিশড_পর্ব writer_sinno (কপি করা একদম নিষেধ) আমি ক্যান্টিনে প্রবেশ করে দেখি,সিনথিয়া একটা ছেলের সাথে হাত ধরে, খাবার খাচ্ছিলো। আমি আর ওই দিকে তোয়াক্কা না করে সামান্য কিছু খাবার খেয়ে ক্লাসে চলে যাই…
ভাবির_বোনের_অপবাদ পর্ব_৩ writer_sinno (কপি নিষেধ) প্রিন্সিপালের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেই বের হব তখনই দেখি নিঝুম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি মাথা টা ঘুরিয়ে ওর সামনে থেকে চলে আসলাম। ও পিছন থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে…
ভাবির_বোনের_অপবাদ পার্ব_২ writer_sinno (কপি করা নিষেধ) বের হয়ে গেলাম আমার ছোট্ট থেকে বেড়ে হয়ে ওঠা প্রাসাদ থেকে। পকেটের ১২০০ টাকা আর মোবাইল টা ছাড়া আর কিছুই নেই। দুচোখ বেয়ে পানি গড়িয়ে পরছে। যে ভাই আমাকে ছাড়া কোথাও যেতো না, সে আ…