সিনিয়র_আপুর_সাথে_প্রেম শেষ_পার্ট


সিনিয়র_আপুর_সাথে_প্রেম 

শেষ_পার্ট 

#রাজন 


$$

$$

$$


সুমিঃ তোমায় আমায় ভালোবাসতেই হবে,,,,।


আমিঃ ইনপসিবল,,,,।


সুমিঃ একটা মিষ্টি দাও গো,,ঝগড়া করে হাপিয়ে গেছি😁😁😁


আমিঃ এ্যা😱😱


সুমিঃ হ্যা গো বুড়া😍😍


আমিঃ ধুর,,,ফালতু মেয়ে,,,,।


সুমিঃ ওগো জুনিয়র বর,,,।


আমিঃ কি,,,,,।


সুমিঃ তারমানে তুই আমায় এখনো ভালোবাসিস🥰🥰


আমিঃ নো,,,,।


সুমিঃ তাইলে সাড়া দিলি কেন,,,,।


আমিঃ এমনি,,,,।


তারপর আমি নিচে চলে এলাম,,,,,,,,।


আমিঃ আম্মু,,,নাস্তা দাও তো,,,,আজ কলেজে যাবো,,,,,,।


মাঃ ওকে,,,বশে পড়,,,,,।


আমিঃ হুম,,,,,,।


সুমিঃ আমায় নিয়ে যাবে না গো বুড়া-????


আমিঃ 😤😤😤


সুমিঃ বলো বলো,,,,।


আমিঃ আমার স্কুলে আপনি যেয়ে কি করবেন,,,,,।


সুমিঃ তোমায় পাহারা দিবো,,,,।


আমিঃ কেনো কেনো,,,,,।


সুমিঃ তোমার দিকে যাতে কোনো মেয়ে না তাকাই,,,, 😎😎


আমিঃ আমি নিয়ে যাবো না🙄🙄🙄


সুমিঃ তুই আমায় নিয়ে যাবি😡😡


কাল রাতের ওই বালিসের ধুলায়টা এখনো ভুলতে পারিনি🥴🥴🥴


আমিঃ হুম,,,যাবো🥺🥺


সুমিঃ এই তো,,আমার লক্ষি বাবুটা,,,।


আমিঃ ছিহ,,,আম্মু দেখো তোমার সামনে এগুলো কি বলতেছে,,,।


সুমিঃ কিছুই না,,,,তাড়াতাড়ি খেয়ে নে,,,,,।


আমিঃ 🙄🙄🙄


তারপর খাওয়া দাওয়া করে স্কুলে যাওয়ার জন্য বের হলাম,,,,কিন্তু এই আপতটা কই থেকে যে আসলো,,,,,।


সুমিঃ কইরে কুত্তা,,, কি করিস,,,,।


আমিঃ আসছি আপু,,,,।


সুমিঃ আবে কুত্তা,,, বউকে কেউ আপু কই,,,।


আমিঃ 😕😕


আমি আর কথা বললাম না,,,সোজা স্কুলে চলে গেলাম,,সুমি আপুকে না নিয়েই,,,,। 


অনেকদিন পর স্কুলে আসলাম,,,,,,।


বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছি,,,সাথে মনিও আছে,,,,।


আমি মনির কাধের উপর হাত দিয়ে বসে আছি,,,,,হঠাৎ আমার জামার কলার ধরে কেউ জেন টান দিলো,,,,।


তাকিয়ে দেখি বাপরে,,,,এতো রাক্ষসী,,, 😱


সুমিঃ ওই কুত্তা হারামি বাদর,,, এই জন্য আমায় সাথে আনলি না😡😡😡


আমিঃ আরে,,আপনি রাগিচ্ছেন কেন,,,।


সুমিঃ রাগবো নাতো কি করবো,,,,তুই মনির গায়ে হাত দিলি কেন,,,,।


আমিঃ তো,,আপনার কি হচ্ছে,,,,। 


সুমিঃ আমায় ছাড়া তুই কাউরে ছুয়া ডো দুরের কথা,,,কারো দিকে তাকাবি না,,,,,।


আমিঃ দেখেন,,আমি আগেও বলছি,,আবার এখনো বলছি,,,আমি আপনাকে ভালোবাসি না,,,,।


সুমিঃ মিথ্যা বলছিস কেন,,,,। 


আমিঃ আপনি যান তো এখান থেকে,,,,। 


সুমিঃ যাবো না,,,তর কি,,,,।


আমিঃ ওকে,,আমিই যাচ্ছি,,,,,। 


সুমিঃ না,,,তুই থাক,,,আমিই যাচ্ছি😥😥


তারপর সুমি আপু চলে গেলো,,,,,।


বৃষ্টিঃ কিরে,,,তুই কি সত্যি সুমিকে ভালোবাসিস না,,,,।


আমিঃ পাগল নাকি,,,যার জন্য আমি পাগল,, তাকেই ভালোবাসবো না,,???


বৃষ্টিঃ তো ওকে এভাবে ফিরিয়ে দিচ্ছিস কেন,,।


আমিঃ ফিরচ্ছি না,,,পরিক্ষা করতাছি,,,,।


বৃষ্টিঃ বুঝলাম না,,,।


আমিঃ দেখ,,,একটা ভুলের জন্য,, রাকিবকে ছেড়ে আসছে,,,,এভাবে যদি আমাকেও ছেড়ে চলে যায়,,,,আমি চাই সুমি আমার এমন বন্ধু হবে,,,যে সারাজীবন আমার ভুলগুলো সুদ্রে দিবে,,,,।


বৃষ্টিঃ হুম,,,আমার বিশ্বাস,,, সুমি আপু,,তকে সত্যি অনেক ভালোবাসে,,,আর আপু,,,এই পরিক্ষায় পাশ হবে,,,,।


আমিঃ তুই বললি,,,,তখন তো হবে,,,,।


বৃষ্টিঃ তুই প্লিজ আপুকে আর কষ্ট দিস না,,,।


আমিঃ হুম,,,,,।


বৃষ্টিঃ তুই আপুকে আজকেই সব বলে দে,,,।


আমিঃ তাই বললি,,,।


বৃষ্টিঃ হুম,,,সময় চলে গেলে,,আর তর সুমিরে পাবি না,,,,।


আমিঃ ওকে,,,,,।


বৃষ্টিঃ হুম,,আর তারপর ভাবিকে এখানে নিয়ে আই,,,,,,,,।


আমিঃ হুম,,,,,,।


তারপর আমি ওখান থেকে উঠে সুমিকে খুজতে লাগনু,🧐🧐🧐🧐🧐🧐🧐


অনেক খুজার পরে,,,পেলাম,,, কিন্তু দেখা মাত্র আমার মাথায় আগুন লাগলো,,,,।


সুমি একটা অন্য ছেলের লগে বসে থেকে হেঁসে হেঁসে কথা বলছে,,,,,,।


আমার বুকের ভিতর কেঁদে উঠলো,,,,,।


নিজের অজান্তেই চোখে পানি আসলো,,,।


আমার হাত পা সব অচল হয়ে গেছে,,,,। 


হঠাৎ সুমি আমায় দেখতে পেলো,,,।


আমার চোখে পানি দেখে বুঝতে পারছে হয়তো,,,,,।


সুমিঃ বাবু,,,শোনো🥺🥺🥺🥺


আমি ওখান থেকে চলে আসলাম,,,,,,,, ,,,। 


সুমিঃ ধাত,,,আমার বাবু ভুল বুঝলো,,😥😥


ছেলেটাঃ কে ওটা,,,,।


সুমিঃ ওটা আমার ছোট্ট পৃথিবী,,, আমার কলিজা,,,,,।


ছেলেটাঃ ওহহ,,বি এফ,,। 


সুমিঃ না,,,আমার বুড়া বর,,,,।


ছেলেটাঃ কিন্তু ওতো তলমায় ভুল বুঝলো,,,,।


সুমিঃ হুম,,,থাকেন,,আমার বুড়ার রাগ ভাঙতে হবে,,,যায়,,,,।


ছেলেটাঃ ওকে,,,,।


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


আমি সোজা চলে আসলাম,,,বুকের ভিতর দরফর করতে লাগলো,,,,এমন মনে হচ্ছে যেন আমি একটা খুব প্রিয় জিনিস হারালাম😥


বৃষ্টিদের কাছেও গেলাম না,,,আরেকটা জায়গায় বসলাম,,,,,,।


সুমি আমার পিছু পিছু আসতে লাগলো,,,,,।


বৃষ্টিঃ ওই আপু,,,শাকিলের কি হলো,,,, মন খারাপ করলো কেন,,,,।


সুমিঃ আমি একটা ছেলের লগে বসে ছিলাম,,আর ওটা আমার বুড়া পাগলা দেখলো,,,,।


বৃষ্টিঃ কি করছিলে ছেলেটার লগে,,,,।


সুমিঃ আরে আপু,,,আমি এখান থেকে মন খারাপ করে যেয়ে ওখানে একা বসে ছিলাম,,,তখন,,ওই ছেলেটা আসে,,, আমি কথা বলতে চাইনি,,তাও😥😤😤


বৃষ্টিঃ আপু,,তুমি জানো,,শাকিল কেন ওখানে গেছিলো,,,।


সুমিঃ না,,,,।


বৃষ্টিঃ শাকিল তোমায় ভালোবাসে,,এটা বলতে,,,,।


সুমিঃ সত্যি 🥰🥰🥰


বৃষ্টিঃ হুম,,,,।


সুমিঃ কি করলাম আমি এটা😥😥


বৃষ্টিঃ আপু,,জান,,শাকিলের রাগ ভাঙান,,,।


সুমিঃ হুম,,,,,।


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


আমি বসে আছি,,,তখন সুমি এসে আমার সামনে দাঁড়ালো,,,,,। 


সুমিঃ ওই,,,রাগ করছো গো🥺🥺


আমিঃ এখানে কি করছেন,,,যান,, ছেলেদের সাথে কথা বলেন,,,,আপনার তো এটাই অভ্যাস,,। 


সুমিঃ না গো,,,বিশ্বাস করো,,,ওকে আমি চিনি না,,,।


আমিঃ তো কি হয়ছে,,,চিনে নিবেন,,,,।


সুমিঃ আরে,, আমি কথা বলতে চাইনি,,,,। 


আমিঃ 🙄🙄🙄


সুমিঃ আমার কসম,,,ও আমার লগে বন্ধু হতে চাইছিলো,, কিন্তু আমি হয়নি,,,,,।


আমিঃ বন্ধু হয়নি,,তবে হেসে হেসে কথা বলা হবে,,,,তাই না😏😏


সুমিঃ আরে বাবু,,,ওকে আমি বলছি ,,, আমার জুনিয়র একটা বর আছে,,,,এটা শুনে ও হাসছিলো,,,,,,।


আমিঃ 🙄🙄🙄


সুমিঃ প্লিজ বাবু রাগ করো না,,,তুমি রাগ করলে আমার দম বন্ধ হয়ে আসে🥺🥺


আমিঃ সব কাহিনি,,,, 😏😏😏


সুমিঃ আমি সত্যি তোমায় খুব খুব ভালোবাসি বাবু😘😘


আমি আর কথা না বলে ওখান থেকে চলে আসলাম,,,,,,।


সুমিঃ ওই,,,দাঁড়াও,,,,,। 


আমিঃ 🚶🚶🚶🚶


সুমিঃ তুমি আমায় যেই শাস্তি দিবে,,আমি মেনে নিবো,,,,বলো কি শাস্তি দিবে ,,,,,। 


আমিঃ করবেন তো,,,,,।


সুমিঃ আমার বুড়ার রাগ কমাতে আমি সব করবো,,,,,,।


আমিঃ এখানে সবার সামনে আমায় প্রোপোজ করতে হবে,,,,,।


সুমিঃ তাই🥰🥰


আমিঃ হুম,,,,।


তারপর সুমি একটা সিটি মারলো,,,আর স্কুলের সবাই আমাদের দিকে তাকালো,,,,।


সুমিঃ সবাই শোনো,,,,আমি তোমাদের সিনিয়র,, মানে কলেজের ছাত্রী,, আর আমি ভালোবাসি আমার জুনিয়র একটা দুষ্টু ছেলেকে,,,যার নাম শাকিল,,। প্রথমে শাকিল যখন আমায় প্রোপোজ করে,,তখন ভাবছিলাম,,এটা অন্যায়,,কিন্তু এখন মনে হচ্ছে ভালোবাসা কোনো জুনিয়র সিনিয়র মানে না,,। এটা হয় মন থেকে,,,,। 


সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে,,,,,,,।


সুমিঃ আমি আগে আরেকটা বদমাইস ছেলেকে ভালোবাসতাম,,,,কিন্তু এখন আর বাসি না🙄


একটা মেয়েঃ আচ্ছা আপু,,,তাহলে ওই ছেলেকে ছাড়লেন কেন,,,।


সুমিঃ আচ্ছা তুমি বলো,,,কোনো ছেলে যদি তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করতে পারে,,,তাকে ভালোবাসা উচিত,,,,

নাকি,,যে আপনার সাথে শুধু টাইম পাস করবে,, তাকে ভালোবাসা উচিত,,???? 


মেয়েটাঃ যে ছেলেটা,, জীবন বিপন্ন করে,, আমার জীবন রক্ষা করবে,,তাকে,,,।


সুমিঃ আমিও এটাই করছি,,,,।


সবাইঃ কেমনে,,,,।


সুমিঃ প্রায় একমাস আগে,,আমার একটা রোগের কারণে দুটাই কিডনি নষ্ট হয়ে গেছিলো,,,আর আজ আপনাদের সামনে দাড়িয়ে আছি,,শুধু এই ছেলেটার জন্য,,, কারণ শাকিলের দুটো কিডনির মধ্যে একটা কিডনি আমার কাছে,, আরেকটা ওর কাছে,,,, তাই আমি আমার কিউট জুনিয়র পাগলকে এত ভালোবাসি,,,,,।


মেয়েটাঃ সত্যি আপু,,,আপনি একজন লাকী,,, যে এমন একটা ছেলেকে আপনার জীবন সঙ্গী করে পেয়েছেন,,,,,। 


সুমি আপু পাশ থেকে একটা গোলাপ নিয়ে হাটু গেড়ে বসে বলতে শুরু করলো,,,,।


সুমিঃ শাকিল,,,আমি তোমার পাগলি হতে চাই, করবে?? আমি তোমার মনের মানুষ হয়ে থাকতে চাই,,,তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই সারাটা জীবন,, আমি তোমার গল্পের রানী হতে চাই,,,,করবে কি শাকিল,,,বলো,,,,,। 


আমিঃ হুম,,,করবো গো পাগলি,,,,।


সুমিঃ আই লাভ ইউ,,,পাগল,,,বুড়া বর,,,।


আমিঃ আই লাভ ইউ,,,টু পাগলি বুড়ী বউ,,,।


আমি সুমির হাত ধরে দাঁড় করালাম,,,আর সুমি আমায় শক্ত করে জড়িয়ে ধরলো,,,,,,।


বৃষ্টিঃ আমরা আছি😁😁


সুমিঃ আই লাভ ইউ,,,পাগল,,,বুড়া বর,,,।


আমিঃ আই লাভ ইউ,,,টু পাগলি বুড়ী বউ,,,।


আমি সুমির হাত ধরে দাঁড় করালাম,,,আর সুমি আমায় শক্ত করে জড়িয়ে ধরলো,,,,,,।


বৃষ্টিঃ আমরা আছি😁😁


বৃষ্টির কথা শোনে সুমি একুটু লজ্জা পেয়ে সরে দাঁড়ালো,,,,,। 


বৃষ্টিঃ হয়ছে ভাবি,,আর লজ্জা পেতে হবে না,,।


সুমিঃ হুম,,,,।


বৃষ্টিঃ আজ থেকে তুমিও আমার বান্ধবী,,,। 


সুমিঃ ওকে,,,,।


আমিঃ ওই পেত্নী,,, আমি কে😲😲


বৃষ্টিঃ তকে কে ডাকছে,,তুই সর,,,।


আমিঃ এ্যা😱😱😱


সুমিঃ না,,বৃষ্টি,,, আমার বাবুটাকে ছেড়ো না,,,।


আমিঃ দেখ পেত্নী,, দেখ,,নিজের বউ কাকে কই,,,,,।🥰🥰🥰


বৃষ্টিঃ হুম😁😁😁


আমিঃ চল,,,কোথা থেকে ঘুরে আসি,,,,।


বৃষ্টিঃ চল,,,আমায় আইসক্রিম খাওয়াবি,,,।


আমিঃ হুম চল🥴🥴🥴


সুমিঃ ওই কুত্তা,,, দাঁড়া,,,,। 


আমিঃ কি,,,,।


সুমিঃ আজ থেকে কোনো মেয়ের দিকে তাকাবি না,,, আমি ছাড়া,,,, ওকে,,,।


আমিঃ তাকালে কি করবা,,,।


সুমিঃ তর চোখ তুলে নিবো,😡😡


আমিঃ ওকে,,ওকে,,,তাকাবো না,,,পাগলি ছাড়া,,,,। 


সুমিঃ হুম,,,চল,,,।


তারপর আমরা প্রথমে একটা আইসক্রিমের দোকানে গেলাম,,,,।


আমিঃ তরা এখানে দাঁড়া,,, আমি আইসক্রিম নিয়ে আসতাছি,,,,,।


বৃষ্টিঃ হুম,,,,। 


আমি দোকানের পাশে দাড়ালাম,,,,,। 


আমিঃ আঙ্কেল ,,,, তিনটা আইসক্রিম দেন,,,।


তখনি একটা মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আইসক্রিম চাইতাছে,,,


আমি তেমন খিয়াল করিনি,,,,।


সুমিঃ বৃষ্টি,,, ওই মেয়েটা কে,,,। 


বৃষ্টিঃ কোন মেয়ে,,,,।


সুমিঃ ওই তো,,,শাকিলের পাশে দাড়িয়ে আছে,,,,,,। 


বৃষ্টিঃ ওহহ,,চিনি না তো,,,,।


সুমিঃ ওর সাহস কত,,আমার বরের পাশে দাঁড়িয়ে আছে👿👿👿


বৃষ্টিঃ হু,,তাইতো দেখতাছি,,,,। 


সুমিঃ পাজি মেয়েকে আজ দেখাচ্ছি মজা,,,।


সুমি এসে আমায় একটু সরিয়ে মাঝখানে দাড়ালো,,,,।


আমিঃ তোমার আবার কি হলো,,,,।


সুমিঃ কিছু না গো,,,।


পাশে তাকিয়ে দেখি,,একটা মেয়ে ছিলো আমার পাশে,,,, এবার বুঝছি,,,,।


আমি সুমির দিকে তাকিয়ে একটা হাসি দিলাম,,,সুমিও হাসলো,,,,,,,।


তারপর আমরা আইসক্রিম খেলাম,,,,,।


আমিঃ এবার কই যাবি,,পেত্নী,,,। 


বৃষ্টিঃ চল বাসায় যায়,,,,,।


আমিঃ পাগলি,,,কই যাবা,,,।


সুমিঃ পাগলা যেখানে যাবে🥰🥰🥰


আমিঃ তাই😘😘


সুমিঃ হু গো,,,,,।


আমিঃ চল,,,বাসায় যায়,,,,,।


বৃষ্টিঃ হুম,,,চল,,,,।


তারপর আমরা বাসায় চলে আসলাম,,,,,,।


বাসায় এসে সোজা রুমে গেলাম,,,গোসল করতে,,,,।


একটু পর ডাকাডাকি শুরু হলো,,,,,,


সুমিঃ বাবু,,,তুমি কই,,,,।


আমিঃ বাথরুমে,,,,গোসল করতাছি গো,,,,।


সুমিঃ আমিও করমু,,,,।


আমিঃ এ্যা🙊🙊


ওমা,,সুমি বাথরুমের দরজা খুলে ভিতরে ঢুকে গেলো,,আর নক করে দিলো,,🙃🙃


আমিঃ তুমি কি করবা,,,।


সুমিঃ গোসল করবো,,,।


আমিঃ তাহলে আমি বাইরে যায়,,,।


সুমিঃ আরে আরে,,,কই যাও,,,।


আমিঃ তো কি করবো,,,।


সুমিঃ আমার জামার ফিতা খুলে দাও,,,।


আমিঃ তাইলে ওই দিকে তাকাও,,,,।


সুমিঃ না,,,এভাবেই,,,।


আমিঃ এভাবে কেমনে,,,,,।


সুমিঃ তোমার হাত দাও,,,,।


আমিঃ নাও,,,,,,,।


সুমি আমার দু' হাত ওর কমরে রাখলো,,,এরপর আমার শার্টের কলার ধরে টান দিলো,,,আমার আর সুমির নিশ্বাস একসাথে মিসে একাকার,,।


আমি সুমির এতটা কাছে,,কখনো আসিনি,,, দুনিয়ার সব কথা ভুলে গেছি,,,শুধু ওই মিষ্টি ভরা ঠোঁটে ডুবে যেতে ইচ্ছে করছে,,,ওর ভালোবাসায় ডুবে যেতে মন চাচ্ছে 😍😍


সুমি এবার আস্তে করে বললো,,,,,


সুমিঃ বাবু,,,এভাবে আমায় সারাজীবন পাশে রাখবে তো,,,,,।


আমিঃ হ ,,,। তুমি আমায় একটু শাসন করবা,,আবার আদর করবা,,আর কখনো রাগ করে ছেড়ে যেয়েও না গো🥺🥺 আমি মরে যাবো,,,।


সুমিঃ না বাবু,,ওমন কথা বলো না গো,🥺 আমি কখনো তোমায় ছেড়ে যাবো না,,,।


আমিঃ আমার সব ভুল,,তুমি আমায় শাসন করে শুদ্রে দিবে,,,ওকে,,,,।


সুমিঃ হুম সোনা,,,,।


আমিঃ 😘😘


সুমিঃ বাবু,,,আমার চোখে চোখ রাখো😍


আমিঃ তোমার চোখে আমার জন্য একটুও ভালোবাসা দেখতাছি না😪😪


সুমিঃ কিহ😱😱


আমিঃ হ,,শুধু সব জায়গায় আমায় দেখতাছি,,,,,। 


সুমিঃ হু গো,,,তুমি আমার ছোট্ট পৃথিবী,,, 😍


আমিঃ সেখানে কি মনিও আছে😜


সুমিঃ কেনো😕😕


আমিঃ ওর লগে প্রেম করতাম😜🥰


সুমিঃ সালা পাজি,,তকে আজ আমি খুন করবো,,,,,।


এরপর সুমি,, আমার দু ঠোট ওর দখলে নিলো,,,,।


😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘


অনেক্ক্ষণ পর ছাড়লো,,,।


আমি হিপতাছি,,আর সুমি আমার দিকে তাকিয়ে জোরে জোরে নিশ্বাস নিচ্ছে,,,,। 


এভাবেই আমরা মধুর স্নান করনু😜😜😜


তারপর নিচে খেতে গেলাম,,,,।


সবাই মিলে খেতে বসছি,,,,। আব্বু আম্মু,,আমি আর সুমি,,,,।


সুমিঃ আঙ্কেল আন্টি,,,আমি আপনার ছেলেকে বিয়া করুম,,,,,।


সুমির কথা শুনে আমার বিশম লাগলো,,,,,।


সুমিঃ আরে বাবু,,,তোমার কি হলো,,,।


আমিঃ কিছু না,,,,।


মাঃ সুমি মা,,,আমরা জানি,,তোমরা দুজন একে অপরকে খুব ভালোবাসো,,,।


সুমিঃ হুম,,,,।


বাবাঃ তোমার আর আমার এই গর্দভ ছেলের বিয়ের সব ঠিকঠাক করাও হয়ে গেছে,,,,। 


মাঃ সামনে ১০ তারিখে তোমাদের বিয়ে,,,,। 


সুমিঃ সত্যি 🥰🥰🥰


সুমি এতটা খুশি,,যা বলে বুঝানো যাবে না,,,।


তারপর খাওয়া দাওয়া শেষ করনু,,,,।


বিকালটা সুমিকে নিয়ে ঘুরতেই চলে গেলো,,,।


আমার সব বন্ধুদের দাওয়াত করলাম,,,।


সুমিও করলো,,,।


এভাবে চলে এলো,,বিয়ের তারিখ,,,।


আমি বর সেজে গেলাম সুমির বাসায়,,,।


সুমিকে লাল বেনারসি পরে খুব সুন্দর লাগতাছে,,, আমি আবার ক্রাস খেলাম😍


বৃষ্টিঃ ওই কুত্তা,,, ভাবির দিকে ওত তাকাস কেন,,,,।


আমিঃ দেখতাছি,,,,।


বৃষ্টিঃ জীবনে দেখিসনি নাকি,,,।


আমিঃ আমি জানতাম না,,আমার পাগলিরে শাড়ি পরে এতসুন্দর দেখায়😍😍😍


বৃষ্টিঃ যত সখ,,বাসর রাতে দেখিস,,,😁


আমিঃ হু🥰🥰


তারপর সারাজীবনের জন্য সুমির সকল দায়িত্ব আমার কাঁধে নিয়ে চলে এলাম বাসায়,,,,।


এখন বাসর রাত,,,,।


আমি ছাদে বসে আছি,,আর তাঁরা দেখতাছি,, তখন বৃষ্টি আসলো,,।


বৃষ্টিঃ ওই হারামি,,ভাবি তর জন্য অপেক্ষা করতাছে,,আর তুই এখানে কি করছিস,,,,।


আমিঃ সরম করতাছে রে🙈😁😁


বৃষ্টিঃ এ্যা😱😱


আমিঃ হুম🥰😍😍


বৃষ্টিঃ যা সালা,,,,।


তারপর সরমটাকে বালি চাপা দিলাম🙈 


আমি আস্তে করে দরজা খুললাম,,,,।


সোজা খাটের দিকে তাকিয়ে,,, 


আরে আরে আমার বউ কই গেলো,,,😱


পাশে তাকিয়ে দেখি কমরে শাড়ির আঁচল গুজে দাড়িয়ে আছে🥺🥺


সুমিঃ ওই কুত্তা,,, এতদিন এই রাতটার জন্য অপেক্ষা করছি,,আর আজ তুই দেরি করলি কেন,,,।


আমিঃ আরে আরে,,আমার লজ্জা করছিলো🙈


সুমিঃ 😲,,ওই হারামি,,বাসর রাতে মেয়েদের লজ্জা করে,,,ছেলেদের না,,,।


আমিঃ তুমি তো আমায় মারার জন্য রেডি আছো,,,তাই তোমার দায়িত্বটা আমি পালন করতাছি😁😁😁😁


সুমিঃ ওরে আমার পাজি বর,,এদিকে আসো,,।


আমিঃ যামু না😁🥰


সুমিঃ আই বলছি,,,,।


আমি ভয়ের ঠেলাই গেলাম,,,,,।


তারপর সুমি আমায় খাটের উপর সুয়ে দিলো,, আর আমার বুকের উপর সুমি বসলো,,,,।


সুমিঃ বুড়া,,,আজ তকে আমি খুব আদর করবো,,,,।


আমিঃ তাই নাকি,,,তা আদর কেমনে করে,,।


সুমিঃ ওই আজ তুই এতো সাধু কেমনে হলি,,,।


আমি উলট মেরে সুমিকে নিচে ফেললাম,,।


আমিঃ সাধু না রে,,, আজ আমার বুড়ীকে কাছে পেলাম,,সেইজন্য খুব আনন্দ হচ্ছে,,,। 


সুমিঃ এখন আমায় আদর করো🥰


আমিঃ হু,,,,।


তারপর আমি সুমির ঘাড়ে কিস করনু,,,,সুমি অনেকটা সিউরে গেলো,,,।


এবার সুমির লজ্জা মাথা ঠোঁটে হামলা করনু,,,।


আর কমু না,,,লজ্জা করে মর🙈🙈🙈


এভাবে চলতে লাগলো আমার আর সিনিয়র বউয়ের জীবন,,,,,,,,,,,,,,,,,,,,,।


সবাই দোয়া করবেন,,,আমি আর আমার বুড়ী যেন সারাজীবন একে অপরের পাশে থাকতে পারি,,,এটাই আমার চাওয়া,,,,,।


😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

🌿🌿🌿🌿🌿সমাপ্ত🌿🌿🌿🌿🌿🌿

😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎


আর গল্পটা কেমন লাগছে আপনাদের,, এটা জানাতে ভুলবেন না,,,,।


কোনো রকম ভুলত্রুটি যদি করে থাকি,,,আমি ছোট মানুষ,, তাই ভুল হতেই পারে,, প্লিজ,, আমায় আপন মনে করে ক্ষমা করবেন,,,,।


আজকের মতো বিদায়,,আবার দেখা হবে,, এরকম কোনো একটা গল্পের মাঝে,,,,,। 


ততদিন ভালো থাকুন,,সুস্থ থাকুন,,,,,।


আল্লাহ হাফেজ,,,,,,,,, ।

Post a Comment (0)
Previous Post Next Post