গল্প : Ex যখন রোমান্টিক বউ পর্ব : ১ লেখক : Farhan Ahmed Sajjad



 গল্প : Ex যখন রোমান্টিক বউ 


পর্ব : ১

লেখক : Farhan Ahmed Sajjad


ব্রেকআপ এর দীর্ঘ ২ মাস পর, সেই মেয়েটির সাথে দেখা!!

যার সাথে গত দু মাস আগেও রিলেশন ছিলো!! 


আমি মধ্যবিধ ঘরের সন্তান আর যার কথা বলছি" অহনা হলো বড়লোক বাপের একমাত্র মেয়ে!! 


যখন রিলেশন শুরু করেছিলাম তখন এত কিছু তে খেয়াল দেই নি!! 

তখন বুঝতে পারিনি এই মেয়ে আমার কাছে দিবে নাহ্!! ওর ফ্যামিলির লোকেরা!! 


যে দিন থেকে এই কথাটা মাথায় এসেছে সেদিন থেকেই অহনার সাথে আমি অনিচ্ছা কৃত ভাবে খারাপ আচরন করা শুরু করে দিই! 

ও নিজেও বুঝতে পারছিলো না!!


হঠাৎ করে আমার মাঝে এত চেঞ্জ কোথা থেকে আসলো!! অহনা আমাকে প্রচুন্ড ভালোবাসত "

তবে ওর ভালোবাসা আমার ভয়ংকর ইগনোরের কাছে কিছুই ছিলো না!! 


ইগনোর করার কারন হলো ' ও যদি আমার কাছে পালিয়েও আসে তবুও ও ওর ফ্যামিলি হারাবে আমি চাইনা আপন মানুষ গুলো ওর থেকে দূরে সরে যাক শুধু আমার জন্য!! 


তাই গত দু মাস আগে কথার ছলে ব্রেকআপ করেই চলে যাই " 

দু মাস অন্য এক জায়গায় ছিলাম!

সিম টাও চেঞ্জ করেও ফেলছি!! 


আর আজ অহনার সাথে দেখা! 

অহনার সাথে ওর আরেক টা ফ্রেন্ড ছিলো আখি !! 


আমাকে দেখতেই আখি বলে উঠলো "- ভাইয়া আপনি এখানে? 


অহনা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো!! 

খুব করেই বুঝতে পারলাম অহনার চোখের কুনে পানি জমেছে! 

চোখের পলক ফেললেই হয়তো চোখ বেয়ে পানি পড়তে শুরু করবে!! 


অবস্থা খারাপ তাই ততক্ষনাৎ পিছন ফিরে কানে ফোন লাগিয়ে,, ফোনে কথা বলতে বলতে ওদের আড়ালে চলে যেতে থাকলাম!! 

অথচ কারো ফোন কল আসেনি আমার ফোনে!! 


সে যাইহোক কোন ভাবে যেখান থেকে চলে আসলাম!! 


আমি মধ্যবিধ ঘরের সন্তান হলেও আমার ফ্যামিলি উচ্চ শিক্ষিত "

আমার বাবা একজন সরকারি স্কুল টিচার " 

আমার কোন ভাই বোন নেই আর আমি বাবার কাছে যখন যেটার আবদার 

করেছি পেয়ে গেছি "


কিন্তু পাশের এলাকার এক ছেলে ছিলো "

জিসান করে নাম! 


জিসান নামের ছেলেটা আমার ভয়ংকর শত্রু !!

অহনার সাথে যখন আমার রিলেশন ছিলো তখন ও অহনার কাছে আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলতো!!


কিন্তু অহনা ওর কথায় কান দেইনি "

বাট ব্রেকআপ এর পর থেকেই জিসান অহনার পিছু আবারো লাগতে শুরু করেছে!! 


অহনা পাত্তা না দিলেও আমার প্রচুন্ড রাগ উঠে! 

যাইহোক বাসায় এসে ঘুম দিয়েছিলাম "


হঠাৎ বৃষ্টির মেঘ জমতে শুরু করে আকাশে!

ফোনের দিকে তাকিয়ে দেখি বিকেল ৪ টা বাজে "


এই টাইমে অহনার কোচিং শেষ করে বাসায় আসার কথা " 


আগের কথা মনে পরে গেলো "

অহনা কে আগে প্রায় প্রতিদিন কোচিং থেকে আমিই অনেক টা রাস্তা এগিয়ে দিয়ে আসতাম!!

অনেক মিস করি সে সময় টা!! 


এগুভা ভাবতে ভাবতেই হঠাৎ বৃষ্টি নামতে শুরু করে দেয়!! 


আমি বাসা থেকে বেড়িয়ে ছাতা নিয়ে সোজা অহনার কোচিং এর দিকে যেতে থাকলাম!!


আমি নিজেও যানি না কেনো ঐদিকে যাচ্ছি!

অহনা কি আজকে কোচিং এ আসছে নাকি তাও যানি না!! 


ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে " 

ছোট ছোট শিল পড়ছে ' 

মাঝে মাঝে ঠান্ডা এক আবহাওয়া বেশ ভালোই লাগছিলো!! 


হঠাৎ লক্ষ্য করলাম তিনজন মেয়ে এক বাসার সামনে দাড়িয়ে রয়েছে বৃষ্টি থেকে বাচতে!! 


আমি তাদের একটু কাছে যেতেই দেখতে পেলাম অহনা আর ওর দুইটা ফ্রেন্ড "


আমাকে দেখে আখি বললো " 

এ ভাইয়া বৃষ্টি ভিজে ভিজে তে কই যাচ্ছেন "

আপনাকে বৃষ্টিতে ভিজতে না করেছে একজন!! 


আমি বললাম : কে না করেছে শুনি!! 

আখি : নাম বললে মাইর খেতে হবে "


আমি : হুম ভালো সো তুমরা এখানে কি করছো?

আখি : আর বইলেন না, কোচিং থেকে বের হয়ে এখানে আসার পর বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছি!! 


আমি : কেনো তুমরা ছাতা নিয়ে আসোনি?? 


আখি : নাহ্ আমরা দুজন আজ ছাতা নিয়ে আসতে ভুলে গিয়েছি!!

কিন্তু অহনার ছাতা আছে বাট এক ছাতায় দুজন যাওয়া যায় তিনজন গেলে ভিজে যাবো তাই এখানে দাড়িয়েছি বৃষ্টি কমলে বাসায় যাবো!! 


মনে মনে ভাবলাম সুযোগ একটা পেয়েছি!! 

অহনা কে বললাম তুমার ছাতা ওদের দুজন কে দাও আর তুমি আমার ছাতার নিচে আসো!!


আমার কথা শুনে আহনার চোখ মুখ রাগে লাল হয়ে গেলো!! 

আজ অনেক কিউট লাগছে অহনা কে "

ঠোটেঁ হালকা লিপস্টিক টানাচোখে আবার কাজল লাগানো!!


অহনার উপর থেকে আমার নজর যেনো সড়াতেই পারছি নাহ্!!

অহনার আমার দিকে তাকায় রয়েছে!! 


হঠাৎ আখি হুহু করে হেসে দিলো!! 

বললো : কি ভাইয়া আবারো প্রেমে পড়ে গেছেন নাকি?? 


আমি : আরে না কি যে বলো তুমি! আমি তো উপকার করতে আসছি বাট এমন কথা বললে চলে যাবো!! 


অহনা বলল : আখি ওনাকে যেতে বল, ওনার থেকে উপকার নেওয়ার কোন দরকার নেই!! 

বৃষ্টি থেমে যাবে কিছুক্ষন পর!! 


আখি : শুনছেন ভাইয়া আপনার ই"য়ে কি বললো!!


অহনা : আখি বেশি হচ্ছে কিন্তু ওনি আমার কেও না!! 


আখি : কেও না তাহলে সারাক্ষন ফারহান, ফারহান করে আমার মাথা খাছ কেনো!! 


অহনা : ভালো লাগেনা কিন্তু!! 


আমি : এই তোমরা চুপ করবা!! 

কি বললাম ' অহনার ছাতা তুমরা দুজন নাও " 

আর অহনা তুমি আমার সাথে আসো!! 


আমার কথা শেষ হতে না হতেই " 

আখি অহনার হাত থেকে ওর ছাতা টা নিয়ে অহনা কে আমার দিকে ঠেলে দিলো!! 


অহনা আর আমি এখন এক ছাতার নিচে!

খালি রাস্তা ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে!! 


হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো " 

বিকট এক আওয়াজ হলো "


তখনি অহনা আমাকে ঝাপটে ধরলো! 

হয়তো অনেক ভয় পেয়েছে!! 


তবে আমি নিজেকে সামলাতেই পারছি নাহ্!!

অনেক দিন পর অহনা কে এত কাছে পেয়েছি!! 

পুরোনো ভালোবাসা যেনো মনের মধ্যে ঢেউ খেলছে!! 


ওর চুলের ঘ্রাণেই আমি মাতাল হয়ে রয়েছি!!

এর মধ্যে আবার আমাকে জরিয়ে ধরলো!!


মনে হয় না আজকে বাসায় গিয়ে ঠিক থাকতে পারবো!! 

খুব মিস করবো!! 


এক মিনিট হয়ে গেলো অহনা আমাকে ছাড়ছেই নাহ্!! 

আমি হালকা আওয়াজ দিলাম!!


তখনি হুরমুর করে আমাকে ছেড়ে দিয়ে " 

নরমাল হয়ে আবারো হাটতে শুরু করলো!! 


অহনার চোখের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম!! 

কান্না করে চোখের পাপড়ি গুলো ভিজিয়ে ফেলছে!! 


এখন কি করবো?? 


#চলবে???

Post a Comment (0)
Previous Post Next Post