
গল্প : Ex যখন রোমান্টিক বউ
পর্ব : ২
লেখক : Farhan Ahmed Sajjad
এক মিনিট হয়ে গেলো অহনা আমাকে ছাড়ছেই নাহ্!!
আমি হালকা আওয়াজ দিলাম!!
তখনি হুরমুর করে আমাকে ছেড়ে দিয়ে "
নরমাল হয়ে আবারো হাটতে শুরু করলো!!
অহনার চোখের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম!!
কান্না করে চোখের পাপড়ি গুলো ভিজিয়ে ফেলছে!!
এখন কি করবো??
আমি আর কিছু বললাম নাহ্!!
বৃষ্টি টা থেমে গেলো "
তবে আকাশ টা এখনো মেঘলা!!
অহনা কে বললাম "
আচ্ছা তুমরা তাহলে যাও আমি আসি!!
অহনা মাথা নেড়ে হ্যা বললো "
আর বললো মেসেজের রিপ্লে দিতে!!
বাসায় এসে ফ্রেস হয়ে সিগারেট এর প্যাকটা নিয়ে ছাদে উঠলাম!!
ছাদে উঠার পর সিগারেট জ্বালাতে জ্বালাতে ভাবলাম!!
অহনা কে ইগনোর লিষ্টে থেকে আবারো এড করি!!
এই ভেবে ইগনোর লিষ্টে ডুকলাম!!
ডুকেই তো আমি অভাক!
এত মেসেজ ও কখন দিয়েছিলো!!
কে যানে!!
তবে একটু আগের মেসেজ ছিলো!!
..কাল সকাল ১০ টায় কলেজের পাশের লেকের পাড়ে আসবা কিন্তু!!
আমি কিছু না ভেবে হ্যা বলে দিলাম!!
আজ অহনা কে দেখার পর থেকেই মাথা নষ্ট হয়ে রয়েছে!!
আমি এটা আগেও শুনেছি "
প্রৈম করে ছেড়ে দেওয়ার পর Ex নাকি আগের থেকে দ্বিগুণ সুন্দরী হয়ে যায়!!
আমার ফ্রেন্ডরা ও এমন কথা বলতো!
আমি হেসে উড়িয়ে দিতাম!
বাট আজ নিজেই এই কথার সাক্ষী হলাম!!
রাতেও ঠিকঠাক ঘুম হলো না!
খুব সকালে ঘুম ভাঙলো!
আমি ঘুম থেকে উঠে পরিপাটি হতে লাগলাম!!
অহনার সাথে দেখা করতে যাবো!!
বাইক নিয়ো বেরিয়ে পড়লাম!
লেকের পাড়ে যেয়ে দেখি!!
অহনা তো ঠিকি এসেছে "
সাথে করে জিসান ছেলেটা এসেছে!!
এই জিসান কেই আমি দেখতে পারি না!!
কারন ও অহনা কে পছন্দ করে!
আর সুযোগ খুজে কখন আমি অহনার সাথে যোগাযোগ বন্দ করে দিই!!
তবে অহনা এখনো জিসান কে ভালো ফ্রেন্ড ভাবে!!
আমি ওদের কাছে যেতেই জিসান বলে উঠল : বাহ্ বেশ লাগছে তো তুমাকে!!
আমি : হুম ভালো!!
জিসান : রাতে কোন ত্রুিম মাখো মুখে!!
আমি : তুমি কি যানো কোথায় দাড়িয়ে আছো!!
মনে কি একটুও ভয় নেই!!
অহনা : উফফ!! আবার শুরু করছো?
আমি : তুমি যদি এসব আলতু ফালতু ছেলেকে সাথে নিয়ে ঘুরো তাহলে আমার থেকে দূরেই থেকো!!
অহনা : আরে আমি একা নাকি এখানে আখি আছে রিমি আছে!!
আমি : যেই থাকুক আমার রাগ কিন্তু বেশিক্ষন কনট্রোল করতে পারবো নাহ্!!
জিসান : ভাব দেখে মরে যেতে ইচ্ছে হয়!!
এখন আর ঠিক থাকতে পারলাম নাহ্!!
দিলাম মুখের মধ্যে ১০ থেকে ১২ টা ঘুষি!!
এত স্পিডে মেরেছি কেও বুঝে উঠার আগেই!!
সবাই অভাক হয়ে গেলো কি হলো এটা!!
জিসান অপমানিত হয়ে!
ঠোটঁ কাটার রক্ত মুছতে মুছতে চলে গেলো!!
অহনা বলল : এটা তুমি কি করলে "
আমি : কেনো ভুল কিছু করেছি?
আর তুমি আমার সাথে দেখা করতে চাইছো!
তাও এসব ছেলেকে নিয়ে আসছো!!
ওর সাথে মিশতে মানা করছি নাহ্!!
আহনা : আরে বাবা ও তো আমাদের সাথে ভালো ব্যাবহার করে ভালো ফ্রেন্ড!!
আমি : আরে রাখ তোর ফ্রেন্ড তোর ফ্রেন্ডের মাইরে বাপ " আমি গেলাম!
বাকি জিবনে দেখা পাবি নাহ্!!
বাইকে উঠার পর আখি সামনে এসে দাড়ালো!!
আখি : ভাইয়া এটা ঠিক হচ্ছে নাহ্!!
আমি : তোমার ফ্রেন্ড কে বলো জিসানের সাথে দেখা করতে আমাকে ডেকেছে কেনো!!
আখি : বেশি হচ্ছে কিন্তু " জিসান কে আমি নিয়ে আসছি ওরে একটা কাজ দিছি "
ঐ টা দিতে আসছিলো!
তখন আপনি আসছেন!!
আর আপনিও কেমন পাগল জিসানের সাথে আপনার তুলনা করছেন!!
আপনি যানেন নাহ্ অহনা আপনাকে কত ভালোবাসে!!
__ কি আর করার বাইক থেকে নেমে "
অহনার সামনে যেতেই!!
ও আমার দিকে অভাব দৃষ্টিতে তাকিয়ে রয়েছে!!
ও হয়তো ভাবছো এখন ওর সাথেও খারাপ আচরন করবো!!
কিন্তু নাহ্ " এখন মাথা ঠান্ডা রাখতে হবে!!
অহনা কে শুধু বললাম : জিসানের সাথে যেনো তুমাকে আর না দেখি!!
অহনা মাথা নেড়ে হ্যা বললো!!
আমি : আচ্ছা চলো ঘুরে আসি!!
অহনা চুপচাপ আমার পিছনে বসলো!!
আখিকে বললাম : তুমরা তাহলে ঘুরতে থাকো!
অহনা কে আমিই বাসায় নামিয়ে দেবো!!
আখি : ওকে ভাইয়া!!
অহনা কে নিয়ে সেখান থেকে চলে আসলাম!!
রাস্তায় অহনা আমাকে ভীতু গলায় বললো : জিসান কে যে তুমি মারলে, ও যদি তোমার কিছু করে " ছেলেটা মোটেও সুবিধার না!!
আমি : আমার চিন্তা করলে বা আমার কথা ভাবলে জিসান আজ তুমার সাথে থাকতো নাহ্!!
অহনা : সরি আমি বুঝতে পারিনি!!
আমি : হুম বাদ দাও " আর এসব চিন্তা বাদ দাও, জিসান বেশি বুঝলে " গুম করে দেবো!!
অহনা আর একটা কথাও বললো না!!
রাস্তার মোড়ে ফুসকার দুকান থেকে অহনা সেদিকে তাকিয়ে রইলো!!
আমাকে কিছু বলার সাহস পেলো নাহ্!!
আসলে হয়ছে কি আমার হলো ছেছড়া রাগ "
হুটহাট রাগ উঠে আবার হুটহাট চলে যায়!!
ফুসকার দুকানের দিকে তাকিয়ে থাকতে দেখে!!
বাইক থামিয়ে বললাম "
চলো ফুসকা খাবো!!
অহনা : কিন্তু তুমি তো ফুসকা খাও নাহ্!
আমি : আবার বেশি কথা বলে " খাই না তো কি, আজ খাবো!!!
এখন অহনা হেসে ফেললো!!
আমি : কি ব্যাপার হাসলে কেনো!!
অহনা : কিছু না এমনি!!
ওর জন্য এখানে দাড়িয়েছি এটা ও বুঝে গিয়েছে!!
যাইহোক অহনার হাত ধরে রাস্তার ওপাশে দুকানে নিয়ে গেলাম!!
দুকানি ফুসকা রেডি করে "
অহনার হাতে দিলো!!
অহনা ফুসকা হাতে আমার দিকেই আসছে!!
যে ভয় টা পাচ্ছিলাম ঐ টাই হবে নাকি!!
আমি বাহিরের জিনিস খাই নাহ্! আর এসব ফুসকা তো একদম খাইনা!!
কোন সুখে যে বলেছিলাম "আজ আমিও খাবো দূর দূর ভাল্লাগেনা!!
অহনা : এই নাও হা করো তো!!
__ কিছু করার নেই " অহনার হাত থেকে ফুসকা খাওয়ার পর " জগত টাই হয়তো উল্টে গেলো!!
দুকানি মামা কে আরো এক প্লেট কড়া টক দিয়ে বানাতে বললাম!!
আহ্ কি মজা আমি তো ভাবছি এগুলা হওয়াই মিঠাই এর মত মুখে দিলেই ফুরিয়ে যায়!!
যাইহোক অহনা আর আমি চুটিয়ে ফুসকা খাচ্ছি!!
অহনা আমার খাওয়ার ভঙ্গি দেখে!
মুচকি মুচকি হাসছে!!
সেদিকে আমার কোন খেয়াল নেই!
হঠাৎ করে চোখের পলকে আকাশ টা পুরো মেঘে ডেকে গেলো!!
অহনা ভয়ে "
আমার পাশে এসে পড়লো!!
এমন সময় ঘটলো আরেক বিপদ!!
এটা এমন সময় আমি কখনো আশা করেছিলাম নাহ্!!
এমন কি সপ্নেও ভাবিনি এমন বিপদে পড়বো!!
#চলবে???