গল্পঃ #সিনিয়র_আপু_যখন বউ। লেখক: #আবির_মাহমুদ শান্ত। পর্ব - ০৩ -️ ️[Love♥️Story]

 


গল্পঃ #সিনিয়র_আপু_যখন বউ।

লেখক: #আবির_মাহমুদ শান্ত।

পর্ব - ০৩ -️ ️[Love♥️Story]


--কাজী অফিস আজ তোকে বিয়ে করবো (রিমঝিম আপু)


--কি বলছো এসব তোমার মাথা ঠিক আছে !! (আমি)


--আমাকে বিয়ে করবি না কেন।। আমি কি দেখতে খারাপ ? (রিমঝিম আপু)


--না সেটা না। কিন্তু তোমার সাথে আমার যায় না (আমি)


--তাই নাকি । কিন্তু আমি যে তোকেই বিয়ে করবো (মুচকি হেসে)


রিমঝিম আপুর কথা গুলো শুনে চোখ আকাশে ৷ এক ভাবে তার দিকে তাকিয়ে আছি ৷৷


--আরে ভ্যাবাচেকা খেয়ে গেলি নাকি। আমি তো মজা করছিলাম তোর সাথে (রিমঝিম আপু)


আপুর কথা শুনে কিছুটা সস্তি পেলাম ।।


--কই যাবে এখন? (আমি)


--আজ তোকে গুছিয়ে আনবো (রিমঝিম আপু)


--মানে বুঝলাম না? (আমি)


--মানে তোর এই চুলের ডালা কাটতে হবে এত বড় রাখা যাবে না। খারাপ লাগছে দেখতে তোকে ৷ (রিমঝিম আপু)


--লাগবে না আমি এরকমি ঠিক আছি!! চুল বড় করে রাখা আমার ছোট কালের অভ্যাস। (আমি)


--আর একবার লাগবে না বললে থাপ্পড় মেরে গাল লাল করে দিব ৷ (রিমঝিম আপু)


আপুর কথা শুনে চুপ হয়ে গেলাম ৷ তারপর দুজনে বেরিয়ে পরলাম ৷৷

রিমঝিম আপু গাড়ি চালাচ্ছে আর আমি চুপচাপ বসে আছি ৷৷


--কি হলো চুপচাপ বসে আছিস যে কিছু তো বল ৷ (রিমঝিম আপু)


--কী বলবো ? (আমি)


রিমঝিম আপু সেলুনে নিয়ে গিয়ে আমার চুলের স্টাইল করিয়ে দিলো ৷ তারপর দুজনে শপিং মলে গেলাম ৷৷


--এখানে কেনো আসছো ? (আমি)


--শপিং করবো ৷ (রিমঝিম আপু)


--ও আচ্ছা, কি কিনবেন ? (আমি)


--আবার আপনি বলিস ! (একটু রাগ দেখিয়ে বললো আপু)


--সরি। আসলে আমার আপনি বলাটাই বেশি ভালো লাগে ৷ (আমি)


--আরেক বার বলে দেখিস তোর দাত ভেংগে দিবো ৷ (রিমঝিম আপু)


--আচ্ছা বাদ দেও তো ৷ কি কিনবা তারাতাড়ি কিনো ৷ (আমি)


--আমি নিজের জন্য কিনবো কে বললো ৷ তোর জন্য কিনবো ৷ (রিমঝিম আপু)


--আমার জন্য কিনবে কেনো ? (আমি)


--এমনি আমার ইচ্ছে হয়েছে তাই ৷ (রিমঝিম আপু)


--কিন্তু আমার কিছু লাগবে না ৷ (আমি)


--বেশি কথা বলবি না চুপচাপ থাক ৷ (রিমঝিম আপু)


তারপর রিমঝিম আপু নিজে পছন্দ করে শার্ট প্যান্ট কিনলো ৷ আমি গিয়ে বিল দিয়ে দিলাম ৷ 

রিমঝিম আপু বিল দিতে গিয়ে ঘুরে আসলো ৷


--তোকে বিল দিতে কে বলছে ? (রিমঝিম আপু)


--আমার জিনিস তাই আমি বিল দিলাম ৷ (আমি)


--কেন আমি কি বলছি তোকে টাকা দিতে?? (রিমঝিম আপু)


--না এমনি দিলাম ৷ (আমি)


-- আরেক দিন যদি পাকনামি করিস তাহলে বুঝতে পারবি ৷ চল এখন । (রিমঝিম আপু)


রিমঝিম আপু আর কোনো কথা বললো না ৷

রেস্টুরেন্ট গিয়েও আপু কোনো কথা বলছে না ৷৷ মুখে রাগের ছাপ দেখা যাচ্ছে ৷ রিমঝিম আপু ধিরে ধিরে আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছে ৷ প্রথমের দিকেখারাপ লাগলেও তার শাসন গুলো এখন খুব ভালো লাগে কেমন আপন আপন লাগে ৷ পুরোনো কিছু স্মৃতি জেগে উঠছে ৷৷


--এখনো রাগ করে আছো ? (আমি)


* চুপ (আপু)


--কি হলো সরি আমি বুঝতে পারি নি সত্যি (আমি)


--হইছে আর সরি বলতে হবে না ৷ (রিমঝিম আপু)


তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম ৷

এবার বিল দিতে গেলাম না ? ফ্রিতে বকা খাওয়ার শখ নেই আমার ৷ রিমঝিম আপু আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেলো ৷।


বিকেলে আর বাসা থেকে বের হলাম না কাজ ছিলো ৷ তাই রাতে খেয়ে ঘুমিয়ে পরলাম ৷

সকালে ফোনের রিংটোন শুনে ঘুম ভেংগে গেলো ৷৷ ফোনটা হাতে নিয়ে দেখি আপুর ফোন দিয়েছে ৷।


--হ্যালো আপু বলো ৷ (আমি)


--কই তুই ? (রিমঝিম আপু)


--কেন বাসায়! (আমি)


--তারাতাড়ি ক্যাম্পাসে আয় ৷ (রিমঝিম আপু)


তারপর তারাতারি ফ্রেশ হয়ে কলেজে গেলাম ৷ কলেজে ঢুকতেই অনেকে হা হয়ে তাকিয়ে আছে ৷ নিজেকেই কেমন জেনো লাগছে !!

কারন নিজের স্টাইল চেঞ্জ করেছি ৷ অগোছালো ছেলেটা আজ ফিটফাট হয়ে কলেজে এসেছে তাই হয়তো সবাই তাকিয়ে আছে ৷৷আমি রিমঝিম আপুকে খুজতে লাগলাম ৷


একটু পর আপুকে দেখলাম তিন চারটা মেয়ের সাথে একাডেমিক ভবনের দিকে যাচ্ছে ৷ আমি ডাক দিলাম ৷৷


--রিমঝিম আপু ! (আমি)


আমার ডাক শুনে পিছনে ফিরে তাকালো ৷ আমি ওদের কাছে গেলাম ৷৷


--কই যাও ? (আমি)


* চুপ (আপু)


--ছেলেটা কেরে দেখতে তো খুব কিউট !! (রিমঝিম আপুর বান্ধবী)


রিমঝিম আপু তখন তার বান্ধবীর দিকে রাগি লুকে তাকালো ৷৷


--তোরা যা আমি পরে তোদের সাথে কথা বলছি ( রিমঝিম আপু তার বান্ধবিদের উদ্দেশ্য করে বললো )


রিমঝিম আপুর বান্ধবিরা আপুর চেহারা দেখে বুঝতে পারছে হাব ভাব তাই কিছু না বলে চলে গেলো ৷


--এই ছেলে তোমাকে দেখতে না খুব কিউট লাগছে (যেতে যেতে রিমঝিম আপুর এক বান্ধবি বললো)


রিমঝিম আপু চত্ত্বরে গিয়ে বসে পরলো ৷ 

আমি দুইজন বসার মতো দূরত্ব রেখে বসলাম ৷ দুজনে চুপচাপ বসে আছি ৷


এত রাগ কিসের কে জানে ৷ আমি তো আজ আপনি করেও বলি নি ৷ কিন্তু রিমঝিম আপুকে রাগি লুকে অনেক কিউট লাগে ।। 

আমি কিছুদিনে লক্ষ্য করেছি রিমঝিম আপু রাগলে গাল দুটো লাল হয়ে যায় ৷৷


--আপু আজ এত রেগে কেনো ? (আমি)


* চুপ (আপু)


--কি হলো বলছো না যে । আমি তো আজ আপনি করে বলিও নি তাহলে রাগ করে আছো যে? (আমি)


--তোর কি কেউ আসবে ? (রিমঝিম আপু)


--আমার আবার কে আসবে ? (আমি)


--তাহলে মধ্যে যে এতবড় জায়গা ফাকা রেখে বসে আছিস কেন ? (রিমঝিম আপু)


--আরে পাশে বসলে সবাই নেগেটিভ মাইন্ড করবে । কেউ ভাববে না যে তুমি আমার আপু৷ (আমি)


রিমঝিম আপু আমার কলার ধরে নিজের পাশে টেনে বসালো ৷


--আমি তোর কি লাগি ভালো করে বল (রিমঝিম আপু)


--তুমি আমার সিনিয়র সেই হিসেবে আপুই তো হওয়ার কথা ৷ (আমি)


--আরেকদিন যদি এই আবাল মার্কা কথা বলেছিস তাহলে তোর খবর করে দিবো বলদ কোথা কার ৷ (রিমঝিম আপু)


তখন রিমঝিম আপুর বান্ধবি কোথা থেকে এসে জেনো পাশে বসলো ৷৷ 

তখন রিমঝিম আপু যা করলো ,,,,,,,,


#চলবে


প্রিয় পাঠক পাঠিকা গণ আজকের মত এটুকুই।

গল্পের সাথেই থাকুন জানাবেন কেমন লাগলো ।


#পরবর্তী_পর্বের_জন্য_অপেক্ষা_করুন

Post a Comment (0)
Previous Post Next Post