গল্পঃকালো ছেলে Vs সুন্দরী বউ লেখকঃরনি হাসান পর্বঃ১

 


গল্পঃকালো ছেলে Vs সুন্দরী বউ

লেখকঃরনি হাসান

পর্বঃ১

/\---------/\

\/---------\/

!

!

আম্মু:রনি তোর ঘুম হলো! আর কত ঘুমাবি! কলেজে যাওয়ার সময় হলো সেদিকে তোর কোনো খেয়াল আছে..?

আমি:হুমম আম্মু আর মাত্র ১০ মিনিট ঘুমতে দাও প্লিজ !

আম্মু:১০ মিনিট কেনো? আর একটা সেকেন্ড কোনো ঘুম চলবে না! এখন কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে যা!

আমি:ওকে আম্মু! এবার উঠি নই তো আবার ঝড় থেকে শুরু করে সুনামী ও হতে পারে! বুঝলেন না তো আমি ও বুঝি নাই! এতক্ষন যার সাথে কথা হলো সে হলো আমার একমাত্র ঘুম ভাঙ্গার আক্রমন কারী সে আর কেউ না আমার আম্মু!

আচ্ছা এবার তাহলে ফ্রেশ হতে যায় আর এই ফাঁকে আমার পরিচয়টা দেয়... আমি রনি হাসান এবার সেকেন্ড ইয়ারে পড়ছি! বাবা মার আদরের একমাত্র সন্তান! এই দেখুন আপনার সাথে কথা বলতে অনেক লেট করে ফেলছি! আর ঐদিকে আম্মু ডাকাডাকি শুরু করে দিয়েছে!

আম্মু:তারাতারি খেতে আই! আর কখন কলেজে যাবি?

আমি:ওকে আম্মু তুমি খাবার রেডি কর! আমি আসতাছি,তারপর খাবারের পর্ব শেষ করে চলে গেলাম কলেজে| কলেজে গিয়ে দেখি সব বন্ধুরা আড্ডা দিচ্ছে আর আমি যাওয়াতে বলতে শুরু

আশরাফ:সূর্য আজ কোনদিকে উঠছে রে?

শাকিল:আমাদের মহাগরু হয়ত কোনো প্রেম চক্রে পড়েছে!

জুবায়ের:তোরা যাই বলস কেনো আমার কিন্তূ এবিষয়ে খটকা লাগছে?

শাকিল:বল তো তোর কেস টা কি?

আমি:তোরা এবার থামবি! আমার কোনো প্রেম চক্রো চলছে না?

আশরাফ:তাহলে আজ সকালেই কলেজে আসলি কেনো?

জুবায়ের:আশরাফ তুই যাই বলস না কেনো আমাদের দেশে নাম্বার ওয়ান অলস কেউ থাকলে তার মধ্যে রনি একজন! আর আজ কলেজে সকাল সকাল,ডাল মে কুছ কালা হে?

আমি:তোরা কি শুরু করলি , বল তো? আর তোরা যা ভাবছিস এসব কিছুই না|

জুবায়ের:তাহলে আজ সকালেই কলেজে আগমন কেন ?

আমি:আম্মু কাছে বকা খেতে খেতে একদম ক্লান্ত! শুধু এক কথা যে আমার সব বন্ধুরা ঠিকমতো ক্লাস করছে! আর সে জায়গাই আমি কেন এত অলসগিরি করি!

আশরাফ:যাহা পনা আপনি যাই বলেন না কেন? আপনাকে একটা রানীর সন্ধান করতে হবে!

আমি:এখনো এসব নিয়ে ভাবনি!

শাকিল:তাহলে মহাগরু আপনি বুড়ো কালে রানীর সন্ধান করবেন?

আমি:তা নই তখন করব এখন চল ক্লাসে যাই!

সব বন্ধুরা:হুম চল!

তারপর ক্লাস শেষ করে সব হারামী গুলোরে নিয়ে আড্ডা দিচ্ছি,আর সব হারামী রা ফোনে তাদের রানী সাথে কথা বলছে আর আমি ফোনে পাপজি গেম খেলছি!

আপনারা হয়ত ভাবছেন আমি কেন প্রেম করি না| শুনন তাহলে আমি দেখতে সুদর্শন না, স্মাট না, আর সব চাইতে বড় কথা হলো আমি অনেক কালো! যার উপাধি স্বরুপ ক্ষ্যাত মার্কা চেহারা আর কি! এর কারনে আমি কোনো প্রোপজ করিনি, আর কোনো মেয়েও আমাকে প্রোপজ করিনি,কে বা করবে এমন কালো আনস্মাট ছেলেকে প্রেম! অবশ্য আমি কখনো নিজেকে ছোট ভাবি না|

এইরে আব্বু কেন আবার ফোন করল? আচ্ছা যাই হক এবার ফোনটা রিসিব করি!

আমি:হেলো আব্বু!

আব্বু:বাবা এখন কই আসিস?

আমি:আব্বু আমি বন্ধুদের সাথে কলেজে আড্ডা দিচ্ছে!

আব্বু:অহহ আচ্ছা বাবা তুই দেরি না করে বাড়িতে আই!

আমি:কেন আব্বু?

আব্বু:আমার বন্ধুর মেয়ের বিয়ের দাওয়াতে তাদের বাড়ি যেতে হবে!

আমি:ঠিক আছে আব্বু!

আব্বু:আচ্ছা তারাতারি বাড়িত আই!

আমি:ওকে!

তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাড়িতে এসে দেখি আম্মু আমার কয়েকটা পোষাক ব্যাগে ভর্তি করছে! আম্মুরে গিয়ে বললাম?

আমি:আম্মু আমার এত পোষাক ব্যাগে ভর্তি করার কি আছে?

আম্মু:কেন তোর আম্মু তোকে কিছু বলেনি?

আমি:বলেছে আব্বুর বন্ধুর মেয়ের নাকি বিয়ে|আর আমাদেরকে যেতে হবে|

আম্মু:হ্যা এর জন্য ব্যাগ ভরছি

আমি:এতে ব্যাগ ভরার কি আছে?

আম্মু:আমাদের ওখানে কিছুদিন আগেই যেতে হবে ,কেননা তোর আব্বু খুব কাছের বন্ধু আর তার মেয়ে বিয়ে বলে কথা!

আমি:অহহ এই কথা আগে বলবে তো?

আম্মু:তুই দেরি না করে ফ্রেশ হয়ে নে| কিছুক্ষন বাদে আমাদের রওনা দিতে হবে!

আমি:ওকে আম্মু,

তারপর পুরো ফ্যামেলিসহ রওনা দিলাম| দীর্ঘ ৩ ঘন্টা জার্নি করার পর বিয়ে বাড়িতে আসলাম|

আব্বুর বন্ধু:কিরে কেমন আছিস?

আব্বু:হুমম খুব ভালো,তোর কি খবর?

আব্বুর বন্ধু:আমিও বেশ দারুন আছি,বুঝতেই পারছিস মেয়ের বিয়ে বলে কথা!

আব্বু:তা ছেলে কি করে?

আব্বুর বন্ধু:লেখাপড়া শেষ করে তার বাবার কোম্পানিতে চাকরি করছে!

আব্বু:হুমম ভালো হলো!তাহলে চল আমাদেরকে ভিতরে নিয়ে যা?

আব্বুর বন্ধু:অহহ সরি রে অনেকদিন পর তোর সাথে দেখা আর এখন ভিতরে নিয়ে যাবার কথা ভুলে গেছি!

আব্বু:হ্যা হ্যা চল! তোর আগের অভ্যাসটা এখনো গেলো না অল্প ভুলে জন্যও 

সরির বলার সমাহার বানানো

তারপর আব্বুর বন্ধু মানে আঙ্কেল আমাদের সবার সাথে মত বিনিময় করে গেস্ট রুমে নিয়ে গেলেন! জার্নি করে একটু খারাপ লাগছে! তাই ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম| তারপর ঘুম থেকে উঠে, জায়গাটাই যেহেতু নতুন আসছি,তাই একটু ইচ্ছা জাগলো বাহিরে ঘুরে আসি,যে ভাবা সেই কাজ!

!

!

(চলবে)

1 Comments

Post a Comment
Previous Post Next Post