গল্পঃকালো ছেলে Vs সুন্দরী বউ
লেখকঃরনি হাসান
পর্বঃ৩
/\---------/\
\/---------\/
!
!
মিমি:আপনাকে মা খেতে ডাকছে?
আমি:হুম চলুন
তারপর টেবিলে গিয়ে বসে পড়লাম এবং আব্বু আম্মু আমাদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল | তো সেখানে যাবার পর আব্বু বলতে লাগল
আব্বু:কেরে বাপ খাস না কেন?
আমি:কই খাচ্ছি তো!
আব্বু:তোর কি মন খারাপ?
আমি:না মন খারাপ হতে যাবে কেন?(এমনিতে কাটা ঘা আর লবনের ছিটা কেমনডা লাগে)
আব্বু:বাপজান আমি সবই বুঝতে পারি| আসলে আমার একমাত্র ছেলের বিয়ে এভাবে হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি নাই| আর মিমিকে অপছন্দের কিছুই নেই| মিমি তোর জন্য সব দিকে থেকে পারফেক্ট| কয়েকদিন যাবার পর সব ঠিক হয়ে যাবে||
তারপর মিমি অনেক গুলো খাবার আইটেম নিয়ে আসল| এবং আমাদের কে পরিবেশন করতে লাগল| তবে যাই বলেন না কেন? মিমি আমাকে মন থেকে স্বামী না মানলেও তা কখনো বাহিরে প্রকাশ করেনি| যেন আমরা হ্যাপি কাপল|
আম্মু:বউমা তুমিও বস!
মিমি:না মা আপনারা খেয়ে নিন| আমি না হই পরে খাব!
আম্মু:কোনো কথা আমি শুনতে চাই না| তুমি এখন আমাদের সাথে খাবে|
তারপর সবাই একসাথে খাবার খেয়ে| আমি চলে আসলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে! বেস সেখানে যেতেই আশরাফ বলল?
আশরাফ:কি মহারাজ নতুন বিয়ে করলেন! রানীর সাথে সময় কাটান| তা আমাদের এখানে কেন?
জুবায়ের:রনি বাসর রাত কেমন কাটালি! বিড়ালটা কি মারতে পেরেছিস?
আমি:বিয়ে করেছি বলে এখানে আসতে মানা নাকি?
আশরাফ:আসতে মানা করতে যাব কেন? আমাদের সাথে আড্ডা দিলে ভাবি আবার রাগ করবে| তাই বললাম আর কি!
জুবায়ের:আব্বে কি বললাম মনে আছে?
আমি:কি?
জুবায়ের:বাসর রাতে কি বিড়ালটা মারতে পেরেছিস!
আমি:আরে বাসর ঘরে বিড়াল পেলে তো মারব!
জুবায়ের:তাহলে তুই শেষ!
আমি:শেষ মানে|
জুবায়ের:মানে সারাজীবন আফসুস করতে হবে|
আমি:তখন নয় দেখা যাবে|আচ্ছা চল একটু ঘুরে আসি!
আশরাফ:কই যাবি?
আমি:কই যাব মানে| সাধুরপাড়া অইদিকে ঘুরে আসি| তারপর সব বন্ধু মিলে সাধুরপাড়া চলে গেলাম| ওদের সাথে ঘুরতে ঘুরতে রাত ৯টা বেজে গেছে আমার সেদিকে কোনো খেয়াল নেই| হঠাৎ করে আব্বুর ফোন!
আমি:হেলো আব্বু!
আব্বু:হারামজাদা তোর কি কোনো বুদ্ধি সুদ্ধি কোনো দিনও হবে না!
আমি:কেন কি হয়েছে?
আব্বু:তোর আম্মু আমাকে ফোন করে জানিয়ে দিল যে তুই নাকি সকালে বের হয়ছিস এখন রাত প্রায় ১০ টা বাজতে গেল এখনো বাড়িত ফিরস নাই|যাই হক এখন কোথায় আছিস..?
আমি:সাধুরপাড়া বন্ধুদের সাথে ঘুরতে আসছি! ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে বুঝতে পারিনি!
আব্বু:আচ্ছা ঠিক আছে!তারাতারী বাড়িত চলে যা!
আমি:ওকে আব্বু!!
আচ্ছা এবার তাহলে বাড়িত যাওয়া যাক নইত আবার আমার বারোটা বাজাবে|তারপর বন্ধু কাছে থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম| এখন কলিংক বেল বাজাতে মিমি দরজা খুলে দিল| যেন আমার জন্যই অপেক্ষা করছিল| এটা ছিল শুধুমাত্র আম্মুকে দেখানোর জন্য|যাতে সহজে বুঝে আমরা দুজন অনেক হ্যাপি|তারপর ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালাম তখন আম্মুর আগমন!
আম্মু:দাড়া...!
আমি:কেন আম্মু?
আম্মু:আগে বল সারাদিন কইছিলি?
আমি:কেন বন্ধুদের সাথে!
আম্মু:তোর কি কোনো দিন আক্কেল জ্ঞান হবে না|ঘরে নতুন বউ রেখে ঘুরাফেরা কেন করস! আর এদিকে মিমি তোর জন্য অনেক চিন্তা করছিল?
আমি:অহ তাই নাকি!(অনেকটা অবাক হয়ে )
মিমি:ঠিক তাই| আপনার জন্য আসলেই মনটা খারাপ লাগছিল(একটা শয়তানি মুচকি হাসি দিয়ে)
আম্মু:বউমা তুমি ওকে খাবার খেতে দাও| আমি ঘুমাতে গেলাম|
মিমি:ঠিক আছে!
আমি:আপনি তাহলে আমাকে আপনি মেনে নিয়েছেন?
মিমি:অসম্ভব কোনোদিন সেটা সম্ভব না
আমি:কেন?
মিমি:আমি তো আগেই বলি যে আপনাকে আমি পছন্দ করি না|
আমি:তাহলে আম্মুর সামনে বললেন যে আমি না থাকাই আপনার খারাপ লাগছিল| এটা বললেন কেন?
মিমি:সেটা শুধুমাত্র আপনার শর্ত অনুযায়ী অনুসরন করলাম| যেন আমাদেরকে সন্দেহ না করতে পারে|
আমি:অহ ঠিক আছে| আমি তো ভুলে গিয়েছিলাম যে আপনি আমার দেওয়া শর্ত অনুযায়ী চলছেন| আচ্ছা ঠিক আছে| আমি ঘুমাতে গেলাম!
মিমি:খাবেন না?
আমি:না!
মিমি:কেন ?
আমি:পেট ভরে গেছে!
মিমি:আপনি খান বা না খান,সেটা আপনার ইচ্ছা!
আমি:হুমম ঠিক বলছেন! আমি খাই বা না খাই| এতে আপনার যাই আসে না| আমি তো আপনার কেউ না?
মিমি:নিশ্চুপ
!
!
(চলবে)