গল্প : পিচ্চি ছেলের প্রেমে যখন সিনিয়র ম্যাডাম পর্ব : ৩

 

 গল্প : পিচ্চি ছেলের প্রেমে যখন সিনিয়র ম্যাডাম 

পর্ব : ৩

লেখক : নিরব আহমেদ কাওছার

............................................................................

.........................................................................

......................................................................

...................................................................

................................................................

.............................................................

.........................................................

.....................................................

..................................................

..............................................

..........................................

.......................................

....................................

................................

............................

.........................

.....................

...................

................

.............

..........

.......

....

..

.


আমি কিছু বলতে যাবো তখন ম্যাডাম ক্লাসে হাজির এসেই আমার কাছ থেকে খাতা নিয়ে গেলো কিছুখন পর দিয়ে দিলো তখন আমি খাতা উল্টে লেখা দেখেতো অবাক। তখন জাহিদ কে বললাম। 


> দুস্তরে আমার জিবনটা পুরো একশো লেবু যুক্ত ভিমবার এর মতো হইয়া গেছে কাপড় কাচার দিন শুরু এই শিশু শিশু হাত দিয়ে এখন কাচতে হবে এ্যাহ 😭 এ্যাহ 😭 এ্যাহ  😭 ( আমি আসতে করে কান্না করে  বললাম )  


> শালা কি উল্টো পাল্টা বলছি ( জাহিদ বললো )  


> উল্টো পাল্টা নারে দোস্ত কই ছিলাম জীবনে কোনো সিনিয়র মেয়ের সাথে প্রেম করবো না বিয়ে ও করবো না ।  যাতে কাপড় ধুয়ে না দিতে হয় চাচার মতো । 

 কিন্তু আল্লাহ মনে হয় আমার কথা শুনে নাই এই শিশু শিশু হাত দিয়ে কাপড় ধুয়াই ছাড়বো জিবনটা আমার তেনা তেনা হইয়া যাইবো দুস্ত  তাইলে আমার হাত স্যাভলন খেয়ে অত্যাহতা করবো   আমি শেষ দুস্ত ( আমি বললাম )  


> এ্যা 🥴 তর কথা কিছুই বোজতাছি না  একটু বুজিয়ে বল ( জাহিদ বললো )  


> ওই দেখ ওই খানে শয়তানের নানি বসে আছে দেখছিস ( ম্যাডাম কে দেখিয়ে বললাম )  


> ওটাতো  ম্যাডাম তাইলে শয়তানের নানি হলো কি করে ( জাহিদ বললো )  


> ওটা তুই বুজবি না ওই ম্যাডাম আমায় I Love you লিখছে এই দেখ আর লিখছে।  তুমি সূর্য আমি চাদ  তুমি গাছ আমি পাতা তোমায় আমি বিয়ে করবো কে দিবে আমায় আর বাধা ।  বাঁধা তো আর দিবে না কাপড় ধুয়ে ধুয়ে জিবনটা কয়লা হইবো দুস্ত আমায় বাঁচা এই সিনিয়র ম্যাডাম এর হাত থেকে ( আমি বললাম )  


> ওফ খুব ভালো কাজ করছে দুস্ত দোয়া করি তোদের বিয়ে যেন তারাতাড়ি হয় জমিয়ে একটা খাওয়া দিবো তর বিয়েতে ( জাহিদ বললো )  


> শালা আর আমায় কাপড় কাচতে হবে সারাজীবন দরে এটার চিন্তায় আমি বাচিনা আর  তর জমিয়ে খাওয়া বের করছি আমি ( আমি বললাম )  


তারপর দিলাম কয়েকটি ঘুসি আমরা যে ক্লাসে ছিলাম এটা মনেই ছিলো না আমাদের এমন অবস্থা দেখে সবাই তাকিয়ে ছিলো তখন  ম্যাডাম এসে বললো। 


> ওই ইস্টুপিট এটা বকশিন করার যায়গা না এটা ক্লাস  বকশিন করতে হলে ক্লাসের বাহিরে গিয়ে করো এখন  তোমরা দুজন কানে দরে দাড়িয়ে থাকো যতখন আমি ক্লাস শেষ করে না যাই এটাই তোমাদের শাস্তি   ( ম্যাডাম বলে চলে গেলো নিজের যায়গায় )  


> সরি ম্যাডাম আর এমন করবো না এখনো ক্লাস শেষ হতে অনেক দেরি একটু শাস্তি কমানো যায় না ম্যাডাম( আমি বললাম )  


> কমালে তো তারপর বসে থাকবে আর আমি চেয়ে দেখতে পারবো না তারচেয়ে দাঁড়িয়ে থাক ( ম্যাডাম মনে মনে বললো৷)  


ম্যাডাম কথা বলছে না বলে তখন আমি আবার বললাম । 


> কি হলো ম্যাডাম ( আমি বললাম )  


> চুপ করে দাড়িয়ে থাকো কথা বললে আরো সময় বাড়বে ( ম্যাডাম বললো৷)  


তারপর আর কি দাড়িয়ে থাকলাম কিছুখন পর জাহিদ বললো । 


> শালা তর জন্য এখন দাড়িয়ে আছি আমার শিশু শিশু পা কাকুরা  কানতাছে  আজ মান সম্মান সব শেষ আমার তুই আজ বাহিরে বের হলে বুজাবো ( জাহিদ রাগি গলায় বললো ) 


> দুস্ত রাগ করিস না   ( আমি বললাম )  


>..............? ( চুপ করে আছে) 


তারপর সামনে তাকিয়ে দেখি ম্যাডাম এক নজরে তাকিয়ে আছে একটুও চোখের পলক পড়ছেনা । 


> শয়তান ম্যাডাম খালি নজর লাগাই দেয়। 

কালকে থেকে কপালে ফোঁটা দিয়ে আসবো যাতে চোখ না লাগাতে পারে  ( মনে মনে বললাম আমি) 


তারপর আমি মুখটা বই দিয়ে ডেকে ফেললাম। 


এদিকে। 


ম্যাডাম মনে মনে বললো। 


> শয়তান বিলাই বান্দর হনুমান একটু তাকিয়ে দেখছিলাম সব নষ্ট করে দিলো তুই শুধু আগামীকাল সকালে আসিস তকে বুজিয়ে দিবো ( মনে মনে বললো ম্যাডাম)  


তারপর ক্লাস শেষ করে চলে গেলো ম্যাডাম আর আমি বসে আছি তখন জাহিদ বললো । 


> কিব্বে এখন কই যাইবি তখন শিশু ছেলের মতো মাইর খাইছি এখন তরে দিমু একঘন্টা দাড়িয়ে ছিলাম তর জন্য এখন মাইর দিমু ( জাহিদ বললো )  


জাহিদ যেই ঘুসি দিতে যাবে তখনি বেগটা নিয়ে দিলাম দৌড় এক দৌড়ে কলেজ এর বাহিরে তারপর চলে গেলাম গাড়ি দিয়ে আদিবার ইস্কুলের সামনে কিছুখন বসে থাকার পর আদিবা আসলো এসে বললো 


> আজ এত তারাতাড়ি চলে এলে যে ভাইয়া ( আদিবা বললো )  


> এমনি ভালো লাগছে না তাই চলে আসলাম চল বাসায় ( আমি বললাম ) 


> ঠিক আছে ভাইয়া চলো ( আদিবা বললো ) 


তারপর চলে এলাম আদিবাকে নিয়ে বাসায় তারপর ফ্রেশ হয়ে কিছুখন শুয়ে রইলাম দুপুরে খাবার এর সময় বোন ডাকলো নিচে গিয়ে বসলাম যাক অবশেষে দুপুরের খাবার পাইছি আম্মু ভাত দিয়ে তরকারি দিলো তরকারি দেখে অবাক সকালের সেই কোয়েল পাখির ডিম রান্না করেদিছে আমাকে আর আব্বুকে তখন আব্বু বললো৷। 


> এইটা কি দিছো ( আব্বু বললো )  


> কেন কোয়েল পাখির ডিম এর তরকারি ( আম্মু বললো )  


> ডিম কোথায় এর চেয়ে বড় বড় তো মশার ডিম আর হলুদ এর গুড়ো  মরিচ গুঁড়ো তো দেওনাই  ( আব্বু বললো) 


> যেটাই হোকনা কেন তোমার ছেলে নিয়ে আসছে তাই তোমাদের জন্য রান্না করছি এখন এটা দিয়ে খাও ( আম্মু বললো ) 


> তোমার এই তরকারি  দেখে এখনি আমার পেট কানতাছে আর বলতাছে নানা গো এটা পেটে ডুকাইস না তাইলে লেবু খেয়ে আত্মাহত্যা করবো এখনি। ( আব্বু বললো৷)  


> না খেলেও খেতে হবে খাও সকালে তো খুব ছেলের প্রতি সাপট দিচ্ছিলে এখন খাও ( আম্মু বললো )  


তখন আমি বললাম । 


> বাবা খেয়ে নাও কষ্ট করে ( আমি বললাম ) 


> শয়তান পিচ্চি পোলা তুই খেয়েনে তর সাপট দিয়ে আমায় এখন খেতে দেয় না ( আব্বু বললো )  


তারপর কষ্ট করে অল্প কিছু খেয়ে চলে আসলাম বিকেলে শুয়ে ছিলাম তখন দিবা এসে বললো। 


> ভাইয়া চলো  আমার সাথে ( আদিবা বললো)  


> কোথায় যাবো ( আমি বললাম )  


> আমি যেই  ম্যাডাম এর বাসায় গিয়ে পড়ি সেখানে চলো ( আদিবা বললো৷) 


> আমি যাবো না তুই যা ( আমি বললাম )  


> ভাইয়া তোমার আজ যেতে হবে যাওয়ার সময় কিছু  পিচ্চি ছেলে আমার বেগ টানাটানি করে চলো আজ বলছে মারবে তাই তুমি চলো৷ ( আদিবা বললো) 


> কিহহ এত সাহস আমার বোনকে মারবে চল দেখি কে    তকে মারতে চায় ( আমি বললাম )  


> হুম চলো ( আদিবা বললো )  


তারপর চললাম বোন এর সাথে যেতে যেতে আদিবা যেই ম্যাডাম এর বাসায় পড়ে সেখানে চলে গেলাম কিন্তু কাউকে পেলাম না তখন আমি বললাম  


> কিরে তুই বললি তকে কেউ মারবে কোথায় গেলো ( আমি বললাম )  


> আমিও বোজলাম না আজ কেউ আসলো না কেন মনে হয় তোমায় দূর থেকে আজ আমার সাথে দেখে আসে নাই দেখি যাওয়ার সময় আসবে চলো ভিতরে যাই  ( আদিবা বললো )  


> হুম চল তকে এখন পাহাড়া দিতে হবে আমায় ( আমি বললাম ) 


তারপর চলে গেলাম বিতরে বাড়িটা অনেক সুন্দর আর অনেক  বড় দুইতলা বাড়ি তখন আদিবা বললো। 


> ভাইয়া তুমি এই ফুপাসিটে বসো আমি ম্যাডাম কে ডেকে নিয়ে আসছি আজ ম্যাডাম এর বাসায় কেউ নাই তার আব্বু আম্মু কোথায় যানি গিয়েছে আসতে আসতে রাত হবে বুজতে পারছো ( আদিবা বললো৷)  


> হুম বুজতে পারছি ( আমি বললাম )  


তারপর আদিবা চলে গেলো ম্যাডামকে খুজতে তার রুমে গিয়ে দেখে ম্যাডাম মাএ ঘুসল করে বের হয়েছে তখন আদিবা বললো । 


 > ম্যাডাম আমি আসছি আর আমার ভাইয়া আসছে আজ নিচে বসে আছে ( আদিবা বললো ) 


> আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে আমাদের ওই ঘরে তোমার ভাইয়া নিয়ে বসো আমি আসছি ( আদিবার ম্যাডাম বললো৷)  


> ঠিক আছে ম্যাডাম ( আদিবা বললো )  


তারপর চলে এলো আদিবা এসে আমায় নিয়ে দোতলায় একটা ঘরে নিয়ে বসলো কিছুখন পর দরজার কাছ থেকে কেউ বলে উঠলো  আদিবা কোথায় তোমার ভাইয়া। 


আমি তাকিয়ে দেখেতো অবাক কারন এটা আর কেউ না আমার সিনিয়র  ম্যাডাম আমি তার বাসা চিনিনা কখনো জানতেও চেষ্টা করনি সেও অবাক হয়ে তাকিয়ে রয়েছে তখন আদিবাকে বললো । 


> এটাই কি তোমার ভাইয়া  আদিবা ( ম্যাডাম খুশি হয়ে বললো  ☺)  


> হুম ম্যাডাম এটাই আমার ভাইয়া ( আদিবা বললো )  


> যাক ভালো হয়েছে আজ রাতের ঘুম পেছি মনটা ছট ফট করছিলো দেখার জন্য  ( মনে মনে বললো  ম্যাডাম)  


> শয়তান আর কোনো ম্যাডাম পেলো না পড়ার জন্য  ( মনে মনে বললো আমি)  


তারপর ম্যাডাম এসে বসে আদিবাকে পড়াতে লাগলো আর আমার দিকে তাকিয়ে আছে আমি কিছু করতেও পারছি না নিচের দিকে তাকিয়ে ছিলাম কিছুখন পর ম্যাডাম এর দিকে তাকিয়ে দেখি আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে আর তার ঠোট কামরাচ্ছে  তখন আমার ঠোট হাত দিয়ে ডেকে ফেললাম তখন ম্যাডাম এর দিকে তাকিয়ে দেখি রাগি চোখে তাকিয়ে আছে তখন আদিবা কে বললো৷ 


> আদিবা তুমি এই........ অংক লিখতে থাকো আমি চকলেট নিয়ে আসছি তোমার জন্য আর এইজে আপনি একটু আসেন চকলেট গুলো উপরে আছে নামিয়ে দিতে হবে ( ম্যাডাম বললো) 


> ভাইয়া যাও একটু নামিয়ে দিয়ে আসো ( আদিবা বললো৷)  


> এটা আবার বলতে হয় নাকি চকলেট এর জন্য তো যাবোই সব চকলেট খেয়ে আসবো ( মনে মনে বললাম আমি )  


> তুমি শুধু আসো ঘরে সব নিয়ে নিবো তোমার আজ  ( ম্যাডাম মনে মনে বললো ) 


তারপর ম্যাডাম এর সাথে চলে আসতে লাগলাম তখন আমি বললাম  


> ম্যাডাম গতকাল বলেছিলেন চকলেট দিবেন সেটাকি আজ দিয়ে দিবেন নাকি ( আমি বললাম )  


> হুম চলো ঘরে তোমার জন্য অনেক চকলেট রাখছি ( ম্যাডাম বললো )  


> সত্যি বলছেন ম্যাডাম ( আমি বললাম )  


> হুম সত্যি  চলো এখন ( ম্যাডাম বললো৷) 


তারপর ম্যাডাম এর সাথে ঘরে যাওয়া মাএ দরজা বন্ধ করে দিলো। 


বানান গুলো ভুল হলে ক্ষমা করে দিবেন। 


কেমন হয়েছে গল্পটা কমেন্ট করে বলেদিন। 


পরের পর্বটা আগামীকাল রাতে আপলোড করবো। 


চলবে.........

1 Comments

Post a Comment
Previous Post Next Post