গল্পঃ-- সিনিয়র__গার্লফ্রেন্ড
.
____পর্ব____১ম__
.
লেখক_জুনিয়র_লেখক
.
.
এই ছেলে আপনি কি চক্ষে দেখতে পাননা না কি।
জ্বী আমি অনেক ভালো করেই চক্ষে দেখতে পাই তবে আমার মনে হয় আপনি হয়তো বা চক্ষে দেখতে পাননা নইলে কি আর আমার পা দিয়ে এতো কষ্ট করে লাথি মারা কেনটার সামনে আসতে পারতেন বলুন। আমার এতো কষ্ট করাটাই নষ্ট করে দিলেন।
এই ছেলে আপনি আমায় কি বললেন! আপনার তো সাহস কম নয়।একে তো আপনি দোস করে আমায় কোকা-কোলার খালি কেণ দিয়ে আমার মাথায় লাথি মেরেছেন তার উপর আপনি আবার এসে আমার কানা বলছেন আপনার তো সাহস কম না ফাজিল লোক কথা কার
.
তো তোমাকে কানা বলবো না তো কি বলবো হুম্ তুমি রাস্তা-ঘাটে ভালো করে দেখে চলবে না নাকি তোমাদের মতো ময়দা সুন্দরীদের চক্ষ রাস্তায় থাকতে হয়না কোনটা। তবে এতে তোমার দোস না ধরলেও চলে। কেননা তোমাদের চক্ষ তো রাস্তায় সারাক্ষণ শুধু আমাদের মতো নীরীহ ছেলেদের উপরেই থাকে চক্ষ দিয়ে ইভটির্চিং করার জন্য তাই না।
কি 'কি বললেন আপনি আমি ময়দা সুন্দরী। আপনার তো সাহস কম না ফাজিল বখাটে ছেলে কথাকার।
আর আপনি আমায় কোন সাহসে তুমি করে বলছেন 'আমি কি আপনাকে চিনি হুম্।আপনি কি জানেন আমাদের এলাকার সব চেয়ে সুন্দরী মেয়ে হলাম আমি।আর আমার কারো দিকে চেয়ে থাকার লাগে না বুঝলেন 'উল্টো আরো আপনাদের মতো বখাটে ছেলে গুলো সারাক্ষণ আমার দিকে চেয়ে থাকে।
কি 'আপনি সুন্দরী হা'হা'...আপনি কিন্তুু আমায় হাসালেন। শুনুন আমার মতো ভদ্র ছেলেরা কখনই আপনাদের মতো ময়দা সুন্দরীদের দিকে তাকাতে যাবে না। আর যদিও কখন বা কেউ তাকায় তাহল হয়তো তা বা তারা ভুল করে কোন আটা-ময়দার দোকান যাচ্ছে তা দেখার জন্যই হয়তো বা তোমার দিকে তাকিয়ে ছিলো। আর তোমাকে তুমি বলতে দোশ কথায়। তুমি আর আমি তো মনে হয় একি সেম ইয়ারে পড়ি তাই না।
আপনাকে যে আমি কি করবো তা আমার মনের ভিতরেই আছে।আচ্ছা বলুন তো আপনি কোন ইয়ারে পড়েন।
.
ও 'আমি ইন্টার ১ফাস্ট ইয়ারে। তুমিও ও তো সেম
ইয়ারে তাই না..??
কি আপনি ইন্টার ১ ফাস্ট ইয়ারে পড়েন তার মানে তো আপনি আমার অনেক জুনিয়র আপনি জানেন আমি অনার্স ২ বর্ষের ছাত্রী। এর মানে হলো এই যে আমি হলাম তোর সিনিয়ার। মানে তোর বড় আপু। সো এখন থেকে আমাকে আপনি করে বলবি তোকে বলে দিলাম
জি ঠিক আছে আপু আচ্ছা আপু আপনাকে একটা কথা বলি..??
হুম্ বল।
আপু আপনার নামটা কি?একটু যদি আমায় বলতেন।
কেনো তোকে আমার নাম বলবো কেনো।
নাহ্ মানে এমনিতেই জিজ্ঞাসা করলাম আরকি।আচ্ছা থাক আপনাকে আপনার নাম বলতে হবে না আমার আপনার নাম জানার আর কোনো ইচ্ছে নেই। তার চেয়ে বরণ আপনি এখন আপনার কাজে যান।
হুম্। আচ্ছা শোন আমার নাম হলো রিয়া আমাকে রিয়া আপু বলে ডাকবি।আর যেখানেই দেখবি সেখানেই আমাকে সালাম করবি বলে দিলাম তোকে।
জি'আপু ঠিক আছে। আচ্ছা আপু আমি আপনাকে আরেক টা কথা বলতে চাই যদি আপনি কিছু মনে না করেন আরকি। বলবো আপু।
আচ্ছা তারা-তারি করে বল আমার দেরি হয়ে যাচ্ছে।
আপু আমি হলাম সোহান এই এলাকায় নতুন।আর আমি ছেলেটা অনেক শান্ত ও ভদ্র ..।
হুম্ বুঝলাম কিন্তু তুই এসব আমাকে কেনো বলছিস । এসব জেনে আমার কি কাজ।
কাজ আছে আপু। কেনোনা এখন আপনাকে আমি যে কথাটি বলবো সেই কথাটি যদি আপনি আমার নাম না শুনেন তাহলে কেমন দেখায় না বলুন।
আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি। এবার তোর কি বলার আছে তারা-তারি করে বল। আমি আর এখানে দাড়িয়ে থাকতে পারবো না। কারণ আমাকে আবার আমার ছোট বোন দিয়াকে আনতে যেতে হবে।তাই যা বলার তারা-তারি করে বল।
আপু কথাটা হলো এটা যে 'আমি আপনাকে কোকা -কোলার কেণ টা দিয়ে ইচ্ছে করেই লাথি মেরেছি। আর আরেকটা কথা আপনি দেখতে কিন্তু সেই। তাই আমার তরফ থেকে 'i love you ময়দা সুন্দরী রিয়া আপু..। ব্যাস এই টুকুই বলার ছিলো আমি এখোন আসি কেমন আপু..।
.
এই বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে এলাম । নইলে তখন আমাকে রিয়া আপু ধরতে পারলে জিন্দা আস্ত খেয়ে ফেলতো।কারণ আমি আসার সময় আপুর দিকে একটু হালকা ভাবে তাকিয়ে ছিলাম 'আর তখন যা দেখেছিলাম তা দেখে তো আমার গলার পানি সুখিয়ে গেছিলো। কারণ তখন আপুর রাগে চক্ষু লাল করে আমার দিকে চেয়েছিলো।
যাই হোক কনো মতে সেখান থেকে চলে আসতে তো পারলাম । ও আপনাদের তো আমার পরিচয়টাই দেয়া হলো না। আমি সোহান। ইন্টার ১ম বর্ষের ছাত্র আমি...। বাবা মায়ের অতি আদরে ছেলে। আমরা এলাকায় নতুন এসেছি। কারণ এখন এই এলাকায় কাজ পরেছে।তাই এখানে আসা।আর তখন যার সাথে কথা বললাম ওর নাম হলো রিয়া। এবার অনার্স ২য় বর্ষের ছাত্রী সে। আপাতত এটাই জানি...।
তো আসল কথায় আসি.। আপনারা তখন যে শুনলেন আপুর সাথে বলা কথা গুলো। আসলে তেমন কোনো ব্যাপার না.। আমি তখন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আসছিলাম । গান শুনে আসতে আসতে হঠাৎ রাস্তায় একটা খালি ক্যান দেখতে পেলাম.। তাই আর কোনো কিছু না ভেবে দিলাম এক কিক।আমার ঠ্যাডা পরা কপাল সেটা গিয়ে লাগলো একটা মেয়ের মাথায় .। আর বাকিটা তো আপনারা নিজেই দেখলেন.। তো আমি সেখান থেকে সোজা আমাদের নতুন বাসায় চলে এলাম। যেই বাসাটা আব্বু নতুন ভাড়া নিয়েছে.। অবশ্য বাসাটা এক ক্লোজ বন্ধুর। তারা থাকে ৩য় তলায় আর আমরা ২য় তলায়। তো বাসায় গিয়ে আমি আম্মুর সাথে দেখা করে দুপুরের লান্চ করে রুমে গিয়ে দিলাম এক ঘুম...। তারপর উঠলাম আবার বাসার কলিং বেলের আওয়াজের শব্দে...। প্রথমে উঠতে চাইনি কিন্তু আম্মু রান্না ঘর থেকে চিত্কার করে আমাকে বললেন দরজাটা খুলে দেখতে যে কে এসেছে...। তাই আমি অনেকটা বিরক্তি নিয়ে হাফ পান্টটা পরেই দরজাটা খুলতে গেলাম ...। তারপর দরজাটা খুললাম...। আর দরজাটা খুলে আমি দরজার ওপারে যাকে দেখলাম তাকে দেখে তো আমার চক্ষুচড়কগাছ। কেনোনা দরজার ওপাশে আর অন্য কেউ নয় রিয়া আপু দারিয়ে আছে। আমি তো আপুকে দেখে সাথে সাথেই দরজাটা আবার বন্ধ করে দিলাম। তারপর দিলাম আমার রুমে এক দৌড় । এদিকে রিয়া আপু আমাকে দেখতে পেয়ে সাথে সাথে আবার দরজার কলিং বেল বাজাতে থাকে। কিন্তু আমি তো ভয়ে আর দরজা খুলছি না। পরে আম্মু এসে দরজাটা খুলে দিলো...। তারপর......
.
আসালামুআলাইকুম 'আন্টি...।
ওয়ালাইকুম মা...। আরে রিয়া মামনি যে তুমি কখন এলে আর বাইরে কেনো দারিয়ে আছো আসো আসো ভিতরে আসো...।
নাহ্ আসলাম এই মাত্র আর বাইরে দারিয়ে আছি একটা পিচ্চি শয়তানের জন্য। আচ্ছা আন্টি কিছুক্ষণ আগে একটা পিচ্চি শয়তান ছেলে এসে দরজাটা খুলে দিয়েছিলো। ছেলেটা কে আন্টি।আর কোথায় গেলো পিচ্চিটা..??
পিচ্চি ছেলে আমাদের বাসায় তো কোনা পিচ্চি ছেলে নেই। তাহলে তুমি কার কথা বলছো. ও বুঝেছি'তুমি আমার ছেলে সোহানের কথা বলছো. ওতো এখন ওর ঘরে শুয়ে আছে আমাকে বললো ওকে জেনো না ডাকা-ডাকি না করি.। কিন্তু কেনো রিয়া মামনি তুমি হঠাৎ আমার ছেলেকে কেনো খুজছো ও কি তোমায় কিছু করেছে। করতেও পারে 'ও যে আবার শয়তান ছেলে' সারাক্ষণ শুধু আমাকে জ্বালিয়ে খায়। যাও গিয়ে দেখো হয়তো সে এখন তোমাকে দেখে ওয়াশরুমে দরজা বন্ধ করে বসে আছে...।
.
ধন্যবাদ 'আন্টি..। আজ তো আপনার পিচ্চি ছেলেকে আমি খেয়েছি। আমার সাথে টক্কর দেয়া তাই না.। দেখাচ্ছি আজকে আপনাদের পিচ্চিকে....।
এই বলে রিয়া সোজা সোহানের রুমে ডুকে গেলো। আর গিয়ে দেখে যে সোহান ঠিকি ওর রুমের ওয়াশরুমে দরজা বন্ধ করে লুকিয়ে আছে। তাই রিয়া দরজার কাছে গিয়ে.......
এই পিচ্চি তুই দরজা খুল তারা-তারি করে। আজকে তোকে আমি খেয়ে ফেলবো। আমাকে প্রোপোজ করা তাই না। আর আমি ময়দা সুন্দরী বলা তাই না ! আজকে যদি আমি তোর সব শয়তানি বাদরামি বের না করেছি'তাহলে আমার নাম রিয়া না...। এই বাদর তুই দরজা খোল তারা-তারি করে বলছি!
হুম্ আমি দরজাটা খুলে দেই আর তুমি আমার মতো বাচ্চা ভদ্র ছেলেটাকে একা পেয়ে নির্জাতন করো তাই না। শোনো আমি এতোটাও বকা নোই। সো আমি আজকে আর আমার ওয়াশরুমের দরজাটা খুলছিনা...।
.
উমমম্ বাচ্চা ছেলে তাই না তোর বাচ্চা গিরি আমি বের করছি আগে দরজাটা তো খোল আজকে তোকে বুঝাবো বড় দের প্রোপোজকরার শাস্তি কাকে বলে আগে তুই দরজাটা তো খুল...।
প্রোপোজ করেছি তো কি হয়েছে। আমি তো শুধু আমার নিজের মনের ভাবটাকে প্রকাশ করেছি তোমাকে। এতে যদি তুমি আমার থেকে বয়সে বড় হও তাতে আমার কি। এখানে আমার কি করার মতো আছে।তাই বলি কি আপু আপনি এখন এই বাচ্চাটাকে ক্ষমা করে দিয়ে এখান থেকে এখন চলে যান.। তাহলে অনেক ভালো হয়...।
নাহ্ বাছাধন তোকে তো আমি আজ এতো সহজে ছারছি না।আজকে তোকে তো বারোটা বাজিয়েই ছাড়বো...। আর চলে যা মানে কি হুম্ ! তোর তো সাহস কম নয় তুই আমাদের বাসায় এসে আমাকেই আমার বাসা থেকে চলে যেতে বলছিস। আজকে তো আমি ওকে খেয়েছি'তুই শুধু একবাই বাইরে বেরিয়ে আয়.......।
তাহলে তো আমি আর এই জীবনেও এই ওয়াশ রুমের দরজা খুলবো না । কারণ আমি আমার জীবন টাকে অনেক ভালোবাসি সো আমার এখন এতো কচি বয়সে তোমার হাতে মরার কোনো ইচ্ছেই নেই....। সো 'নো দরজা খোলা খুলি. এখন তুমি বসে থাকতে পারো জানু...।
এই 'এই'তুই আবার আমাকে কি বললি! তোর তো সাহস কম না তুই আবার আমাকে জানু বললি।পিচ্চি শয়তান ছেলে কথাকার।তোকে শুধু একটিবার আমার হাতের কাছে পাই তখন তোকে বুঝাবো রিয়া কি জিনিস। আর এখন বের হবি না তো কি হয়ছে! তোকে কি পরে আমি হাতের কাছে পাবো না...। যখন পাবো তখন দেখিস আমি তোর কি অবস্থা করি.। পিচ্চি শয়তান ছেলে কথাকার....।
এই বলে রিয়া সোহানের রুম থেকে বাইরে বের হয়ে চলে এলো...।
.
.
.
.
.
.
#_______চলবে