গল্পঃ-- সিনিয়র__গার্লফ্রেন্ড
.
______পর্ব_____২য়__
.
লেখক_জুনিয়র_লেখক
.
.
এই বলে রিয়া সোহানের রুম থেকে বাইরে বের হয়ে চলে এলো...।
এদিকে আমিও রিয়া আপুর বের হওয়ার সাথে সাথে ওয়াশরুমের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। তারপর ফ্রেশ হয়ে এসে আম্মুর কাছে জিজ্ঞাসা করলাম। আর জিজ্ঞাসা করার পর আম্মু আমাকে যা শুনালো তা শুনে তো আমার ভয়ে মাটি কাপতে শুরু করে দিয়েছিলো...।
আম্মু কিছুক্ষণ আগে যে মেয়েটা আমাদের বাসায় এসেছিলো 'সেই মেয়েটা কে আম্মু! (আমি)
ও' তুই রিয়ার কথা বলছিস তাই তো। সে হলো তোর আঙ্কেলের বড় মেয়ে রিয়া। আমাদের বাসার উপর তলায় ওরা থাকে। আজকে সকালে এসেছিলো ওর আম্মু নাকি আমায় ডেকেছিলো তাই সেই জন্যই আমাকে ডাকতে এসেছিলো..। বড় মিষ্টি মেয়ে জানিস মেয়েটা। কিন্তু কেনো রে।
আরে 'নাহ্ তেমন কোনো ব্যাপার না...। আসলে সকালে আমার রুমে দেখলাম তো তাই আরকি এমনি তেই জিজ্ঞাসা করলাম। তাছাড়া আর কিছু না।
হুম্ ঠিক আছে।ও 'আচ্ছা তোকে তো একটা কথা বলাই হয়নি কথাটা হলো এই যে' আজকে রাত থেকে তুই রিয়ার কাছে পড়তে যাবি। আমি ওকে বলে দিয়েছি। আর সেও বলেছে যে সে ওকে রাতে করে পড়াবে। তাই তুই আজকে থেকেই রাতে করে ওর কাছে পড়তে যাবো।
কিন্তু আম্মু আমি তো কোচিং এক জায়গায় করতেছি তাই না। তাহলে আবার কেনো ওর কাছে পড়তে যেতে হবে। তাই বলি কি আমি রিয়া আপুর কাছে পড়তে যাবো না। তুমি বরণ ওকে না বলে দেও কেমন....।
আমি এতো কিছু বুঝিনা 'আমি বলেছি তুই রিয়ার কাছে পড়তে যাবি 'তো পড়তে যাবি ব্যাস। আমার এক কথাই শেষ কথা। আমি আর তোর কোনো কথা শুনতে চাইনা ...।
এই বলে আম্মু রান্না ঘরে চলে গেলো। আর এদিকে আমি পরে গেলাম মহা চিন্তায়। কেনোনা আজকে রিয়া আপু যদি আমাকে হাতের কাছে পায় তাহলে হয়তো আমাকে আর আস্ত রাখবে না। আমাকে একদম বিনা লবণে চিবিয়ে খেয়ে ফেলবে। তাই আর বেশি কিছু না ভেবে অনেক ভয়ে ভয়ে রাতে রওয়া আপুদের বাসার গিয়ে কলিং বেলটায় চাপ দিলাম। আমি তো অনেক ভয়ে আছি এই ভেবে যে রিয়া আপু আমাকে দেখে যে আবার কি করেছ। কিন্তু না আমার কপালটা তখন একটু ভালোই ছিলো তখন রিয়া আপু দরজাটা খোলেনি খুলেছে আমার বয়সেরী একটা মেয়ে। দেখতে মোটা-মোটি চলে। তো মেয়েটা দরজাটা খুলে আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে বললো
কে 'আপনি"আর এখানে কাকে চাই।
.
জি'আমি সোহান'এই বাসার ২য় তলায় থাকি আর অমাকে এখানে অাম্মু পাঠিয়েছে রিয়া আপুর কাছে..। পড়তে আসার জন্য ।রিয়া কি বাসায় আছে এখন যদি না থাকে তাহলে তো অনেক ভালো ও রিয়া মনে হয় বাসায় নেই এখন তাই না তাহলে আর কি করার থাক আমি কালকে পড়ার জন্য আসবো। ও আরেকটা কথা আপনাকে তো আমি ঠিক চিনলাম না আপনাকে তো এখানে আগে কোনাদিন দেখিনি । আপনি কি নতুন এসেছেন এই এলাকায় ...।
জি'না আমি এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি.। আর আমি এই এলাকায় নতুন না। নতুন হলেন আপনি। আর আপনি তো মহা ফাজিল লোক । আমি কি আপনাকে বলেছি যে আপু এখন বাসায় নেই। তাহলে আপনি নিজে নিজেই কেনো কথা বলে পালাচ্ছেন । ও আরেরটা কথা 'আপনার তো সাহস কম না আপনি রিয়া আপুর নাম ধরে কেনো ডাকলেন আপনি যানেন আপু আপনার কতো সিনিয়র ....।
আরে'সেটা কোনা ব্যাপার না। আমি আপনার বোনকে নাম ধরেই ডাকি.। কারণ আপনার বোন রিয়া আমাকে অনেক লাইক করে কিন্তু আমি করিনা।আচ্ছা ওসব কথা ছাড়ুন আগে এটা বলুন তো আপনার নামটা কি।আর আপনি কি এটা জানেন যে আপনি দেখতে অনেক সুন্দর যে কোনো ছেলেই আপনাকে প্রথম দেখলেই ভালোবেসে ফেলবে। (দাহা মিথ্যা কথা এটা)
.
আমার মুখে নিজের প্রশোংসা শুনে মেয়েটা অনেকটা লজ্জা পেয়ে গেলো...। লজ্জায় তো পুরো মুখটাই লালবরণ করে ফেলেছে।
ধন্যবাদ '..। আমার নাম দিয়া। আমি এই বাড়ির ছোট মেয়ে। এবার ssc"দিয়েছি। আচ্ছা তোমার নামটা যেনো কি ! তোমাকে তো আগে কখনও আন্টির সাথে দেখিনি।
আমি সোহান...। বাবা মায়ের অতি আদরের শান্ত ছেলে।এবার ইন্টার ১ম বর্ষের ছাত্র আমি। আর এতো দিন আমি অন্য এলাকায় ছিলাম তো তাই তোমার মতো ময়দা সুন্দরীদের চক্ষে পরিনি..(মনেমনে)..।
তো বাইরেই দাড়িয়ে থাকবে নাকি ভিতরেও আসবে। আপু ভিতরেই আছে। তুমি একটু ভিতরে এসে বসো আপুকে আমি নাহয় ডেকে দিচ্ছি।
হুম্ আচ্ছা ঠিক আছে 'চলো ...।
.
এই বলে আমি রিয়া আপুদের বাসার ভিতরে চলে এলাম। তারপর সেখানে সোফায় গিয়ে বসলাম। পরে কি যানি মনে করে দিয়ার কাছ থেকে রিয়া আপুর রুম কোনটা সেটা জেনে নিয়ে সোজা রিয়া আপুর রুমের কাছে চলে গেলাম.। আপুর রুমের কাছে গিয়ে দেখি যে আপুর রুমের দরজাটা খোলা অর্থাৎ ভিড়ানো ছিলো। তাই আমি কিছু না ভেবে সোজা ভিতরে চলে গেলাম। রুমের ভিতরে গিয়ে দেখি রুমটা অনেক সুন্দর করে গুছানো। তবে রুমে আপুকে কোথাও খুজে পেলাম না। তাই চুপচাপ আপুর বিছানায় বসে রইলাম.। কিন্তু সেখানে বসার কিছুক্ষণ পরেই রিয়া আপু গায়ে টাওয়ের পেচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। গায়ে আপুর তখন শুধু একটা টাওয়ের ছিলো। তখন আপুকে যা লাগছিলো না । ইস্ আপনাদের কে তা বলে বুঝাতে পারবো না.। তবে আমি যে আপুর রুমে এসেছি সেটা মনে হয় আপু বুঝতে পারেনি। তাই সে নিজের মতো করে চলতে কাজ করতে লাগলো। কিন্তু একসময় আপু যা করলো তা আমি কোনো দিনি ভুলতে পারবো না...। কেনোনা আপু আয়নার সামনে গিয়ে আমাকে দেখতে না পেয়ে গায়ের টাওয়ের টা দিলো সরিয়ে.। আর তা দেখে আমার তো গলায় পানি সুখিয়ে কাঠ হয়ে যাওয়ার অবস্থা। কারণ তখন আমি বিনা পয়সায় গঙ্গা দর্শন করে ফেলেছি। তো আপু যখনি টাওয়েল টা নিজের গাঁ থেকে সরিয়েছে ঠিক তখনি আমি রিয়া আপু বলে মারি এক চিৎকার। আর এদিকে রিয়া আপু আমার চিৎকার শুনে সাথে সাথে নিজের কাপড়টা ঠিক করে নিয়ে আমার দিকে ফিরে তাকায়।আর তাকাতেই সেই ভয়াবহ চিৎকার।
আআআআআআআ "আম্মুউউউউউ"
আন্টিইইইইইইই.......।
এই পিচ্চি তুই কেনো চিৎকার দিচ্ছিস.। আর তোর এখানে আমার রুমে কি.!! তোকে আমার রুমে কে আসতে দিলো। আর কারো রুমে ডুকতে গেলে যে নোক করতে হয় সেটা তুই জানিস না। পিচ্চি শয়তান কথাকার....।
আরে রিয়া ও স্যরি।রিয়া আপু...। আরে আপু আপনি চিৎকার করে আন্টিকে ডাকছিলেন তাই আমিও ভাবলাম যে আপনি মেয়ে মানুষ 'একা একা ডাকলে আন্টি নাও শুনতে পারে তাই আরকি আমিও আপনার সাথে তাল মেলালাম...। এখন দেখবেন আন্টি চলে আসবে.।
হুম্ সেটা তো বুঝলাম কিন্তু তুই আমার রুমে কি করিস সেটা আগে আমাকে বলবি সত্যি করে বলবি বলছি নইলে আজকে তোর খরব আছে বলে দিলাম...।
.
আসলে আপু আম্মু আমাকে আপনার কাছে পড়ার জন্য পাঠিয়েছে.। তাই আমিও চলে এলাম পড়তে। কিন্তু এসে দেখি যে আপনি বাসায় নেই তাই ভাবলাম যে আপনার রুমে গিয়ে দেখি যে আপনি রুমে আছেন কি না..। তো আমি রুমের কাছে এসে দেখলাম যে আপনি রুমটা লক করতে ভুলে গেছেন ..। তাই আমি প্রথমে হালকা নোক করলাম কিন্তু কেউ কিছু না বলাতে রুমের ভিতরে চলে এলাম। ভিতরে এসে আপনাকে না দেখতে না পেয়ে ভাবলাম যে একটু বসে থাকি । আপনি তো আসবেনোই কিছুক্ষণ পর.। তাই আমি আপনার বিছানায় কিছুক্ষণ বসে রইলাম। আর তার পরের বাকী ইতিহাস টুকুতো আপনি নিজেই দেখলেন। এখন বলুন এখানে আমার দোশ কথায় আছে..। আমার মতো নীরীহ শান্ত ছেলেকি কোনো খারাপ কাজ করতে পারে বলুন আপনি....॥ ( কথাটা অনেকটা বিনিয়োগের সুরে বললাম রিয়া আপুকে...)
এএএ'আসছে রে আমার নিরীহ শান্ত ভদ্র ছেলে। পাজি শয়তান ছেলে একটা। কারা রুমে নোক না করেই ডুকে যায় আবার বলে ভদ্র ছেলে.।পিচ্চি শয়তান একটা....।
দেখো আপু তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। আমি কিন্তু মোটেও সেই ধরণের ছেলে না..। আমি যদি সেই ধরণের ছেলে হতাম তাহলে কি এতোক্ষনে আমি তোমাকে জানিয়ে দিতাম যে আমি তোমার রুমে আছি না কখনোই না...। কিন্তু দেখো আমি ভদ্র ছেলে বলে তুমি টাওয়ালটা খুলার সাথে সাথেই আমি চিৎকার করে তোমাকে জানিয়ে দিয়েছি যে তুমি টাওয়ের টা যেনো না খোলো...। যদিও বা আমি অনেক কিছু দেখে ফেলেছি কিন্তু তার পরেও ভেবে দেখো আমার মতো ভালো ছেলে কি তুমি কোথাও গুগোলেও সার্চ দিয়ে পাবে বলো...।
.
আমার কথা শুনে তো রিয়া আপু রেগে আগুন। সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে।
এই 'এই 'তুই কি বললি দেখেফেলেছি মানে।এই তুই আমার কি দেখেফেলেছিস হ্যাঁ। তারা-তারি করে বল শয়তান ছেলে.। আজকে তো আমি তোকে খেয়ে ফেলেছি তুই শুধু দেখ......।
না মানে যেটা তুমি আমাকে দেখালে । সেটাই দেখছি তাছাড়া অার নতুন করে কি দেখবো বলো। আর দেখো তুমি যদি এখন আমার কাছে আসো তাহলে কিন্তু আমি চিৎকার করে আন্টিকে ডাকদেবো বলে দিলাম আর বলবো যে তুমি আমাকে একা পেয়ে আমার ফায়দা উঠিয়েছো.। তাই বলছি এখন তুমি আমাকে একটুও মারার চিন্তা করবে না বলে দিলাম...।
ওয় আমি তোর ফায়দা উঠাবো মানে ...। কি বলছিস এসব.। আর শোন তোকে তো আমি সহজে ছাড়বো না বলে দিলাম এখানে বাড় পেয়ে গেলি কিন্তু পড়ার সময় তোর যদি একটুকুও ভুল পাই তখন তোকে বুঝানো আমি কে.। এখন যা ভাগ আমার রুম থেকে.। আর শোন নেক্সট টাইম যদি আমার রুমে আসিস তাহলে দরজায় নোক করে আসবি বলে দিলাম। এখন যা ভাগ এখান থেকে । আমি কাপড় চেন্জ করবো.।
আচ্ছা ঠিক আছে আমি এখন নিচে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি.!
হুম্ তারা-তারি করে বল....॥
দেখো আপু তুমি কিন্তু একদিক দিয়ে বেচে গেছো তুমি কি সেটা জানো
.
বেঁচে গেছি সেটা কিভাবে
দেখো আমি তো তোমার অনেক আপন মানুষ তাই না। তাই দেখো আমি যে তখন তোমায় ওই অবস্থায় দেখলাম এতে তোমার কোনো ক্ষতি হলো না। কেনোনা একদিন না একদিন সব কিছু আমারি হবে তাই না।তাই দেখাতে তোমার কোনো ক্ষতি হলো না তবে আপু হ্যাঁ একটা কথা বলতেই হচ্ছে তোমাকে তখন একদম বাজে দেখাছিলো তুমি কি সেটা জানো (মিথ্যা কথা)।
.
আমার কথায় এবার আপুর রাগে হাত কাপতে শুরু করলো। আমি তো আপুকে এভাবে রাগতে দেখে সাথে সাথে আপুর রুম থেকে গায়েব..। তবে আসার সময় শুনছিলাম আপুর সব কথা যেমন
ওই বাদর তুই কোথায় পালাচ্ছিস দারা বলছি আজকে যদি আমি তোকে না খেয়ে ফেলি.। পিচকু বাদর কথাকার...। এখনো দুধের দাঁত পরেনি আর সে এসেছে বিয়ে করতে। দারা আজকে তোর বিয়ের সাধ মিটাচ্ছি। দারা বলছি দাড়া..।
কিন্তু কে শোনে কার কথা এক দৌড়ে আমি রিয়ার রুমের বাইরে চলে এলাম নিচে এসে চুপচাপ বসে রইলাম...।
.
.
.
.
.
.
#_______চলবে