গল্প : পিচ্চি ছেলের প্রেমে যখন সিনিয়র ম্যাডাম পর্ব : ৫

  

গল্প : পিচ্চি ছেলের প্রেমে যখন সিনিয়র ম্যাডাম 

পর্ব : ৫

লেখক : নিরব আহমেদ কাওছার

............................................................................

.........................................................................

......................................................................

...................................................................

................................................................

.............................................................

.........................................................

.....................................................

..................................................

..............................................

..........................................

.......................................

....................................

................................

............................

.........................

.....................

...................

................

.............

..........

.......

....

..

.

 

  


> চলো যেতে যেতে কথা বলি কলেজে।  নয়তো যেতে দেরি হবে  ( নিলা বললো৷)  


> আচ্ছা চলো৷ ( আমি বললাম )  


তারপর আমার হাতটা ধরে যেতে লাগলো।   এটা নতুন না আমার সাথে থাকলে সে আমার হাত দরে থাকে তার নাকি ভালো লাগে তাই আমি কিছু বলিনি তখন হেটে হেটে যাচ্ছিলাম দুজনেই  কথা বলে হেঁসে হেঁসে । 

 ঠিক তখনি পিছন থেকে ম্যাডাম এসে হাতটা দুজনের  দরে ছাড়িয়ে দিলো আর রাগি গলায় বললো । 


> ভদ্র ভাবে রাস্তা দিয়ে হেটে যাও কলেজের ছাএ ছাএী তোমরা এটা কোনো পার্ক না যে ঘুরতে এসেছো আর হাত দরে হাঁটবে না ওর ছাড়ো  ( ম্যাডাম রাগি গলায় বললো )  


> ঠিক আছে ম্যাডাম ( নিলা বললো৷)  


> শয়তান পোলা  তুই আজ কলেজে আয় তরে আজ মেরেই ফেলবো তর অন্য মেয়ের হাত দরে ঘুরা বের করবো আমি আজ তুই শুধু কলেজ আয়  ( মনে মনে বললো ম্যাডাম)  


তখন ম্যাডাম আবার বললো৷। 


> চলো তোমরা দুজন আমার সাথে যাবে ( ম্যাডাম বললো৷)  


> ম্যাডাম আপনি যান আমরা আসছি ( নিলা বললো৷)  


> চুপ কোনো কথা শুনতে চাই না তোমাদের চলো এখন আমার সাথে  ( ম্যাডাম বললো )  


তারপর ম্যাডাম এর সাথে যেতে লাগলাম কিছুটা সামনে গিয়ে ম্যাডাম একটা সিএনজি নিলো  ম্যাডাম মাঝখানে বসে আমায় এক কোনায় বসালো আর নিলাকে আরেক কোনায় তখন আমি ম্যাডাম এর দিকে তাকালাম ম্যাডামও আমার দিকে তাকালো কিন্তু রাগি দৃষ্টিতে বুজতে পারছি অনেক রেগে আছে তাই নিচের দিকে তাকিয়ে রইলাম কিছুখন পর সিএনজি দিয়ে চলে আসলাম কলেজে ম্যাডাম ভাড়া দিয়ে দিয়েছে আমাদের তখন আমি আর নিলা চলে আসছিলাম তখন  ম্যাডাম  ডাকলো যাওয়ার পর বললো। 


> নিলা তুমি সোজা ক্লাসে চলে যাও ( ম্যাডাম বললো৷)  


ম্যাডাম বলার পর নিলা চলে যাচ্ছে তখন আমি বললাম । 


> ম্যাডাম আমিও তাহলে চলে যাই ( আমি বললাম )  


এই বলে মাএ দুই পা সামনে গেলাম তারপর ম্যাডাম আমার শাট এর কলারে দরলো আর রাগি গলায় বললো। 


> চল তুই আমার সাথে অনেক হিসেবে বাকি আছে সে গুলো আজ এখন নিতে হবে চল ( ম্যাডাম রাগি গলায় বললো)  


এই বলে টেনে নিয়ে যেতে লাগলো তারপর কলেজের পিছে নিয়ে গেলো আর বললো। 


> এক মিনিট তুই দাড়া এখানে কোথাও যাবি না আমি আসছি ( ম্যাডাম রাগি গলায় বললো৷)  


> আচ্ছা ঠিক আছে ম্যাডাম ( আমি বললাম ) 


তারপর ম্যাডাম কোথায় যানি গেলো কিছুখন পর দেখলাম আসছে কিন্তু হাতে একটা লাঠি আর দড়ি নিয়ে দেখেই কেন যানি ভয় লাগতে শুরু করলো । 


> আমি তো কিছু করিনি তাহলে এগুলো নিয়ে আসছে  কেন নাকি গতকাল কিস করতে দেইনি বলে মারবে নাহ তখন তো বললো আজ সব পুষিয়ে নিবে তাহলে কি নিলার হাত দরেছি বলে মারবে কিন্তু আমি তো নিলার হাত দরিনি সে দরছে তাহলে মারবে কেন  কিছুই বুজতেছিনা  ( আমি মনে মনে বলছিলাম) 


তখন সামনে  তাকিয়ে দেখি ম্যাডাম আমায় গাছের সাথে বেধে রাখছে আমি গাছের সাথে মিসে দাড়িয়ে ছিলাম চিন্তা করতে করতে কখন যে এসে বেধে ফেললো বুজতেই পারিনি তখন ম্যাডাম লাঠিয়ে নিয়ে একটা বারি মারলো আর বললো । 


> শয়তান, বিলাই,  বান্দর,  হনুমান ,  অন্য মেয়ের হাত দরে হেসে হেসে কথা বলে রাস্তা দিয়ে ঘুরাঘুরি করো তাই না তর হাড্ডি গুড্ডি সব ভাঙ্গবো আমি আজ ( ম্যাডাম রাগি গলায় বললো )  


এই বলে আরে দুইটা বারি মারলো তখন আমি বললাম । 


> কোথায় ঘুরলাম আমরা তো কলেজে আসছিলাম হেটে ( আমি বললাম )  


> কলেজেই যখনি আসছি তহলে হাত দরে রাস্তা দিয়ে হেসে হেসে আসছিলি কেন  ( ম্যাডাম রাগি গলায় বললো )  


> আমরা দুজন বন্ধু তাই হাত দরেছি তাহলে আপনার কি আমরা তো কলেজে আসছিলাম  ( আমি বললাম )  


> তুই কারো হাত দরবি না কোনো মেয়ের সাথে বেসি মিসবি না হেসে হেসে কথা বলবি না বুজতে পারছিস ( ম্যাডাম রাগি গলায় বললো ) 


> আমি মিসবো একশো বার আপনার কি নিলা আমার বন্ধু তাই হাত দরতেই পারে  ( আমি বললাম )  


> নাহ তুই  মিসবি না আর হাত দরতেও দিবি না ( ম্যাডাম বললো )  


> এহ নিলা আমায় কত গুলো চকলেট দেয় আর ওনি বলে  মিসবো না  একশো বার মিসবো হাত একটা কেনো দুটি দরবে ( মনে মনে বললাম  আমি৷)  


তখন ম্যাডাম আমার চুপ করে থাকা দেখে  আবার বললো । 


> কি হলো কথা বলছিস না কেন মনে থাকবে আর মিসবি না ওই নিলার সাথে। ( ম্যাডাম বললো৷)  


> আমি মিসবো আপনি বললেও না বললেও হুম এটাই আমার সিদ্ধান্ত  ( আমি বললাম )  


> কি বললি তুই তকে আজ মেরেই ফেলবো আমি ( ম্যাডাম বললো)  


এই বলে ম্যাডাম মারতে লাগলো পাঁচ মিনিট পর 


> এ্যাহ  😭 এ্যাহ  😭 এ্যাহ 😭 আমি আপনার নামে শিশু পুর থানায় বাচ্চা নির্যাতন মামলা করবো আর চকলেট এর লোভ দেখিয়ে কিস এর ধর্ষণের মামলা করমু ( আমি কান্না করে বললাম )  


> এ্যা 🥴🥴🥴 ( ম্যাডাম অবাক হয়ে )  


> এ্যাহ 😭 এ্যাহ 😭 এ্যাহ 😭 আমার শিশু শিশু পাগুলো হব ভেঙ্গে গেলো মনে হয়  ( আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বললাম ) 


তখন ম্যাডাম আমায় বললো। 


> ওই চুপ করো কান্না থামাও আর  এই আজাইরা কথা রাখো বন্ধ করো ( ম্যাডাম বললো)  


> নাহ বন্ধ করবো না আপনি আমায় মারছেন কেন  ( আমি বললাম )  


> তাহলে তুমি ওই মেয়ের হাত দরে হাটছো কেন আর আমি  না বললাম ওই মেয়ের সাথে মিসবা না তাহলে তুমি মিসবা কেন তাই মারছি তুমি যদি ওই মেয়ের সাথে না মিশো তাহলে মারবো না ( ম্যাডাম বললো৷)  


> ওই নিলা আমায় প্রতিদিন চকলেট দেয় অনেক গুলো 

তাই আমি মিসি  আর আমার চেয়ে  বেসি সে আমার সাথে মিশে হাত দরে আমায় চকলেট দেয় তাই আমি মিশি ( আমি বললাম )  


> আচ্ছা আমি চকলেট দিবো এখন থেকে তোমায় অনেক গুলো সাথে স্পেশাল চকলেট দিবো আর কারো সাথে মিসবে না কথা বলবে না বেশি ( ম্যাডাম বললো৷)  


> স্পেশাল চকলেট মানে গতকাল  কিস করছেন সেটাই তো  ওটা আমার লাগবে না আমার চকলেট হলেই হবে  ( আমি বললাম )  


> তোমার না লাগলেও আমার লাগবে হুম আর কারো সাথে মিসবে না মনে থাকবে ( ম্যাডাম বললো৷)  


> আচ্ছা আমি কারো সাথে মিসলে অথবা কথা বললে  আপনার কি আমি তো আর প্রেম করি না ( আমি বললাম )  


> আমার অনেক কিছু কারন আমি তোমায় অন্য কারো সাথে দেখলে এগুলো একদম সয্য করতে পারিনা ( ম্যাডাম বললো)  


> কেন সয্য করতে পারেন না  ( আমি বললাম )  


> কারন আমি এই পিচ্চি ছেলেটা কে খুব ভালবাসি তাই আর আমি চাই না কেউ তোমায় আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাক ( ম্যাডাম বললো)  


> আমায় আবার কে কেড়ে নিয়ে যাবে আমি কি শিশু ছেলে নাকি যে নিয়ে গিয়ে কোলে নিবে বেচে দিবে ( আমি বললাম )  


> আরে ওই কেরে নেওয়ার কথা বলিনি আমি আমি বলছি যদি কেউ আমার ভালবাসা দখল করতে চায় সেটা বলছি ( ম্যাডাম  বললো)  


> কিন্তু আমিতো আপনাকে ভালবাসি না ( আমি বললাম )  


> তুমি এখন  ভালো না বাসলে আমি বিয়ে করবো তাহলে বিয়ের পর ভালবাসবে ( ম্যাডাম বললো)  


> বিশাল চালাক এই ম্যাডাম সিনিয়র মেয়ে বলে কথা  কিন্তু একে বিয়ে করলে তো এখনি যেই মাইর দেই বিয়ের পর তো কাপড় এর সাথে আমায় চুবিয়ে চুবিয়ে মারবে যদি কাপড় না ধুয়ে দেই  আল্লাহ এই তোমার বিচার শেষ পযন্ত এই শিশু ছেলেটাকে কাপড় ধুয়ে দিন কাটতে হবে চাচার মতো এখন কি করি মিথ্যা কথা বলে কোনো মতো ছুটি তারপর বন্ধুদের কাছ থেকে আইডিয়া নিয়ে এই মেয়ে কে পিছু ছুটাবো ( মনে মনে বললাম )   


তখন ম্যাডাম বললো । 


> কি হলো কথা বলো  ( ম্যাডাম বললো)  


> কি বলবো ( আমি বললাম )  


> এখন ভালবাসবে নাকি বিয়ে করবো ( ম্যাডাম বললো)  


> ঠিক আছে এখন ভালবাসবো ( আমি বললাম )  


এটা বলার সাথে সাথে ম্যাডাম আমার দড়ি দিয়ে বেধে রাখছে তখন খুলে দিয়ে জরিয়ে দরলো। আর বললো। 


> আমি খুব খুশি ☺ তোমার ভালবাসা পেয়ে গেলাম  ( ম্যাডাম জরিয়ে দরে বললো৷)  


> আর আমার জীবনটা পুরা লুচি তরকারি ফ্রিজের মতো ঠান্ডা বন্ধু হালার পো আজ যদি এই সিনিয়র মেয়ে কে পিছু ছুটার বুদ্ধি না দিস তাহলে তগরে কপালে বারি দিমু ( মনে মনে বললাম  আমি )  


বানান গুলো ভুল হলে ক্ষমা করে দিবেন । 


আর গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে বলে দিন। 


আমি চাইছিলাম গল্পটা আর দুই পর্বে শেষ করে দিবো 


এখন আপনার বলেন গল্পটা কি শেষ করে দিবো নাকি 


আরেকটু বড় করবো গল্পটা যলদি কমেন্ট করে যানিয়ে দিন। 


চলবে.........

1 Comments

Post a Comment
Previous Post Next Post