গল্প : পিচ্চি ছেলের প্রেমে যখন সিনিয়র ম্যাডাম পর্ব : ৬

  

গল্প : পিচ্চি ছেলের প্রেমে যখন সিনিয়র ম্যাডাম 

পর্ব : ৬ 

লেখক : নিরব আহমেদ কাওছার

............................................................................

.........................................................................

......................................................................

...................................................................

................................................................

.............................................................

.........................................................

.....................................................

..................................................

..............................................

..........................................

.......................................

....................................

................................

............................

.........................

.....................

...................

................

.............

..........

.......

....

..

.

 

   


> আমি খুব খুশি ☺ তোমার ভালবাসা পেয়ে গেলাম  ( ম্যাডাম জরিয়ে দরে বললো৷)  


> আর আমার জীবনটা পুরা লুচি তরকারি ফ্রিজের মতো ঠান্ডা বন্ধু হালার পো আজ যদি এই সিনিয়র মেয়ে কে পিছু ছুটার বুদ্ধি না দিস তাহলে তগরে কপালে বারি দিমু ( মনে মনে বললাম  আমি )  


তখন ম্যাডাম বললো।। 


> চলো না  আমার কোথাও ঘুরে আসি এখন ( ম্যাডাম বললো)  


> কোথায় যাবো এখন ক্লাস করাবেন না  ( আমি বললাম)  


> না এখন আর ক্লাস করাবো না এখন তোমার আর  আমার শুধু ক্লাস চলবে চলো তোমায় নিয়ে একটা যায়গায় যাবো এখন ( ম্যাডাম বললো)


> কোথায় নিয়ে যাবেন ম্যাডাম ( আমি বললাম )  


> চলো গেলেই দেখতে পারবে ( ম্যাডাম বললো)  


> আচ্ছা ঠিক আছে চলেন ( আমি বললাম )  

 


তারপর ম্যাডাম এর সাথে যেতে লাগলাম আমার কলেজ এর বেগ নিয়ে তখন ম্যাডাম বললো। 


> এই কলেজের বেগ কোথাও রেখে আসো এটা নিয়ে যাওয়া যাবে না ( ম্যাডাম বললো)  


> এখন বেগ কোথায় রাখবো সমস্যা নাই চলেন  ম্যাডাম ( আমি বললাম )  


> ওই এত ম্যাডাম ম্যাডাম বলিস কেন আর বলবি না এই নাম বিরক্ত লাগছে এখন  মায়া বলে ডাকবি  আমায় আর আপনি বলবি না তুমি করে বলবি ( ম্যাডাম বললো)  


> নাহ  ম্যাডাম এটা হয় না আপনি আমার চেয়ে অনেক বড় আর কলেজের ম্যাডাম তাই আপনি করে বলতে হবে ( আমি বললাম )  


> মেরে মুখ ভেঙে দিবো যদি আবার ম্যাডাম বলিস ম্যাডাম শুধু ক্লাসে বলবি এখন মায়া বলে ডাকবি আর তুমি করে বলবি ( ম্যাডাম রাগি গলায় বললো)  


> এটা সম্ভব না ম্যাডাম  আমি পারবো না ( আমি বললাম )  


> হাস যদি পারে মুরগী যদি পারে তাহলে তুই কেন মায়া বলে ডাকতে পারবি না   ( ম্যাডাম আমার শাট এর কলারে ধরে  রাগী বললো) 


> যাহ বাবা হাস মুরগিও কি কথা বলতে যানে আজ শুলাম তাহলে কি তারা  আপনার নাম বলতে পারে ( আমি বললাম )  


> ওফ তকে নিয়ে পারলাম না আর এটা একটা কথার কথা বললাম ( ম্যাডাম বললো). 


> তাহলে আমায় বলছেন কেন  আপনি আমার চেয়ে বড় তাই বলবো না ( আমি বললাম )  


তখন ম্যাডাম রেগে গিয়ে  আমার গলা চেপে দরলো আর বললো। 


> আমি অনুমতি দিয়েছি তাই ডাকবি যদি এখন থেকে না ডাকিস তাহলে গলা চেপে মেরে ফেলবো এখন মায়া বলে ডাক আমায়  ( গলা চেপে ধরে রাগি গলায় বললো ম্যাডাম) 


> গলা ছাড়েন ব্যাথা পাচ্ছি  ( আমি বললাম)  


> ছাড়বো তাহলে মায়া বলে ডাকো ( ম্যাডাম বললো) 


 > আচ্ছা ঠিক আছে গলা ছাড়েন বলছি  ( আমি বললাম)  


তারপর ম্যাডাম গলা  ছেড়ে দিলো আর বললো। 


> এখন বলো ( ম্যাডাম বললো)  


> ম্যাডাম চলেন  ( আমি বললাম)  


> তুই আবার বলছিস তকে খুন করে ফেলবো আমি এখন  ( ম্যাডাম রাগি গলায় বললো)  


> আরে দাড়ান দাড়ান  একটু সময় লাগবে ম্যাডাম  বলা  পুরোনো  অভ্যাস তাই  ( আমি বললাম )  


> আবার বলছিস তুই এই নাম৷।  আর একটু ও সময় দিবো না মায়া বল এখন ( ম্যাডাম বললো)  


> ওকে ম্যাডাম থুক্কু মায়া ( আমি বললাম)  


> হুম এখন মায়া মায়া বলে মুখস্ত করতে থাকো চলো ( ম্যাডাম বললো) 


> ওকে ম্যাডাম থুক্কু মায়া কোথায় যাবো এখন ( আমি বললাম) 


> মরতে যাবো চলো ( একটু রাগি গলায় বললো) 


> তাহলে আপনি একা যান গিয়ে মরেন  আমি যাবো না এখানো শিশু শিশু হড্ডি আমার শক্ত হয়নাই আমি এত তারাতাড়ি মরতে চাইনা ( আমি বললাম )  


> ওফ তুই আসলেই একটু বেসি বুজিস আর বেসি কথা বলিস এখন চুপ করে আমার সাথে আয় নয়তো এখনি মেরে বালি চাপা দিবো ( ম্যাডাম বললো)  


> ঠিক আছে  চলুন দেখা যাক কোন রাস্তায় নিয়ে মারবেন ( আমি বললাম )  


তারপর ম্যাডাম এর পিছন পিছন যেতে লাগলাম রাস্তায় গিয়ে একটা সিএনজি নিয়ে একটা  পার্কে নিয়ে গেলো যাওয়ার পর আমার  হাতটা দরে হাটতে লাগলো কিছুখন হাটার পর একটা গাছের নিচে গিয়ে বসলাম তখন ম্যাডাম আমার গালে একটা কিস করে কাদে মাথা রাখলো আর বললো। 


> যানো তোমায় যেদিন প্রথম ক্লাসে দেখেছি মনটা তখনি তোমার  মধ্যে হারিয়ে গেছে  তারপর থেকে রাত কেটেছে নির্ঘুম সকাল হয়েছে তোমায় নিয়ে ভাবতে ভাবতে কখন তোমায় একটি নজর দুটিচোখ দেখবে বলে  আমার মনটা তোমার মধ্যে হারিয়ে গেছে।  আমি যানি তোমার চেয়ে বড় আমি কিন্তু কি করবো বলো মনের মানুষ যদি তার বয়সে ছোট থাকে। খুব ভালবাসি তোমায় আর সারা জিবন ভালবাসবো ( ম্যাডাম আমার কাদে মাথা রেখে বললো)  


কি বলবো কোনো ভাষা খুজে পাচ্ছিলাম না আমি ৷ এতটা ভালবাসে আমায়  তখন তার চোখের দিকে তাকিয়ে দেখি আমার চোখের দিকে গভির ভালবাসা নিয়ে তাকিয়ে আছে ম্যাডাম তার চোখের থেকে আমার চোখ যেন এখন সরাতে পারছিনা তার মায়ায় মনে হয়  জড়িয়ে যাচ্ছি  তখন ম্যাডাম বললো। 


> তোমার চোখ বলছে তুমিও আমায়  ভালবাসো  তাহলে সেটা মুখ ফুটে বলো না কেন ( ম্যাডাম বললো)  


ম্যাডাম এর কথায় কিছুটা অবাক হলাম তাহলে কি সত্যি আমি তাকে ভালবাসে ফেলেছি কিন্তু কোথায় আমার তো মনে হচ্ছে না। সেই ফিলিংস আসছে না কেন  নাকি আমি ভালবাসাটা বোজতে পারছি না কিছুই বোজতে পারছি না আমি।  


> ম্যাডাম আমি বাসায় যাবো চলেন ( আমি বললাম )  


> এখন মাএ আসলাম আর কিছুখন থাকি প্লিজ প্লিজ তারপর চলে যেও ( ম্যাডাম বললো)  


কেন যানি আর  না করতে পারলাম না আমারও থাকতে মন চাইছে এমনটা তো আগে হয়নি তাহলে এখন হচ্ছে কেন     ।  তারপর কিছুখন ঘুরেফিরে বাসায় চলে আসলাম আসার সময় ম্যাডাম অনেক গুলো কিস করছে। 

 এসে দেখি আদিবা চলে আসছে বাসায় আর কার সাথে যানি কথা বলছে তখন আমায় দেখে দৌড়ে এসে বললো। 


> ভাইয়া এই নাও খালামুনি কথা বলবে তোমার সাথে ( আদিবা বললো)  


তারপর ফোনটা নিয়ে সালাম দিলাম তারপর বললাম। 


> কেমন আছো খালা তুমি ( আমি বললাম ). 


> আমি ভালো খারাপ থাকলে খোজ নেয় কে তুই তো ভুলেই গেলি আমাদের ( খালা বললো) 


> কিজে বলো খালা তুমি  ভুলে যাবো কেন ( আমি বললাম ) 


> তাহলে কি বলবো ছয়টি মাস এর ভিতর একবার কল দিয়েছিস আর দুই বছর দরে তো আমাদের বাসায় আসিস না ( খালা বললো)  


> আমি তোমাদের বাসায় একসপ্তাহ পর আসছি ঠিক আছে ( আমি বললাম) 


> এমন কথা অনেক বার বলছিস আর আসলি না ( খালা মন খারাপ করে বললো) 


> এবার সত্যি বলছি আসবো ( আমি বললাম)  


> তুই যেদিন আসবি সেদিন বিস্যাস করবো ( খালা বললো)  


তারপর আরো কিছুখন কথা বলে ফোনটা কেটে দিলাম তারপর গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসলাম বিকেলে  আর আদিবার সাথে যাইনি আমি ম্যাডাম এর বাসায় রাতে শুয়ে শুয়ে ম্যাডাম এর কথা গুলো ভাবছিলাম। 


।।


 সত্যি কি তহলে আমি তাকে ভালবেসে  ফেলেছি সে যে বললো আমার চোখে ভালবাসা দেখছে।  ঠিক তখনি ফোন আসলো তাকিয়ে দেখি গতকাল রাতে যেই মেয়েটা কল দিছে  সে তখন ফোন আর দরলাম না কিন্তু ফোন দিতেই আছে বিরক্ত হয়ে দরলাম তখন মেয়েটি আমার  আগেই বললো। 


> এতখন লাগে ফোন দরতে তোমার হ্যা কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি কোথায় ছিলে এতখন ( মেয়েটি একটু রাগি গলায় বললো)   


> ওই হ্যালো আপনি কে বলেন তো আর কেন এত বিরক্ত করেন ( আমি বললাম )  


> আমি কে আমি হচ্ছে তোমার ভবিষ্যতের বউ ( মেয়েটি বললো)  


> এই পাগলামি বন্ধ করেন গিয়ে ভালো একটা ডাক্তার দেখান আপনার মাথায় সমস্যা আছে ( আমি বললাম )  


> তাই নাকি তাহলে তো তুমি আমার ডাক্তার চলে আসো এখন আমার বাসায়  তারপর আমার  রুমে এসে চিকিৎসা করে যাও  আমার মাথার ( মেয়েটি বললো)  


> দেত পাগল মাইয়া কোথাকার ( আমি বললাম) 


তারপর ✆ ফোনটা কেটে বন্ধ করে ঘুমিয়ে গেলাম । 


> ওই শোনো এই সব গুলো কাপড় ধুয়ে দিবে এখানে এক বালটি কাপড় আছে । 


> এক বালটি কাপড়। 


> হুম সব গুলো ধুয়ে দিবে।।


> কেন তুমি ধুয়ে দাও আমি ধুয়ে দিবো কেন । 


> আমি  তোমার বড় তুমি আমায় হুকুম দিচ্ছো কেন হুম  চুপ করে কাপড় ধুয়ে দাও। নয়তো ঝাড়ু দিয়ে পিটাবো এখন 


> তুমি আমার বউ হয়ে আমায় বলছো ধুয়ে দিতে আগে যানলে তোমাকে বিয়ে করতাম না। 


> বুজেছি তকে এখন ঝাড়ুর বাড়ি দিতে হবে দাড়া কাপড় ধুয়ে দিবিনা তো তাহলে ঝাড়ুর বাড়ি খা। 


> আম্মা আমার বউ লাগবে না আমি কোলবালিশ নিয়ে থাকুম তবুও বউ লাগবে না 


হঠাত সরিলে ব্যাথা করতে লাগলো তখন তাকিয়ে দেখি খাটের নিচে আমি যাক বাবা এটা স্বপ্ন দেখছিলাম স্বপ্নে যেই ঠেড দিচ্ছে কাপড় ধুয়ার জন্য বিয়ের পর তো পানিতে চুবাই চুবাই মারবো যদি না কাপড় ধুয়ে দেই এখনি ভালো আছি সিঙ্গেল আছি এই সিনিয়র মেয়ে কে বিয়ে করবো না তারপর ঘরির দিকে তাকিয়ে দেখি সকাল ৯ টা বাজে উঠে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসলাম  তারপর  কলেজে চলে আসলাম বন্ধুদের থেকে আজ এই সিনিয়র মেয়েকে পিছু ছুটবার বুদ্ধি নিতে হবে কিন্তু তার আগেই  ম্যাডাম এসে পড়লো আর বললো এখন তার সাথে ঘুরতে যেতে হবে আমি না করছি কিন্তু যেই রাগি চোখে তাকিয়েছে তারপর ভয়ে চলে গেলাম তার সাথে তখন  পার্কে নিয়ে গেলো যাওয়ার পর একটা আইসক্রিম কিনলো কিনে নিয়ে একটা গাছতলায় বসলাম তখন ম্যাডাম আমার কোলো বসলো তখন আমি বললাম । 


> আরে করছেন কি নামেন যলদি  আমার কোল থেকে শিশু শিশু হড্ডি সব এখনি ভেঙ্গে যাবে আপনার জন্য ( আমি বললাম )


> ...........


________________________________________________


ক্ষমা করে দিবেন গল্পা দিতে দেড়ি করার জন্য 🙏🙏


গতকাল মাথা ব্যাথা ছিলো তাই গল্প লিখিনাই সরি । 


________________________________________________


বানান গুলো ভুল হলে ক্ষমা করে দিবেন। 


________________________________________________


শুধু আপনাদের জন্য গল্পটা আর তিন চার পর্ব লিখবো তারপর শেষ করে দিবো।  আপনারা বলেছেন বলে কথা রাখলাম। 


________________________________________________


অপেক্ষায় থাকুন তার পরের পর্ব জন্য।

1 Comments

Post a Comment
Previous Post Next Post