গল্পঃ_হবু_বউ_এর_প্যারা
পর্বঃ ৪
লেখকঃ sohan
আমি ব্যাচেলার এজন্য বাসার সব কাজ আমাকেই করতে হয়,
বলতেই রিমঝিম বলে উঠলো,,,,
রিমঝিমঃ আমাকে বিয়ে করে নেন,,(আসতে বলছে,তবুও শুনতে পাইছি)
আমিঃ কি বললেন বুঝলাম না,,
রিমঝিমঃ আমি কিছু বলিনি তো,,,
আমিঃ ও..... আচ্ছা
রিমঝিমঃ তবে একটি বিয়ে করে নেন।।
আমিঃ আমাকে আরো অনেক কাজ করতে হবে, অনেক বড় হতে হবে।।।তারপর না হয় বিয়ের বিষয়ে ভাবতো,,
রিমঝিমঃ আচ্ছা কাজে আসা যাক।।।
তারপর কাজের মাঝে রিমঝিম আমাকে বুঝাতে চাচ্ছে সে আমাকে ভালোবাসে,
কিন্তু আমি না বুঝার অভিনয় করছি,,,
কাজ শেষ করে বসের সাথে দেখা করতে যায়,,কারণ কিছু দিন ছুটি লাগবে আমার।।।।
আমিঃ আসতে পারি বস,,
বসঃ আসো আসো রোহান।।।
আমিঃ বস আমার কিছুদিন ছুটি লাগতো,,
বসঃ কতদিন।।।
আমিঃ ধরে নেন ৮ ১০ দিন।।।
বসঃ আচ্ছা,তবে বাসায় বসে না থেকে কাজ গুলো করো,দেখছো তো ঝুমু কত বড় প্রজেক্ট হাতে নিছে,,যদি কাজটা সঠিক করে শেষ করতে পারি,তাহলে শহরের নাম করা বিজনেন্স ম্যানদের মধ্যে আমিও একজন হবো,,
আমিঃ আমার সার্ধ মতো চেষ্টা করবো বস।।।।।
তারপর বসের কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে চলে আসি বাসায়,,আসার সময় রিমঝিমকে বলে আসিনি,বললে হয়তো এতোদিন ছুটি দিতো না,,
বাসায় এসে ছোট বোনকে বললাম সবাই মিলে নানু বাড়ি যাবো,,কারণ জব পাওয়ার পর থেকে কোথাও ঘুড়তে যাওয়া হয়নি,,
আমি ঘুড়াঘুড়ি পছন্দ করি,,কিন্তু জবের জন্য কোথাও যাইতে পারিনা,,,
আজ ৫ দিন হচ্ছে রিমঝিমকে দেখিনি,দেখিনি বললে ভুল হবে,তাকে ছবিতে দেখতেছি,,
(লুকে তার কয়েকটা ছবি তুলছিলাম)
যানিনা মেয়েটা কেমন আছে,ফোনটাও অফ করে রাখছি,
আজ ১১ দিনের মাথাই অফিসে যাচ্ছি,ওমা অফিস দেখছি ১১ দিনে অনেক পাল্টায়ে গেছে,
সরাসরি আমার ডেক্সে গেলাম,গিয়ে দেখি আমার ডেস্কে অন্য একজন বসে আছে,,
সে বললো আমার ডেক্সনাকি ম্যামের রুমের মধ্যে,কারণ আমরা একি প্রজেক্ট নিয়ে কাজ করতেছি তাই আমার ডেক্স তার রুমের মধ্যে নিয়ে গেছে,,,
আমিঃ আসতে পারি রিমঝিম,,,
রিমঝিমঃ কি বললেন আপনে,,
আমিঃ আমি কি ভিতরে আসতে পারি,,
রিমঝিমঃ আসেন,তবে একটি কথা মনে রাখবেন,আমি অফিসের মালিক,So আমায় ম্যাম বলে ডাকবেন,,Next টাইম যেনো ভুল না হয়।।।
আমিঃ আপনেই তো নাম ধরে ডাকতে বলছেন,,,
রিমঝিমঃ আবার মুখে মুখে কথা বলছেন আপনে,
আমিঃ সরি ম্যাম,,,
তারপর আমার ডেক্স এ গিয়ে বসলাম,বাসা থেকে যে কাজ গুলো করে আনছিলাম,সে গুলো ম্যামকে Email করে দিলাম,,
(আপনেরা ভাবছেন একি রুমে আছি,তা Email কেনও,,আসলে ম্যাম যে রেগে আছে,যদি বলি এগুলো দেখেন,তাহলে হয়তো আমার উপর দিয়ে তুফান বয়ে যাবে)
কাজ করতেছি আর ভাবতেছি ম্যামের রাগ কি করে ভাঙ্গাবো,হঠাৎ একটি বুদ্ধি আসলো মাথাই।।।
আমিঃ ম্যাম একটু Help লাগতো,,
ম্যামঃ কোথাই,,,
আমিঃ দেখেন এই কাজটি পাচ্ছি না,
ম্যামঃ আর অভিনয় করতে হবে না,,আপনে কম্পিউটার এ মাস্টার্স করছেন,আর আপনের সমস্যা,,
আমিঃ সরি ম্যাম।।।।।
ম্যামঃ আর কোনদিন যদি মিথ্যা বলেন,তাহলে আপনের চাকরি যাবে,,,আর এই মূহুর্তে আমার চখের সামনে থেকে চলে যাবেন,,,
তারপর চলে আমি ম্যামের রুম থেকে,,আজ অনেক কষ্ট হচ্ছে,কখনও বস এমন ব্যবহার করেনি,আর আজ ম্যাম এমনটা করলো,মনে মনে ভাবছি কাজটা করবো না,আবার এটাও ভাবছি এতো ভালো জবটি ছেড়ে দিলে হয়তো আর এমন জব পাবো না,,,
এসব ভাবছি আর হাটতেছি,হঠাৎ কার সাথে যেনো ধাক্কা খেলাম,তারপর কিছু মনে নেই,,,,
চোখ খুলে দেখি আমি বাসায়, কি করে আসলাম যানিনা,,,
আমিঃ আম্মু কোথাই তুমি,,
আম্মুঃ হা বাবা যাচ্ছি,,
আমিঃ কি হয়ছিলো আমার
আম্মুঃ তুই বাইকের সাথে ধাক্কা লাগছিলি,,তারপর একটি মেয়ে তোকে হসপিটালে নিয়ে যায়,,,
আমিঃ ও,,তা বাসায় আসলাম কেমন করে,,,
আম্মুঃ তোর ফোন থেকে মেয়েটি আমাদের কাছে ফোন দেই,তারপর আমরা যাইয়ে নিয়ে আসি,,,
আমিঃ আচ্ছা,,,
অসুস্থ শরীর নিয়েই অফিসে গেলাম
গিয়ে দেখি আজ ম্যাম আসেনি,তাই আমার ডেক্সে বসেরবসে কাজ করতেছি,,আজ সারাদিন কি জেনো মিস করলাম,,যানিনা কি সেটা,তবে ম্যামকে দেখতে ইচ্ছে হচ্ছে,,,
সারাদিন কাজ শেষ করে বাসায় যেতেই আম্মু বললো মেয়েটি ফোন দিছিলো,,,
আমিঃ কোন মেয়ে,,,
আম্মুঃ তোক যে হসপিটালে নিয়ে গেছিলো,,
আমিঃ তোমার নাম্বার পেলো কি করে,,
আম্মুঃ আমি চেয়ে নিছিলাম তার নাম্বার,
আমিঃ কেনও,,,
আম্মুঃ তুকে হসপিটালে নিয়ে যাওয়ার পর মেয়েটির অনেক সময় নষ্ট হয়,সে রাতে একাই বাসাই যায়,,তাই আমি তার নাম্বার নিছিলাম,আর বলছিলাম যে তুমি বাসায় পৌঁছাইছো নাকি তা যানবো কি করে,,
আমিঃ ভালো করছো,,,
আম্মুঃ এখন ব্যাথ্যা কেমন তোর,,
আমিঃ পায়ে একটু ব্যাথ্যা আছে,,,
আম্মুঃ রুমে যা,আমি খাবার নিয়ে আসছি,,,
রুমে এসেই ম্যাম এর ছবিটা নিয়ে দেখতেছি,,২ দিন দেখিনি সরাসরি তাই মনে হচ্ছে কতদিন দেখিনি,,
অনেক ক্লান্ত তাই শুয়ে পরলাম,,,
হঠাৎ ফোন আসলো,,,
আমিঃ কে বলতেছেন,,,
অপরপাশেঃ কেমন আছেন,,আমি সেই মেয়ে,যে আপনেক হসপিটালে নিয়ে গেছিলো,,
আমিঃ ধন্যবাদ আপনেক,,,
মেয়েটিঃ এখন কেমন আছেন
আমিঃ অনেকটা ভালো,,
বলতেই দেখি ম্যাম ফোন করছে আমাকে,,,,তাই মেয়েটিকে বললাম আপনেক পরে ফোন দিবো,,আমার অফিস থেকে ফোন দিছে,,,
বলেই ম্যাম এর ফোন ধরলাম
কিন্তু ম্যাম এমন ব্যবহার করবে ভাবতেই পারিনি,,,,
#বানান ভুল থাকতে পারে,,কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ★★★★
wait for next part