গল্পঃ_হবু_বউ_এর_প্যারা পর্বঃ ৩

 গল্পঃ_হবু_বউ_এর_প্যারা

পর্বঃ ৩

লেখকঃ সোহান


পিয়ন এর কথা মতো আমি চলে গেলাম গ্রেষ্ট রুমে,গিয়ে দেখি অফিসের সবাই আসছে,তাই আমিও সবার সাথে যোগ দিলাম।।।

হঠাৎ বলে উঠি,,,,


আমিঃ এ মা এই মেয়ে এখানে কেন,,,,

কলিগঃ কোন মেয়ে মিঃ রোহান।।।

আমিঃ ওই যে, শার্ট প্যান্ট পরে আছে ওই মেয়ে,,,

কলিগঃ আপনে কি ম্যাম এর কথা বলছেন,,,

আমিঃ ম্যাম মানে,,,

কলিগঃ হুম,ওই মেয়ে বসের একমাত্র মেয়ে,,নাম রিমঝিম,,,তবে স্যার ভালোবেসে ঝুমু বলে,,,

আমিঃ আমি গেলাম ভাই,,,,

কলিগঃ কেনও কেনও,,,

আমিঃ বেচে থাকলে কাল দেখা হবে,,,,


বলেই চলে আসি,হয়তো বা চাকরিটা গেলো আমার,,,,আল্লাহ্ আমার চাকরিটা যেনো থাকে,

কি জন্য যে মেয়েটার সাথে ঝগড়া করতে গেলাম,,আল্লাহ আল্লাহ করতে করতে বাসায় আসলাম,,,


আম্মুঃ আজ এতো আগে আসলি কেন,,,,

আমিঃ মনে হয় চাকরিটা গেলো,,,,

আম্মুঃ কেনও,,,

আমিঃ বসের মেয়ের সাথে সমস্যা,,,

আম্মুঃ কি হয়ছে খুলে বল,,,,


তারপর আম্মুকে সব খুলে বলে চলে এলাম আমার রুমে,,

এসে ফ্রেস হতেই অফিস থেকে ফোন,,আল্লাহ যানে ম্যাম হয়তো যেনে গেছে আমার কথা।।।

ভয়ে ভয়ে ফোন ধরলাম।।।


আমিঃ হ্যালো,,,

একটি মেয়েঃ আস্সালামুআলাইকুম,,,,,

আমিঃ (সালাম শুনে আমি ক্রাস খেলাম,)

মেয়েটিঃ কি হলো উত্তর দেন,,,

আমিঃ ওয়ালাইকুম আস্সালাম,কে আপনে।।।

মেয়েটিঃ আমি আপনের বসের মেয়ে,,,

আমিঃ সরি ম্যাম, চিনতে পারিনি,,,

মেয়েটিঃ আচ্ছা,,আর হা যেই জন্য ফোন দিছি,

আমিঃ হা বলেন।।।

মেয়েটিঃ আপনেক যে কাজটা বাবা দিছিলো,আজ থেকে আমি সেই কাজটা দেখবো,,,

আমিঃ আচ্ছা ম্যাম,,

মেয়েটিঃ এই ম্যাম ম্যাম বলবেন না,,আমার নাম রিমঝিম,So নাম ধরেই ডাকবেন।।।


বলেই ফোন কেঁটে দিলো,,

ইশ মেয়েটির কন্ঠ কি সুন্দর,শুনেই ক্রাস খেলাম,তার উপর সালাম।।

আমি যা মনে করছিলাম তা না,মেয়েটি হয়তো ভদ্র,,কখন থেকে মেয়েটি মেয়েটি বলে যাচ্ছি,,মেয়েটির নামটি কি সুন্দর,,রিমঝিম,ছোট করে ডাকলে রুমু না হয় ঝুমু।।।


তারপর ল্যাপটপ এ অফিসের কাজ করে ঘুমে গেলাম,সকাল সকাল উঠে নাস্তা করে অফিসে,,

আমার ডেক্সে বসে আছি,হঠাৎ পিয়ন মামার ডাক,বললো ম্যাম ডাকছে,,,,

তাই আমিও চলে গেলাম ম্যামের রুমে,,


আমিঃ আসতে পারি ম্যাম,,

রিমঝিমঃ Yes,,

আমিঃ জ্বি ম্যাম বলেন,,

রিমঝিমঃ আগে ম্যাম বলা বন্ধ করেন,তারপর বলবো,

আমিঃ আচ্ছা।।

রিমঝিমঃ তো কাজে আসেন এবার,

আমিঃ আচ্ছা,,

রিমঝিমঃ শুধু আচ্ছা আচ্ছা বলবেন কি,,

আমিঃ আসলে সেই দিনের জন্য সরি,

রিমঝিমঃ কোন দিন,,

আমিঃ রাস্তাই ঝগড়া করমাল সেই দিনের জন্য,,,

রিমঝিমঃ ও,,বাদ দেন,,

আমিঃ ওকে।।।


তারপর ম্যামের সাথে অফিসের কাজে মন দিলাম,কাজ করতে করতে দুপুর হয়ে গেলো,,

আমিঃ একটি কথা বলার ছিলো,,

রিমঝিমঃ তা permission নিতে হবে কি,,,😬😬

আমিঃ না তা,,আসলে দুপুর হয়ে গেছে তো,খুব ক্ষুধা লাগছে,,,

রিমঝিমঃ ও সরি সরি,,,আসলে কাজে কিছু মনে নেই,,,

আমিঃ তাহলে এখন যাই,,,

রিমঝিমঃ কোথাই যাবেন হা,,,

আমিঃ খাবার খেতে

রিমঝিমঃ No,,আমাদের সাথে আজ খাবেন,,,

আমিঃ সরি ম্যাম,,আমি আপনেদের খাবার খেতে পারবো না ,, আমার পেটে শইবে না,,,


বলেই চলে আসি,আসার আগে ম্যাম অনেক ডাকছে, কিন্তু আমি না শুনেই রুম থেকে বের হয়ে আসি,আমি চাইনা ম্যামের প্রতি আকৃষ্ট হয়ে পরি,,

তাই চলে আসি,,এসে খাবার খেতেই বসের 

ফোন,,, ফোন ধরতেই বলে তার রুমে যেতে,,,


আমিঃ আসতে পারি বস,,

বসঃ এসো এসো মিঃ রোহান,তোমার জন্যই wait করতেছিলাম,,

আমিঃ জ্বি বস বলেন,,,

বসঃ বসো আমাদের সাথে আজ খাবে,,,


বাদ্দ হয়ে বসে পরলাম,ম্যাম আর বসের সাথে খাবার খাচ্ছি, হঠাৎ বস বললো,,


বসঃ রোহান খাবারটা কেমন হয়ছে,,

আমিঃ হুম অনেক ভালো,,আন্টি তো খুব ভালো রান্না করে,,,(বলতেই রিমঝিম ম্যাম রেগে যায়)

রিমঝিমঃ কি!! আমি আন্টি,,তাহলে তুই আংকেল,চাচা,খালু,দাদা,আর কি আর কি,,

আমিঃ সরি ম্যাম,আপনে রেগে গেলেন কেনও,,,

বসঃ আসলে রান্নাটা ঝুমু মামনি করছে,,

আমিঃ সরি ম্যাম,,আসলে যানতাম না,,প্লিচ আর রাগ করেন না।।।

রিমঝিমঃ হয়ছে হয়ছে,,


তারপর খাবার শেষ করে চলে এলাম আমার ডেক্সে,

এসে কাজ শেষ করতেছি,তখনই বাসা থেকে ফোন দিলো,,আম্মু নাকি মাথা ঘুরাইয়ে পরে গেছে,,,

তাই বাসায় চলে আসি,,

এসে দেখি আম্মু আল্লাহর রহমতে অনেক ভালো আছে,,

তাই ফ্রেস হয়ে রুমে শুয়ে শুয়ে গল্পের বই পড়তেছি,,

হঠাৎ রাজকন্যার ফোন,,

( রাজকন্যাকে বুঝলেন না তো,,আসলে রিমঝিম ম্যামের নাম্বার রাজকন্যা নামে Save করছি)


আমিঃ Hello ম্যাম,,

রিমঝিমঃ কি বললি তুই,,,

আমিঃ Hello

রিমঝিমঃ তারপর কি বলছিস,,

আমিঃ ম্যাম,,,

রিমঝিমঃ আজ থেকে ম্যাম বললে তুক খুন করমু,,

আমিঃ আচ্ছা আর বলবো না,এখন থেকে ঝুমু বলবো,,Happy তো,,,

রিমঝিমঃ হুম অনেক অনেক Happy

আমিঃ আপনে কি রাগ করলে তুই করে বলেন,,

রিমঝিমঃ হুম,তবে কাছের মানুষদের বেশি বলি,,

আমিঃ ভালো,,

রিমঝিমঃ তা আজ এতো আগে চলে গেছেন কেনও,,,

আমিঃ আম্মুর পেশার লো হয়ে গেছে,,তাই চলে আসছি,,

রিমঝিমঃ এখন কেমন আছেন ওনি,,

আমিঃ ভালো,,,


এমন করে কথা বলতে বলতে রাত ২ টা বেজে গেছে বুঝতেই পারিনি, তারপর দুজনেই ঘুমে যাই,,,

মেয়েটার মধ্যে অনেক মায়া লুকিয়ে আছে,মনে হয় আমাকে তার কাছে টানে,,আমি কি তার প্রেমে পড়লাম নাকি,, 

পরের দিন অফিসে গিয়ে,,,


আমিঃ আজ আমি কাজ গুলো করতে পারিনি,,আম্মু অসুস্থ দেখা শুনা করতেই সময় শেষ,,,,

রিমঝিমঃ সমস্যা নেই,,,তা বাসায় কি আপনে আর আন্টি একা নাকি,,,

আমিঃ না,,বউ বাদে সবাই আছে,,,

রিমঝিমঃ ঠিক বুঝলাম না।।।

আমিঃ আমি ব্যাচেলার, So বউ নেই।।।

রিমঝিমঃ তা আমাকে..................................................


Wait Please.........


বিঃদ্রঃ আশা করি আমার লেখা গল্পগুলো আপনেদের ভালো লাগে,আমি চেষ্টা করি ভালো করে লেখার,লেখার মাঝে ভুল থাকতেই পারে

Post a Comment (0)
Previous Post Next Post