গল্পঃ_হবু_বউ_এর_প্যারা
পর্বঃ ২
লেখকঃ_সোহান
(এইপর্ব থেকে ভালো লাগবে)
অফিসে যেতেই আম্মু দাড় করালো আমাকে,,
আমিঃ কিছু বললা কি।।
আম্মুঃ তোর আজ অফিসে যেতে হবে না,
আমিঃ কেনও,,,
আম্মুঃ কাল তোর বিয়ে,তাই কিনাকাটা করতে যেতে হবে,,,
আমিঃ মানে,,বিয়ের তো এখন কয়েকদিন বাকি আছে।।।
আম্মুঃ রাখ তোর দেরি,বেশি কথা বললে আজই করায়ে দিবো কিন্তু,,,,,,
কিছু বুঝলাম না,সব মাথার উপর দিয়ে গেলো,শালা জীবনে ভালো মতো বিয়েও করতে পারবো না নাকি হা,,
চলে গেলাম মার্কেট করতে,
আমিঃ এই শাড়িটা তোমাকে ভালো লাগবে।।।
(রিমঝিমকে বললাম)
রিমঝিমঃ না এটা নিবো না,,আমার ওইটা চাই,
আমিঃ এটা নিলে নেও,না হলে আমি গেলাম।।
ইচ্ছে করেই এমন করলাম,আসলে রিমঝিম যে শাড়িটা নিতে চাইছে,সেই শাড়িটা আমারও পছন্দ,কিন্তু তাকে রাগানোর জন্য আমি একটা অন্য শাড়ি কিনে দেই,,,আম্মু থাকলে হয়তো রিমঝিম এর পছন্দের শাড়িই কিনে দিবো,,
হঠাৎ আম্মু আর আন্টি আসলো,,,
(আন্টি হলো রিমঝিমের আম্মু)
আমিঃ আস্সালামুআলাইকুম আন্টি,,,
আন্টিঃ ওয়ালাইকুম আস্সালাম,,তা বাবা আন্টি থেকে মা হলো কবে শুনি,,,
আমিঃ যেদিন ডাকবো সেদিন😎😎😎
আম্মুঃ তুই আর কোনদিন ঠিক হবিনা,
আমিঃ কি করলাম আমি হা😁😁
আম্মুঃ চুপ থাক গাধা,,,
আমিঃ থাকো তোমরা, আমি গেলাম
বলেই রাগ করে চলে আসি,কিন্তু বাইকের চাবিটা ছেড়ে আসছি তাই আবার নিতে গেলাম গিয়ে
শুনি,,,,
রিমঝিমঃ আন্টি আপনে চিন্তা করবেন না,বাদর টাকে ঠিক করার জন্যই তো বিকে করতে রাজি হয়ছি,,
আম্মুঃ ঠিক বুঝলাম না মা,,,
রিমঝিমঃ আপনেক এখন বুঝতে হবে না,তবে এটা মনে রাখেন,আপনের ছেলের জীবন এখন প্যারার উপর থাকবে,,,
আম্মুঃ আচ্ছা মা,তুমি যা ভালো মনে করো তাই করো,কিন্তু আমার ছেলেটাকে কষ্ট দিও না মা।।।
রিমঝিমঃ আচ্ছা আন্টি,,,,
তারপর আমাকে দেখে সবাই চুপ,চাবি নিয়ে আবার বাইরে চলে আসি,এসে একটি সিগারেট ধরালাম,
( হুম আমি বেশি রেগে গেলে সিগারেট খায়)
সিগারেট খেয়ে চলে আসি বাসায়,এসে দেখি বাসা সাজানো হচ্ছে,,,
সত্যি বলতে এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিলো না,তবে আম্মু আব্বু যোর করাতে ইচ্ছে না থাকলেও করতে হচ্ছে,,
কিন্তু রিমঝিমকে করতে হবে এটা কখনও ভাবিনি,,
আপনেরা আবার ভাবছেন কেনও ভাবিনি,তাহলে চলেন আগের কিছু মুহূর্ত জেনে আসা যাক,,,
জীবনের প্রথম আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি, তাও আবার নাম করা প্রতিষ্ঠান,,
যানিনা চাকরিটা হবে কিনা,তবে চাকরিটা আমার খুব দরকার,,
একবুক সাহস নিয়ে ইন্টারভিউ রুমে গেলাম।।।।
আমিঃ আস্সালামুআলাইকুম স্যার,,
স্যারঃ হুম বসেন,,তা আপনের নাম কি,,
আমিঃ SA ARMAN HOSSAIN Rohan,
স্যারঃ আপনে CB দেন,,
আমিঃ জ্বী,,
তারপর আমার সব কাগজ পাতিগুলো ভালো করে দেখতে শুরু করে,হঠাৎ প্রশ্ন করলো,,
স্যারঃ মনে করো আপনেক চাকরি দেওয়া হলো না, তাহলে কি করবেন,,,
আমিঃ (এ আবার কেমন প্রশ্ন) ঠিক বুঝলাম না,,
স্যারঃ ধরেন আপনেক চাকরিটা দেওয়া হলো না,
তাহলে কি করবে,
আমিঃ কি আর করবো,এখান থেকে বাইরে যাবো,তারপর একটি সিগারেট কিনবো,খেতে খেতে বাসায় যাবো,,
স্যারঃ এবার ধরেন চাকরিটা পাইছেন,তাহলে কি করবেন,,
আমিঃ Same কাজটি করবো,,,
স্যারঃ আচ্ছা, তো কাল থেকে আসতে পারবেন কি অফিসে,,
আমিঃ ঠিক বুঝলাম না,,
স্যারঃ আপনে হয়তো এটা যানেন,আমরা যাদের ইন্টারভিউ দেওয়ার অনুমতি দেয়,তাদের খোঁজ খবর তার আগেই নেই, আপনেরও খোঁজ খবর নেওয়া হয়েছে, আপনি চাইলে কাল থেকে অফিসে জয়েন করতে পারেন,,,
আমিঃ ধন্যবাদ স্যার,,
তারপর রুম থেকে তারাতারি বের হতেই খেলাম এক ধাক্কা,ধাক্কাতে আমি পরিনাই,কে পরছে তা দেখার সময়ও নেই,,শুধু দেখলাম একটি মেয়ে পরে গেছে,আর রেগে কটমট করতেছে,,,,
অফিস থেকে বের হয়ে আগে বাসায় ফোন দিয়ে খবরটা দিলাম,তারপর বাজার থেকে মিষ্টি কিনে বাসায় গেলাম,,
(আমার কোনো বন্ধু বান্ধবী নেই,তাই আড্ডাও নেই)
আমিঃ আম্মু কোথাই তোমরা, এখানে এসো,
আম্মুঃ হা বাবা,
আমিঃ এই নেও মিষ্টি,আসেপাশের সবাইকে দাও,,আর বলবা তোমার ছেলে অনেক ভালো একটা চাকরি পাইছে,,
আম্মুঃ আচ্ছা,,,
তারপর সারা রাত আর ঘুম হয়নি,অফিসে গিয়ে এটা করবো, ওটা করবো,এমন করে কাজ করবো,এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমে গেছি যানিনা,,,
সকাল সকাল উঠে,ফ্রেস হয়ে নাস্তা করে আফিসে যাচ্ছি,,
রাস্তাই যেতেই দেখি একটি মেয়ে আমার দিকে কটমট করে তাকায়ে আছে,,আল্লাহ এই কোন জামানা দিলেন আমাদের,,মেয়েদের জন্য রাস্তাই ভালো করে দাড়ায়েও থাকা যাই না,,,
আমিঃ আপনে এমন করে তাকায়ে আছেন কেনও,,,
মেয়েটিঃ তোর কি হা,,
আমিঃ আপনে তুই তুকারি করছেন কেনও,,,
মেয়েটিঃ তোকে যে এখনও রেপ কেসে ধরায়ে দেইনি এটা তোর চৌদ্দ গোষ্টীর ভাগ্গো,,,,
আমিঃ ওই শালি,তুই কে রে হা,,
মেয়েটিঃ আমি কে তা আসতে আসতে যানতে পারবি,,
আমিঃ যা ভাগ এখান থেকে,,আজ আমার অফিসের প্রথম দিন,তাই বেঁচে গেলি,,
(সত্যি বলতে চাকরি পাইছি তাই আনন্দে আজ ঝগড়া করছি)
মেয়েটিঃ চাকরিটা যেনো হারাই না দেখিস,,
আমিঃ শকনির দোয়ায়ে গরু মরে না,
বলেই চলে আসি অফিসে,,এসে নিজের ডেক্সে বসলাম,একটু পর পিয়ন এসে বললো আজ বসের মেয়ে আসবে অফিসে,তাই সবাইকে ৮ তলা গেস্ট রুমে যেতে বলছে,,,
তাই চলে গেলাম,,
গিয়ে যা দেখি তা দেখে আমার কাপড় শেষ,
Wait Please.........