গল্পঃ হবু বউ এর প্যারা পর্বঃ ১

 আমি আরমান.....

রিমঝিম এর সাথে বিয়ে ঠিক হওয়ার পরে অনেক ছেলে আমাকে বলছে রিমঝিম নাকি কথায় কথায় ঝগড়া করে। আমি এগুলো শুনেও বিয়ে করতে রাজি হলাম রিমঝিমকে।। কারণ পরিবারের মেম্বার সবাই যখন এ বিয়েতে রাজি তখন আমার কথায় কিছু হবে না। তাছাড়া পরিবারের সবাই বলতেছে রিমঝিম খুব ভালো মেয়ে,,, নামাজ পড়ে,কুরআন পড়ে।

তো আর কি করা পরিবারের খুশি মতো বিয়ে করতে রাজি হয়ে গেলাম।।।


বিয়ের এখনও কয়েকদিন বাকি আছে,তবে রিমঝিম আমার সাথে যেমন ব্যবহার করে, তাতে মনে হয় সে আমাকে বিয়ে করছে,,


রিমঝিমঃ__এই শুনছেন আমি বাহিরে যাবো।

(ফোন দিয়ে বললো)

আমিঃ __যাও তো আমি কি করবো?

(ছোট তো তাই তুমি বললাম)

রিমঝিমঃ__আজব তো আমি একা কিভাবে যাবো

আমিঃ__একা গেলে কি হবে শুনি,

রিমঝিমঃ__না আমি একা যাবো না, আগে আপনে আসেন,তারপর এক সাথে যাবো,,

আমিঃ__হুর আমি পারবো না,অফিসে অনেক কাজ আছে।।।

রিমঝিমঃ__বুঝতে পারছি আপনে আমাকে ভালোবাসেন না,

আমিঃ_(মনে মনে শালা বিয়ে হলে আমার জীবনটাই শেষ করে দিবে)

রিমঝিমঃ__কি হলো,আসেন না প্লিচ।।

আমিঃ হুম আসতেছি😈😈


তারপর বসের কাছ থেকে ছুটি নিয়ে রিমঝিমদের বাসার উদ্যেশে রওনা দিলাম,যেতে যেতে পরিচয়টা দেয়,,

আমি আরমান,একটি ছোট জব করি,বাসায় সবাই আছে,কিন্তু বউ নেই😀😀😀😀

তাই তো আম্মু আব্বু যোর করে বিয়ে দিতে চাচ্ছে,,

সরি সরি, চাচ্ছে না দিবে।।

আর মেয়েটার নাম রিমঝিম, তার বাবার অফিসেই চাকরি করি,,

সারাদিন রিমঝিম এর সাথে ঘুরাঘুড়ি করে শরীর খুব ক্লান্ত,তাই তারাতারি ঘুমাইয়ে যায়।।


রিমঝিমঃ এই আমার ঘুম আসতেছে না?

আমিঃ তো কি করবো?

রিমঝিমঃ আমার সাথে ছাদে চলেন জ্যোস্না আর তারা দেখবো।

আমিঃ মাথা ঠিক আছে কি তোমার

রিমঝিমঃ কেনও,,,

আমিঃ আমি আমার বাসায়,আর তুমি তোমার বাসায়,তো কেমন করে যাবো তোমার সাথে হা।।।।

রিমঝিমঃ হাদারাম,তোর ফোন নিয়ে ছাদে গিয়ে আমাকে Video Call দে,,,

আমিঃ ঠিক করে কথা বলো,,,

রিমঝিমঃ সরি,,,আর হা বুঝতে পারছি আপনে আমাকে ভালোবাসেন না।

আমিঃ আচ্ছা ঠিক আছে চলো।


(রিমঝিম এর কথায় রাজি না হলে সে একটা কথাই বলে তা হলো? আপনে আমাকে ভালোবাসেন না।

এটা বলার জন্য আমি তার সব কথায় রাজি হয়ে যায়।।)


রাজি হওয়ার অনেক কারণ আছে,আসলে আমি দেখতে শ্যামলা,আর আমার রিমঝিম দেখতে অনেক সুন্দর,আর আপনেরা বলতেও পারেন আমি বউ পাগলা হিহিহি😁😁😁😁ওমা আমি তো বিয়েই করিনি এখনও🙈🙈🙈🙈🙈


ছাদে গিয়ে পাগলীটা আমার সাথে অনেক কথা বললো,, তার ভালো লাগা,খারাপ লাগা সব,,,,

হঠাৎ👇👇👇


রিমঝিমঃ আমি কি আপনেক খুব প্যার্যা দেই,

আমিঃ সত্যি বলবো না মিথ্যা বলবো

রিমঝিমঃ দু’টাই বলবেন😡😡

আমিঃ রাগ করছো কেনও,

রিমঝিমঃ যা বলতে বলছি তা বলেন,,,

আমিঃ ফোনে বলবো না,সরাসরি বলবো,,,,,

রিমঝিমঃ এটাই শেষ বার,,,তারাতারি বলেন😬😬

আমিঃ আসলে তোমার প্যারা আমার খুব ভালো লাগে,

রিমঝিমঃ তাই।।।

আমিঃ হুম,

রিমঝিমঃ তাহলে আমাকে একটু কোলে তুলে নিবেন,,

আমিঃ 😟😟😟😟

রিমঝিমঃ কি হলো নেন না প্লিচ।।।

আমিঃ তোমার মাথাই সমস্যা আছে এটা আগে বলোনি কেনও আমাকে,,,

রিমঝিমঃ সরি সরি,আসলে আপনেক রাগি লুকে অনেক ভালো লাগে,তাই একটু রাগাই।।।।

আমিঃ ভালো😬😬😬😬


ভোরের দিকে কথা বলা শেষ হলো আমাদের,

রিমঝিম বললো এখন ঘুমাও,আমার ঘুম ধরতেছে,,,

এই বলেই ফোন কেঁটে দিলো রিমঝিম।।।

(মেয়েটা ফোনে যে রকম প্যারা দেই,যানিনা বিয়ের পর কি অবস্থা করে আমার,,আপনেরা দোয়া করেন)


সকালে উঠে ফ্রেস হয়ে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছি,এমন সময় রিমঝিম এর ফোন,,, 

রিমঝিমঃ আজ একটু দুপুরে আসতে পারবেন,

আমিঃ কেনও।।।

রিমঝিমঃ আসলে আমার কিছু কিনা কাটা করতে হবে,যদি আসতেন তাহলে ভালো হতো।।

আমিঃ কাল না কিনা কাটা করলে,,

আজ কেনও আবার,,,

রিমঝিমঃ আচ্ছা আসতে হবে না,,,

আমিঃ রেডি থেকো,


তারপর নাস্তা করে অফিসের জন্য বের হতেই আম্মু দরজায় দাড়ালো।।।।

যা বললো তা শুনে আর অফিসেই যেতে পারলাম না

Please Wait........


#গল্পঃ হবু বউ এর প্যারা

#পর্বঃ ১

#লেখকঃ Sohan

Post a Comment (0)
Previous Post Next Post