lady police যখন romantic girlfriend
🥰...........................🙄.............................🥰
মুমুর আব্বু
পর্বঃ ১ম
এই ছেলে এই খানে কি করছো?।।(পুলিশ)
।
জ্বি রিক্সার জন্য দাড়িয়েছি।।।।
।
না তোমাকে দেখছি।। এই দিক ওই দিক করে কাউকে যেনো খোঁজছ।। তোমাকে সন্দেহ জনক লাগতেছে?(পুলিশ)
।
আপনি ভুল ভাবছেন…!! আমি কলেজে যাওয়ার জন্য রিক্সা খোঁজতেছি।।(আমি)
।
তোমার কলেজ কোথায়?(পুলিশ)
।
একটু সামনেই আমাদের কলেজ।।।(আমি)
।
পিছন এসে বসো। আমি তোমাকে পৌছে দিচ্ছি..!!(পুলিশ)
।
ধন্যবাদ।।। আমি যেতে পারবো...!!! (আমি)
।
তার মানে তোমাকে সন্দেহ টা ঠিকই করেছি।।(পুলিশ)
।
আপনি যেমন ভাবতেছেন।।। তেমন কিছুই না।।(আমি)
।
তাহলে আমার সাথে যেতে।। তোমার সমস্যা কি..?(পুলিশ)
।
না সমস্যা নেই। তবুও একটা কেমন লাগে দেখেন তো...???
আপনি একজন পুলিশ অফিসার।।। আর আমি একজন সাধারণ মানুষ। তার চেয়ে বড় কথা হলো আপনি মহিলা।।(আমি)
।
বেশি কথা না বলে আমার বাইকের পিছনে এসে বসো(পুলিশ)
।
কি আর করার।।। পিছনে গিয়ে বসলাম।।পিছন থেকে ব্যাগটা খুলে সামনে নিলাম।।।
।
।। ও আপনাদের তো পরিচয়টা দেওয়া হয় নাই।।। আমার নাম রাশেল মাহাম্মুদ নীলয়।। আমি অনার্স ৩য় বর্ষে পড়ি (গল্পেতে)
।
এতক্ষণ একটা পুলিশ মহিলার সাথে কথা হচ্ছিলো।।
আমি রিক্সার জন্য রাস্তায় পাশে দাড়িয়ে রিক্সা খুজছিলাম।।।
।
এমন সময় একটা পুলিশের পোষাক পরা মেয়ে।। বাইক নিয়ে আমার সামনে আসলো।।। তার নাম হলো পায়েল( অবশ্য নামটা আমি জানি না।। নামটা তার পোষাকে দেখছি)
।
কিই হলো এত চুপচাপ কেন? (পায়েল)
।
কি বলবো...!!! (ভয়ে বললাম (আমি)
।
কি বলবে মানে।। আচ্ছা তোমার নাম কি..?? (পায়েল)
।
আমার নাম নিলয়।।(আমি)
।
কিসে পড়ো..?? (পায়েল)
।
অনার্স ৩য় বর্ষে (আমি)
।
পরিবারে কে কে আছে..??(পায়েল)
।
(শালার আমি কোথাও কি ইন্টারভিউ দিতে আসছি নাকি আজকে যদি পুলিশ না হতো তাহলে এই খান থেকে লাতি মেরে ফেলে দিতাম)
।
আমরা দুই ভাই।। এক বোন।। মা বাবা আর দাদি(আমি)
।
তোমার দাদা কোথায়..?? (পায়েল)
।
দাদা নেই অনেক আগে উপরে চলে গেছে।।।(আমি)
।
ও সরি।।তাহলে তো হেপি পরিবার।।।(পায়েল)
।
হুম।।(শালার সকালে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম আল্লাহ জানে)
।
পায়েলের সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম।।
।
বাইক থেকে নেমে যখন কলেজে ডুকতে যাবো।।।
।
তখন পায়েল ডাক দিলো।।। এই নিলয় এই দিকে।।।আসো
।
জ্বি বলুন।।। (আমি)
।
তুমি কেমন মানুষ বলো তো।।।এত দূর এনে দিলাম।। তার পরিমানে একটা ধন্যবাদ দিবে তা না।।। আরো কথা না বলে চলে যাচ্ছ (পায়েল)
।
এখানে ধন্যবাদ দেওয়া কি আছে।।। আপনি তো জনগনের সহায়তা করবেন।। থুক্কু না সরি মুখ ফশকে বের হয়ে গেছে।।। আসলে তারাতাড়ি যেতে হবে তো তাই চলে যাচ্ছি (আমি)
।
হা হা হা পিচ্চি একটা।।। আচ্ছা কলেজ কখন ছুটি দিবে...???.(পায়েল)
।
(হাইরে কি কই এই মেয়ে (দুইটাই ছুটি হয় (আমি)
।
কিই এখনই তো দুইটা বাজবে।।।(পায়েল)
।
না ইয়ে আসলে চারটাই ছুটি দিবে (ঘড়ির দিকে তাকিয়ে বললাম)
।
ও তাহলে আমি তোমাকে পিক করতে আসবো।।।
যদি এক পা ও নরা চড়া করো।। তাহলে কিন্তু সোজা লকআপ এ ঢুকায়ে দিবো(পায়েল)
।
আচ্ছা ঠিক আছে।।। (ভয়ে ভয়ে বললাম)
।
পায়েল বাইক স্টার্ট দিয়ে চলে গেছে।।।।
।
আমি ও কলেজে ডুকে পড়লাম।।।
।
কিছু দূর আসতেই।।। বন্ধুরা বলে উঠলো।।
।
কিরে নিলয় ভাবি কি পুলিশ নাকি (রাফি)
।
কি যে বলিস না তোরা।।। আমার কি এত বড় কপাল
নাকি।।। যে ওই মেয়েকে পাবো।।।(আমি)
।
যাই বলিস না কেন।।। মেয়েটা দেখতে একদম পরীর।
মতো।।। ঠোঁটের পাশে একটা তিল আছে।।। so সুইট ( রানা)
।
তাহলে তুই গিয়ে শুটিয়ে প্রেম কর (আমি)
।
আমি তার সাথে প্রেম করতে পারলে তো।। নিজেকে অনেক ধন্য মনে করবো।।। কারণ পরীর মতো একটা বউ পাবো(রানা)
।
তাহলে তো ভালো হবে।।। এখন চল ক্লাস করবো (আমি)
।
দোস্ত আমাদের আজকে ক্লাস করতে মন চাচ্ছে না(রাফি)
।
কেন ব্রো।। তোদের কি শরীর খারাপ....?? (আমি)
।
না ব্রো ওই মেয়েকে দেখে আমাদের মনটা কোনো অজানা রাজ্যেই চলে গেছে।। তাকে আনার জন্য আমাদের শক্তি নেই ব্রো।।।আমাদের মনটা নিয়ে গেছে রে ওই মেয়েটা (রাফি)
।
ব্রো আমার তো মরে যেতে মন চাচ্ছে (রানা)
।
ওরে বাবারে।। তোরা কি বলছিস।। আমি ছয়টা কবর খুরতে পারবো না ব্রো(আমি)
।
তাহলে আমাদের কবর কে দিবে ব্রো😥😥😥(অভদ্র)
।
তাহলে কি আমাদের ডেড বডিটা পচে যাবে (নিরব)
।
না না আমাদের ডেড বডি পচতে দিতে পারি না ব্রো(নিবির)
।
তুই কিছু একটা কর ব্রো (নীল)
।
আমি কিছু করতে পারবো না (আমি)
।
আমাদের ওই মেয়েকে চাই।।।(সবাই এক সাথে বললো)
।
পিছনে থেকে কেউ যেনো ডাক দিলো।।।
।
আমরা যখন পিছনে ফিরলাম।।। তখন সবাই
অবাকককক হয়ে দাড়িয়ে আছে।।।
।
আমার চেয়ে আমার বন্ধুরা বেশি অবাক হলো.....
.পরবর্তী পর্ব জন্য লাইক দিয়ে সাথে থাকুন
.................ভুল ক্রমেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন...........
চলবে🙄