lady police যখন romantic girlfriend মুমুর আব্বু

 lady police যখন romantic girlfriend

🥰...........................🙄.............................🥰


মুমুর আব্বু 


পর্বঃ ১ম


এই ছেলে এই খানে কি করছো?।।(পুলিশ)

জ্বি রিক্সার জন্য দাড়িয়েছি।।।।

না তোমাকে দেখছি।। এই দিক ওই দিক করে কাউকে যেনো খোঁজছ।। তোমাকে সন্দেহ জনক লাগতেছে?(পুলিশ) 

আপনি ভুল ভাবছেন…!! আমি কলেজে যাওয়ার জন্য রিক্সা খোঁজতেছি।।(আমি)

তোমার কলেজ কোথায়?(পুলিশ)

একটু সামনেই আমাদের কলেজ।।।(আমি)

পিছন এসে বসো। আমি তোমাকে পৌছে দিচ্ছি..!!(পুলিশ)

ধন্যবাদ।।। আমি যেতে পারবো...!!! (আমি)

তার মানে তোমাকে সন্দেহ টা ঠিকই করেছি।।(পুলিশ) 

আপনি যেমন ভাবতেছেন।।। তেমন কিছুই না।।(আমি)

তাহলে আমার সাথে যেতে।। তোমার সমস্যা কি..?(পুলিশ)

না সমস্যা নেই। তবুও একটা কেমন লাগে দেখেন তো...???

আপনি একজন পুলিশ অফিসার।।। আর আমি একজন সাধারণ মানুষ। তার চেয়ে বড় কথা হলো আপনি মহিলা।।(আমি)

বেশি কথা না বলে আমার বাইকের পিছনে এসে বসো(পুলিশ)

কি আর করার।।। পিছনে গিয়ে বসলাম।।পিছন থেকে ব্যাগটা খুলে সামনে নিলাম।।।

।। ও আপনাদের তো পরিচয়টা দেওয়া হয় নাই।।। আমার নাম রাশেল মাহাম্মুদ নীলয়।। আমি অনার্স ৩য় বর্ষে পড়ি (গল্পেতে)   

এতক্ষণ একটা পুলিশ মহিলার সাথে কথা হচ্ছিলো।।

আমি রিক্সার জন্য রাস্তায় পাশে দাড়িয়ে রিক্সা খুজছিলাম।।।

এমন সময় একটা পুলিশের পোষাক পরা মেয়ে।। বাইক নিয়ে আমার সামনে আসলো।।। তার নাম হলো পায়েল( অবশ্য নামটা আমি জানি না।। নামটা তার পোষাকে দেখছি)

কিই হলো এত চুপচাপ কেন? (পায়েল)

কি বলবো...!!! (ভয়ে বললাম (আমি)

কি বলবে মানে।। আচ্ছা তোমার নাম কি..?? (পায়েল)

আমার নাম নিলয়।।(আমি)

কিসে পড়ো..?? (পায়েল)

অনার্স ৩য় বর্ষে (আমি)

পরিবারে কে কে আছে..??(পায়েল)

(শালার আমি কোথাও কি ইন্টারভিউ দিতে আসছি নাকি আজকে যদি পুলিশ না হতো তাহলে এই খান থেকে লাতি মেরে ফেলে দিতাম)

আমরা দুই ভাই।। এক বোন।। মা বাবা আর দাদি(আমি)

তোমার দাদা কোথায়..?? (পায়েল)

দাদা নেই অনেক আগে উপরে চলে গেছে।।।(আমি)

ও সরি।।তাহলে তো হেপি পরিবার।।।(পায়েল)

হুম।।(শালার সকালে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠলাম আল্লাহ জানে)

পায়েলের সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম।।

বাইক থেকে নেমে যখন কলেজে ডুকতে যাবো।।।

তখন পায়েল ডাক দিলো।।। এই নিলয় এই দিকে।।।আসো

জ্বি বলুন।।। (আমি)

তুমি কেমন মানুষ বলো তো।।।এত দূর এনে দিলাম।। তার পরিমানে একটা ধন্যবাদ দিবে তা না।।। আরো কথা না বলে চলে যাচ্ছ (পায়েল)

এখানে ধন্যবাদ দেওয়া কি আছে।।। আপনি তো জনগনের সহায়তা করবেন।। থুক্কু না সরি মুখ ফশকে বের হয়ে গেছে।।। আসলে তারাতাড়ি যেতে হবে তো তাই চলে যাচ্ছি (আমি)

হা হা হা পিচ্চি একটা।।। আচ্ছা কলেজ কখন ছুটি দিবে...???.(পায়েল)

(হাইরে কি কই এই মেয়ে (দুইটাই ছুটি হয় (আমি)

কিই এখনই তো দুইটা বাজবে।।।(পায়েল)

না ইয়ে আসলে চারটাই ছুটি দিবে (ঘড়ির দিকে তাকিয়ে বললাম) 

ও তাহলে আমি তোমাকে পিক করতে আসবো।।।

যদি এক পা ও নরা চড়া করো।। তাহলে কিন্তু সোজা লকআপ এ ঢুকায়ে দিবো(পায়েল)

আচ্ছা ঠিক আছে।।। (ভয়ে ভয়ে বললাম) 

পায়েল বাইক স্টার্ট দিয়ে চলে গেছে।।।।

আমি ও কলেজে ডুকে পড়লাম।।।

কিছু দূর আসতেই।।। বন্ধুরা বলে উঠলো।।

কিরে নিলয় ভাবি কি পুলিশ নাকি (রাফি)

কি যে বলিস না তোরা।।। আমার কি এত বড় কপাল

নাকি।।। যে ওই মেয়েকে পাবো।।।(আমি)

যাই বলিস না কেন।।। মেয়েটা দেখতে একদম পরীর।

মতো।।। ঠোঁটের পাশে একটা তিল আছে।।। so সুইট ( রানা)

তাহলে তুই গিয়ে শুটিয়ে প্রেম কর (আমি)

আমি তার সাথে প্রেম করতে পারলে তো।। নিজেকে অনেক ধন্য মনে করবো।।। কারণ পরীর মতো একটা বউ পাবো(রানা)

তাহলে তো ভালো হবে।।। এখন চল ক্লাস করবো (আমি)

দোস্ত আমাদের আজকে ক্লাস করতে মন চাচ্ছে না(রাফি)

কেন ব্রো।। তোদের কি শরীর খারাপ....?? (আমি)

না ব্রো ওই মেয়েকে দেখে আমাদের মনটা কোনো অজানা রাজ্যেই চলে গেছে।। তাকে আনার জন্য আমাদের শক্তি নেই ব্রো।।।আমাদের মনটা নিয়ে গেছে রে ওই মেয়েটা (রাফি)

ব্রো আমার তো মরে যেতে মন চাচ্ছে (রানা)

ওরে বাবারে।। তোরা কি বলছিস।। আমি ছয়টা কবর খুরতে পারবো না ব্রো(আমি)

তাহলে আমাদের কবর কে দিবে ব্রো😥😥😥(অভদ্র) 

তাহলে কি আমাদের ডেড বডিটা পচে যাবে (নিরব)

না না আমাদের ডেড বডি পচতে দিতে পারি না ব্রো(নিবির)

তুই কিছু একটা কর ব্রো (নীল)

আমি কিছু করতে পারবো না (আমি)

আমাদের ওই মেয়েকে চাই।।।(সবাই এক সাথে বললো)

পিছনে থেকে কেউ যেনো ডাক দিলো।।।

আমরা যখন পিছনে ফিরলাম।।। তখন সবাই

অবাকককক হয়ে দাড়িয়ে আছে।।।

আমার চেয়ে আমার বন্ধুরা বেশি অবাক হলো.....


.পরবর্তী পর্ব জন্য লাইক দিয়ে সাথে থাকুন 


.................ভুল ক্রমেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন...........


চলবে🙄

Post a Comment (0)
Previous Post Next Post