lady police যখন romantic girlfriend
🥰...........................🙄.............................🥰
(মুমুর আব্বু)
পর্বঃ ২য়
কিইইইই তোদের কি লাগবে..?? (পিছন থেকে ৬টা অক্সিজেন চিৎকার দিয়ে বললো)
।
কি বোঝেন নাই তো চলেন বুঝিয়ে বলি।
।
পিছন থেকে আমার বন্ধুদের প্রেমিকা চিল্লানী দিয়ে বললো
।
মিম গিয়ে নিরবের টিশার্টের কলার ধরলো
।
নীলা গিয়ে রানার কান ধরলো।।।
।
আহ কি মজার দৃশ্য দেখতেছি।। মনে হয় আমি নাটক দেখতে আসছি।😀😀😀।
।
আহ যদি একটা স্মার্টফোন থাকতো তাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাতাম😋😋😋।।।
।
ইরা গিয়ে নীলের গালে একটা থাপ্পড় দিলো।। (আসলে ইরার একটু রাগ বেশি তার চেয়ে বড় কথা হলো।।
।
সে বড় লোক বাবার এক মাত্র মেয়ে।। দেখতে একদম ঝাক্কাস লাগে🤗🤗🤗।।।
।
বৃষ্টি গিয়ে অভদ্রকে কান ধরা দিয়ে ওঠবস করাচ্ছে।।
।
আমার মনে হচ্ছে।। কলকাতার একটা সিনেমা আছে না।। সিনিমার নাম হলো জামাই ৪২০।। ওই সিনেমা দেখলে যেমন মজা হয়।।
।
এখানে তার দুইগুণ বেশি হচ্ছে।।। রুবি গিয়ে রাফিকে টানতে টানতে গেইটের বাইরে নিয়ে গেলো।।।
।
জানি না রাফির আজকে কি হয়।।। শালা বাচলে আবার দেখা হবে তার সাথে।।।
।
নীলাদ্রি গিয়ে নিবিরকে বললো।।। আমি তোকে অনেক ভালো বাসতাম..!!! আজকে তুই আমার বিশ্বাসটা মাটির সাথে মিশিয়ে দিলি।।।।
।
এখন তুই তোর মতো থাক।। আমি চলে যাচ্চি (কথাটা বলে নীলাদ্রি চলে যাচ্ছে।। আর নিবির পিছন থেকে তার হাতটা ধরে বললো৷ জানু বিশ্বাস করো আমরা নিলয়ের সাথে মজা করছিলাম।।।
।
কিরে নিলয় বল না তুই।। আমরা তোর সাথে মজা করছিলাম না।।
(নিবির)
।
হা হা ভাবি মজা করছিলো (আমি আর তাদের কান্ড দেখতে পারছিলাম না।।। আবার যদি তাদের রিলেশন টা নষ্ট হয়ে যাই।। একটু মজার জন্য)
।
আমার কথাটা শুনে সবাই।। মারা মারি বন্ধ করে ফেললো।।। কিন্তু আমার জানের জিগার৷ এখন ও মার খাচ্ছে।। ইয়ে মানি রাফি আর কি 😇😇😇
।
কিছুক্ষণ পরে রাফি আর রুবি আসতেছে।।। হায় হায় রাফির তো গাল পুরো লাল হয়ে গেছে।।।
।
রাফিকে কি মারা মারছে।।। উপর ওয়ালা জানে।।।
শালা মনে হয়।। রাফিরটা পুরা গুন্ডি।।।।
।
আরে ভাবি তুমি আমার জানের জিগারকে এই ভাবে মারতে পারলে।।।।।
।
তোমরা সবাই অনেক বড় ভুল করে ফেললে।।।
সব কথা না শুনে তোমরা আমার বন্ধুকে এই ভাবে মারতে পারলে।।। আমরা এমনি মজা করছিলাম।।।
।
এই নিলয় আমার ব্যাগটা দেও তো।।।। (রাফি)
।
কেন কি হয়েছে।।।। (আমি)
।
তুই কি দিবি নাকি।। আমি ব্যাগ ছাড়া চলে যাবো (রাফি)
।
হায় হায় এটা কি হলো আমার সব বন্ধুরা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে।।। আর ভাবিরা তাদের পিছু পিছু কান্না করে যাচ্ছে।।।
।
রাফি বিশ্বাস করো।। আমার তখন অনেক রাগ উঠছিল
তাই এই ভাবে মারলাম।।। (রবি)
।
কার কথা কে শুনে।। রাফি রাস্তায় এসে গাড়ি নিয়ে বাসায় চলে গেছে।।।
।
ওদের কে অনেক ভাবে বোঝিয়েছে।। কিন্তু কেউ কোনো কথা বললো না।।। যে যার মতো বাসায় চলে গেছে।।।
।
এখন আমি সিঙ্গেল থেকে কি করবো আমি ও চলে যায়।।
ও মা হঠাৎ পুলিশের কথা মনে পড়লো।।।
এই খান থেকে নরা চলা করলে সেজা লক আপ করবে।।
।
শালার আমি কোন জ্বালায় পড়লাম।। আল্লাহ জানে।।
(কিন্তু মেয়েটা একেবারে ঝাক্কাস লাগে)
এই রকম একটা বউ পাইলে।।। জীবনটা একেবারে।।
।
ধন্য হয়ে যাইবো।।।। বিকাল চারটা ছুটি হয়ে গেছে।।
আমি গেইটে বাইরে দাড়িয়ে আছি।।।
।
হঠাৎ দেখতে পেলাম।। আমার বডিগার্ড আসতেছে।। থুক্কু পুলিশ আসতেছে।।।।
।
আমার সামনে এসে।। দাড়ালো।।। এই যে পিচ্চি পিছনে এসে বসো (পায়েল)
।
আমি ব্যাগটা কাধ থেকে নিয়ে সামনে আনলাম।।
সামনে এনে দিলাম।।।
।
পায়েল বাইক চালাচ্ছে।। কিছুক্ষণ পরে আমার বাসার সামনে চলে আসলাম।।।
।
আমি বাইক থেকে নেমে যখন বাসায় ডুকতে যাবো।
তখন পায়েল ডাক দিলো।।।।
।
এই পিচ্চি সকালে কখন ঘুম থেকে উঠো (পায়েল)
।
দশটা।।। (আমি)
তার মানি তুমি রাতে নেশা করো(পায়েল)
।
আপনি যেটা ভাবতে ওটা না।।। (আমি)
।
তাহলে এত রাতে কি করো...???(পায়েল)
।
আসলে রাতে এফ বিতে থাকি তো তাই সকালে উঠতে দেরি হয়ে যাই (আমি)
।
তারাতাড়ি ঘুমিয়ে পড়বে।। আর সকালে আমি তোমাকে নিতে আসবো (পায়েল)
।
আচ্ছা ঠিক আছে।।। পায়েল বাইক স্টার্ট দিয়ে চলে গেলো।
আমি ও বাসায় ডুকে ফ্রেশ হয়ে।।।
।
বাইরে চলে আসলাম।। বাইরে এসে তো আমি যা দেখলাম।।। তা দেখে অবাকককক।।
।
এটা কি ভাবে হতে পারে।।। হয় তো বা আমি স্বপ্ন দেখতেছি।।।
।
হাতে একটা নিজেকে নিজে চিমটি কাটলাম।।।
।
আও আও।।। হাতের মধ্যে অনেক লাগছে মনে হয়।।
যেই ভাবে ব্যাথা পেয়েছি।।।
।
আচ্ছা আমি কি স্বপ্ন দেখতেছি।।
বন্ধুরা।।।
।
শালা তুই কেন স্বপ্ন দেখবি।।। আমাদের রিলেশন টা নষ্ট করে ফেলছোস(রানা)
।
শালা আমি কেন নষ্ট করবো।।। এই সব নষ্ট করার দায়িত্ব তোরা নিয়েছিস।। সো এখন তোরায় উদ্ধার হ।।।
।
আমার বন্ধুরা সবাই এক সাথে বসে আছে।।।।
একটা কাজ কর।।। আলিফ ভাইয়ার।।।
অপরাধী গানটা গা তো😀😀😀।।।
।
তাহলে আরো মজা হবে।🤣।।(আমি)
।
শালা হাস পরে বোঝতে পারবি।।।।। (রাফি)
।
এখন তো আমার হাসার পালা।।।। তাহলে হাসবো না তো কি করবো (আমি)
।
ভাই একটা বুদ্ধি দেয় না।।। যাতে তাদেরকে একটু টাইট দিতে পারি।।।।(রানা)
।
তাহলে শুন।।। তোদের সবাই মোবাইল বন্ধ করে রাখ।
তার পরে দশদিন কলেজে যাবি না।।।। তাহলে তারা একটু হলেও বুঝতে পারবে (আমি)
।
কিন্তু আমরা তো কথা না বলে থাকতে পারবো না (রানা)
।
শালা আমি জানতাম তোরা পারবি না।। তোদের জন্য একটা সলিউশন আছে (আমি)
।
কি সলিউশন বল প্লিজ (রানা)
।
তোদের সিমটা খুলে রেখে দে।। তার পরে আরেকটা। নতুন সিম দিয়ে।।। ফেইক আইডি দিয়ে কথা বল (আমি)
।
ঠিক আছে।। তোর কথা একবার শুনে দেখি(রাফি)
।
তার আগে আমাকে ট্রিট দে।। যদি ট্রিট না দিস তাহলে তোরা কাজে সফল হতে পারবি না (আমি)
।
ধ্যাত তোকে কেন ট্রিট দিবো (রানা)
।
শালা ট্রিট দিবি না।। একটা কথা আছে না।। ওস্তাদ কে যদি খুশি না করিস।। তাহলে কোনো দিন ও কিছু হতে পারবি না।। তোদেরকে এই বদ দোয়া দিলাম (আমি)
।
ব্রো আমাদের এত বড় সর্বনাষ করিও না😣।। তুই যা বলবি।। আমরা তাই দিবো (রানা)
।
হা হা হা কাজে লাগছে।।। শালা বোঝতে পারবি সময় হলে......
পরবর্তী পর্ব জন্য লাইক দিয়ে সাথে থাকুন
...................ভুল ক্রমেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন..........
চলবে🙄