lady police যখন romantic girlfriend
🥰...........................🙄.............................🥰
(মুমুর আব্বু)
পর্বঃ ৩য়
চল...!! এখন আমাকে ট্রিট দিবি....!!(আমি)
।
দোস্ত আমরা তো টাকা আনি নাই, পরে খাওয়ালে হবে না..??? (রানা)
।
শালা তোকে আমি ভালো করে চিনি?? আমি এত বোকা নাকি..!! যে তোদের কথা মেনে নিবো (আমি)
।
দোস্ত বিশ্বাস কর..!! আমাদের কাছে টাকা নেই পরে খাওয়াবো...?? (রাফি)
।
তোদেরকে পরে খাওয়াতে হবে না, তোরা আমাকে এখন তোদের হাতের মোবাইল গুলো দিয়ে দে(আমি)
।
কি বলিস তুই...??? তুই তো ডাকাতের চেয়েও ভয়ংকর।।
শালা তুই জানিস না..??? বউ ছাড়া যেমন চলতে পারে না।। তেমনি মোবাইল ছাড়া ও চলতে পারে না (অভদ্র)
।
হা হা হা তাহলে আমি যাই কেমন😋😋😋( কথাটা বলে হাটতেছি)
।
বন্ধুরা সাবাই মনে মনে হাসতেছে মনে হয় ( আবার পিছনে ব্যাক করলাম)
।
ওই মাই ডিয়ার বেস্টু...!!! আমি কি বদ দোয়া দিয়ে দিবো.... (আমি)
।
এমন কাজ করিস না দোস্ত (নীল)
।
তাহলে চল ট্রিট দিবি (আমি)
।
আচ্ছা চল (সবাই এক সাথে বললো)
।
অতঃপর তাদের কাছ থেকে ছয় হাজার টাকা বের করলাম।।।
।
ছয় হাজার টাকা মন প্রাণ ভরে খাইলাম।।।
।
আপনারা এটা ভাবতেছেন তাই না।।। আমি একা কি করে ছয় হাজার টাকার খাবার খায়লাম..!!! আপনারা এটা ভাবলে মস্ত বড়ো ভুল করছেন।।।।
।
আমি আর আমার বন্ধুরা রেস্টুরেন্টের দিকে আসছিল।।
।
এমন সময় দেখলাম প্রায় বিশ ত্রিশ জন পথ শিশু রাস্তাই খাবার খুজছে।। হঠাৎ আমার চোখ তাদের কাছে চলে গেলো
।
আমি ও তাদের কাছে চলে গেলাম।।। এই পিচ্চি এই খানে খাবার খুজে কি খাবার পাবে (একটা মেয়েকে বললাম)
।
মেয়েটা দেখতে অনেক সুন্দর।। কিন্তু তার সারা শরীরে কাঁধা মাকা।। তার পরে ও তাকে অনেক সুন্দর লাগতেছে।।।
।
কি করবো ভাইয়া।।। পেটকে তো আর মানাতে পারি না। তাই রাস্তাই কারো কাছ থেকে কিছু পায় কি না দেখতেছি।। সারদিন ধরে.. কিছু খায় নাই....।। কোনো দিন এক বেলা খাবার খেতে পায়।। আবার কোনো দিন বিস্কুট খেয়ে থাকতে হয় ভাইয়া (ওই মেয়েটা বললো)
।
মেয়েটার কথা শুনে আমার।। চোখ দিয়ে পানি চলে আসলো।। তবুও নিজে কে সামলিয়ে বললাম।।তোমার আব্বু আম্মু কোথায় (আমি)
।
আমার আব্বু নেই।। আম্মু অসুস্থ।। তাই আমি আসলাম আজকে।। অনেক খিদা লাগছে(মেয়েটি)
।
আচ্ছা তোমরা কয় জন্য আছো।।। (আমি)
।
আমরা বিশ ত্রিশ জন আছি।। ভাইয়া (মেয়েটি)
।
অতঃপর তাদেরকে নিয়ে।। বন্ধুদের টাকায় আগুন জ্বালিয়ে দিলাম।। তাদেরকে বিদায় দিয়ে।। বন্ধুদের সাথে আসছিলাম।।।
।
কি রে তোদের মন খারাপ কেন (আমি সাবাইকে বললা)
।
আমাদের মন খারাপ হবে না।।। আমাদের টাকায় তো তুই ভালো করে আগুন জ্বালিয়ে দিলি (রানা)
।
আচ্ছা একটা কথা বলতো....?. (আমি)
।
কি কথা বল (রাগ দেখিয়ে বললো)
।
আচ্ছা তোরা যখন গার্লফ্রেন্ডকে নিয়ে মার্কেটে যাইতি তখন তোদের কত টাকা খরচ হতো (আমি)
।
এই তো তার কিছু নিলে দশ বারো হাজার খরচ হতো (নিরব)
।
আসলে টাকাটা কার (আমি)
।
কেন বাবার কাছ থেকে নিয়েছি (নিরব)
।
কথাটা তো অনেক সহজে বলতে পারলি.।। যখন তোরা তোদের গার্লফ্রেন্ডকে কিছু কিনি দিতি।। তখন তো তোদের গা জ্বল তো না।।
।
এখন যখন গরীরের ছেলে মেয়েকে কিছু খাওয়ালি তাহলে এত জ্বলছে কেন হুম।।। ও আমি তো ভুলে গিয়েছিলাম।।।
।
আসলে তোরা তো তোদের গার্লফ্রেন্ডের কাছ থেকে কিছু পাবি।।। কিন্তু কি পাবি খাবাপ কিছু পাবি।।।
আর এই ছোট ছেলে মেয়েদের কাছ থেকে।।।
তোরা কি পাবি জানিস।।।।
।
ধ্যাত আমি কেন তোদেরকে জ্ঞান দিচ্ছি।।। তোদেরকে তো জ্ঞান দেওয়ার জন্য তোদের জমিদার বাবা টিচার রাখছে।।। যাই হোক টাকা গুলো আমি দিয়ে দিবো।।
(কথাটা বলে চলে আসলাম)
।
হায় হায় বেশি বলে ফেলি নাই তো।।। যাই হোক টাকা তো দিতে হবে ।।। বাসায় চলে আসলাম।।।
।
এখন রাত নয়টা বাজে।। মোবাইলে ও চার্জ নেই।।
।
তাই মোবাইলটা পকেট থেকে বের করে।।।যখন স্কিনে তাকালাইম।। তখন আমি তো অবাক হয়ে দাড়িয়ে আছি।।।।
।
unknown number থেকে প্রায় বিশটা কল আসছে।।
কিন্তু এটা কে আমি তো এই নাম্বার টা কখনো আমার মোবাইলে দেখি নাই।।।
।
যাই হোক এই সব কথা পরে ভাবা যাবে।।। এখন মোবাইলটা চার্জ দিয়।।। যেই কথা সেই কাজ।
।
রুমে বসে বসে টিভি দেখতেছি।।। রাতে আর খাওয়া লাগবে না।।। আসলে আমি বাসায় একা থাকি।।।
এই বাসাটা আমার দাদুর ।।।
।
আমার দাদু ও নাই দাদি ও নাই।।। আর আব্বু ও গ্রাম থেকে কেউ এই ব্যস্ত শহরে আসতে চাই না।।।
।
তাই আমাকে এই শহলে পড়া লেখার করা জন্য পাঠিয়ে দিলো।। এক দিক দিয়ে বাসাটা ও দেখা যাবে।। আরেক দিক দিয়ে।। আমার পড়া লেখাটাও হবে।।।
।
আজকে কাজের মেয়ে আসে নাই।।। সে নাকি অসুস্থ হয় পড়েছে।।। তাই আজকে বন্ধুদের কাছ থেকে খাইছি।
আমার কাছে টাকা ছিলো না।।।।
।
দশটা বেজে গেছে।। টিভি দেখতে দেখতে।।। মোবাইলটা চার্জ থেকে নিয়ে যখন ঘুমাতে যাবো।।
।
তখন আবার ওই নাম্বার থেকে কল আসলো।।। এইবার রিসিভ করলাম।।।।
হ্যালো কে বলছেন (আমি)
ওই পাশ থেকে যে কথা বললো।।। আমি তার কথা শুনে অবাকককক হয়ে গেলাম..............
.পরবর্তী পর্বের জন্য লাইক কমেন্ট করে সাথে থাকুন
ধন্যবাদ 😇
....................ভুল ক্রমেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন............
চলবে🙄
Happy new year all
উন্নয়নের জোয়ারে ভাশার কথা ছিল
বাট কাপতাছে কেনো🙄