Lady police যখন Romantic girlfriend
🥰....................সিজন✍️টু.......................🥰
(মুহিন)
পর্বঃ ২য়
একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো.....।।।
আমি তো মেয়েটার কান্ড দেখে রীতি মতো অবাককক....!!
আমি পায়েলের দিকে তাকিয়ে দেখলাম.....।।।
পায়েলের চোখ গুলো রক্ত বর্ণ ধারণ করেছে....।।।
যদি এই খানে লোক জন না থাকতো তাহলে
মনে হয় আমাকে জিন্দা লাশ বানিয়ে ফেলতো..........।।।।
।
আমি মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না.....।।।।।
কিছুক্ষণ পরে আমাকে মেয়েটা ছেড়ে দিয়ে বললো....।।।
নিলয় আমাকে ক্ষমা করে দাও.......(মেয়েটি বললো)
কিন্তু আপনি আমার সাথে কি করেছেন যে হ্মমা চাইছেন......???
কিইই তুমি আমাকে চিনতে পারছো না....!!!(মেয়েটি)
।
না তো.....!!!
আমি নীলাদ্রি...।।।যে তোমার গ্রামের থাকছি...।।। আর তোমার সাথে পড়া লেখা করছিলাম......।।।।
হঠাৎ আমার চোখ গেলো গেটের দিকে....।।।
আমি তো রীতি মতে অবাককক....।।
আমার গ্রামের বন্ধু ও তো এই খানে)নাহিদ তুই এই খানে.......।।।।
দোস্ত আমাকে ক্ষমা করে দে.....!!!(নাহিদ)
।
ধ্যাত ওই সব কথা বাদ দে.....।।।।।
তো তুই এই খানে কিইই করছিস....????(নাহিদ)
আমি এই খানে পড়া লেখা করতেছি...।।।
তো আমাদের বাসা কি ভাবে চিনলি...???(নাহিদ)
আমি কি ভাবে তোর বাসা চিনবো.....!!
আমাকে তো পায়েল নিয়ে আসলো.....।।।।
ও তাহলে তুই ই পায়েলের বয়ফ্রেন্ড.....।।।
।
তোকে এই কথা কে বলেছে.....!!!
আমাকে বলে নাই....নীলাদ্রি বলেছে...।।
নীলাদ্রির বেষ্ট ফ্রেন্ড পায়েল...!! তাই মনে হয় পায়েল
নীলাদ্রি কে বলেছে.....।।।।
ও ভালো তো আজকে এই খানে কি হচ্ছে.....??
আজকে নীলাদ্রির বাড্ডে.....।।।।
ও...!! অতঃপর পাটি শেষ করলাম...!!!
।
পাটিতে পায়েল আমার সাথে একটা কথা ও বলে নাই...!!
মনে হয় আমার উপর রেগে আছে....!!!
তাদের কাছ থেকে বিদায় নিয়ে...!!!
পায়েলের সাথে গাড়িতে উঠব...।।।
তখন পায়েল বললো...!!!
এই গাড়িতে উঠবি না....!!!
হেটে হেটে যা....!!!
কি আমি এত দূর হেটে হেটে কি ভাবে যাবো....।।।
।
সেইটা আমাকে বলে কোনো লাভ নেই...!!
যখন ওই মেয়েকে জড়িয়ে ধরছিলি...।।।
তখন কিছু মনে ছিলো না.....।।।
আরে আমি কি ওই মেয়েকে জড়িয়ে ধরছি নাকি...!!
নীলাদ্রি এসেই তো আমাকে জড়িয়ে ধরলো...।।
এই খানে আমার কি দোষ বলো তো.....???
এত কথা আমি শুনতে চাই না.....!!
তুই হেটে হেটে আসবি ব্যাস....।।।
।
পায়েল গাড়িটা স্টার্ট দিয়ে চলে গেলো...!!
আমি অনেক ডাকাডাকি করলাম....!!
কোনো কাজ হলো না......।।।
কি আর করার হেটে হেটে যাচ্ছি আর ভাবতেছি...।।।
এই মেয়েতো আমার জীবনটা তামা তামা বানিয়ে ফেলবে......!!!
এখনই যে অবস্হা করতেছে.....বিয়ের পরে কি করে ওই সব তো উপর ওয়ালা আর পায়েল বাদে আর কেউ জানে না মনে হয় হি হি হি.....।।।
।
হঠাৎ পিছন থেকে কে যেনো আমাকে ডাক দিলো...।।
পিছনে ফিরে দেখলাম.....।।।।
এইটা তো রাফি...।।।
ওই রাফি কোথায় গিয়ে ছিলি...???
আমরা তো নানুর বাসা গিয়ে ছিলাম...!!
তো তুই কোথায় গিয়ে ছিলি...।।।
আমি একটা বন্ধুর বাসায় গিয়ে ছিলাম...।।।
তো হেটে হেটে কি ভাবে বাসায় যাবি...।।
।
গাড়ি পাচ্ছি না আর কি করবো..।।।
তাই হেটে হেটে যাচ্ছি...।।।
গাড়িতে উঠ....।।।
আমি গাড়িতে উঠে বসলাম...।।।।
দেখলাম ওই খানে রাফির...।।
পরিবারে সবাই আছে...।।।
আসসালামু আলাইকুম আন্টি কেমন আছে...???
ওয়ালাইকুম সালাম.. ভালো আছি বাবা তুমি কেমন আছো.....???
।
আমি ও ভালো আছি...????
আন্টি আর আঙ্কেলের সাথে টুকটাক কথা বললাম...।।
হঠাৎ বাইরে চোখ পড়ল...।।।
দেখলাম পায়েল গাড়িটা আবার ওই দিকে নিয়ে যাচ্ছে...।।
আমি বুঝতে পারছি...পায়েল আমাকে
আনার জন্য যাচ্ছে.... আমি ও বোঝাবো...
আমাকে হেটে হেটে বাসায় পাঠানোর মজা...।।।
।
দেখাচ্ছি মজা তোমাকে চান্দুনি...।।।
ফোনটা বন্ধ করে ফেললাম...।।।
এখন খোঁজ সারা রাত আমাকে হি হি হি....।।।
বাসায় চলে আসলাম...।।।
বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম...।।
খাবার আর খেতে হবে না...।।।
কারণ নাহিদ এর সাথে ডিনার করেছি...।।
।
ফোনটা এখন ও বন্ধ খুজে না পেয়ে পায়েল বাসায় চলে যাবে হি হি হি....।।।
এক ঘুমে সকাল হলো....।।।।
জীবনটা বেদনা এই সাত সকালে উঠে আবার রান্না করতে হবে...।।।।
শালা মেয়েটা ও কোথায় চলে গেছে....।।।।
আজকে রান্না করতে মন চাচ্ছে না....।।।
।
বাসা থেকে বের হয়ে রেস্টুরেন্টে চলে আসলাম...।।।
এসে তো আমার জন্য ভালোই হলো...।।।
এখানে রানা বসে বসে নাস্তা করতেছে....।।।
আহহহহ শালার কাছ থেকে খাইতে পারি কি না দেখি...হি হি হি....!!!
এই মমমমমমমামা কি করস রে.....।।।।
শালা কিছু খাওয়ার ধান্ধায় আছিস তাই না....???(রানা)
।
এটা কি আর বলতে হয় নাকি মমমমমমামা....।।।
থাক থাক আর পাম দিতে হবে না......!!!
শালা বস......।।।
হি হি হি রানাকে বাশ দিয়ে দিলাম....।।।
খেয়ে দেয়ে বাসায় চলে আসতেছি....!!!
বাসার সামনে এসে তো আমি অবাক....!! এত সাত সকাল পায়েল আমার বাসার সামনে কি করতেছে....।।
।
এখন তার সামনে যাওয়া যাবে না....।।।
যদি সামনে যাই তাহলে আমাকে শেষ
করে পেলবে...।।।
তার চেয়ে বরং এই খান থেকেই কেটে পড়ি....।।।
বাসার কাছ থেকে চলে আসলাম...।।।
সাড়ে আটটার দিকে বাসায় আসলাম...।।
বাহ পায়েল নাই...।।।
।
বাসা থেকে ব্যাগটা নিয়ে চলে আসলাম কলেজে...।।।
এসে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম...।।
তার পরে ক্লাস করে যখন বের হতে যাবো তখন দেখলাম...।।
গেইটের সামনে পায়েল বাইক নিয়ে দাড়িয়ে আছে...।।
আমি তো অবাকককক....।।
।
এই মেয়ে কি ভাবে জানলো আমি কলেজে আছি...।।
তুমি এই খানে কেন এত কষ্ট করে আসতে গেলে।
গাড়িতে উঠ....!!( রেগে বললো)
আমি ও আর কোনো কিছু না বলে বাইকে বসলাম..।।
তার পরে বাইকটা নিয়ে সোজা আমার বাসায় চলে আসলো...।।।
।
বাইক থেকে নেমে বাসার ভিতরে ডুকলাম...।।
এই তোমার মোবাইল কোথায়...???
বাসায় আছে কেন কি হয়েছে...!!!
এত কথা না বলে ফোনটা নিয়ে আসো...??
আমি ফোনটা এনে পায়েলের হাতে দিতেই ফোনটা......
.পরবর্তী পর্বের জন্য লাইক দিয়ে সাথে থাকুন
..............ভুল ক্রমেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন...........
চলবে🙂