Lady police যখন Romantic girlfriend সিজন✍️টু. পর্বঃ ৩য়

 Lady police যখন Romantic girlfriend 


🥰....................সিজন✍️টু.......................🥰


(মুহিন) 


পর্বঃ ৩য়


পায়েল মোবাইলটা নিয়ে ফ্লরের সাথে আছার মেরে ভেঙ্গে ফেললো.....।।।।

এই এটা তুমি কি করলে আমি এখন মোবাইল কোথায় পাবো.....।।।

যখন ফোন বন্ধ করে রাখছিলি তখন মনে ছিলো না....!!!

আরে আমি কেন মোবাইল বন্ধ করবো....!!!

মোবাইলে চার্জ ছিলো না তাই বন্ধ হয়ে গেছিলো......।।

এতে আমার কি দোষ বলো...।।।

তোর দোষ হলো আমার ফোন কেন রিসিভ করিস নাই...।।।

আমি কি জানি নাকি তুমি ফোন দিয়েছো....!!!

এখন এত কথা না বলে আমার সাথে চলো....!!

কোথায় যাবো....???

পায়েল আমার দিকে রাগি চোখে তাকালো...।।

এই না না চলো...!!!

অতঃপর পায়েল আমাকে একটা রেস্টুরেন্ট নিয়ে আসলো......!!!!

আমরা এই খানে কেন আসলাম...???

মাইর খাবে নাকি আমার সাথে যাবে...।।।

আর কোনো কথা না বলে রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম.....।।।

পায়েল খাবার অডার দিলো...।।।

খাবার আসতে একটু সময় লাগবে...।।।।

আমি ফ্রেশ হতে চলে আসলাম...।।

কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে... বের হতেই তো

আমি অবাককক হয়ে দাড়িয়ে থাকলাম...।।

ইভা একটা ছেলের সাথে হেসে হেসে কথা...।।

বলতেছে....!!!(ছেলেটার মুখটা দেখা যাচ্ছে না পিছনে আছি আমি তাই জন্য দেখা যাচ্ছে না)

আমার তা দেখে তো মাথা পুরা নষ্ট হয়ে গেছে...।।

আমি তার কাছে গিয়ে বললাম....।।।।

আমাকে একটা কাজে যেতে হবে...!!

আমি চলে যাচ্ছি....।।।।

কোথায় যাবে....আর আমি তোমাকে জাহেদের সাথে পরিচয় করিয়ে দেয়.....।।।।(জাহেতের কথা বলতেই আমার গ্রামে শুক্র কথা মনে পড়ে গেছে)

আমাকে একটু তারাতাড়ি যেতে হবে আপনারা বসে কথা বলেন আমি আস্তেছি....।।।।

পায়েল আমার মুখ থেকে আপনি কথা শুনে বেশ

অবাককক হলো....(তা ভালো করেই বোঝা যাচ্ছে)

কিন্তু খাবার কি হবে.....!!!

জাহেদ ভাইয়া আছে না.....ওর সাথে খেয়ে নিবে...

এখন আমি আসি......।।।।(ছেলেটার মুখটা দেখি নাই)

রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসলাম...।।।

এই মেয়েটাকে কখন যে নিজের থেকেও বেশি ভালোবেসে পেলেছি তা আমি নিজে ও জানি....!!!

(কথা গুলো ভাবতেছি আর আন মনা হয়ে হাটতেছি)

প্রায় আদা ঘন্টা পরে বাসায় চলে আসলাম...!!

বাসায় এসে রুমে এসে শুয়ে পড়লাম...।।।

ঘুম আসতেছে না ছটফট করতে করতে ঘুমিয়ে গেলাম...!!!


........আমার ঘুম ভাঙ্গলো কলিং বেলে......

বিছানা থেকে উঠে দরজাটা খুলে দিলাম...!!

আরে নাহিদ তুই.....!!! 

কেন আসতে পারি না....!!!

আরে মামা কেন আসতে পারবি না...।।।

আচ্ছা বাসার ভিতরে আয়...।।।

হুম এখন বল কেন আসলি....।।।

এই নে এটা তোর জন্য দিয়েছে পায়েল...।।।

আরে আমার ফোন লাগবে না তার ফোন তাকে দিয়ে দিস......!!!

কিন্তু....... কোনো কিন্তু না...তুই তাকে ফোনটা দিয়ে দিস...।।।

আচ্ছা ঠিক আছে...!!! তুই আমাকে ক্ষমা করে দিস.....।।।

ধ্যাত ওটা কোনো কথা হলো...।।।।

আচ্ছা যাই তাহলে...।।।

হুম ঠিক আছে...।।।।

নাহিদ চলে গেছে...!!!

এইখানে থাকলে পায়েলের সাথে আবার দেখা হবে...।।

আমি চাই না তার সাথে আর দেখা হোক...

বাসায় যাচ্ছি না প্রায় অনেক দিন হচ্ছে...!!

তার চেয়ে মা বাবাকে ও দেখতে মন চাচ্ছে...।।।

তাদেরকে দেখে আসি..।।

হয় তো বা পায়েল আমাকে ভালো বাসে না...।।

সে মনে হয় আমার সাথে এতদিন নাটক করেছে...।।

সে যদি আমাকে ভালোবাসতো...।।।

তাহলে ফোনটা সে নিজেই আনতো...।।।

এখন বোঝায় যাচ্ছে সে আমাকে ভালোবাসে না..!!

বাসা থেকে ব্যাগটা গুছিয়ে গ্রামের উদ্দেশ্য রওনা দিলা...।।।

বাস স্টেশনে এসে পড়লাম...!!!

অতঃপর বাস স্টার্ট দিলো...।।

চলেন গ্রামের বাড়ি যেতে যেতে আপনাদেরকে...।।

নাহিদের সাথে ঘঠে যাওয়া ঘঠনাটা শোনায়..!!

একদিন আমরা সবাই ক্রিকেট খেলতেছি ছিলাম...!!

নাহিদের দল ১২ ওভারে ১৩৪ রানে টার্গেট দিলো...!!!

এক পরজায়ে আমরা ভেঙ্গে পেললাম...!!!

তারা একটা গন্ডুগোল লাগালো...!!!

ওই খানে নাহিদকে আমি অনেক...!!

মেরে ছিলাম...!!!

তার কারণে সে মা বাবা কাছে বিচার ও দিয়ে ছিলো...!!

আমাকে অনেক বকে ছিলো সেই দিন থেকে

আমার ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেলো...!!

কিন্তু নাহিদের রাগ কমে নাই....!!!

সে তার গার্লফ্রেন্ডকে দিয়ে আমাকে

গ্রামের লোকের সামনে অপমান করেছিল..!!

আর সেই দিন থেকে আমি এই ব্যাস্ত শহরে চলে আসছি....!!!!

চাইলে আমি ও প্রতিশোধ নিতে পারতাম...!!

কিন্তু আমি তা করি নাই...।।।

সে তার কাজের ফল আস্তে আস্তে ভোগ করবে...!!

তাই তাকে ছেড়ে দিলাম...।।।

আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুম চলে আসলো...!!!

ঘুমিয়ে গেলাম...এক ঘুমে গ্রামে চলে আসলাম...।।

বাস থেকে নেমে...।।।

বাসায় চলে আসলাম....।।।

গ্রামের লোক গুলো আমার দিকে কেমন করে যেনো তাকাচ্ছে.....।।।।

বাসার সামনে দেখতে পেলাম রাব্বি খেলতেছে...।।(তার সাথে আরো অনেক ছেলে মেয়ে আছে লাইটের আলোতে খেলতেছে) 

রাব্বি আমাকে এসে জড়িয়ে ধরলো...।।

ভাইয়া আমার চকলেট কোথায়......??(রাব্বি) 

এই নে ধর সারা জীবন খাইস....আর তোর আপুকে ও দিস...???

দেবো না তুমি দিয়ে দিও. হি হি হি...!!!

আমি কিন্তু আরো অনেক গুলো চকলেট আনছি তোকে দিবো না....!!!

ওটা পরে দেখা যাবে ভাইয়া...।।। আগে এই গুলো খেয়ে ফেলি..হি হি হি.।।।(রাব্বি) 

রাব্বি দৌড়ে চলে গেছে....।।।

আমি বাসার ভিতরে ডুকতেই দেখলাম...।।।

মা আর ছোট বোন বসে আছে

আমি মাকে গিয়ে জড়িয়ে ধরলাম......!!!

মা ও আমাকে দেখে জড়িয়ে ধরলো....।।।(আমি ও কান্না করতেছি মা ও কান্না করতেছে)

কিছুক্ষণ পরে মা আমাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে বললো.....।।।।

ফ্রেশ হয়ে এসে খাবার খেলাম....!!!

মা, বাবা কোথায়....???

তোর বাবা অফিসে গেছে.....।।।

এত রাতে কি অফিসে....!!!

আমাকে ফোন করে বলেছে.....।।

আজকে নাকি একটু কাজ বেশি হয়েছে তাই বাসায় আসতে দেরি হবে.....।।।

কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম....!!

বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম চলে আসলো....।।

কারণ অনেক দূর জার্নি করছি তো...।।

সকালে ঘুম ভাঙ্গলো দেখলাম বাবা আমার রুমে বসে আছে....।।।।

বাবা কেমন আছো.....!!!

বাবা তুই আমাকে ক্ষমা করে দে.....!!!

আমি ওই দিন তোকে থাপ্পড় টা মারতে চাই নাই

কিন্তু কি করবো বল......।।।।

আমার রাগ কে কন্ট্রোল করতে পারি নাই তাই তোকে থাপ্পড় দিয়েছি..৷

ধ্যাত ওটা কোনো ব্যাপার হলো বাবা...!!!

এতে ক্ষমা চাওয়া কি আছে...!!

চলো খাবার খাবো...!!!

জানিস গ্রামের লোক গুলো সব সত্যি কথা জেনে গেছে....!!!

ওটা তোর সাথে নাহিদ ছলনা করেছে...!!!

একটা মেয়েকে দিয়ে....!!!

ওই সব বাদ দাও চলো খাবার খাবো...!!

ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেলাম...!!!

খাবার খেয়ে বাইরে বের হয়ে দেখালাম

এই খানে আমার গ্রামে ব...........


.পরবর্তী পর্বের জন্য লাইক দিয়ে সাথেই থাকুন। 


চলবে🙄

Post a Comment (0)
Previous Post Next Post