Lady police যখন Romantic girlfriend
🥰....................সিজন✍️টু.......................🥰
(মুহিন)
পর্বঃ৪র্থ
এইখানে বন্ধুরা সবাই একটা দোকানে বসে আছে....।।
আমি তাদের সামনে আসলাম....।।
সরি দোস্ত ওই দিন তোকে ভুল বোঝার জন্য....!!
আচ্ছা ঠিক আছে...।।। জাহেদ কোথায়...???
সে তো শহরে চলে গেছে.....।।।
তোরা কেমন আছিস.....???
আমরা ও অনেক ভালো আছি...।।।
তারপর ওদের সাথে আড্ডা দিলাম....।।।
।
এমন করে এক মাস চলে গেলো....!!!
মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আবার...।।।
চলে আসলাম ঢাকায়.....।।।
বাসায় পৌঁছেছি প্রায় রাত বারোটা বেজে গেছে...!!
তাই ফ্রেশ হয় ঘুমিয়ে পড়লাম....!!!
।
সকালে উঠে কলেজে চলে আসতেছি....।।।
আসার সময় পায়েলকে দেখলাম...।।।
রাস্তার পাশে একটা ছেলের সাথে কথা বলতেছে....।।।
তার গায়ে পুলিশের পোশাক আছে...।।।
হঠাৎ তার চোখ আমার দিকে পড়লো...।।।
দেখার সাথে সাথে বাইকটা নিয়ে আমার পিছু
নিলো....!!!
।
আমি গেইট দিয়ে ভিতরে ডুকে পড়লাম...।।।
এই সালা কোথায় গিয়েছিলি...।। আর ফোন কেন বন্ধ তোর...???(রাফি)
একটা কাজে গিয়েছিলাম...।।। আর ফোনটা ভেঙ্গে গেছে সেই জন্য বন্ধ ছিলো.....!!!
হঠাৎ দেখলাম পায়েল কলেজে ডুকে পড়লো...।।
কলেজে সব ছেলে মেয়ে পায়েলর দিকে তাকিয়ে আছে....।।।
।
আমি তো আমার মতোই....।।। আমি রাফির সাথে কথা বলতেছি....।।।
পিছন থেকে রানা ডাকতেছে আমি কোনো কথা বলতেছি না.....!!!
হঠাৎ পায়েল আমার সামনে এসে দাড়ালো.....।।।
এই চলো তোমার সাথে কথা আছে...???
আমি তো কোনো কিছু করি নাই তাহলে আপনার সাথে আমার কিসের কথা থাকবে...????
।
তুমি কি আমার সাথে যাবে নাকি অন্য ব্যবস্তা করতে হবে....।।।
ঠিক আছে চলুন....!!!
আমি বাইরে এসে দাড়িয়ে আছি....।।।।
কি হলো দাড়িয়ে আছো কেন.....!!!
আমি আপনার পিছনে বসতে পারবো না.....!!!
তুমি কি বসবে নাকি.....!!!
কি আর করা উঠে বসলাম....।।
।
একটা পার্কে এসে দুইজন বেঞ্চে বসে আছি....!!!
কেউ কারো সাথে কথা বলছি না...।।।
হঠাৎ পায়েল নিরবতা ভেঙ্গে বললো...।।।
নিলয় আমাকে ক্ষমা করে দাও প্লিজ (হাত জোর করে বললো)
আরে আপনি আমার কি করেছেন যে আপনি আমার ক্ষমা চাচ্ছেন.....।।।
।
বিশ্বাস করো...।। জাহেদ আমাকে তোমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলেছিল...।।। সেই জন্য তোমাকে ইগোনোর করেছিলাম....।।।
পরে নাহিদের কাছ থেকে জানতে পারি....।।
নাহিদ আর নাহিদের গার্লফ্রেন্ড তোমাকে অপমান করেছে....প্লিজ আমাকে ক্ষমা করে দাও....।।
।
আপনার কি আর কিছু বলার আছে...।। না তাখলে এখন আমি উঠতে পারি.....।।।
আমি উঠে চলে আসলাম....।।।
কলেজে তো আর যাওয়া হলো না...।।
বাসায় এসে শুয়ে রয়েছি...।।
।
পরেদিন কলেজে যাচ্ছি....।।। রাস্তার মধ্যে থেকে পায়েল আমাকে টেনে একটা জায়গায় নিয়ে গেলো..।।।
নিলয় প্লিজ আমাকে ক্ষমা করে দাও...।।।
যান আপনাকে ক্ষমা করে দিলাম....!!
সত্যি.....।।।
হুম এখন যায় আমি....।।। আমি আর কোনো কথা না বলে ওইখান থেকে কলেজে চলে আসলাম...।।।।(পায়েল অবাকক হয়ে দাড়িয়ে থাকলো)
।
পরেদিন.... শুক্রবার বাসা থেকে বের হয়ে
বন্ধুরাদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছি...।।
এমন সময় পায়েল আসলো....।।।
আমাকে ডেকে একটা...।।
গাছের নিছে নিয়ে গেলো...!!!
কি হলো তুমি আমাকে এরিয়ে চলতেছো কেন...!!
আপনাদের মতো মেয়েদের এরিয়ে চলা ভালো...।।
।
যেই মেয়ে অন্য একটা ছেলের মুখ থেকে কথা শুনে...।।
নিজের প্রেমিককে ছাড়তে পারে....!!!
সে নিজের বরকে ডিভোর্স দিতে কতক্ষণ....!!
দেখলাম পায়েল কান্না করতেছে.....।
আমি ওই খান থেকে চলে আসলাম
।
প্রায় প্রতিদিন পায়েল আমাকে এসে ভালোবাসার...।।
কথা বলতো...।। কিন্তু সব সময় আমি তাকে এরিয়ে চলি...।।
এমন করে পনেরো দিন চলে গেছে...।।।
আমি রাস্তা দিয়ে হাটতেছি হঠাৎ পায়েল এসে আমাকে...।।।
একটা গাড়িতে উঠালো তার পরে...।।।
একটা বাসায় এসে একটা রুমে ডুকালো...।।
।
এই রুমটা মনে হয় পায়েলের এখানে পায়েলের ছবি দেখা যাচ্ছে...।।।
তার পরে পায়েল তার মাথায় পিস্তল ধরে বললো...।।
এখন যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি নিজেকে শেষ করে পেলবো....।।।
আমি তোমার দেওয়া কষ্ট গুলো আর নিতে পারতেছি না...।।।
আমি তোমাকে....।।।
।
কথাটা বলতে না দিয়ে বললো...।।। তুমি যদি না বলো তাহলে আমি নিজেকে শেষ করে পেলবো...।।।
আমি ভালোবাসার কছম খেয়ে বলতেছি...।।।
আর কি করবো পায়েলকে বুকে টেনে নিলাম...।।।
তুমি আমাকে এত কষ্ট দিলে কেন...।।
আমি কি কম পেয়েছি নাকি....।।।
।
আজকে একমাস পরে আমাদের বিয়ে হচ্ছে...।।।
পারিবারিক ভাবেই বিয়েটা হচ্ছে...।।।।
বাসর ঘরে পায়েল বসে আছে...।।।
ফুল দিয়ে রুমটা সাজানো ...।।।
আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি....!!!
আমাদের বিয়েটা হয়েছে গ্রামের বাড়িতে...।।
।
বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি....।।।
এমন সময় মা এসে আমাকে নিয়ে রুমে ডুকিয়ে দিলো...।।।।
রুমে প্রবেশ করতেই পায়েল এসে সালাম... করলো
হঠাৎ সিনামার ডায়লগ মনে পড়ে গেলো...
মা বেঁচে থাকো....।।।(তার মাথায় হাত দিয়ে বললাম)
।
পায়েল তো আমার কথা শুনে আমাকে ধাক্কা দিয়ে বিছানায়
ফেলে দিলো...।।।।
তার পরে আমার উপর এসে আমার বুকে কিল ঘুসি মারতেছে...।।।।
আমি তাকে থামাতে না পেরে বুকে জড়িয়ে ধরলাম....।।।।।।।
..নতুন অধ্যায় শুরু করলাম আমার পুলিশিনিকে নিয়ে হি হি হি.........।।।।।
...................The🥰End..................
............ভুল ক্রমেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন...........