Lady police যখন romantic girlfriend
🥰...........................🙄.............................🥰
(মুহিন)
পর্বঃ ৬ষ্ঠ
হাবিলদার রাশেলকে ছেড়ে দাও (পায়েল)
বাহ আমি তো পায়েলের কথা শুনে অবাক হয়ে গেছি।। যাই হোক শালাকে একটা আচ্ছা মতো শিক্ষা দিলাম হি হি হি)
।
হাজত থেকে বের হয়ে যখন আসতে যাবো।।।
তখন সামনে থেকে একটা লোক বলে উঠলো।।।
আমি আপনাকে কোথায় যেনো দেখেছি (পুলিশে পোষাক পরে আমার সামনে থেকে বললো)
।
আমাকে আপনি দেখেছেন।। (আমি) হুম আপনাকে দেখেছি কিন্তু কোথায় দেখেছি মনে পড়তেছে না।।।
ও হ্যা মনে পড়েছে।।। রেস্টুরেন্ট সামনে প্রায় বিশ ত্রিশ জন গরিব ছেলে মেয়েকে খাবার দিচ্ছিলেন।। ওই খানে দেখেছি।। যাই হোক আপনি অনেক বড় মনের মানুষ (লোকটি)
।
আরে না ওটা তো আমার বন্ধুদের কাছ থেকে ট্রিট নিয়েছিলাম।। আর ওটা দিয়েয় ওদের কে কিছু খাবার কিনে দিলাম (আমি)
।
যাই হোক না কেন।। আপনি অনেক বড় মনের মানুষ।। তো এখানে কি মনে করে আসছেন (লোকটি)
তেমন কোনো কিছু না তবে একটা কাজে আসছিলাম ভুল বা সঠিক তা জানি না (আমি)
।
আচ্ছা যাই হোক আমার নাম রবি।। আপনার (আমার দিকে হাত বারিয়ে বললো)
আমি নিলয়।। এখন তাহলে আমি আসি (আমি)
।
আচ্ছা ঠিক আছে।। আবার তাহলে দেখা হবে (রবি)
হুম হতে ও পারে।।। থানা থেকে বের হয়ে রাস্তায় চলে আসলাম।। এমন সময় পায়েল আমার সামনে আসলো
।
গাড়িতে উঠো ( খুবই সরম শুরে বললো)
ধন্যবাদ.... আমি হেঁটে হেঁটে যেতে পারবো (আমি কথাটা বলে হাটা দিলাম)
।
পায়েল পিছন থেকে আমার হাতটা ধরে বললো।। প্লিজ নিলয় আমার কথাটা একটু শুনো (পায়েল)
আপনার কাছ থেকে তো আর কোনো কথা শুনার দরকার আছে বলে আমি মনে করি না (আমি)
।
প্লিজ প্লিজ নিলয় আমার কথাটা একবার শুনো (পায়েল)
আচ্ছা বলেন কি বলবেন (আমি)
আমি তোমাকে ভালোবাসি নিলয় (চোখটা বন্ধ করে বললো)
।
আমি ওর কথা শুনে অট্টহাসিতে মেতে উঠলাম।
কি হলো তুমি হাসছো কেন (পায়েল) হাসবো না তো কি করবো কোথায় আপনি আর কোথায় আমি।।
আর তার চেয়ে বড় কথা হলো আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে।। আর কোথায় আপনি একটা বড় লোকের মেয়ে (আমি)
।
বিশ্বাস করো আমি তোমাকে একমাস ধরে।। ভালোবেসে আসতেছি।। কিন্তু তোমাকে বলতে পারি নাই।। জানি না কেন বলতে পারি না।। তবে মনের মাঝে একটা ভয় চলে আসে যখন তোমাকে এই কথা বলতে যাই।।। তোমাকে এই দশদিন প্রায় পাগলের মতো খুঝেছি।। এমন কি তোমার বাসায় পর্যন্ত গিয়েছিলাম
।
তবুও তোমাকে পায় নাই।।। বিশ্বাস করো ওই দিন তোমাকে রাগের বসে হাজতে রাখ ছিলাম।।। আমার কি মন চেয়েছিলো তোমাকে হাজতে রাখতে।। আমি তোমাকে অনেক ভালোবাসি নিলয় (পায়েল)
।
আমার হাজতে রাখার জন্য কোনো কষ্ট হয় নাই।।তুমি যখন দশদিন আগে আমাকে আনার জন্য।। তোমার পুলিশ বাহিনী পাঠিয়েছিলে।। তার মধ্যে ওই কাব্য আমার সাথে যা যা করেছিল।। তা আমি কখনো ভুলব না।। (আমি)
।
ওইখানে পায়েলকে রেখে চলে আসলাম বাসায়।। ফ্রেশ হয়ে খাবার খেয়ে বাইরে ঘুরার জন্য বের হলাম।।
বাসার সামনে একটা পার্ক আছে।। ওই খানে চলে আসলাম।।। মনটা কেন যেন হঠাৎ পায়েলের কথা শুনে খারাপ হয়ে গেছে।।।
।
তাহলে কি আমি ও পায়েলকে ভালোবেসে ফেলেছি।। না তা হতে পারে না।।। আমি কোথায় আর ও কোথায়।।
পার্কে এসে।। একটা বেঞ্চে বসে পড়লাম।।
।
হঠাৎ আমার কাদে কেউ হাত রাখল ।। আমি ঘাড়টা ঘুরিয়ে দেখলাম।।। আপনি এই খানে।।। কেন অন্য কেউ আসার কথা ছিল নাকি (পায়েল)
।
তা না কিন্তু আপনি কি ভাবে জানলেন আমি এই খানে আছি (আমি) তোমার বাসায় আসছিলাম।। যখন তোমার বাসায় কাছে আসলাম তখন দেখলাম তুমি এই দিকে আসতেছো।। তাই তোমার পিছু পিছু আসলাম (পায়েল)
।
কিন্তু আমার বাসায় কেন আসছিলেন (আমি) নিলয় আমি জানতাম না যে কাব্য তোমাকে থাপ্পড় দিয়েছে।।
তাই তোমাকে থাপ্পড় দিয়েছিলাম আমি।।। আমাকে মাপ করে দাও নিলয়(পায়েল কান্না করতে করতে বললো)
।
আমি আপনাকে ক্ষমা করে দিলাম।। এখন আপনি আসতে পারেন (আমি) আমি তোমার কাছ থেকে ভালোবাসা না নিয়ে এইখান থেকে কোথাও যাবো না (পায়েল)
।
কি বলেন এই সব।। ভালোবাসা জোর করে পাওয়া যাই নাকি (আমি) তা তো পাওয়া যাই না (পায়েল)
তাহলে আপনি জোর করে ভালোবাসা কার কাছ থেকে নিবেন (আমি) কেন তুমি আছো তো তাই তোমার কাছ থেকেই নিবো (পায়েল)
।
পাগল হয়েছেন নাকি......(আমি) হুম আমি শুধু তোমার জন্য পাগল হয়েছে (পায়েল) এই খানে পাগলামি না করে ডিউটিতে যান তাহলে আপনার ভালো হবে (আমি)
।
কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে তা আমি ভালো করেই জানি (কথাটা বলে পায়েল আমার পাশে এসে বসলো)
তাহলে তো ভালো তাহলে আপনি থাকেন আমি যাই (কথা বলে যখন উঠতে যাবো)
।
এই কোথায় যাচ্ছ।। চুপচাপ এই খানে বসে থাকো।। তা না হলে খবর আছে (পায়েল) কি করবেন আপনি (আমি)
আমি কি করবো তা তোমার চিন্তার বাইরে।। আমার রাগ উঠলে তো তুমি জানোই।। আমি কি কি করে ফেলি।(পায়েল)
।
হুম যাই করেন সেইটা আপনার ব্যাক্তিগত ব্যাপার।। আমি যখনই উঠতে যাবো।। তখন পায়েল আমার মুখটা ঘুরিয়ে।। তার ঠোঁটের সাথে এক করে দিলো।।। আমি তো পায়েলের কান্ড দেখে অবাক।।। আমি থাকে ছাড়াতে চাচ্ছি কিন্তু তাকে ছাড়াতে পারছি না।।।
।
কিছুক্ষণ পরে সেই নিজে ছেড়ে দিলো।।। আমি হাঁপাচ্ছি।। কারো কোনো সারা শব্দ নেই।।।
কিছুক্ষণ পরে আমি বলে উঠলাম।।।
এটা কি হলো(আমি)
।
কিছু হয় নাই তো বাবু।। এই দিকে আসো আরেকটা দিয়।। আমার তো মন ভরে নাই।।। (পায়েল)
না থাক আর লাগবে না।।। (আমি)
।
এই নিলয় আমাকে একটু ভালোবাসো না প্লিজ (পায়েল) আমি কাউকে ভালোবাসতে পারবো না (আমি) কেন পারবে না।।। আমি কি দেখতে খারাপ।। নাকি আমি হাঁটতে পারি না।। বলো আমার কি নেই (পায়েল)
।
আপনার কিছু হয় নাই। দোষ তো সব গুলো আমার।। আমি আপনার যোগ্য না।। আপনি আপনার যোগ্য কাউকে খুঁজে নেন।। তাহলেই আপনার ভালো হবে (আমি)
।
আমার তোমার চেয়ে ভালো কাউকে চাই না।। আমি শুধু তোমাকে চাই।। এখন বলো তুমি আমাকে ভালোবাসবে কি না।। তুমি যদি আমাকে এখন ভালো না বাসো তাহলে।। কাল সকালে আমাকে আর পাবে না (পায়েল)
।
কেনো কোথায় জাবেন আপনি( আমি) আত্মাহত্মা করবো (ইভা)
কিইইইইই তাহলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে।।
আপনি এইরকম কাজ কইরেননা (আমি)
তাহলে আমাকে একটু ভালোবাসো।। আমি থাকলে তোমাকে ও পুলিশ ধরে নিয়ে যেতে পারবে না (পায়েল)
।
কিন্তু..........(কথাটা মুখ থেকে বের করতে দেয় নাই)
কোনো কিন্তু না এখন শুধু আমাকে ভালোবাসবে।। আমাকে অনেক কষ্ট দিছো আর কখনো কষ্ট দিবে না (পায়েল)
।
আচ্ছা ঠিক আছে....।।।। এখন আমি বাসায় যাবো (আমি) কোনো বাসায় যাওয়া যাবে না।। এখন আমি ফুচকা খাবো।। আমাকে ফুচকার দোকানে নিয়ে চলো (পায়েল) [হায় হায় এই মেয়ে তো আমাকে ফকির বানিয়ে ছাড়বে আমি বাসা থেকে একটা টাকা ও আনি নাই এখন টাকা কি ভাবে দিবো না কোনো একটা বুদ্ধি বের করতে হবে ]
।
এই কি হলো চলো (পায়েল) আজকে না খেলে হয় না (আমি) না আজকেই খেতে হবে এখোনি (পায়েল) কি আর করা ফুচকার দোকানে চলে আসলাম।।
।
চাচা এক প্লেট ফুচকান দেন তো (পায়েল) [ কেমন কিপ্টা মেয়ে দেখেন তার জন্য নিচ্ছে আর আমার জন্য নিচ্ছে না।। এই মেয়ে সাথে সারা জীবন কি ভাবে কাটাবো।। কিন্তু এক দিক দিয়ে ভালো হলো কারণ টাকা নেই তো )
।
এই হা করো (ইভা)
মানি (আমি)
চুপপপপপ
হা করতে বলছি হা করো (পায়েল)
যদি লোকে কিছু বলে (আমি)
চুপপপপপ লোকে কি বলছে তাতে আমার কি তোমাকে হা করতে বলেছি তুমি হা করো (পায়েল)
।
কি আর করার হা করছি।। আর ইভা একটা একটা ফুচকা আমার মুখে দিচ্ছে।। আমি ও ইভার মুখে ফুচকা দিচ্ছি...।।।।
।
খাওয়া শেষে......
।
আমি দাড়িয়ে আছি। অপরাধীর মতো।। কারণ আমার কাছে টাকা নাই।।। হি হি হি।।
।
বাঁচা গেছে।। পায়েল টাকা দিলো।। এই মেয়েকে কিপ্টা বলাটা ভুল হলো।।।। হি হি হি
।
চলো।। পায়েল এসে আমার হাতটা ধরলো।।।
আমি ও তার হাতের পাঁচ আঙুলে আমার আঙুল গুলো ঢুকিয়ে দিলাম।।।
।
কি ভালোই না লাগতেছে।। পায়েলের দিকে তাকিয়ে দেখলাম। পায়েল তার চোখ গুলো বন্ধ করে ফেলছে।।। হয় তো বা সে ফিল করতেছে।।।।
।
আমাদের দুই জনের নতুন পথ চলা শুরু হলো।। আপনার সবাই দোয়া করেন হি হি হি........।।।।
..............................সমাপ্ত......................
......................ভুল ক্রমেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন..........
খুব শীঘ্রই সিজন টু আসতেছে😊