Lady police যখন romantic girlfriend
🥰...........................🙄.............................🥰
মুহিন
পর্বঃ ৪র্থ
তোকে আমি আজকে হাজতে ডুকাবো (অপর পাশ থেকে মেয়ের গলায় বললো।।)
।
আমি আপনার কি করেছি ম্যাডাম....?? (আমি)
।
তুই কিছু করস নাই।। কালকে বুঝতে পারবি।। যদি সকালে তারাতাড়ি বের হয়ে না যাস তাহলে।। তোকে মেরে পেলবো (কথাটা বলে ফোনটা কেটে দিলো)
।
হায় হায় এটা মেয়ে নাকি গুন্ডি।। কালকে কি করে আমি নিজে ও জানি।।।
।
শুয়ে পড়লাম।। কিন্তুু ভয়ে ঘুম আস্তেছে না।।। এই মেয়েকি আমাকে শেষ করে ফেলবে নাকি।।
।
ঘুমিয়ে পড়লাম।। সকালে ব্রেকফাস্ট করে।। যখন কলেজে জন্য বের হবো।। তখন আমার রুমে তিন জন পুলিশ ঢুকলো।
।
কি হলো আপনারা এই খানে কেন (আমি)
।
তুমি কি নিলয়(তাদের মধ্যে থেকে একজন বললো)
।
হুম আমি নিলয়।।। কিন্তু কি হয়েছে (আমি)
।
চলো আমাদের সাথে ( পুলিশ)
।
কিন্তু কোথায় যাবো।। আমি তো এখন কলেজে যাচ্ছি (আমি)
।
এই সব আমরা বুঝি না।। তোমাকে ম্যাডাম নিয়ে যেতে বলেছে।। তাই তোমাকে নিয়ে যাবো (পুলিশ)
।
[ তার মানি এদেরকে পায়েল পাঠাইছে ]
।
এত কথা না বলে এখন গাড়িতে বসো (পুলিশ)
।
আমি আর কিছু না বলে।। তাদের পিছু পিছু গাড়ির পাশে চলে আসলাম।।। কিন্তু আজকে গাড়ি তো মাইক্রো।।
।
তাহলে তাদেরকে কি পায়েল পাঠায় নাই তাহলে কে পাঠিয়েছে ।।
।
কি হলো দাড়িয়ে আছিস কেন চল আমাদের সাথে ( পুলিশের মধ্যে থেকে একজন বলে উঠলো)
।
কিন্তু আমি তার কথা শুনে অবাক হয়ে দাড়িয়ে আছি।। কোনো অপরাধ না করে।।। আজ কারো কাছে।। তুই তোকারি শুনতেছি)
।
কিছু না বলে গাড়িতে গিয়ে বসে পড়লাম।।।।
।
অতঃপর থানায় চলে আসলাম।।।
।
এই কি হলো।।। এই ভাবে বসে আছিস কেন।।।
আমরা কি তোকে সালাম করে নামাবো ( ওই লোকটা আবার খারাপ ভাষাই কথা বললো)
।
এই বার আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না।।। আপনি কি কখনো পড়া লেখা করেন নাই।।।
।
আপনাকে এত টুকু শিক্ষা ও দেয় নাই।।।যে মানুষের সাথে কি ভাবে কথা বলতে হয়।।।
।
ওই ছেলে তো আমার কথা শুনে।। ঠাসসসস ঠাসসসস করে।।। দুইটা থাপ্পড় দিলো।।।
।
ওই মারলেন কেন।।। আমার অপরাধ টা কি (আমি গালের মধ্যে হাত দিয়ে বললাম)
।
তোর অপরাধ হলো।।। পুলিশের সাথে কি ভাবে কথা বলতে হয় জানিস না।।। ভালো ভাবে কথা বলিস নাই সেই জন্য তোকে থাপ্পড় দিলাম।।।
।
এখন এত কথা না।। বলে আমাদের সাথে ভিতরে চল।। যদি এই কথা ম্যাডামকে বলিস তাহলে তোকে জীবন্ত পুঁতে ফেলবো (লোকটি)
।
[ শালা তুই তো আমাকে চিনস না।। সেই জন্য আমার সাথে এমন করলি।।। তুই সময় হলে বুঝতে
পারবি ] অতঃপর ভিতরে চলে আসলাম।।।
।
আমাকে যারা আনতে গিয়ে ছিলো।। তারা পিছনে থেকে গেছে।। আমি গালে হাত দিয়ে অফিসারে রুমে চলে আসলাম।।
।
কিন্তু মেয়েটি তো ডেক্সছে মুখ দিয়ে বসে আছি।।।
।
আমি রুমটা দেখলাম।। হঠাৎ আমায় ডাক দিলো।।
আমি তার ডাকে চমকে উঠলাম।।।
।
হাবিলদার এই দিকে আসো।।।।(পায়েল)
।
জ্বি ম্যাডাম বলুন।। (হাবিলদার)
।
এই লোকটাকে হাজতে ডুকান।।। (পায়েল)
।
কিন্তু আমার দোষটা কি ম্যাডাম (আমি)
।
পায়েল আমার কথাটা শুনে আরো রেগে গেছে।।
।
হাবিলদার আমি কি বলেছি।।। পায়েলের কথা মতো হাবিলদার আমাকে হাজতে ডুকিয়ে দিলো।।
।
হাজতে বসে বসে মশা মারতেছি।। আর কোনো কাজ নেই।। পায়েল কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছে।
কিন্তু আমার মুখে এখন ও হাত থুক্কু হাত এখন ও মুখে।।।
।
সকাল গরিয়ে দুপুর হয়ে গেছে।।। কিন্তু খাবারের কোনো নাম গন্ধ নেই।।। কিছুক্ষণ পরে।। পায়েল একটা টিফিন নিয়ে আমার কাছে আসলো।।
।
একটা প্লেট নিয়ে।। আমার খাবার দিলো।।। আমি বললাম আমি খাবো না।।।
।
তুই যদি এখন খাবার না খাস।। তাহলে আরো চার দিন হাজতে রাখবো।। তা কি তুই চাস (পায়েল)
।
না না আমি এই খানে থাকতে পারবো না।। ( তাই পায়েলের কথা মতো খাবারটা খেয়ে নিলাম)
।
পরি শেষে আমাকে রাত নয়টায় ছেড়ে দিলো।।। কিন্তু ওই ছেলেটার প্রতি এখন ও রাগ আছে।। আমি কিন্তু তাকে ছাড়ছি না।।। পরে আমি তাকে দেখে নিবো
।
এই কি হলো এত কি ভাবছো (পায়েল)
।
কিছু না।।।
।
পায়েলর সাথে তার বাইকে করে।।। বাসায় চলে আসলাম।।
আসার সময় তার সাথে একটা কথাও বলি নাই।।
।
অবশ্য সেই এক বার সরি ও বলেছিলো।।।
।
কিন্তু আমি ওই ছেলের দেওয়া অপমান গুলো এখন ও ভুলতে পারি নাই।।।
।
বাসায় এসে বন্ধুদেরকে কল দিয়ে।। কাপড় নিয়ে আমার বাসায় চলে আসতে বললাম।।।
।
কিছুক্ষণ পরে তারা ও চলে আসলো।।। কিরে কাপড় নিয়ে আসতে বললি কেন (রানা)
।
তোরা তো তোদের গার্লফ্রেন্ড শিক্ষা দিতে চাস।।।
।
হুম চাই তো।।।।। তাহলে চল দশ বারো দিনের জন্য ঘুরে আছি।।।
।
কিন্তু কোথায় যাবো।।।। (রাফি)
।
চল কক্সবাজার থেকে ঘুরে আছি।।।(আমি)
।
হুম চল ।। অতঃপর সবাইকে নিয়ে স্টেশনে চলে আসলাম।। এই তোরা তোদের পুরান সিম বন্ধ করে রাখ (আমি)
।
ওটা তো কাল থেকে বন্ধ।।। তাহলে তো ভালো।।
আমার টা ও বন্ধ করে রাখলাম।।। অতঃপর কক্সবাজার চলে আসলাম।।।
।
প্রায় দশদিন ওইখানে অনেক মজা করলাম।। সব চেয়ে বেশি ভালো লাগলো।। কারণ আমার সব বন্ধু এক সাথে ছিলো তাই।।।।
।
দশদিন পরে আবার ঢাকায় চলে আসলাম।।।
যে যার যার মতো বাসায় চলে গেছে।।।
।
আমি ও রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম।।।
সকালে ঘুম থেকে উঠে।।।। কলেজে চলে আসলাম।
বাহ ভালো তো পায়েল আর আমার খোঁজ নেয় না।।
।
কলেজে এসে মোবাইলটা অন করলাম।।।।
মোবাইলে স্কিনে তাকিয়ে তো আমি অবাক হয়ে গেলাম।
এটা কি ভাবে সম্ভব।।। পায়েল প্রায় ৫০০ টা কল করেছে।।
।
আর ১৫০ টা এস এম এস দিয়েছে।।। ওই সব দেখার কোনো ইচ্ছে নেই।। এই মেয়ের জন্য আমি অপমান হয়েছি।।।।
।
সাথে সাথে আবার কল আসলো।।।। কলটা ছিলো পায়েলর। রিসিভ করি নাই।।।।
।
হঠাৎ বন্ধুরা সবাই চলে আসলো।।। কিরে আজকে কথা বলবো (রানা)
দরকান নেয়।।
আগে দেখ সে কি তোকে সত্যিই ভালোবাসে কি না।।।
।
কিন্তু কি ভাবে বুঝবো (রাফি)
সে তোকে ভালোবাসলে তোর সাথে কথা বলতে আসবে।।। কথা বলতে আসলে কি কথা বলবো (নিবিড়)
।
আজকে ও কথা বলবি না।। সময় হলে আমি তোকে বলবো এখন তোরা তোদের মোবাইলটা অন কর।।
দেখ কল দিয়েছে কি না।।।..........
.পরবর্তী পর্ব জন্য লাইক দিয়ে সাথে থাকুন
.............ভুল ক্রমেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন..........
চলবে🙄