#রাগী_ম্যাডাম 🍂
#Part_3
#Writer_Srabon
সকালে আম্মু ঘুম থেকে তুলে দিল।
আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকালের খাবার খেয়ে আসলাম।
বসে আছি, ঠিক তখনই শাওন এর ফোন।
--- কিলেজ যাবি না?? (শাওন)
--- হুম, কলেজ আমি যাবো না তো কে যাবে??
--- ও আমার তো মনেই ছিল না, তোর তো আবার উনি আছে।(শাওন)
--- হুম বুজতে হবে না।
--- তুই রেডি হয়ে রাস্তায় বের হ। আমি আসিতেছি।(শাওন)
--- ওকে আয়। আজ একটু আগেই যাই।
--- হ।
এরপর আমি রাস্তায় বের হলাম।
রাস্তায় এসে দেখি আমার ছোট বোন রিকশার জন্য দারিয়ে আছে।
--- ওই পেত্নী কি করিস??
--- ভাইয়া সব সময় মজা ভালো লাগে না।(আপু)
--- হুম বুজলাম।
--- ভাইয়া একটা রিক্সা ডেকে দেনা??(আপু)
--- দিতেছি দাড়া।
এরপর আপুকে রিকশায় তুলে দিয়ে দাড়িয়ে আছি। কিন্তু শাওনের খবর নেই। ফোন বের করে ফোন দিব তখনই দেখি হিমু আর শাওন আসতেছে।
--- এই তোদের আসতে এত দেরি হয় কেন??
--- এ ভাই সূর্য আজ কোন দিকে উঠল??(হিমু)
--- কেন??
--- না মানে, আমরাই তো তোকে রোজ ওই কথা বলি আর তোরে ঘুম থেকে ডেকে কলেজ নিয়ে যাই।(হিমু)
--- হুম, আর কত দিন যে বিকা খাইছি স্যারের কাছে। শুধু মাত্র তোর জন্য।(শাওন)
--- আর আজ তুই সবার আগে??(হিমু)
--- কেন?? মানুষ কি বদলাতে পারে না নাকি??
--- হুম তা ঠিক।(হিমু)
--- দোস্ত তুই যাই বলিস না কেন, আমাদের ম্যাডাম কলেজ জয়েন করার কারনে আমাদের লেট ম্যান তাহলে এখন একটু ফাস্ট হবে।(শাওন)
--- হুম তুই ঠিক বলছিস।(হিমু)
--- আরে তোরা বাদ দে ভার্সিটি চলে এসেছি।
--- হুম, চল রফিকদের সাথে গিয়ে বসি।(শাওন)
--- হুম
এরপর ক্যাম্পাসের ভিতরে গিয়ে বসলাম।
--- কিরে হিরো কি খবর??(রফিক)
--- হুম ফাস্ট ক্লাস। তোদের কি খবর??
--- হুম ভালো।(রফিক)
--- দোস্ত আমি একটা কথা বুজলাম না??(অমিত)
--- কি বুজো নাই তুমি খোকা??
--- দোস্ত তোকে কাল নতুন ম্যাডাম চর দিল আর তুই কিছু বললি না কেন??(অমিত)
--- স্যার ম্যাডামরা মারতেই পারে স্বাভাবিক।
--- এ তো দেখি ভুতের মুখে রাম নাম। তাহলে শিলা ম্যাডামের সাথে ওইটা কি ছিল?? (আশিক)
--- আরে দোস্ত শিলা ম্যাডাম আর রাইসা ম্যাডাম এক হল নাকি??
--- ও বুজছি। শ্রাবন ইন লাভ, তাও আবার ম্যাডাম। (রফিক)
--- 😙😙😙😙
--- মামা ট্রিট চাই। (রফিক)
--- হবে হবে সব হবে, আগে রাজি করিয়ে নেই।
--- এ ভাই সবাই চল। টাইম হয়ে গেছে। (হিমু)
--- হ চল সবাই।
এরপর আমরা সকলে ক্লাস রুমে চলে গেলাম।
প্রথম ক্লাস ** স্যারের।
আমার তো সময়ই কাটতেছে না। আমার মনে শুধু রাইসা আর রাইসা।
কখন দ্বিতীয় ক্লাস শুরু হবে আর ম্যাডাম আসবে।
অনেক্ক্ষণ পরে বোরিং ক্লাস শেষ হল।
এইবার ম্যাডাম ক্লাসে এল।
আমি কিন্তু আজ দাঁড়িয়েছি৷ না হলে আবার ঠাসসসসস। কাল খুব ব্যাথা পেয়েছি। গায়ে জোর আছে বলতে হবে। তা তো হবেই আমার ইয়ে বলে কথা😉
ওইসব ভাবতেছিলাম।
কখন যে ম্যাডাম সামনে এসেছে খেয়াল করি নাই।
--- এই ছেলে তোমার নাম কি???(ম্যাডাম)
--- শ্রাবন...
--- নামের সাথে তো কোন মিল নেই??(ম্যাডাম)
--- আপনি একটা মিক করে রেখে দিন।
--- বদমাইশ..(ম্যাডাম)
--- বদমাইয়া আহা কি সুন্দর নাম..
--- চুপ একদম চুপ। তুমি কাল মিথ্যা বলছিলে কেন??(ম্যাডাম রেগে গিয়ে বলল)
--- মিথ্যা না বললে আপনি যেতে দিতেন না তাই বলছি।
--- কি কাজের জন্য মিথ্যা বলছ শুনি??(ম্যাডাম)
--- [ এই তো মহা সুযোগ, রফিক স্যারকে ফাসিয়ে দেই। সাথে একটু ফাপর দিয়ে দেই😉] আসলে রফিক স্যার বলেছে আপনি খুব রাগি। আর আমরা আপনার ক্লাস বাদ দিয়ে রফিক স্যারের সাথে সাইন্সল্যাবে গিয়েছিলাম।
--- রফিক স্যার তো আমায় এসে বলতে পারত??(ম্যাডাম)
--- ওই যে বললাম স্যার বলছে আপনি খুব রাগি তাই আমাদের একটা প্লান শিখিয়ে দিয়েছিল।
--- কি প্লান???(ম্যাডাম)
[সবাই আমাদ দিকে হা করে তাকিয়ে আছে। কারন সবাই জানে আমি ফাপর দিতেছি। মানে মিথ্যা বলতেছি]
--- ওইযে কালকে যেটা করলাম।
--- হুম বুজলাম। তা কি জন্য ক্লাস ফাকি দিলে???(ম্যাডাম)
--- ম্যাডাম আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি আর সার কি জিনিস আবিষ্কার করেছি!
--- আবিষ্কার আর তুমি?? তা বল শুনি কি বানিয়েছ???(ম্যাডাম)
--- বলব??? আপনি রাগ করবেন না তো??
--- না, বল।(ম্যাডাম)
--- ম্যাডাম আমরা এমম একটা জিনিস আবিষ্কার করেছি যেটা দিয়ে দেওয়ালের ওপাশের সব কিছু দেখা যাবে।
--- Omg তা কি বানিয়েছ???(ম্যাডাম)
--- ছিদ্র😉
[ক্লাসের সকলে হোহোহো করে হেসে দিল]
--- এই চুপ একদম চুপ। (সবাই চুপ) বেয়াদবের একটা সীমা থাকা দরকার। কিন্তু তুমি জাস্ট... (খুব রেগে)
--- চুপ করে আছি...
--- রফিক স্যারকে পরে দেখে নিব। আগে তোমার একটা ব্যবস্থা করে নেই।(ম্যাডাম)
--- জী,
এরপর ম্যাডাম আমার সামনে থেকে চলে গেল।
--- যাক এইবারের মতো বেচে গেলাম।
--- এই চুপ কর, কথা বলতে দেখলে আবার বের করে দিবেনে।(শাওন)
--- হুম।
একি ম্যাডাম দেখি আমাদের দিকে আসতেছে।
--- এই শাওন ম্যাডাম আমাদের দিকে বই নিয়ে আসতেছে কেন??
--- আমাদের দিকে না, তোর দিকে। আর চুপ থাক।(শাওন)
--- এই ছেলে তুমি দাড়াও???(ম্যাডাম)
--- আমি??
--- হুম তুমিই।(ম্যাডাম)
[ বুঝে গেছি আজ আমার রেহাই নেই। বইয়ের প্যাচালে আজ আমাকে ফেলবে ম্যাডাম]
--- জী বলুন।
আমার কাছে এসে ম্যাডাম কিছু প্রশ্ন করল। আমি একটারও উত্তর দিলাম না।
--- তোমার মতো স্টুডেন্ট আমি জীবনেও দেখি নাই।(ম্যাডাম)
--- হুম
--- যে শুধু মুখে বক বক করে। আর লেখাপড়ায় গাধা।(ম্যাডাম)
ম্যাডাম জ্ঞান দিয়ে যাচ্ছে আমি এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছি।
ম্যাডাম কিছুটা বুজতে পেরে তার শাড়িটা ঠিক করে আবার বলল--
--- এই পড়া গুলো যদি কালকে তোমার না হয়,তাহলে কাল শুধু দেখবে আমি কি করতে পারি।(ম্যাডাম)
--- আহা আমি তো সারা জীবন তোমাকে দেখতে চাই..মনে মনে
--- এই কি বললে তুমি??(ম্যাডাম)
--- কি..কিছু না।
--- ইতর,বাদর,বদমাইশ ইত্যাদি বলতে বলতে ম্যাডেম চলে গেল।
দেখতে ম্যাডামের ক্লাস শেষ হয়ে গেল।
--- শাওন চল, ঘুরে আসি।
--- হুম চল। আমার আর এই বরিং ক্লাস ভালো লাগতেছে না। (শাওন)
--- হিমু তুই যাবি না থাকবি??
--- না যাব না। আমি ভাবছিলাম তুই ভালো হয়ে গেছিস। কিন্তু না, তুই সেই আগের মতই আছিস। (হিমু)
--- হুম, আজকে যে গল্প দিলি তুই..(আশিক)
--- হাহাহাহাহা। শাওন চল, আর কেউ যাবি??
--- না ভাই যামু না। তোর বাপ হেলে আমগো আস্ত রাখবে না।(রবি)
--- হ্যা রবি ঠিক বলছিস। এইবার ক্লাস ফাকি দিলে সোজা টিসি দিয়ে দিবে😥(আরিফ)
--- ভাই চল। এদের দারা কিচ্ছু হবে না।(শাওন)
--- হুম চল।
এরপর আমি আর শাওন বাইরে এসে কিছু খেয়ে নিলাম।
--- দোস্ত আজ তোকে একটা কাজ দিব। করে দিতে পারবি তো???
--- হুম বল।(শাওন)
--- আজ বিকালের মধ্যে তুই আমাকে রাইসার ব্যাপারে সব ডিটেইলস এনে দিবি।
--- হুম এটা কোন কথা হল। আমাদের বাসার পাসে ছিদ্দিক আছে না??(শাওন)
--- হুম। ওই যে, হাসিব আংকেলের ফেইসবুক আইডি হ্যাক করে ধরা খাইছিল??
--- হুম। ওকে বললে সব ম্যাডামের ব্যাপারে সব খবর এনে দিতে পারবে।(শাওন)
--- ব্যাস তাহলে তো হয়ে গেল।
--- হুম চল বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দেই। (শাওন)
--- হুম চল।
বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল....
চলবে...????
[ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন]
#রাগী_ম্যাডাম 🍂
#Part_4
#Writer_Srabon
বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল....
--- কিরে আজকেও কলেজ ছুটি??? (আম্মু)
--- না আম্মু, আমি চলে এসেছি
--- কিরে আজকে সত্যি বলতেছিস কেন???(আম্মু)
--- সদা সত্য কথা বল।।😜
--- ফাজিল, তোকে যে আমি কি করি?? ফ্রেশ হয়ে খেতে আয়।
--- হুম আমার শোনা আম্মু🥰
--- হুম হয়েছে।।।।
আসলে আম্মু আমাকে মুখে যতই বকাবকি করুক না কেন?? আম্মু আমাকে খুব ভালোবাসে। আসলে পৃপৃথিবীর সকল মা ই এমন হয়।
ফ্রেশ হয়ে নিচে এলাম।।।
--- আম্মু কি রান্না করছ???
--- সকালে কি দিয়ে খেয়েছিস????(আম্মু)
--- মনে নেই। খেতে দাও
--- তোকে নিয়ে আর পারি না।
--- হুম্মম্মম😅😅
রোজকার মতো রুমে এসে একটা ঘুম দিলাম।
আজকে বিকালে নিজে থেকেই ঘুম ভেঙে গেল। কারন টা বোধহয় রাইসা। 😜
ফ্রেশ হয়ে বের হলাম।
শাওনকে ফোন লাগালাম।।।
--- হ্যালো মাম্মা(আমি)
--- হ্যা মামা বল কই তুই???(শাওন)
--- আমি বাইক নিয়ে বের হচ্ছি, তুই কই???
--- বাড়ির সামনে,,, পিক করে নিয়ে যা।
--- হুম ওয়েট কর।
কিছু সময় পরে,,
মামা চল,,উঠে পর।
--- হুম
--- এইবার বল ছিদ্দিক হালার পুত কই???(আমি)
--- মামার দোকানে।।।
--- ওকে চল দেখি হেতি😅 কি খবর আনছে।।(আমি)
এরপর সোজা মামার দোকানে চলে এলাম।
--- ভাই কেমন আছিস???(আমি)
--- এইতো ভাই আছি, তোরা তো খোজ খবর নিসই না।(ছিদ্দিক)
--- আরে ভাই কি আর কমু দুঃখের কথা, বাল পড়াশোনার চাপে আর খবর। (শাওন)
[আসলে, মজা করার জন্য উক্ত ভাষা গুলো ব্যবহার করা হয়েছে ]
--- হ,, ভাই বুজছি। (ছিদ্দিক)
--- তা যে খব্র আনতে বলছিলাম আনছিস???(শাওন)
--- হ ভাই,, তোরা একটা কাজ বলছিস আর সেটা যদি করতে না পারি।।।(ছিদ্দিক)
--- হুম,,,,বল তাহলে হকল কিছু।।।(আমি)
ছিদ্দিক বলা শুরু করল ওর ল্যাপটপ মেলে।।।(হালা পাক্কা হ্যাকার)
--- নাম রাইসা জাহান, পরিবার বলতে রাইসা আর তার আম্মু। বাবা নেই। আত্মীয় ছিল অনেক, য়বে তার বাবা মারা যাবার পরে সবাই হারিয়ে গেছে আস্তে আস্তে। তার মা তাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। রিলেশন করার সূযোগ তেমন আসে নাই। প্রপোজ পেয়েছে অনেক গুলো। কিন্তজ সবগুলো নাকোজ। মোবাইল নাম্বার- 01682963***। ফেসবুক আইডি- নুসরাত জাহান।
--- হইছে ভাই অনেক বলেছিস। আর কিছু বলা লাগবে না🥰(আমি)
--- হ, মামা তুই তো ফাটায় দিছোস।(শাওন)
--- আরে নিজের ভাইয়েদের জন্য যদি এইটুক করতে না পারি। (ছিদ্দিক)
--- হ, তা তো ঠিক।।।।
--- চল আজকে তদের ট্রিট দিবো আমি।।।
--- হুম,,,ছিদ্দিক মামা চলো আজকে খেলে দেই।(শাওন)
--- হুম চল।।।।
এরপর দুইজনকে নিয়ে পেট পুরে খাওয়ালাম। আমার হবু বউয়ের খবর এনে দিছে বলে কথা।
রাতে বাসায় এলাম। এসে দেখি আব্বু বসে টিভেতে খবর দেখতেছে। আমি কিছু না বলে চুপ করে চলে যেতে লাগলাম।
--- ওই এদিকে আয়।(আব্বু)
--- হ্যা আব্বু বলো
--- কই থাকস সারাদিন???
--- এইতো বাজারের দিকে গেছিলাম।
--- সার দিন কোন কাজ নেই। খাবি কি করে???
--- পাংখু মেরে🤣🤣 আস্তে বললাম।
--- কি বললি???
--- চাকরি করে বলছি।
--- লেখাপড়ার যে অবস্তা এতে তোকে চাকরি দেবে কে???
--- কত ছাগল আছে।।।(আস্ত বললাম)
--- অই তুই চুপ কর। আর রুমে গিয়ে বই পড়।
--- ওকে আব্বু।।।
এরপর রুমে এসে ফেসবুকে ঢুকলাম।
রাইসা ম্যাডামের আইডি সার্চ দিলাম।
হুম পেয়ে গেছি। কিন্তু রিকুয়েষ্ট দিলে গ্রহন করবে না আমি শিওর। তাই রিকু দিলাম না। শুধু ছবি গুলো সেইভ করে রাখলাম😜
এরপর কিছু সময় বই পড়ে নিচে খেতে গেলাম।
খাবার খাওয়ার সময় সকলের সাথে মজা করে এসে ফোন নিয়ে বসলাম। ব্যাচেলর জীবনে বউ নাই তো তাই মোবাইলটাই একমাত্র সম্বল। একটা রোমান্টিক মুভি দেখিতে শুরু করলাম। এরপর ঘুমিয়ে গেলাম।।। সকালে দেখা হবে গুড নাইট 😅
সকাল বেলা মোবাইলের ডাকে ঘুম ভাংল🤣🤣
ফ্রেশ হয়ে নিচে গেলাম।
--- আম্মু খাবার দেও।
--- হুম বস,, আমি দিচ্ছি।।
--- হুম আম্মু।।।
--- কিরে আজকাল এতো সকালে কলেজ যাস কেন???
--- আম্মু সামনে এক্সাম,, তাইতো যাই
--- হয়েছে আর বলতে হবে। আমি চিনি আমার ছেলেকে।।
--- তুমিও না আম্মু।।।
এরপর খাবার খেয়ে বেরিয়ে গেলাম।
শাওনকে ফোন দিলাম।
--- ভাই কই???(আমি)
--- হেটে আয় হিমুদের বাড়ির সামনে আছি।(শাওন)
--- হুম রাখ,,,,
এরপর কিছু দূরে গিয়ে দেখি হিমু আর শাওন দাড়িয়ে আছে। আমি ওদের কাছে গিয়ে।।
--- চল সবাই।
--- হুম,,,,তবে।
--- তবে কি???(আমি)
--- আমার মনে হয় তোর কপালে আজকে দুঃখ আছে।
--- কেন???
--- ম্যাডাম তোর পরে রেগে আছে। তাই আমার মনে হয় আজকে তোকে ক্যালানি দেবে।
--- আহা ম্যাডামের হাতের ক্যালানি 🤣🤣🤣
--- হুমু বুজলি এই হালা পাগল হয়ে গেছে। একে পাবনা নেওয়া লাগবো
--- হুম ঠিক বলছিস।।।
--- আরে তোরা চুপ কর কলেজ এসে গেছি(আমি)
--- হুম চল।।।।
কলেজে এসে আরেক বিপদে পরলাম.....
চলবে....?????
Nc
ReplyDelete