রাগী_ম্যাডাম 🍂 Part_5,6

 #রাগী_ম্যাডাম 🍂

#Part_5

#Writer_Srabon


কলেজে এসে আরেক বিপদে পরলাম...


আমরা তিনজন মিলে কলেজ ক্যাম্পাসে গিয়ে বসলাম। সেখানে আমাদের সকল বন্ধুরা ছিল।

--- কিরে সকলের কি খবর???(আম)

--- এইতো চলতেছে।

--- হুম, ভালো।।।। (আমি)

--- মামা তোমার কি খবর??? মানে ম্যামকে নিয়ে??🤗

--- আরে মামা কি বলব দুঃখের কথা তাকে বলব কি করে??? ভয় করে।।।(আমি)

--- ভয় আর তুই??? হালা তোকে তো কখনো ভয় পেতে দেখি নাই???

--- ভাই আসলে ভয় করে,, যদি রাজি না হয়???(আমি)

--- হবে হবে,,,তাছাড়া তুই যদি আগে থেকে না বলিস তাহলে পাখি উড়ে যেতে পারে।

--- হ্যা ঠিক বলেছিস।(শাওন)

--- তো এখন আমি কি করব???(আমি)

--- তুই কালকেই বলে দে ম্যাডামকে।

---......... (আমি)

--- আরে ভয় পাশ না,, আমরা আছি তো নাকি???

--- হুম,,, ওকে কালকে বলব।।।(আম)

--- এই সবাই চল,,,টাইম হয়ে গেছে।(হিমু)

--- হুম চলো সবাই,,,,,


আমি আর শাওন ক্লাসের একদম পেছনের বেঞ্চে গিয়ে বসলাম।

--- ভাই আমার ভয় করতেছে।(আমি)

--- আরে তুই বলিস আগে,,না করলে পিছে লেগে থাকবি,,,কেমন(শাওন)

--- ঠিক আছে,,,,


কথা বলতে বলতে প্রথম ক্লাস শেষ হয়ে গেল।।।

এইবার ম্যাডামের আসার পালা,,,


ম্যাম ক্লাসে প্রবেশ করল আর সকলে দাড়িয়ে গেল। আমিও 😜

--- সকলে বসে পরো।।।(ম্যাম)


সকলে বসে পরল।

ম্যাম ক্লাস করাতে লাগল, আর আমি তার দিকে একভাবে চেয়ে আছি। হটাৎ করে ম্যাম আমার সামনে এসে পরল।

--- এই ছেলে তুমি ওইভাবে চেয়ে আছো কেন???(ম্যাম)

--- কই না,,না তো।(আমি)

--- একদম মিথ্যা কথা বলবে না,, আমি দেখেছি।(ম্যাম)

---........... (আমি)

--- পড়া বলো।।। এতক্ষণ আমি যেটা বুজিয়েছি।(ম্যাম)

--- (এই রে আমি তো জানি না কি পড়িয়েছে..তাই পাশে শাওনকে খোচা দিলাম,)


শাওন কিছু বলবে তার আগেই ম্যাম


--- এই ছেলে তোমরা দুইজন বাইরে যাও। (ম্যাম)

--- সরি ম্যাম(শাওন)

--- বেরিয়ে যেতে বলছি কিন্তু (ম্যাম রেগে)

--- চল ভাই চল,,,(আমি)


এরপর আমি আর শাওন চলে গেলাম বাইরে।।।


--- সালা তোর জন্য এটা হইছে। (শাওন) 

--- আমি কি করব বল??? আমি তো শুধু চেয়ে ছিলাম।

--- হুহহহ।।।

--- ভাই এখান থেকে চল,,আব্বু দেখে ফেললে সমস্যা।

--- চল তাহলে।।।।


এরপর আমি আর শাওন চলে গেলাম এখান থেকে।।।

রোজকার মতো এইভাবে আজকের দিনটা চলে গেল।। 


বিকালে রাস্তায় বেরিয়ে হাটতেছি আর ভাবতেছি, ম্যাডামকে কাল প্রপোজ করব কি না??? ফ্রেন্ডরাও ঠিক কথা বলেছে আমি যদি এখন না বলি তাহলে যদি ম্যাম অন্য কারো হয়ে যায়। না সেটা হতে দেওয়া যায় না,,,আমাকে কালকেই বলতে হবে। এইসব ভাবতেছি ঠিক তখনই শাওন এসে কাধে হাত দিল।।।


--- কিরে ভাই কি ভাবিস???(শাওন)

--- নারে কিছু না।

--- তুই নিশ্চয়ই ম্যামের কথা ভাবতেছিস???

--- হুম,,, কি করব বল???

--- আরে চিন্তা করিস না.???? সব ঠিক হয়ে যাবে।।।

--- তাই যেন হয়।।। আমি কালকেই প্রপোজ করব ম্যামকে।। যদি রাজি না হয় তাহলে পিছে পরে থাকব।

--- হুম ঠিক আছে,,,আমি তো আছি নাকি???

--- হুম দোস্ত,,,,

--- চল কলেজ মাঠ গিয়ে আড্ডা দিয়ে আসি।।

--- হুম চল।।।


এরপর শাওন এর বুদ্ধি অনুযায়ী কিছু রোমান্টিক মুভি ডাউনলোড দিলাম।😜 মানে কিভাবে প্রপোজ করব শিখতে হবে তো নাকি??🥰🥰


রাত্রে বাসয় এসে সোজা রুমে ঢুকে গেলাম। এরপর ফ্রেশ হয়ে মোবাইল নিয়ে বসে পরলাম।।

অনেক সময় দেখার পরে কিছুটা বুদ্ধি পেলাম।

এর মাঝে আপু এসে ডেকে গেল রাতের খাবার খেতে।। 


খাবার টেবিলে.....


--- কিরে আব্বু আজ কোন কথা না বলে সোজা র‍্যমে চলে গেলি???(আম্মু)

--- আম্মু বই পড়তেছিলাম।(আমি)

--- --- বই না ছাই..(আপু)

--- এই তুই চুপ কর,,,(আম্মু)

--- হুহ,,,,,

--- আম্মু আব্বু কই???(আমি)

--- খাবার খেয়ে একটু বাইরে গেছে।।(আম্মু)

--- ওওওও 


এরপর খাবার খেয়ে রুমে চলে এলাম।

এসে ভাবতে লাগলাম। কালকে কি হবে??? আসলে আমি খুব নারভাস ফিল করতেছি।।।

বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পরলাম, কালকে সকালে উঠে মিশনে যেতে হবে তাই।৷ 


সকালে ঘুম ভাংল মোবাইলের এলার্মে।। উঠে ফ্রেশ হয়ে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল সাতটা বাজে কেবল। আম্মুর কাছে গেলাম। 

--- আম্মু এক কাপ চা বানিয়ে দাও।।

--- আজকে এত সকালে ঘুম থেকে উঠলি যে।(আম্মু)

--- কিছু না আম্মু ঘুম ভেঙে গেছে তাই।।

--- একটু ওয়েট কর বানিয়ে দিচ্ছি।।


এরপর আম্মুর কাছ থেকে চায়ের কাপ নিয়ে ছাদে চলে এলাম। চায়ের কাপে চুমুক দিতেই অতীতের সেই পুরনো কথা গুলো আজকে আবার হটাৎ করে মনে পরে গেল।।

আজ থেকে চার তিন বছর আগের ঘটনা। মনটা এমনিতেই খারাপ হয়ে গেল।। তাই বেশি সময় না বসে নিচে চলে এলাম। মনটা খুব খারাপ তাই শাওনকে ফোন দিলাম। 


--- কিরে তোর কি হয়েছে এত সকালে ফোন দিলি যে???(শাওন)

--- কিছু না,, আসলে আজকে না ওর কথা খুব মনে পরতেছে।(আমি)

--- এই তোকে না বলছি এইসব কিছু মনে না রাখতে। তারপরও 

--- আমি করব খুব মনে পরতেছে ভাই।

--- শোন মনে রাখতে হয়, সবাইকে মনে রাখতে হয় শুধু বেইমানীদেরকে বাদে। শুধু শুধু তাদের কথা মনে রেখে কি লাভ?? লাভ তো নেই বরং লস আছে অনেক। এই দেখ তুই আগে লেখা পড়ায় কত ভালো ছিলি। আর এখন তুই নিজের দিকে চেয়ে দেখ??? কি জবাব দিবি আন্টিকে?? কি জবাব দিবি আংকেলকে??? কি শিখবে তোকে দেখে তোর ছোট বোন???

--- সরি দোস্ত,,আর কখনো মনে করব না ওই বেইমানীর কথা। 

--- হুম মনে থাকে যেন।।।

--- হুম, দোস্ত তোকে একটা কথা বলব???(আমি)

--- হুম বল।।

--- আমরতো কোন বড় ভাই নেই, কিন্তু বিশ্বাস কর তুই আমার ভাইয়ের থেকেও বেশি। আজ হয়তো আমার কোন বড় ভাই থাকলে এই কথা গুলো বলত।।

--- হুম ভাই হয়েছে, আর ইমশোনাল হতে হবে না। কলেজ টাইম হয়ে গেছে রেডি হয়ে চলে আয়।।। মিশন আছে না আজকে???😋

--- তুই শালা,,,,ফাজিল দারা আসতেছি,,তুইও আয়।

--- হুম।।।


এরপর রেডি হয়ে খাবার খেয়ে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে।।। 

আজকে প্রপোজ করতেই হবে।।। দোয়া করবেন 🙏🙏☺


চলবে.....?????


#রাগী_ম্যাডাম 🍂

#Part_6

#Writer_Srabon


এরপর রেডি হয়ে খাবার খেয়ে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে।


কিছু দূরে যাবার পরেই হিমু আর শাওনকে পেয়ে গেলাম।


--- মামা কি খবর???(শাওন)

--- ভালো না। (আমি)

--- হুম্,,, ভালো হয়ে যাবে আজ। ট্রিট দিবি কখন তাই বল???(শাওন) 

--- আরে ধুর শালা, তোর কি মনে হয় ম্যাডাম আমার প্রপোজ গ্রহন করবে???(আমি)

--- করবে রে ভাই করবে....

--- জানি না কি হয়।।।

--- শোন ভাই আজ না করুক, কাল করবে আর কাল না করুক পরশু করবে। তুই দেখে নিস একদিন না একদিন ঠিকই করবে।(শাওন)

--- হিম ভাই তাই জেন হয়।।।।


--- আমি ভেবে পাই না... কি করে একজন ছাত্র তার ম্যাডামের প্রেমে পরতে পারে??? ছি ছি ছি (হিমু)

--- শাওন ওরে ধর। ওর আজকে রেহাই নেই আমার হাত থেকে। আজ কে ওকে কেউ বাচাতে পারবে না।(আমি)


হিমু এক দৌড়ে পগার পার। মানে এক দৌড়ে কলেজে ঢুকে গেছে।


--- শালা বেচে গেল আজকে।(আমি)

--- আরে ও তো মজা করছে মনে হয়।(শাওন)

--- মজা ওকে পেলে দেখাতাম।।।। (আমি)

--- তা ভাই প্রপোজ কখন করবি???

--- ভাই সকলের সামনে তো আর করা যায় না। তাই কলেজ ছুটি হলে ফাকা রাস্তায় বসে বলব😜😜।

--- ওকে ভাই।।।ক্লাসে চল।।।

--- হুম।।।


এরপর ক্লাসে চলে এলাম। প্রথম ক্লাস শেষ করলাম অনেক কষ্টে। রাইসা ম্যাডামের ক্লাস ছাড়া আর কারো ক্লাস করতে আমার ভালো লাগে না।

এরপর এলো সেই মুহূর্ত। 


ম্যাম ক্লাসে প্রবেশ করলেন। 

সকলের কাছে পড়া শুনতেছ। সব শেষে এল আমার পাল।


--- এই তুমি দাঁড়িয়ে পড়া বল।।(ম্যাম)

--- কি পড়া??? (আমি)

--- কিহ??? তুমি জানো না কি পড়া???(ম্যাম)

--- না তো ম্যাম। 

--- আচ্ছা তুমি আমার ক্লাসে আসো কি কারণে??

--- আপনাকে দেখতে। (আস্তে করে বললাম)

--- মনে মনে কি বল??? এখনি আমার ক্লাস থেকে বের হও।

--- হুম,,শাওন চল।।

--- এই ছেলে ওলে নিয়ে যাচ্ছ কেন???

--- ম্যাম শাওনেরো পড়া হয় নি তো। তাই নিয়ে যাচ্ছি।

--- শাওনের পড়া হওয়া লাগবে না। শুধু তুমি বাইরে যাবে।

--- এ কেমন বিচার???

--- যাও বলছি।


ধুর শালা এটা কি হল??? আমি একা একা বাইরে চলে এলাম।

বাইরে এসে মামার দোকানে এসে বসলাম।

ফোন বের করে এক বন্ধুকে ফোন দিলাম।


(পড়াশোনা ঠিকঠাক করে না। আমার মতো, তবে অন্য কলেজে পড়ে। বাসা আমাদের এলাকায়ই)


--- হ্যালো মামা, কই তুমি???(আমি)

--- আরে মামা, কি খবর??? কত দিন পরে। আমি বাইক নিয়ে রাইড দিতেছি।(বন্ধু)

--- আর খবর। বাল, পড়া হয় নি তাই ক্লাসে বাইরে দাঁড়িয়ে আছি।

--- বলো কি মামা??? তোমাকে আবার কে ক্লাস থেকে বের করে দিছে???

--- তোর ভাবি।।

--- ঘটনা কি??? খুলে বলত?? 

--- ফোনে বলা যায় নাকি??. আর তাছাড়া আমি একা একা বসে আছি। আমায় নিয়ে যা।

--- ওকে ওয়েট আমি ১০ মিনিটের মধ্যে আসতেছি।

--- হুম।।।।


এরপর দুইজন এক সাথে বসে চা খেয়ে নিলাম।

তারপর ওকে সব খুলে বললাম।

ওকে আর পায় কে,,, হাসতে হাসতে শেষ। 


--- মামা শেষে কিনা ম্যাডাম??? (বন্ধু)

--- হুম, হতেই পারে স্বাভাবিক। 

--- হুম বুজলাম। তা ম্যাডামের দিক দিয়ে কি গ্রিন সিগনাল পেয়েছিস??

--- নারে ভাই। আজকে বলব আমার মনের কথা। দেখি কি বলে।।

--- হুম ভালো।।।

--- তোর গফ এর খবর কি???

--- আর বলিস না ভাই,,খালি প্যারা দেয়। 

--- হাহাহাহাহাহা

--- হাসিস না,, একদিন আমার কথা মনে পরবে।

--- হাহাহাহাহা।।।। হুম


--- এই দেখ ভাই গফের ফোন।।(বন্ধু)

--- ওকে যা কথা বলে আয়।।


এরপর কিছুসময় পরে হারামি বলল,, 

--- ভাই যেতে হবে,, গফ যেতে বলছে।

--- বাহ,,বাহ,, সেই লেভেলের প্যারা ভাই।

--- হুম ভাই বায়,,,পরে দেখা হবে।।

--- হুম,,বেচে থাকলে দেখা হবে।।

--- ওকে ভাই,বায়


এই বলে হারামি বন্ধুটা চলে গেল।।

আমি বসে আছি মামার দোকানে। মামার সাথে টুকটাক কিছু কথা বলতেছি।


একটু পরে শাওন এল।।।


--- ওই কি করিস এখানে???(শাওন)

---........... (চুপ)

--- ওই কি হইছে.??? কথা বল।

---......... (চুপ)

--- রাগ করেছিস নাকি??? সরি ভাই

--- রাগ করব না তো কি করব??? আমি টানা এক ঘন্টা এখানে বসে আছি। আর তুই??

--- আরে ভাই ম্যাডাম তো আসতেই দিচ্ছিল না। আমি কি করব।।

--- হুম,,ঠিক আছে।।।


--- চল,, ঘুরে আসি আজকে।।(আমি)

--- হুম, চল।

--- আরে আরে দারা,,বাইকটা নিয়ে আয়, এই নে চাবি।।(আমি)

--- ওহ,,, আমি তো ভুলেই গেছিলাম।


এরপর দুই বন্ধু মিলে কিছু জায়গার গিয়ে ঘুরে আসলাম।।।।


--- দোস্ত টাইম হয়ে গেছে। চল ম্যাডাম এখন বাড়ি যাবে।(শাওন)

--- ভাই, ভয় করে,,,তার হাতের একটা চর,,ওরে বাবা কি ব্যাথা(আমি)

--- তাহলে তোর আর ভালোবাসা লাগবে না। চল বাসায় যাই।।

--- না ভাই চল,,,যাই

--- হুম।।।


এই শাওনকে নিয়ে আমি আর পারি না। শালা সোজা ম্যাডামের সামনে এনে বাইক থামাল।

কলেজ শেষে ম্যাডাম বাসায় যাচ্ছিল। রস্তাটা বেশ ফাকা, 


--- এই তোমরা আমার রাস্তা আটকালে কেন???(ম্যাম)

--- ম্যাডাম, শ্রাবন আপনাকে কিছু বলতে চায়।(শাওন)

--- কি বলবে, এই বেয়াদব ছেলে??(ম্যাম)

---ম্যাডাম বলব?? আপনি রাগ করবেন না তো??(আমি)

---, আগে বলো কি বলবে শুনি???(ম্যাম)

--- এই শাওনের বাচ্চা তুই ওই দিকে ঘোর।(আমি){লজ্জা করে🤭}

--- ওকে।।।


--- ম্যাডাম বলব???(আমি)

--- আশ্চর্য, কত বার বলবো বলো???


আমি হাটু গেড়ে বসে হাতে একটা ফুল নিয়ে বলতে লাগলাম ----


"রাইসা, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি, সেইদিন থেকেই আমি তোমার প্রেমে পড়ে যাই। তোমার হাটা, চল,কথা,চোখের চাওনি দেখে আমি ফিদা। আমি চাই তোমাকে আমার মমের রানি করে সাজিয়ে রাখতে। আমি তোমাকে আমার জীবনের একটা অংশ করতে চাই। তুমি কি হবে আমার মনের রানি?? হবে কি আমার মেয়ের আম্মু?? I Love You Raisha...💓💓 Do you love me???" 


এক নিঃস্বাসে কথা গুলো বলে ফেললেম।

শাওনের দিকে চেয়ে দেখি ও হা করে তাকিয়ে আছে।


--- আগে তুমি উঠে দাড়াও তারপর তোমার উত্তর দিতেছি।(ম্যাম)

--- ওকে।(আমি)


আমি ওঠার সাথে ম্যাম যেটা করল........


চলবে...?????

1 Comments

Post a Comment
Previous Post Next Post