রাগী_ম্যাডাম 🍂 #Part_7,8

 

#রাগী_ম্যাডাম 🍂

#Part_7

#Writer_Srabon


আমি ওঠার সাথে ম্যাম আমাকে ঠাসসসসস ঠাসসসসসস করে দুইটা চর দিল।।। 


শাওন এটা দেখে বাইক নিয়ে এক টান দিয়ে চলে গেল। আর আমি হা হয়ে দাঁড়িয়ে আছি। আশেপাশে কেউ আছে কি না দেখে নিলাম। না কেউ নেই। যাক মান সম্মান টা তো অন্তত বাঁচল। আর শাওনকে পরে দেখে নিব, হারামি। 


--- এই ছেলে তুমি নিজেকে কি মনে করো হ্যা???

---..............(চুপ)

--- তুমি জানো আমি তোমার থেকে ২ বছরের বড়। আর তাছাড়াও তোমার সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার??? আমি তোমার টিচার। ছি ছি ছি লজ্জা করে না। ক্লাসে তো পড়া একটাও হয় না। সারাদিন শুধু ভ্যা ভ্যা ই করে যাও। আমি আগেই জানতাম তুমি বেয়াদব কিন্তু এতটা বেয়াদব সেটা জানতাম না। (ম্যাম)


---....... (চুপ)


--- কি হলো এইবার কথা বলো??? এখন কথা বের হয় না। ক্লাসে তো একাই ১০০। বেয়াদপ পোলাপান। আর তোমার সাথের অই বেয়াদবটাকে আমি পরে দেখে নেব। আর যদি আমাকে এই সব কিছু বল তাহলে এমন হাল করব, নিজেকে নিজেই চিনতে পারবে না। বেয়াদব,,(এই বলে ম্যাডাম আমার সামনে থেকে চলে গেল।) 


এতখন ম্যাম যেটা বলল সেটা আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে গেছে। 


আমি চারপাশে তাকিয়ে দেখলাম। না তেমন কাউকে দেখলাম না। পাশেই একটা দোকান আছে সেখানে গেলাম।


--- মামা এক কাপ চা দেন তো???(আমি)

--- রং চা না দুধ চা???(মামা)

--- দুধ চা দেন।।।(আমি)

--- মামা, মেয়েটা কে?? আপনার বান্ধবী?? 

--- হুম,,,

--- আপনি তাকে ভালোবাসেন তাই না???

--- হুম, আপনি কি করে বুজলেন???

--- মামা, আমি দেখেই সব বলে দিতে পারি। আর মেয়েটাও আপনাকে ভালোবাসে। শুধু প্রকাশ করে না।

--- কন কি মামা?? তাই যেন হয়।।

--- হুম,,,এই নেনে আপনের চা।।

--- ধন্যবাদ।।। 


শালা চর খেয়ে গাল ব্যাথ্যা করতেছে। উফফ,,,চা 

টা কোন মতে খেয়ে ফার্মেসীতে গেলাম। সেখান থেকে ব্যাথার ওষুধ নিলাম। এরপর শাওনকে ফোন দিলাম।।।।।


--- হ্যালো।।।(আমি)

--- হ্যালো মামা, তুই বেচে আছিস???(শাওন)

--- হুম,,,কিন্তু মারা যাব কেন??

--- না মানে, ম্যাডাম তোকে যে চরটাই না দিল।।

--- ওই হারামি তুই ফাজলামো বন্ধ কর। আর আমাকে এসে নিয়ে যা।।।

--- হুম, তুই ওয়েট কর আমি আসতেছি।।।।


কিছু সময় পরে শাওনের বাচ্চা এলো।।।


--- বাইক রেখে এইদিকে আয়।।।(আমি)

--- কেন ভাই???(শাওন)

--- ট্রিট দেব তারাতাড়ি আয়।।

--- ১০ সেকেন্ডে দাড়া আসতেছি।।।


শালা ট্রিটের কথা শুনেই ১০ সেকেন্ডের মধ্যে আসতেছে। তুই আজকে এখানে আয় তোকে এমন ট্রিট দিব। ১০ দিন মনে রাখবি।।মনে মনে আমি ভাবলাম।।।


শাওন আমার কাছে আসার সাথে সাথেই আমি ওকে উরাধুরা দিতে লাগলাম কেলানি।।(শাওন আমার থেকে বডিতে চিকন তাই আমি মার দতেছি😜)


৫ মিনিট পরে......


--- ভাই আমার ট্রিট লাগবে না।। মাপ চাই ভাই।।(শাওন)

--- না, আরেকটু দিয়ে নেই।।।(আমি)

--- ভাই,,,প্লিজ।।

--- তাহলে তখন তুই আমাকে রেখে পালালি কেন???

--- ভাই ম্যাডাম যে রাগী তাতে আমিও মার খেতেম। তাই পালিয়েছি।। সরি আর পালাবো না কখনো।।

--- মনে থাকবে???

--- হুম,,ভাই এবার ছাড়।।।

--- হুম।।।।।


এরপর শাওনকে ছেড়ে দিলাম।। আর মনে হয় না কোন দিন আমাকে একা রেখে পালাবে। কারন যে ক্যালানি দিয়েছি আজকে।।।


--- ভাই আমি যাবার পরে কি হল???(শাওন)

--- আগে বাইকে উঠ, অনেক দেরি হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে।।।

--- হুম।।।


এরপর শাওনকে সব খুলে বললাম। শাওন হাসতে হাসতে শেষ।।।।


--- তা এখন কি করবি???(শাওন)

--- রোজ একবার করে প্রপোজ করব।।(আমি)

--- শালা আবার,,,চর খেয়ে তোর দাত পরে যাবেনে এইবার।।(শাওন)

--- ওতে আমার কিছু হবে না। বিয়ে করে সব গুলো পুশিয়ে দিবোনে।

--- হারামি,,,তোর মুখে কিছু আটাকায় না।।

--- হুম,,,নাম,,বাসায় চলে এসেছি।।

--- হুম,,,


এরপর বাইক গ্যারাজে রেখে আমি কলিং বেল চাপ দিলাম।।।।।


আম্মু এসে দরজা খুলে দিল।।


আমি ভিতরে গেলাম। আম্মুকে দেখি আমার দিকে চেয়ে আছে এক ভাবে।।


--- কি হয়েছে,,,?? ওইভাবে তাকিয়ে আছ কেন??(আমি)

--- তুই কি আমার ছেলে??(আম্মু)

--- কেন??

--- মানে,,আমার ছেলে তো কোন দিনও পুরো ক্লাস,,, করত না।

--- মানে কি?? ইচ্ছে করেছে তাই করেছি।।

--- আচ্ছা ঠিক আছে আমার শোনা ছেলে।।

--- হুম।।।

--- ফ্রেশ হয়ে আয় আমি খেতে দিচ্ছি।।

--- হুম,,

--- এই দাড়া।।। 

--- কেন?? কি হয়েছে?? 

--- তোর মুখে ওটা কিসের দাগ??

--- {এইরে টের পেয়ে গেল নাকি} কিছু না বিন্ধুদের সাথে মজা করতে গিয়ে লেগে গেছে।

--- তুইও যেমন আর তোর বন্ধুরাও তেমন।।

--- হুম,,,তুমি খাবার দাও। আমি আসি।

--- ওকে যা।।


এরুর ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম।

খাবার টেবিলে আম্মুর সাথে টুকটাক কিছু কথা হয়েছিল।।


এরপর রুমে এসে মুখের ব্যাথার ওষুধ খেয়ে নিলাম। গায়ে কি জোর বাপরে।।। হবেই তো আমার বউ হবে বলে কথা।।।😌😌


আর সাত পাচ না ভেবে ঘুমিয়ে পরলাম।।


ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। ঘুমের মধ্যে ম্যামকে নিয়ে একটা রোমান্টিক সপ্ন দেখেছি। বলা যাবে না। লজ্জা করে আমার।।।


শাওনকে ফোন দিলাম।

--- কোথায় তুই??(আমি)

--- আড্ডা খানায়। সকলে আছে তুই আয়।(শাওন)

--- ওকে আসতেছি।।


সেখানে পৌছে দেখে হারামি সব গুলো আছে এখানে। আমি যাবার সাথে সাথেই.......


চলবে....????

#রাগী_ম্যাডাম 🍂

#Part_8

#Writer_Srabon


সেখানে পৌছে দেখে হারামি সব গুলো আছে এখানে। আমি যাবার সাথে সাথেই সকলে ঘিরে ধরল।।


--- কিরে তোরা এমন ভাবে আমার দিকে চেয়ে আছিস কেন.???(আমি)

--- মামা তুমি তো একটা মাল।  

--- কেন?? তুই আজকে বুজলি নাকি..???(আমি)

--- হুম। তোর সাহস কি সাহস। ম্যাডামকে প্রপোজ করিস।।

--- ভাই আর বলিস না। যে মার দিছে আজকে।

--- হুম শাওন বলছে সব।।।

--- ভাইলোগ আজ চলো সবাই ঘুরতে যাই লং ড্রাইভে।

--- হুম চলো।।।


এরপর সকলে মিলে ঘুরতে বের হলাম। সন্ধ্যা ৭ টা বাজে মনে হয়।


--- শাওন বাসায় যেতে হবে। আব্বু বাসায় আছে।(আমি)

--- ওকে চল। আমিও তাহলে বাসায় যাই।

--- হুম

।।


বাসায় এসে কলিং বেল বাজালে আপু এসে দরজা খুলে দিল।

--- কাকে চাই..??(আমি)

--- মানে..??(আমি অবাক হয়ে)

--- মানে বুজেন না। কে আপনি?? আর কাকে চান.??(আপু)

--- তোকে তো আমি.....(বলার সাথে সাথে আপু এক দৌড়ে পালাল।


আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম।

এরপর বসে বসে মোবাইল চালাতে লাগলাম। যথারিতি খেয়ে দেয়ে ঘুম পরলাম। এইভাবে আজকের দিনটা চলে গেল।।।। 


সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। 

--- আম্মু তুমি কি আমাকে একটু ঘুমাতেও দিবে না নাকি..?(আমি)

--- ঘুমাবি মানে..?? আর দুই মাস পরে তোর পরিক্ষা। এখন এইভাবে ঘুমালে চলবে..??(আম্মু)

--- উফ, কি ঝামেলা।।।।


আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম।

চারিপাশে দেখে নিলাম। কেউ নেই ছাদে। তাই শাওন এর কাছ থেকে আনা ম্যাডামের নাম্বারে ফোন দিলাম।। 

কিছু সময় রিং হবার পরে ফোন রিসিভ করল।


--- হ্যালো কে বলছেন..??(ম্যাম)

--- বাবু আমি।।(মজা করে বললাম)

--- কিসব যাতা বলতেছেন আপনি..??? (ম্যাম)

--- এখানে মজার কি আছে।

--- মানে..?? আপনাকে চিনি না জানি না। আর আপনি আমাকে কিসব বলতেছেন..????

--- আরে ম্যাডাম আপনি আমাকে ভালো করেই চিনেন।

--- তারমানে তুমি সেই বেয়াদব শ্রাবন..???

--- হতে পারে।

--- বেয়াদব ছেলে। তুমি আজকে কলেজে আসো। দেখ তোমার অবস্থা আমি কি করি।

--- ঠিক আছে বাবু।

--- এই ছেলে ভদ্র ভাবে কথা বলো।

--- ওকে জানু।

--- তোকে তো আমি... (বলে ফোন কেটে দিল।)


যাহ বাবা ফোন কেটে দিল?? কে জানে আবার কলেজে গেলে কি বলে। যা হবার সেটা পরে দেখা যাবে। আগে কলেজ তো যাই।।।


আমি নিচে গিয়ে আম্মুকে বললাম..


--- আম্মু খেতে দাও।(আমি)

--- এখন খেতে দাও। একটু আগে তো ঘুম থেকেই উঠতে চাইছিলি না।(আম্মু)

--- ভালো ভালো। ছেলেকে আদর দিয়ে বাদর বানাও। (আব্বু)

--- তুমি আবার শুরু করলে?? ছেলেটাকে একটুও শান্তিতে থাকতে দিচ্ছ না। (আম্মু)

--- আমি তো সত্যিটা বললেই দোষ করি। (আব্বু)

--- হুম ঠিক বলেছ আব্বু।(আপু)

--- এ ছেমরি তুই থাম। 😑কথা কম বল। (আমি)

--- দেখছ আব্বু মুখের কি ভাষা..??(আপু)

--- বদের হাড্ডি। বেয়াদব একটা। 

--- এই তোমরা চুপ কর। আর আমার ছেলেকে খেতে দাও। (আম্মু)

--- হুম।।।।


এরপর সকলে মিলে খেতে বসলাম। খাবার মধ্যে আব্বু জিজ্ঞেস করল..

--- শ্রাবন তুই তোর ক্লাসের সবাইকে চিনিস...??(আব্বু)

--- হুম। কেন..??

--- আমার কানে এসেছে কে যেন তোদের নতুন ম্যাডামকে প্রেমের প্রস্তাব দিয়েছে??

--- (এই রে কাজ হইছে। আব্বু কি সব জেনে গেল..? নাকি কেউ বলে দিয়েছে।)

--- কিরে তুই মনে মনে কি ভাবিস..??(আব্বু)

--- কিছু না। আব্বু। 

--- কিছু না মানে..? তোদের ক্লাসের ম্যাডামকে কেউ এইসব বললে তুই চুপ করে থাকবি..??

--- না আব্বু মেরে ঠ্যাং ভেঙে দিব। (হায় আল্লাহ বাচাও আজকে🥺)

--- ওসব করতে হবে না। তুই শুধু খুজে বের করবি ছেলেটা কে.?? আর এরপর আমার কাছে নিয়ে আসবি।।

--- ঠিক আছে আব্বু। আমি আসি।

--- কিরে উঠে গেলি কেন? সব ভাত খেয়ে যা।

--- না। খুদা নেই। আসি। কলেজ যাব।

--- হুম।।।


এরপর আমি আর কোন কথা না বলে বাইরে চলে এলাম।

বাইরে এসেই শাওনকে ফোন দিলাম।


--- ভাই কই তুই..??(আমি)

--- আমি তো বাসায়। কেন??(শাওন)

--- অনেক বড় ঘটনা ঘটে গেছে। তুই তাড়াতাড়ি রহিম চাচার দোকানে আয়।

--- হুম। একটু ওয়েট কর। আমি আইতাছি।।😁

--- হুম।।।


আমি বসে বসে অপেক্ষা করতে লাগলাম। 

কিছু সময় পরে শাওনের বাচ্চা এলো।।


--- কিরে?? কিসের এত জরুরি তলব..??(শাওন)

--- ভাই আমি মনে হয় শেষ। 

--- কিরে তোর আবার কি হলো?? এত নাটক করিস কেন..??

--- অনেক বড় বিপদে পরে গেছি আমি।

--- কি হয়েছে খুলে বল।।

--- হুম শোন তাহলে,,(সব খুলে বললাম)

--- আমি কিছু জানি না। এর ভিতরে আমি আছি জানতে পারলে আংকেল আমাকে মেরেই ফেলবে। (শাওন)

--- এ হারামি। তুই এত পল্টি খাস কেন..??

--- তোর সাথে থাকলেই সব কাজে আমি ফেসে যাই।

--- হুম😁

--- এ ভাই তোকে কে বলছে ম্যামকে প্রপোজ করতে..??

--- বাদ দে। বল এবার বাচা যায় কিভাবে..?

--- ভাবতে দে।।।🤔🤔


A Few Moments Later [ কিছু সময় পরে]


--- মামা তুই ম্যাডামের কাছে গিয়ে পা ধরে মাপ চা। এরপর দেখবি ম্যাম তোকে মাপ করে দিবে। (শাওন)

--- কোন দিনও না। আমি তাকে ভালোবাসি।

--- এখনি ম্যাডামের ভুত নামে নাই??

--- না। 

--- তাহলে তোকে আর আমি বাচাতে পারলাম না।

--- আমি মরলে তোকেও নিয়ে মরব।😁😁

--- 🥺🥺🥺 তুই আমার কাছ থেকে দূরে থাক।

--- একটা বুদ্ধি পেয়েছি।

--- কি???

--- শোন, আব্বুকে বলব এটা মিথ্যা কথা।

--- আর আংকেল সেটা বিশ্বাস করে নিবে.??

--- করবে না। তবে বলব যে, এমন কিছু হলে তো ম্যাডাম তাকে বলত।

--- ধর, আংকেল ম্যাডামের কাছে যদি জিজ্ঞেস করে?? তাহলে।

--- তাহলে যা হবে দেখা যাবে। 

--- 🙄🙄🙄

--- চল, কলেজের টাইম হয়ে গেছে। 

--- হুম চল।।।


আমি আর রাসেল ভার্সিটির ভিতরে গেলাম। 

গিয়ে দেখি হারামি সব গুলো বসে আড্ডা দিচ্ছে।


--- মামা বসেন বসেন,, বসে যান🤣🤣 (তৌহিদ) 

--- পরিবেশটা সুন্দর না! কোন হইচই আছে.??😁(রাফি)

--- তারপরেও কিছু লোক বলবে আমি খারাপ। শ্রাবন ভালো না। আমিও তো তাই বলি। আমি তো ভালো না ভালো লইয়াই থাইকো (আমি)


হাহাহাহাহাহা করে সবাই হেসে দিল সবাই।।।। 


--- বেশ মজা পাইলাম (রাসেল)

--- হুম। 

--- আরে রাখ তোদের মজা। মজার গুষ্টি খিলাই। (আমি)

--- কেন? কি হইছে..?

--- আমি বলি শোন,,(রাসেল সব বলল)

--- তো এখন কি করবেন জনাব?? (রাফি)

--- তোরা কিছু প্লান বল..(আমি)

--- দারা ভাবতে দে।।।। 

--- ওকে ভাব তোরা।।।।।। (আমি)


৷৷৷৷৷ কিছু সময় পরে হিমু বলল ৷৷৷৷৷ 


--- আমার কাছে একটা প্লান আছে...(হুমু)

--- তারাতাড়ি বল। (সকলে এক সাথে বলে উঠল)

--- আমি বলি কি শোন, শ্রাবন তুই গিয়ে স্যারকে সব বলে দে। এবং ম্যামকে সরি বলে সব কিছু মিটিয়ে নে। (হিমু)


--- ওরে হারামির বাচ্চা তোরে আজকে আমি খাইছি🤬🤬🤬 (আমি)


ঠিক তখনই বেল পরল।।।


--- পরে তোকে দেখে নিবোনে।৷ ক্লাসে চল সবাই। (আমি)

--- হুম চল।।।


এরপর ক্লাসে চলে এলাম সবাই।। 


আমিও রোজকার মতো নিজের সিটে বসে গেলাম। নিয়মিত বসে গল্প করতে লাগলাম। জানি না, কি হয় ক্লাসে আসলে। সব গল্প এখানে এসে মনে পরে যায়। 😁😁 কিছুক্ষণ পরে স্যার এলেন। এবং যথারিতি ক্লাস করাতে লাগলেন। আমি আর রাসেল সে দিকে খেয়াল না করে গল্প করতে লাগলাম।। স্যার আমাকে কথা বলতে দেখেও না দেখার ভান করে কিছু বলল না। 

কারন, আমি জানি😁। প্রিন্সিপাল এর পোলা😎


প্রথম ক্লাস শেষ হলো। যাক বাচলাম। এবার ম্যামের ক্লাস।। ম্যাডাম ক্লাসে এলেন। এবং ক্লাস করতে লাগলেন। আমি এক ধ্যানে চেয়ে আছি।।


হটাৎ করে ম্যাডাম আমার সামনে চলে এলেন।

--- এই তুমি দাড়াও...(ম্যাম)

--- জী, আমি..??(আমি)

--- হুম তুমি।।।।

--- জী বলেন কি বলবেন..?(ভদ্র ভাবে বললাম)

--- আমি এতক্ষণ যেটা বুজালাম সেটা বলো..??(ম্যাম)

--- কি বুজিয়েছেন????(আমি) 

--- কিহ?? তার মানে তুমি আমার পড়া খেয়েল করো নি???(ম্যাম রেগে)

---.......... (চুপ)

--- এই বেয়াদব ছেলে তুমি আমার সাথে এসো।(ম্যাম)

--- হুম।।।


সবাই হা করে আমার দিকে চেয়ে আছে। আমি সবাইকে একটা চোখ মেরে ম্যামের পিছে পিছে যেতে লাগলাম। কিন্তু একি..?? ম্যাম তো আব্বুর রুমের দিকে যাচ্ছে। সর্বনাশ করেছে। আমি দৌড়ে গিয়ে ম্যামকে বললাম।।।


--- ম্যাম কোথায় যাচ্ছেন???(আমি)

--- প্রিন্সিপাল স্যারের রুমে।।।। (ম্যাম)

--- সরি ম্যাম।।।।। (আমি ভয় পেয়ে) যদি একবার আব্বু জানতে পারে। উফ সব শেষ।।। মনে মনে

--- সরি ম্যাম আর জীবনেও তাকাব না আপনার দিকে।।।।😥😥

--- হাহাহাহা আজকে তোকে মজা দেখাব বেয়াদবের হাড্ডি।।। (ম্যাম) 

--- ম্যাম😥😥


বলতে বলতে আব্বুর কেবিনের সামনে চলে এলাম।


--- স্যার আসব...?(ম্যাম)

--- আরে মিস, রাইসা যে। আসুন আসুন।।(আব্বু)


আমি বাইরে দাঁড়িয়ে আছি। তখনই ম্যাম বলল।।

--- ভিতরে আয় বেয়াদব। (আস্তে করে)

--- হুম।।।।।


--- বসুন (আব্বু)

--- একি?? তুই এখানে কেন??? (আমাকে উদ্দেশ্য করে বলল আব্বু)

---.......... (চুপ)

--- আমি বলছি স্যার,,,এই বেয়াদব ছেলেটার একদিনও পড়া হয় না। সাথে প্রতিদিন ক্লাসের পিছনের বসে শুধু গল্প করে। আর মোবাইল টিপে (ম্যাম)


আব্বু আমার দিকে রাগি দৃষ্টিতে তাকাল।।।


--- তুমি বিশ্বাস করো........[আব্বুকে উদ্দেশ্য করে](আর বলতে পারলাম না। তার আগে ম্যাম আমাকে)


ঠাসসসসসসস করে একটা চর দিয়ে বলল।।।


--- বেয়াদব কোথাকার। স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না..??? (রেগে)


(হায় হায় আমার তো মনেই ছিল না। ম্যাম জানে না যে এই প্রিন্সিপালই আমার আব্বু)


আব্বুর দিকে চেয়ে দেখি মিট মিট করে হাসতেছে।। আমার খুব রাগ হলো।।😤


--- সরি স্যার, এই বেয়াদবের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।?(ম্যাম)

--- ঠিক আছে৷ আপনি ক্লাসে যান। আমি এই বেয়াদবের ব্যবস্থা করতেছি।।(আব্বু)

--- ওকে স্যার আসি।। (ম্যাম)


এরপর ম্যাম আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে চলে গেল।।।।

ম্যাম যাওয়ার পরেই আব্বু জোরে জোরে হাসতে লাগল।।

আমি রেগে গিয়ে বললাম।।। 


--- আব্বু তুমি থামো প্লিজ।।।

--- হাহাহাহাহা।।।।

--- আব্বব্বব্ববু🤬🤬(আমি)

--- হাহা,, এতোদিনে একটা টিচার পেলাম যে কিনা তোকে চর দিল🤣🤣

--- কি জন্য চর খেলাম?? আব্বুকে তুমি বলায়??(আমি)

--- হাহাহাহাহা।।।

--- আমি গেলাম তুমি হাসতে থাকো🙄🙄


আমি রেগে সোজা ক্লাসের দিকে চলে এলাম।।


আমাকে ম্যাম দেখে একটু অবাক হলো।।

আমি কিছু না বলে ব্যাগ নিয়ে বাইরে চলে এলাম।।। 

attitude দেখিয়ে🤣🤣


সোজা বাসয় চলে এলাম।।।

এসে কাউকে কিছু না বলে রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পরলাম। খুব মেজাজ খারাপ হচ্ছে আব্বুর উপরে।। আমাকে কিভাবে বাঁশ দিল। আব্বুর সামনে মার খেলাম।। তাও তুমি বলায়৷ নিজের আব্বুকে। আমি কিছু ভাবতে পারতেছি না। চুপচাপ ঘুমিয়ে গেলাম। আম্মু অনেকবার ডেকেছে৷ আমি কোন উত্তর দেই নি। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নাই।


বিকালে ঘুম ভাংল কারো হাসির আওয়াজে।। বিছানা থেকে উঠে ফ্রেশ হলাম। এরপর


বাইরে এসে দেখি.......


 [Wait for next part]

Post a Comment (0)
Previous Post Next Post