গল্পঃ 😋😋😋#বেয়ান_যখন_বউ। 😋😋
লেখকঃ #Mahbub_Rohman_Shuvo
পর্বঃ5
4 ম পর্বের পর থেকে।।।।
এই সব ভাবতাছি ঠিক তখনি রিমু আমার পাশে এসে বসলো এবং বললো।
রিমুঃ কিরে কি ভাবিস।
আমিঃ কিছুনা৷
রিমুঃ একটা কথা বলি।
আমিঃ হুম বল।।
রিমুঃ সত্যি কথা বলবি কিন্তু।
আমিঃ হুম বল কি বলমু।
রিমু এমন কিছু বললো যা আমি ভাবতেও পারি নাই।
রিমুঃ তুই কি করো সাথে রিলেশন করছ।
আমিঃ কারি না তো কিন্তু কেন।
রিমুঃ এমনি আচ্ছা কাউকে পছন্দ করছ।
আমিঃ সত্যি বলমু নাকি মিথ্যা বলমু।
রিমুঃ তুই সত্যি বলবি।
আমিঃ হুম করি বাট সে করে কিনা জানি না।
রিমুঃ তাই বুজি তো মেয়েটাকে শুনি ( জোর করে একটা,হাসি দিয়ে বললো)
আমিঃ তুই চিনছ।
রিমুঃ আমি চিনি???
আমিঃ হুম।
রিমুঃ নাম কি তার???
আমিঃ বলমুনা।
রিমুঃ কেন বলবি না?? দেখি আমি তোদের মিল করাতে পারি কি না।
আমিঃ আমি জানি তুই পারবি না। সো বলে কোন লাভ নেই।
রিমুঃ ওকে বলিস না। তুই তো আমাকে ফ্রেন্ড মনে করিছ না। থাক তুই আমি গেলাম।
(একদমে কথা গুলো বলে ছাদ,থেকে নামতে যাবে তখনি আমি তাকে ডাক দিয়ে বললাম।)
আমিঃ মেয়েটার নাম বলতে পারি এক শর্তে।
রিমুঃ কি শর্ত??
আমিঃ প্রথমত আমাকে ভুল বুজবি না আর আমাদের বন্ধুত্ব টা কিন্তু থাকবে।
রিমুঃ হুম ঠিক আছে। এইবার নাম বল।
আমিঃ মেয়েটার নাম হচ্ছে রিমু। মানে তুই।
রিমুঃ কিহহহহহহহহহ
আমিঃ হুম সত্যি আমি তোকে খুব খুব খুব ভালো বাসি। আর জানি তুই আমাকে ভালোবাসতে পরবি না কারন তুই অন্য একজন কে ভালোবাসছ তাই। এখন প্লিজ আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিসনা। (কথা গুলো আমি এক দমে বললাম নিচের দিকে তাকিয়ে)
রিমু কিছুক্ষন চুপ থেকে বললো।
রিমুঃ কখনো কষ্ট দিবি নাতো।
আমিঃ আমার জিবন থাকতে না আর তুমাকে তো আমি আমার শরিরেরই একটা অংশ মনে করি তো আমি কি ভাবে তোমাকে কষ্ট দিবো নিজের শরিরকে কি কেউ ইচ্ছা করে কষ্ট দেয় নাকি।
রিমুঃ তুই প্রমিছ কর কখনো ছেরে যাবি না আমায়।
আমিঃ হুম কথা দিলাম।
রিমুঃ তো এইবার আমারে প্রপোজ কর।
আমিঃ করতে পারবোনা। কেন করবো??
রিমুঃ আমার লগে প্রেম করবা মাগার তুমি আমারে প্রপোজ করবানা এইটা হইবো নাকি।
আমিঃ তাই বুজি।
রিমুঃ হুম তাই। এখন তারাতারি আমারে প্রপোজ কর তা নাহলে কিন্তু আমি গেলাম।
আমিঃ আচ্ছা বাবা করতাছি।
রিমুঃ তো ফুল কই ফুল ছাড়া কেমনে করবা।
আমিঃ ফুল ও লাগবো???
রিমুঃ হুম লাগবে।
আমিঃ দারাও ব্যাবস্তা করতাছি
এরপরে আমি পকেট থেকে একটা কাগজ বের করলাম। সেটা দিয়ে কাগজের একটা শাপলা ফুল বানিয়ে রিমুর সামনে হাটু গেরে বসে বলতে লাগলাম।
আমি জানিনা কিভাবে ভালোবাসাতে হয়। কারন আমি কখনো কাউকে আমার জিবনসঙ্গি হিসেবে ভালো বাসিনি। আমি ভালো বাসতে চাই তোমাকে।আমি খুশি রাখতে চাই তোমাকে সবসময়। তুমি রাগ করলে তোমার রাগ ভাঙাতে চাই আমি। আমি হতে চাই আমার তোমার মনের মতন। because I love you rimu, I relly relly relly and relly love you. dou you love me rimu.
রিমুঃ হুম i do. and i love you 2 shuvo.(এইবলে আমার হাত থেকে ফুলটা নিলো) এবং বললো প্লিজ কখনো ছেরে যেও না আমাকে ।
আমিঃ না কখনো যামু না।
রিমু তখন আমাকে জড়িয়ে ধরলো। তখন আমার মনে হচ্ছিলো আমার শরিরর দিয়ে যেন কারেন্ট বয়ে যাচ্ছে। সে এক অন্য রকম ফিলিংস।
আমিঃ এই তুমি কি করছো ছাড়ো আমাকে কেউ দেখে ফেলবে তো।
রিমুঃ দেখলে দেখুক তাতে আমার কি।
তখনি কেউ একজন পিছন থেকে হাতে তালি দিয়ে উঠলো। তখন রিমু আমাকে ছেড়ে দিলো। পিছনে তাকিয়ে দেখি কেউ একজন দাড়িয়ে আছে। এরপর ভালো করে তাকিয়ে দেখি এতো.....
এরপর ভালো করে তাকিয়ে দেখি এতো ভাইয়া তারমানে ভাইয়া আমাদের দেখেছে। তখন ভাইয়া বললো।
ভাইয়াঃ বাহ বাহ বাহ খুব ভালো আমার ভাই দেখি ৫ জি। রিমুর সাথে দেখা হতে হতেই রিলেশন সুরু করে দিয়েছে।
আমিঃ না ভাইয়া আসলে।
ভাইয়াঃ রাখতোর ভাই আমি তো ভাব ছিলাম তুই মজা করছিলি এখন তো দেখি সত্যি সত্যি। তুই রিমুর সাথে প্রেম করতাচছ।
রিমুঃ আসলে জিজু হইছে কি...(রিমুকে থামিয়ে)
ভাইয়াঃ আর তুমিই কেমন মেয়ে তোমাকে প্রপোজ করার সাথে সাথে কি তোমার এক্সেপ্ট করতে হবে। কিছু দিন তাকে ঘুরাবা এরপরে না হয় রিলেশন শুরু করতা। (এইটা বলে ভাইয়া হাসতে শুরু করলো।)
আমিতো পুরাই ভ্যাবাচেকা খেয়ে গেছি। ভাইয়া এইটা বলে কি।
তার মানে কি ভাইয়া আমাদের মেনে নিয়েছে???
ভাইয়াঃ রিমু জানো তোমার বোনের পিছনে আমি ৬ মাস ঘুরেছি। এর সে আমার সাথে রিলেশন শুরু করছে আর তুমি??
আমিঃ এই ভাইয়া আমাকে মেনে নিছে দেখে তোর সমস্য হইতাছে কি হুম। যাও তুমি গিয়া ভাবির কাছে থাকো আর আমি আমার পরিটাকে নিয়া থাকি যাও তো এখাম থেকে।
রিমু তো লজ্জায় লাল হইয়া যাইতাছে।
এরপর ভাইয়াকে এক প্রকার জোর করে ঘরে পাঠিয়ে দিলাম। আর রিমু কে আবার জরিয়ে ধরলাম।
এই ভাবে দিন গুলি যেতে লাগলো।
দেখতে দেখতে ৬ মাস কেটে গেলো আমাদের রিলেশন এর। এর মাজে জগরা ঘুরতে যাওয়া একে অপরকে খাাইয়য়ে দেওয়া তো ছিলোই।
আজ শুক্রবার বন্ধরা সবাই মিলে ঠিক করলাম আজকে ঘুরতে জামু। সবাই সবার গার্লফ্রেন্ড কে নিয়ে যাবে তাই আমি ও রিমু কে কল দিলাম আামদের সাথে যাওয়ার জন্যে।
আমিঃ টু............টু...........টু.......
রিমুঃ হ্যালো সুভ বলো।
আমিঃ জানু তুমি কি করতাছো।
রিমুঃ এইতো শুয়ে আছি তুমি কি করতাছো।
আমিঃ এই তো কিছু না। আচৃছা তুমি কি আজকে ফ্রি আছো।
রিমুঃ না তো। কিন্তু কেন।
আমিঃ আসলে আমরা সব বন্ধুরা মিলে ঠিক করছিলাম আজ সবাই সবার গার্লফ্রেন্ড কে নিয়ে একসাথে গুরতে যাবো তাই আরকি।
রিমুঃ ও সরি জান আজ আমি যেতে পারবো না প্লিজ রাগ করি ও না। আজ না আমি একটু অসুস্থ তাই আরকি।
আমিঃ কি হইছে তোমার??
রিমুঃ না তেমন কিছু না । সামান্য একটু জ্বর। আচ্ছা বাই পরে কথা বলমু নে
আমিঃ ওকে।
বলে কলটা কেটে দিলাম কি আর করার আমি মনটা খারপ করে ঘরে শুয়ে রইলাম। ২ ঘন্টা তখন সিফাত কল করে যা বললো তা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পরলো। রিমু সে আমার সাথে এমন টা কেন করলো।
চলবে..........
গল্পেটা কেমন হলো যানাবেন আপনার একটা লাই আমাকে গল্প লিখার অনুপ্রেরনায় জুগায়। আর যদি গল্পট ভালো না লাগে তাহলে বলবেন। আরো ভালো করে লিখার চেষ্ট করবো।
ধন্যাবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,