বেয়ান_যখন_বউ পর্বঃ7

 

গল্পঃ 😋😋😋#বেয়ান_যখন_বউ। 😋😋
লেখকঃ #Mahbub_Rohman_Shuvo
পর্বঃ7

6 ম পর্বের পর থেকে।।।।

     👇👇👇👇👇👇👇👇👇

হঠাৎ  ঠাসসসসসস করে আওয়াজ হলো।।  দেখি রিমুর গাল লাল হয়ে আছে। ।

কে মেরেছে দেখার জন্য তাকাতেই যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মটেও প্রস্তুত ছিলাম না।  

তাকে দেখার পর মনে হলো আমি যেন ভূত দেখেছি।

এতো ভাবি। আসলে ভাবি  আমার আর আমার আর রিমুর রিলেশনের কথা কিছুই জানতো না  তাকে দেখে আমারা দুই জনে একে অপরকে ছাড়িয়ে নিলাম।। তখন রিমু বলল।

রিমুঃ আপু তুমি এইখানে ???

আপুঃ কি করতাচছ তুই এইখানে শুভর সাথে। 

রিমুঃ আসলে আপু আমি না শুভকে খুব ভালোবাসি আমি তাকে ছাড়া বাঁচবো না প্লিজ আপু এমন কিছু করো না যাতে আমার শুভ আলাদা হয়ে যায় প্লিজ আপু।  কান্না করতাছি।

ভাবিঃ শুভ রিমু যা বলছে তা কি সত্যি।

আমিঃ হ্যাঁ ভাবী রিমু যা বলছ সব সত্যি। আমিও রিমুকে খুব ভালোবাসি। আমিও তাকে ছাড়া বাঁচবো না প্লিজ ভাবি এমন কিছু করো না যাতে আমরা আলাদা হয়ে যায় প্লিজ ।

ভাবিঃ কতদিন থেকে তোমরা রিলেশন করতেছো???? 

আমিঃ ভাবি প্রায় ছয় মাস।  

ভাবিঃ ত তুই আজ মাথা ঘুরে পড়ে গেছিলি কেন?  রিমু কি তোকে কিছু বলেছিল নাকি।

আমিঃ না মানে আসলে ভাবি আসলে আমি সন্দেহ করেছিলাম রিমুকে নিয়ে।  আমি মনে করেছিলাম রিমু আমার সাথে ছলনা করতাছে। তাই এই বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন হচ্ছিল আমার।  যার ফলে মাথায় খুব চাপ পরে এবং  মাথা ঘুরে পড়ে যাই।

ভাবিঃ তো এখন কিসের সন্দেহ আছে।

আমিঃ না ভাবী কোন সন্দেহ নেই।

রিমুঃ আপু.....(রিমুকে চুপ করেয়ে দিয়ে ভাবি আবার বলল)

ভাবিঃ রিমু তুই চুপ থাক আমি আগে শুভর সাথে কথা বলিনি এর পর তোর সাথে কথা বলতেছি।  

রিমুঃ আচ্ছা আপু।

ভাবিঃ শুভ তোমাদের রিলেশন এরকথা ঘরে কে কে জানে।  

আমিঃ ভাবি শুধু ভাইয়া যানে আর কেউ না।  

ভাবিঃ কিহহহহ তোমার ভাই তোমাদের ব্যাপারটা জানে অথচ আমাকে কিছুই বলে নাই।  আজ তার একদিন কি আমার একদিন।

আমিঃ আরে ভাবি রাগ করো কেন আমি ভাইয়াকে বলেছিলাম তোমাকে যাতে না বলে।  বললে যদি কোন সমস্য হতো তাই।  

ভাবিঃ তার মানে তুমি বুঝাইতে চাইতাছো।  আমার করনে তোমার ক্ষতি হয়।  ভালো তো ভালো খুব ভালো। ( অভিমান করে।) 

আমিঃ আরে আমার জানু টা  দেখি রাগ করছে।

ভাবিঃ রাখো তোমার জানু আমি করো জানু নই।  আমি তো তোমার খালি ক্ষতি করি।  আর একটা কথা কি জানো তুমি তোমার আর রিমুর ব্যাপারে আমার বাবা মার কাছে বলছিলাম। তারা বলছিলো তোমরা দুই জনে যদি রাজি থাকো তাহলে তারা  তোমাদের বিয়ে দিতে তাদের  কোন আপত্তি  নেই।

আমিঃ সত্যিইইই।

ভাবিঃ খুশি হয়ে লাভ নেই আমি এখনি আমার বাবা মাকে বলবো তোরা একে অপর কে বিয়ে করতে চাস না।  আর...

আমিঃ ভাবি আর কিছু বলো না  এই দেখো কানে ধরছি।  আর কখনো কোন কিছু তোমার থেকে গোপন করবো না।  প্লিজ এই বারের মতন ক্ষমা করে দেও জানু। প্লিজ। 

ভাবিঃ জ্বিনা তা হবে না।  আমি তো তোমার খালি ক্ষতিই করি তাহলে কেন তুমি এখন কান ধরছো।  

আমিঃ ক্ষমা করবে না তো ওকে করা লাগবো না। যাও আমি তো খারপ ছেলে।  আমাকে ক্ষমা করবে কেন।  আর আমি তো খুব বড় অপরাধ করেছি যার ক্ষমা হয়না তাইতো। ( রাগ দেখিয়ে বললাম করন সোজা কথায় এখন কাজ হবে না তাই। আমিও একটু উল্টা পার্ট লইলাম ভাাবির সাথে।)

ভাবিঃ আমার দেবরটা দেখি আবার রাগ ও করতে যানে।  থাকো তুমি তোমার রাগ নিয়ে। আমি যাই। ( এই বলে ভাবি রিমুকে নিয়ে  চলে গেলো)

এটা কি হলো সব সময় তো দেখি আমি রাগ করলে আমার আবদার গুলা পুরন করে আর আজকে চলো গেলো। 

ভাবি যাওয়ার পর আমার কেমন যানি কষ্ট হতে লাগলো আর। খালি মনে হচ্ছে এই বুজি আমি আমার রিমুকে হারিয়ে ফেলেছি।  

এই দিকে কাল দুপুর থেকে কিছুই খাইনি। খুবখুদাও পেয়েছে। এই দিকে সকাল পেরিয়ে দুপুর।  দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে কিন্তু কেউ ই আমার জন্য খাবার নিয়ে আসলো না।  তাই আমি ঘর থেকে বের হলাম।  

আর আম্মুকে ডাকতে লাগলাম।

আমিঃ আম্মু ও আম্মু,  আম্মু  খুদা লাগছে তো খুব কিছু কি খেতে দিবা।

আমার কথার কোন উত্তর পেলাম না ।  আর ঘরটা কেমন যানি শান্ত শান্ত লাগতাছে মনে হইতাছে ঘরে কেউ নে। 

এরপর খাবার টেবিলের দিকে চোখ জেতেই দেখলাম খাবার প্লেটে খাবার পাশে একটা শফিং ব্যাগ এবং একটা চিঠি লেখা। 

চিঠিটা পরে তো যেন আমি খুশিতে নাচতে লাগলাম।  চিঠিতে লেখা ছিলো।

কিগো দেবর জি তুমি তো দেখি খুব রাগ করো।  আচ্ছা এবার রাগ করাটা বাদ দিয়ে খাবার টা খেয়ে শেরওয়ানীটা পরে।  তোমার শশুর বাড়িতে চলে আসো তোমার বউ তোমার  জন্য অপেক্ষা করতাছে।

ইতি,
তোমার জানু।

আমিঃ আহা কি আনন্দ আকাশে বাতাশে।  আহা কি আনন্দ আকাশে বাতাশে।  আজকে আমি জামু আমার শশুর বাড়িতে।  আহা কি আনন্দ আকাশে বাতাশে।  

৩০ মিনিটে ভিতর খাবার খেয়ে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পরলাম শশুর বাড়ির উদেশ্যে।

আমি বাইক চালাচ্ছি আর ভাবতাছি।  এতো সহজে সবাই সব কিছু মেনে নিবে তা  আমি কখনো ভাব তেও পারি নাই।  আমি আজ আমার সপ্নের রানিকে আমার করে পাবো।  ভাবতেও খুব ভালো লাগতাছে।

আর কিছু দুর বাকি।  আমি বাইক চলাচ্ছি। তো চালাচ্ছি।  ঠিক তখনি আমার সামনে একটা পিচ্ছি বাচ্চা চলে আসে।....... 

আমি বাইক চলাচ্ছি। তো চালাচ্ছি।  ঠিক তখনি আমার সামনে একটা পিচ্ছি বাচ্চা চলে আসে। আমি তখন পাশ কাটিয়ে যেতে চাই ঠিক তখনি একটা ট্রাক এসে সোজা আমাকে ধাক্কা মারে।  আর আমি খুব জোরে একটা চিৎকার দিয়ে নিচে পরে যাই।  

আমিঃ আহহহহহহহহহহহহ

আমি রক্তাক্ত অবস্তায় পরে আছি।  আমার চোখ গুলি বন্ধ হয়ে আসছে।  সব কিছু ঝাপসা ঝাপসা দেখছি।  তখনি মনে হইলো রিমু আমাকে বলতাছে।  শুভ জানো আমাদের না টুইন বেবি হবে।  হুম। আমার আর কিছু মনে নেই।

অন্যদিকে,,,,

আম্মু আব্বুকে বলতাছে।

আম্মুঃ.................

চলবে......... 

 

গল্পেটা কেমন হলো যানাবেন আপনার একটা লাইক আমাকে গল্প লিখার অনুপ্রেরনায় জুগায়। আর যদি গল্পট ভালো না  লাগে তাহলে বলবেন।  

ধন্যাবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,   ,
Post a Comment (0)
Previous Post Next Post