বেয়ান_যখন_বউ পর্বঃ8

 

গল্পঃ 😋😋😋#বেয়ান_যখন_বউ। 😋😋
লেখকঃ #Mahbub_Rohman_Shuvo
পর্বঃ8

7 ম পর্বের পর থেকে।।।।

     👇👇👇👇👇👇👇👇👇

আমি রক্তাক্ত অবস্তায় পরে আছি।  আমার চোখ গুলি বন্ধ হয়ে আসছে।  সব কিছু ঝাপসা ঝাপসা দেখছি।  তখনি মনে হইলো রিমু আমাকে বলতাছে।  শুভ জানো আমাদের না টুইন বেবি হবে।  হুম। আমার আর কিছু মনে নেই।

অন্যদিকে,,,,

আম্মু আব্বুকে বলতাছে।

আম্মুঃ  কিগো শুভ কোথায়।  সে এখন আসছে না কেন আমার না খুব চিন্তা হচ্ছে তারে নিয়া।  তুমি তাকে এলটা  কল করো না  গো প্লিজ।

আব্বুঃ হুম আমি দেখতাছি।  এই বলে আব্বু আমাকে কল করলো।

বাট আব্বু শুনতে পরলো।

 আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ধন্যবাদ। 

এটা শুনার পর আব্বুর ও চিন্তা হতে লাগলো।  

এরপর আব্বু ও ভাইয়া আমাকে খুঁজতে চলে গেল  বাসায়। কিন্তু সেখানে গিয়ে দেখে বাসায় তালা লাগানো। তারা কি করে বুঝতে পারছেনা তাই আব্বু ও ভাইয়া দুজনে আমাকে খুঁজতে দুই দিকে চলে গেল।  

তারা দুই জনে সারা দিন রাস্তায় রাস্তায় ছিলো কিন্তু আমাকে পেলো না। 

তারা একটার দিকে বাসায় গিয়ে বসলো। এদিকে আম্মু তো কান্না করতে করতে শেষ। কান্না করছে রিমু ও ভাবি দুই জনই। শুধু কান্না করছে না আব্বু ভাইয়া কারণ ছেলেরা নাকি কান্না করতে জানেনা তাই।

ভাবিঃ আমার জন্য এমনটা হয়েছে।  আনি কেন যে তখন শুভকে না বলে চলে আসলাম।  (কান্না করতে করতে বললো)

রিমুঃ তোমরা প্লিজ আমার শুভ কে আমার কাছে এনে দেও  আমি তাকে ছাড়া বাঁচতে পারব না।  প্লিজ আপু প্লি...... বলেই অঙান হয়ে গেলো।

আব্ব ও ভাইয়া আমাকে পাগলের মতন খুজতাছে কিন্তু কোথাও পাইতছেনা ।  

--------------------------- -------------------------- -------------------------- --------------------------

আমিঃ রিমুউউউউউ

ডাকটা দিয়ে আমি সোয়া থেকে উঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না ।  আমার শরির টা খুব ব্যাথা করতাছে।  পাশে একটা আয়না,ছিলো সেটার দিকে তাকিয়ে দেখি আমার চেহারাটা  কিছুটা পাল্টে গেছে। আশে পাশে তাকিয়ে দেখি এটা আপরিচিতো একটা  রুম।  যেখানে আমার ধারনা মতে আমি আগে কখনো আসি নাই।  

তখন একটা মেয়েলি কন্ঠের কেউ একজন বলতাছিলো। 

মেয়েটিঃ এইযে মিস্টার  অবশেষে আপরার হোস ফিরলে।

আমি মেয়েটির দিকে তাকিয়ে তাকে চিনার চেষ্ট করলাম বাট পারলাম না। তাই তাকে জিগাসা করলাম।

আমিঃ এই যে আপু কে আপনি আর আমি এই খানে কেন???

মেয়েটিঃ সব জানতে পারবেন আগে ডাক্তারকে আসতে দিন।

তখনি ডাক্তারএসে বললো।

ডাক্তারঃ মামনি কি হইছে এতো ইমার্জেন্সি ভাবে কেন আসতে বললা।

মেয়েটিঃ বাবা আসলে ছেলেটার ঙ্গান ফিরেছে তো তাই। 

তার মানে মেয়েটির বাবাই ডাক্তার।

ডাক্তারঃ কই দেখি দেখি।

আমার দিকে তাকাতে বললো।  

ডাক্তারঃ ইট ইজ আমেইজিং।  এতো তারা তারি রুগির ঙান ফিরে এসেছে এটা সত্যি একটা দারুন ব্যাপার।  এমন রোগিতো ৫ থেকে ৬ বছর কোমায় থাকে আর এতো দেখি মাত্র ৩ বছরে ঠিক হয়ে গেছে এখন একটু ব্যাম করলে আবার আাগের এনর্জি ফিরে পাবে।

আমিঃ কিহহহহহহহহহ বলছেন আপনি কে তিন বছর কোমায় ছিলো??

ডাক্তারঃ আপনি।। 

আমিঃ কি বলেন ডাক্তার আমার যাত দুর মনে আছে আমি তো এক্সিডেন্ট করেছিলাম।

তখন আমার শরিরের দিকে তাকিয়ে দেখি শরিরে কোন যায়গায় রক্ত নেই।  হাতে একটা জায়গায় সিলাইয়ের দাগ তাও বেশ পুরনো বলে মনে হইতাছে।  আর আমার জানা মতে আমার হাতে কোন কাটা দাগ ছিলো না ।

তখন পাশে থাকা দেওয়ালে ডিজিটাল ঘড়িতে তাকিয়ে দেকি ২৫/০৯/২০২০। আমার যত দুর মনে আছে আমি ২১/০৭/২০১৭ তারিখে এক্সিডেন্ট করে ছিলাম।  এরপর আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম।

আমিঃ এটা কি আসলেই ২০২০ সাল।

মেয়েটিঃ হুম।

আমিঃ তো আমি এই খানে আসলাম কি করে।

মেয়েটিঃ আচ্ছা  শুনুন তাহলে। আজ থেকে তিন বছর আগে মানে ২১/০৭/২০১৭ তারিখে আমি এক পার্টিতে গিয়েছিলাম।  তখন পার্টি থেকে আসার সময় আমি আপনাকে রাস্তায় পড়ে থাকতে দেখি। পাশে অনেক লোকজন ছিল কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। তখন আমি ও আমার ড্রাইভার কে নিয়ে কাছের একটা হসপিটালে আপনাকে নিয়ে যায় এবং আপনাকে টিটমেন্ট করাই। আপনি খুব গুরুতর আহত ছিলেন। এরপর ডাক্তার আপনার অপারেশন করায়।  কিন্তু আপনি সুস্থ হননি আপনি কোমায় চলে গিয়েছিলেন। আমি আপনার পরিবার সাথে কোন রকম ভাবে যোগাযোগ করতে পারিনি ।  তাই আমি আপনাকে আমাদের সাথে আমাদের বাড়ীতে নিয়ে আসি এবং এখানে রেখে আপনার চিকিৎসা করাতে থাকি। আজ তিন বছর পর আপনার জ্ঞান ফিরল। বুঝলেন কিছু।

আমিতো পুরা নিশ্চুপ হয়ে গেলাম কারণ আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি।

আমিঃ আপনাকে অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চিকিৎসা করানোর জন্য। এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না।  আচ্ছা এবার বলুন তো আমি কোন জায়গায় আছি??

মেয়েটিঃ আপনি ঢাকা বিভাগের গাজীপুর জেলায় আছেন।

আমিঃ তো আমাকে কি আমার এলাকায় দিয়ে আসতে পারবেন কষ্ট করে।

মেয়েটিঃ অবশ্যই নিয়ে যাব আগে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হন এরপর।

আমিঃ আমিতো সুস্থই আছি।  ( উঠে বসতে চেয়েও পারলাম না । )

মেয়েটিঃ তা আপনি কেমন সুস্ত আসেন তাহলে আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। এই জান কোথায় কোথায় তার নামটা জানা হল না আচ্ছা আপনার নামটা কি।

আমিঃ আমার নাম #Mahbub_Rohman_Shuvo। আর ডাক নাম সুভ। আর আপনার।

মেয়েটিঃ আমার নাম মিম আক্তার টুম্পা ।আচ্ছা আপনি এখন রেস্ট নেন আর আমি আপনার জন্য খাবার নিয়ে আসি।

আমিঃ ওকে 

চলবে....................

গল্পেটা কেমন হলো যানাবেন আপনার একটা লাইক আমাকে গল্প লিখার অনুপ্রেরনায় জুগায়। আর যদি গল্পট ভালো না  লাগে তাহলে বলবেন। 

ধন্যাবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Post a Comment (0)
Previous Post Next Post