পর্বঃ ৩
লেখকঃ তাসরিফ আহমেদ নীল
নায়িকার নাম পরিবর্তন নীলা থেকে নিধী।
আমিঃ এইযে আপু আপনি ওনাকে মারলেন কেন?
নিধীঃ ওর সাহস কি করে হয় তোমাকে প্রপোজ করার।
আমিঃ প্রপোজ করতেই পারে
নিধীঃ না করতে পারে না
আমিঃ কেনো?
নিধীঃ সেটা আস্তে আস্তে যেনে যাবে।
আমিঃ আজব তো
এই বলেই আপু কে বললাম আপু তুই কি থাকবি নাকি আমার সাথে বাসায় চলে যাবি আপু বললো আমার সাথে নাকি চলে যাবে,
তারপর আমরা বাসায় চলে আসলাম, বাসায় এসে খেয়ে
দিলাম একটা গুম। গুম থেকে উঠে ফ্রেন্ডদের সাথে আড্ডা
দিয়ে রাতে বাসাই ফিরলাম।
বাসায় এসে পড়তে বসলাম, একটু পরে আপু আসলো রুমে এসে বললো যে জয় তর সাথে আমার কিছু কথা আছে
আমিঃ বলো কি বলবা
আপুঃ নিধী তর নাম্বার চায়ছে দিবো কি?
আমিঃ কেন নাম্বার দিয়ে কি করবে উনি
আপুঃ আমি জানি না, দিবো নাকি তাই বল
আমিঃ ওকে দিয়ে দিও।
আপুঃ ডিনার করতে আসই আম্মু আব্বু টেবিলে বসে আছে,
তারপর আপু চলে গেলো আমিও চলে গেলাম
ডিনার করতে, ডিনার করে ছাদে গেলাম গিটার টা নিয়ে একটু গিটার বাজালাম, তখনি ফোনটা বেজে
উঠলো দেখি আননোন নাম্বার রিসিভ করলাম না পরে আবার ও একি নাম্বার থেকে ফোন আসলো এইবার আর রিসিভ না করে পারলাম না
আমিঃ হ্যলো কে?
অচেনাঃ পরিচয় দিলে চিনবেন কি?
আমি একটু অবাক ই হলাম একমাত্র মিম আপু আর আপু ছারা তো কোনো মেয়ে আমাকে ফোন দেয় না এটা আবার কে।
আমিঃ পরিচয় না দিলে ফোন রাখলাম।
অচেনাঃ ওই না না, আমি নিধী
আমিঃ কোন নিধী?
অচেনাঃ আরে গাধা তোমার আপুর বান্ধবী নিধী
আমিঃ ওহ্ আপনি
নিধীঃ হুম কি করো?
আমিঃ এইতো বসে আছি,,আপনি?
নিধীঃ সুয়ে আছি,। ডিনার করছো?
আমিঃ জ্বি,, আপনি?
নিধীঃ হুম
আমিঃ আর কিছু বলবেন,?
নিধীঃ বলতে তো চায় অনেক কথা
আমিঃ হুম বলেন কি বলবেন
নিধীঃ কিছুনা রাত অনেক হয়ছে জাও এখন শুয়ে পরো,
আমি আর কথা না বারিয়ে শুয়ে পড়লাম
কিছুখনের মধ্যো গুমিয়ে পড়লাম,,
সকালে কারো ডাকে আমার গুম ভাংলো গুম গুম চোখে তাকিয়ে দেখি নিধী দাড়িয়ে আছে,,আমি
সপ্ন মনে করে আবার গুমিয়ে পড়লাম।
একটু পড়েই মনে হলো বৃষ্টি পড়তাছে আমি লাফ
দিয়ে উঠেই সামনে. দেখি সত্যি সত্যি নিধী আপু দাড়িয়ে আছে, আমার তো সেই লেবেলের রাগ হলো,
আমিঃ কি হলো এটা
নিধীঃ তোমাকে এতো ডাকলাম তাও উঠলা না
তাই এই ব্যবস্তা টা করতে হলো,
আমিঃ আপনি আমার বাসায় তাও আবার সরাসরি আমার রুমে,
নিধীঃ বারে কিছুদিন পরে তো এটা আমার রুম ও হবে
আমিঃ মানে কি?
নিধীঃ এতো কিছু বুজতে হবে না
আমার তো অনেক রাগ হচ্ছে,,এই মেয়ে আবল তাবল কি বলতাছে,আমি আপু কে ডাকা শুরু করলাম আপু এসে বললো,
আপুঃ কি হয়েছে নীল
আমিঃ আপু ওনি আমার রুমে কি করছে
আপুঃ ওহ আমি একটু বিজি ছিলাম তাই ওকে
পাঠালাম তকে ডাক দিতে।
আমিঃ তাই বলে অচেনা একটা মেয়ে আমার রুমে আসবে।
আমার কথা শুনে মনে হয় নিধী রাগ করলো,
তাই মুখ টা কালো করে রুম থেকে চলে গেলো।
আপুঃ তুই কাজটা ঠিক করলি না
আমিঃ অচেনা কোনো মেয়ে আমার রুমে আসবে
আমি কিছু বলতে পারবো না নাকি,,
আপুঃ সবাই এক না ওকে এখন থেকে অনেক কাছের মানুষ মনে করবি
আমিঃ মানে
আপুঃ তর কিছু বুজতে হবে না এখনি ওকে যেয়ে স্যরি বলবি।
আমিঃ ওকে আপু
আপু চলে গেলো আমি ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে আপুর রুমে গেলাম
আমিঃ আপু নিধী আপু কোথায়
আপুঃ দেখ হয়তো ছাদে
আমি আর কিছু না বলে ছাদে চলে গেলাম ছাদে
গিয়ে দেখি নিধী আপু মনমরা হয়ে বসে আছে।
আমিঃ স্যরি আপু
পিছন থেকে বললাম আপু হঠাত করে আমার কথা
শুনে চমকে উঠলো।
নিধীঃ স্যরি কেনো?
আমিঃ তখন খারাপ ব্যবহার করার জন্য
নিধীঃ ইটস ওকে আমি কিছু মনে করিনি
আমিঃ ধন্যবাদ
এই কথা বলার পর নিধী আপু একটা মুচকি হাসি দিলো।
আমি রুমে চলে এলাম রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম তারপর আপুর রুমে গেলাম। দেখি আপু আর নিধী আপু জানি কি নিয়ে হাসাহাসি করতাছে আমাকে দেখে তারা চুপ হয়ে গেলো।
আমিঃ আপু আমি কলেজে চলে গেলাম তোমরা রিক্সা নিয়ে চলে যেয়ো।
আপুঃ তুই এক কাজ কর নিধী কে নিয়ে যা
আমিঃ কেনো
আপুঃ ও একটু মার্কেটে যাবে তো
আমিঃ আচ্ছা আপু আসেন।
তারপর আমি বাইকটা বাহির করলাম।
তারপর নিধী আপু এসে আমার পিছনে বসলো
আমাকে জরিয়ে দরে।
আমিঃ এ কি করছেন আপু
নিধীঃ এর আগে কখনো কারো বাইকে বসি নাই তো তাই একটু ভয় করছে,,
আমি আর কিছু বললাম না চলে আসলাম মার্কেটে।
#চলবে
Nice
ReplyDelete