#লেখক_সুর্য_হুসাইন
#পর্ব_২১
-- না,, আমি ভালো হয়ে গেছি, মারপিটে আমি নাই,,
(রিফাত)
রিফাতের কথা শুনে আমিসহ রকির বন্ধুরা হেসে দিলো, শুর রকি বাদে,, আর তখনি রকি
বললো,,
-- সবগুলি নেকাম্না হয়ে গেছে । আমি যদি সুস্থ থাকতাম,,, তাহলে,,
(রকি)
-- হয়ছে হয়ছে, আর বলতে হবে না,, আগে সুস্থ হও রকি ভাই ,,, তারপর লাগতে আইসো কেমন,
(আমি)
-- আর রিফাত তোমার সঙ্গে আমার কিছু কথা আছে,, এসো আমার সঙ্গে,,
(আমি)
-- এখান থেকেই বলেন,,
(আমি)
-- এখান থেকে বলা গেলে ডাকতাম না,,
(আমি)
তখন রিফাত রকির থেকে আমার কাছে চলে আসলো ৷ আর আমি ওর কাধে হাত দিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম,, তখন রিফাত পিছন ফিরে তাকালো,, আমি বলতে লাগলাম,,
-- ভয় টয় পাওয়ার কোন কারণ নাই,,
তোমাকে কিছু করবো না । কেমন আছো?
(আমি)
তখন রিফাত আমার দিকে তাকালো,, আর বলতে লাগলো,,
-- ভালো,, আপনি কেমন আছেন ভাই.?
(রিফাত)
-- ভালো,, তুমি তো একটা ভালো ছেলে,, রকিদের সঙ্গে না থাকলেও তো পারো!
(আমি)
-- ওরা আমার বন্ধু,, কিছু বন্ধু ভালো আর কিছু খারাপও হয়,, যেমন হাতের আঙুল সবকয়টি এক সমান হয় না,, তেমনি সব বন্ধুরাও এক হয় না,, তবুও তারা আমার বন্ধু,,
(রিফাত)
রিফাতের কথায় আমি কিছু বলতে পারলাম না । আর না বলতে পারাটাই স্বভাবিক,, তখন দেখতে পেলাম রুহুল আমিন, সূর্য আর রোমিও আসছে আমার দিকে তখন আমি রিফাতকে বললাম,,
-- তুমি যাও,, তোমার সঙ্গে পরে কথা হবে,,
(আমি)
-- ঠিক আছে ভাই,, ভালো থকবেন,,
(বলেই রিফাত চলে গেল রকির কাছে)
আর আমি সামনের দিকে এগিয়ে ইদুর বাহিনির কাছে চলে আসলাম । তখন রুহুল আমাকে জড়িয়ে ধরে বললো,,
-- দোস্ত আমার জন্য,, তুই রিফাতের সঙ্গে কথা বলছিলি! আমি ভাবতেও পারিনি, তুই আমার জন্য এমন কাজ করবি!
(রুহুল আমিন)
আমি রুহুলকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলাম,,
-- সর তো তোর জন্য আমি কেন কথা বলবো,, আমি তো এমনিই অন্য ব্যাপারে কথা বলছিলাম,,
(আমি)
-- তুই বন্ধু নামের কলংক,,
(রুহুল আমিন)
-- হ,আর তুই বন্ধু নামের সৃষ্ট,,
(আমি)
-- ঐ তোরা তোদের এসব প্যাচাল বাদ দে তো,, তুই না গতকালকে বলেছিলি আজকে কলেজে আসার পর জুলিকে বুঝাবি,,
(রোমিও)
-- হ্যা,আমার তো সবটা মনে আছে,, জুলি কি কলেজে আসছে?
(আমি)
-- হ্যা আসছে,, ক্লাস রুমেই আছে
(রোমিও)
-- ওহহ, তাহলে চল,,
(আমি)
তারপর আমরা সকলে ক্লাস রুমে চলে আসলাম , ক্লাস রুমে এসে দেখি জুলির পায়ের বেঞ্চে একটা মেয়ের সঙ্গে জুলি কথা বলছে ।
তাই আমরা চারজনে মিলে তার আগের বেঞ্চেটায় বসলাম ঘুরে ।
আর পাশের মেয়েটিকে বলতে লাগলাম,,
-- আপু তুমি এখান থেকে যাও তো,, তোমার বান্ধবীর সঙ্গে আমাদের কিছু কথা আছে,,
(আমি)
-- আচ্ছা আমি গেলাম জুলি,,
(মেয়েটি)
-- না, তুমি কোথাও যাবা না,,
বলেই জুলি মেয়েটির হাত ধরলো,আর মেয়েটিকে বসিয়ে নিলো,, তখন
আমি বললাম,,
-- রোমিওকে তোমার পছন্দ না ,,.?
(আমি)
-- পছন্দ হয় না সেটা বলবো না ,, পছন্দ,, তবে,,, আমি সেসব নিয়ে ভাবছি না । আমার পড়াশোনা শেষ করতে হবে আগে,,
আর আমি সেটা রোমিওকেও বলে দিছি গতকালকে,,
(জুলি)
-- শুনছি,, ,, তবে রিলেশন করলে তো দোষ হবে না,,
(আমি)
-- না ভইয়া,, এসব ভাববার সময় হয়ে নিক, তারপর ভাববো,,
(জুলি)
-- জুলি,, ওরা তোমাকে কি ডিস্টার্ব করছে?
(পিছনের দিক থেকে)
তারপর আমরা চারজন পিছনে তাকিয়ে দেখি পিন্সিপাল স্যার দাড়িয়ে আছে ।
আর তখন আমরা চারজন দাড়িয়ে গেলাম ।
তখন জুলির সঙ্গে থাকা মেয়েটি বলে উঠলো,,
-- স্যার, ওরা আপনার মেয়েকে......
চলবে..?.
শুধুমাত্র আপনাদের সাড়া পেলে পরবর্তী পাঠ দিবো!