গল্প: অবহেলিত বয়ফেন্ড যখন কোটিপতি পর্ব ০৬

 গল্প:#অবহেলিত_বয়ফেন্ড_যখন_কোটিপতি
লেখক:#Hkb_Ahamed
পর্ব:০৬
#সিজন_2

★অনুমতি ছাড়া কপি নিষেধ ★

-----আব্বু ইনিই হচ্ছে সেই আন্টি যার কথা তোমাকে বলেছিলাম (রুহি)

রুহির কথায় সেই মেয়েটির দিকে তাকিয়ে আমি যেন আকাশ থেকে পড়লাম, কারণ মেয়েটি আর কেউ নয় মেয়েটি হচ্ছে,,,,,,,,

৫ম পর্বের পর থেকে 💞

হ্যা আপনাদের ভাবনায় ঠিক মেয়েটি হচ্ছে নিলা আমার এক্স গালফেন্ড, যে আমাকে গরিব মনে করে আমাকে ছেড়ে চলে গেছিল, ওকে এ অবস্থায় দেখে যতটুকু না অবাক হয়েছি তার থেকে বেশী কষ্ট পাচ্ছি, কারন আমি কোনদিন ও কল্পনা করিনি যে নিলার সাথে আমার এভাবে দেখা হবে,
অন্যদিকে রুহি বলতে শুরু করল

-------কি হলো আন্টি কথা বলছ না কেন (রুহি)

রুহির কথায় চমকে চমকে উঠে নিলা, সে কি বলবে ভেবে পাচ্ছে না, তবুও মনে সাহস নিয়ে বলল,,,,,,

------স্যার বসতে পারি (নিলা)

-----হুম বসুন (আমি)

------তো কেমন আছেন (নিলা)

-----কেমন আর থাকব এই সার্থপর পৃথিবীতে, যেখানে মানুষ নামক এক আজব প্রাণীর বসবাস, তারা শুধু একটা জিনিস নিজের সার্থ ছাড়া দিতে পারে তা হচ্ছে "ধোকা" (আমি)

------আব্বু তুমিকি এই আন্টিতাকে চিনো (রুহি)

-----না আম্মু তোমার এই আন্টিতাকে আমি চিনি না, তবে আগে চিনতাম, আর হ্যা আপনার নামটা জানতে পারি (আমি)

------আমার নাম অধরা ইসলাম নিলা (অনেক কষ্টে কান্না আটকিয়ে নিলা বলল)

-----ঠিক আছে আপনি কাল থেকে জয়েন হতে পারেন, যেহেতু আমার আম্মু আপনার জন্য সুপারিশ করেছে তাই আপনার কোন প্রশ্নের উত্তর দিতে হবে না (আমি)

একথা বলে আমি আর রুহি সেখান থেকে চলে আসলাম ম্যানেজারকে বলে সরাসরি বাসায় চলে আসলাম, কারন সেখানে থাকলে আমি নিজেকে ধরে রাখতে পারব না, কারন যদিও আমি নিলাকে নয় জান্নাতকে সবচেয়ে বেশি ভালোবাসি তবুও নীলার স্মৃতি গুলো এখনো ভুলতে পারিনি,

আর এদিকে নিলা, বাসায় গিয়ে কান্না শুরু করে দেয়, আজ অনেক বছর পরে হৃদয় কে দেখলো সে। কিন্তু অনেক বছর আগে সে যে হৃদয়কে দেখেছিল আর এখন যে হৃদয় কে দেখছে তার সাথে তার কোনো মিল নেই, আজ যেন সে ভিন্ন একটি হৃদয়ের দেখেছে। অনেক দ্বিধাদ্বন্দ্বে সে ভাবে যে সে ওই অফিসে কাজ করতে যাবে না।

তখনই নিলার মা নিলার রুমে আসে আর বলতে শুরু করে

------কি হলো রে মা তুই কান্না করছিস কেন (নিলার মা)

------ক কই কিছুনা এমনিই (উল্টো দিক হয়ে চোখ মুছে নিলা বলল)

------আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই (নিলার মা)

-----কিছু কি বলার ছিল (নিলা)

-----কি আর বলব রে মা আসলে আমাদের কপালই খারাপ, তা না হলে কি আর আমাদের এ অবস্থা হয়, আজকে বাড়ি ওয়ালা এসেছিল বাড়ির তিন মাসের ভাড়া বাকি, সে বলে গেছে এ মাসে যদি ভাড়া পরিশোধ না করি তাহলে নাকি ঘার ধাক্কা দিয়ে বের করে দিবে,তুই তো জানিস তোর বাবার অবস্থাও খুব একটা ভালো না তারও প্রায় ঔষধ শেষ হয়ে গেছে (নিলার মা)

------তুমি কোন চিন্তা করো না, আমি চাকুরী পেয়েছি কাল থেকে জয়েন করব, তারপর দেখ সব ঠিক হয়ে যাবে (নিলা)

------আসলে তোর এ অবস্থার জন্য আমারাই দায়ী, তাই না (কান্না করতে করতে নিলার মা বলল)

------ যা হবার তা তো হয়েই গেছে, হয়তো এটায় মহান আল্লাহর ইচ্ছা ছিল (নিলা তার মায়ের কোলে মাথা রেখে বলল)

আপনারা হয়ত ভাবছেন নিলাদের এমন অবস্থা কি ভাবে হলো,,,,,,,,
তা আগামী পর্বে জানবেন,,,,,,, 

চলবে,,,,,,,,

গল্প ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের বেশী সাড়া পেলে আগামীকাল মহা পর্ব দিব 💕💕
Post a Comment (0)
Previous Post Next Post