গল্পঃ বেষ্ট ফ্রেন্ড যখন বউ পর্ব ১

 

#বেষ্ট_ফ্রেন্ড_যখন_বউ

#লেখ_MR_S

পর্ব_১

আজ আমার এসএসসি পরীক্ষা শুর যেভাবে হোক পাশ করতেই হবে। কারন বাবা বলেছে আমি যদি ফেল করি তাহলে বড়ি থেকে বের করে দেব। বড়ি থেকে বের করে দেবে। 
এইটা বড় কথা নয় বাড়ি থেকে বের করে দিলে আমি কথায় থাকব ভাই এইটাও বড় কথা নয়। বড়ো কথা হলো মোবাইল কোথায় চার্জ দিব।
 আর চার্জ না থাকলে ফ্রি‌ ফায়ার ও খেলতে পারবনা ফ্রি ফায়ার খেলতে না পারলে গ্ৰান্ডমাস্টারে যাব কেমনে।
এইসব তেনশন নিয়ে পারিক্ষা কেন্দ্র যাচ্ছি।
যেতে যেতে আমার পরিচয় দিয়ে দি। আমি আকাশ বাবা মায়ের দুইমাত্র সন্তান। কারন আমার একটা ছোট বোন আছে। 
আমরা বাবা খুলনা শহরের নাম করা ব্যাবসাই। আমি ফাইভে দুই বার পিএসসি,, এইটে তিনবার জিএসসি দিয়ে অনেক কষ্টে পাশ করে বেরিয়েছি। 
এবার যেভাবে হোক পাশ করতেই হবে।
আপনাদের পরিচয় দিতে দিতে চলে আসলাম পরিক্ষা কেন্দ্র আমার সব ক্লাসফ্রেন্ডরা রয়েছে। সাবাই আমার জুনিয়র। আমি তাদের কাছে গিয়ে

আমি,,,,কিরে কি খবর আমার সিট কই

বন্ধু,,,,অইজে অই বেঞ্চে

আমি,,,,ভাই তোরা একটু দেখাইস ভাই নইলে ফেল করব

বন্ধু,,,,আচ্ছা দেখাবানে। কিন্তু তোর পাশে তো অন্য স্কুলের কেউ বসেছে

আমি,,,,কে চিনিচ ‌তাকে

আমি,,,,না এখনো আছে নাই

আমি ভাবতে লাগলাম কে বসেছে আমার পাশে। যে বসুকনা কেন তাকে যেভাবে হোক না কেন পতাতেই হবে তাকে পতিয়ে তার খাতা কপি করতে হবে। 
পরিক্ষার বেল দিল সবাই যে যার বেঞ্চে বসে পরলো আমিও বসে পরলাম। তারপর দেখলাম আমার পাশে একটা মেয়ে এছে বসলো। 
বাহ মেয়েটা দেখতে তো মাশাআল্লা। না আমাকে এসব ভাবলে চলবে না। যেভাবে হোক পরিক্ষায় পাশ করতে হবে
আমি,,,Hi আমি আকাশ (একটু জামার কলার ঠিক করে)

মেয়েটি,,,,আমি অচেনা কারো সাথে কথা বলিনি

আমি,,,,আরে আমি পরিচিত হওয়ার জন্য কথা বলছি।

মেয়েটি,,,, আমি মিতালী জাহান‌ আফরোজা (মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে বলল)

আমি,,,, আমার তাহলে ফ্রেন্ড হতে পারি

মিতালী (মেয়েটি),,,,, না

আমি,,,,কেনো

মিতালী,,,, এমনি

আমি,,,, এমনি কেনো। ফ্রেন্ড হলে সমস্যা কি

মিতালী,,,, আচ্ছা যাস্ট ফ্রেন্ড

আমি,,,, না

মিতালী,,,,না মানে(অবাক হয়ে)

আমি,,,, না মানে শুধু ফ্রেন্ড না হয়ে বেষ্টফ্রেন্ড হওয়া যায়না

মিতালী,,,,আচ্ছা বেষ্টফ্রেন্ড হতে পারি কিন্তু একটা শর্ত আছে

আমি,,,,, কি শর্ত

মিতালী,,,, আমারা যেহেতু বেষ্টফ্রেন্ড তাহলে তুই করে বলতে হবে

আমি,,,,আমি রাজি 

যে মেয়ে এতক্ষন কথা বলতে চাইছিল না সে এখন পুরোপুরি আমার সাথে বন্ধুত্ব করে নিয়েছে আমিতো অবাক। তারপর স্যার এছে খাতা দিল তারপর প্রশ্ন দিল। 
বিশ্বাস করেন প্রশ্ন দেখে আমার কলিজার পানি শুকিয়ে যাওয়ার অবস্থা।
তখন মিতালীকে দেখি প্রশ্ম পেয়ে অনেক খুশি।

আমি,,,, তোমার সরি সরি তোর প্রশ্ন কঠিন বাধেনাই

মিতালী,,,, কঠিন বাঁধবে কেন আমার তো বই গাইড সব পরা

আমি,,,,তুই পরিক্ষায় কত পাবি বলে মনে করিছ

মিতালী,,,,কত আবার একশো নয় নিরানব্বই পাব

আমি,,,,কি বলছিস (আমি তো ওর কথা শুনে অবাক। এতো কনফিডেন্স। আর আমি ১০ পাই না নাপাই এই নিয়ে সন্দেহ আছে)
মিতালী,,,,হুম 

আমি,,,,আচ্ছা মনে কর। তুই পাস করবি তোর বেষ্টফ্রেন্ড ফেল করবে এইটা কেমন লাগবে তোর (আমি ইনোসেন্ট ভাব নিয়ে)

মিতালী,,,, হুম 😒😔 খারাপ তো লাগবেই। কিন্তু আমার কোন বেষ্টফ্রেন্ড ফেল করবে

আমি,,,, কেন আমি

মিতালী,,,,তুই ফেল‌ করবি কেন। পড়াশোনা করছি নাই

আমি,,,, দুঃখের কথা কি বলব

মিতালী,,,,কি দুঃখ

আমি,,,, কিছু দিন আগে আমার নানি মারা গেছে। তাই তার শোকে আর পড়াশোনা করতে পারি নাই (দাহা মিথ্যা কথা বললাম 😅😝)

মিতালী,,,, আচ্ছা এই নিয়ে তোর কষ্ট পেতে হবে না(মিতালী দুঃখি‌ ভাব নিয়ে)

আমি,,,, হুম

মিতালী,,,, আচ্ছা তুই আমার ‌খাতা দেখে লেখ। কোন সমস্যা নেই তুইতো আমার বেষ্ট ফ্রেন্ড

আমি তো এটাই চাইছিলাম মনে মনে বললাম। তারপর মিতালীর খাতা দেখে সব কপি করলাম।‌এবার পরিক্ষায় পাশ না শুধু ভালো রেজাল্ট করব। এভাবে মিতালীর‌ খাতা দেখে সব গুলা পরিক্ষা দিলাম। আজ পরিক্ষার শেষ দিন। আজকেও মিতালীর খাতা দেখে লিখলাম। পরিক্ষা শেষে দারিয়ে আছি মিতালীর জন্য। ও নাকি আমাকে নিয়ে কি কিনবে।

মিতালী,,,,চল

আমি,,,, কোথায়

মিতালী,,,, মোবাইল শপে

আমি,,,,কেন। মোবাইল শপে গিয়ে কি করবি

মিতালী,,,,বাবা টাকা দিছে মোবাইল কিনব

আমি,,,,কেনো তোর মোবাইল নাই

মিতালী,,,,না বাবা বলেছিল এসএসসি পরীক্ষার পর কিনে দেবে।

আমি,,,,চল

তারপর আমরা‌ মোবাইল শপে গিয়ে একটা ত্রিশ হাজার টাকার মধ্যে একটা মোবাইল কিনলাম

আমি,,,,মোবাইলের সিম কিনবি না

মিতালী,,,,বাড়ির কাছ থেকে কিনব

আমি,,,, তাহলে তোর নাম্বার কই পাব

মিতালী,,,, আচ্ছা তোর নাম্বার দে আমি বাড়ি ফিরে সিম কিনে ‌তোকে ফোন‌ দেব

আমি মিতালীকে নাম্বার দিলাম তারপর বড়ি চলে আসলাম। ফ্রেস হয়ে খেতে বসলাম। দেখি আমার বাবাও বসে আছে

বাবা,,,,কিরে নবাবজাদা কি খবর। তোমার টিকিটাও দেখা যায় না

আমি,,,,আমি দেখা‌ যাবে কি করে দেশের কাজে ব্যাস্ত (মাজা করে)

বাবা,,,,তুই আমার সাথে ফাজলামি করিছ। তোর আবার কি দেশের কাজ😠😡(রেগে রেগে)

আমি,,,,কেন‌ তুমি বললানা আমি নবাবজাদা। তা নবাবের ছেলে হিসেবে তো দেশের প্রতি কিছু দায়িত্ব আছে (ফাজলামি করে)

বাবা,,,, হারামজাদা তুই জাবি আমার সামনে থেকে (বাবা প্রচুর পরিমাণে রেগে গেছে)

আমি তারাতাড়ি খেয়ে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। সেখানে বসে ফ্রি ফায়ার খেলছি তখন আননোন নাম্বার থেকে কল এল। আর সামনে ইনিমি আমি কল কেটে দিচ্ছি কিন্তু বারবার কল দিতেছে। মনে হয় ইনিমি আমাকে মেরে দিয়েছে। আবার কল দিছে। মাথায় সেই রাগ।ফোন ধেরে

আমি,,,,কেরে তুই। খেলার সময় ডিস্তাব করিছ। হালার পুত তোরে সামনে পাই একবার

ফোনের ওপাশ থেকে,,,,,কিহ তুই আমাকে হালার পুত বললি (একটা মেয়ে কন্ঠ)

আমি,,,,কে আপনি

ফোনের ওপাশ থেকে,,,,চিনতে পারিস নাই। আমি মিতালী। এবার বল তুই আমাকে হালার পুত বললি কেন 😡😠(রেগে রেগে)

আমি,,,,আসলে গেম খেলছিলাম তো। ভাবলাম কেনা কে ফোন দিয়ে ডিস্টাব করছে। সরি😔😥

মিতালী,,,,আচ্ছা ঠিক আছে এইটা আমার নাম্বার সেভ করে রাখছ

আমি,,,,আচ্ছা

এইভাবে আমাদের কথা চলতে লাগল। মিতালীর সাথে এখন আমার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে।
এইভাবে কেটে গেল অনেক দিন আজ আমাদের রেজাল্ট দিবে। পাশ করব এতে আমি শিওর। ইন্টারনেট থেকে আমি রেজাল্ট দেখলাম মিতালী গোল্ডেন A+ পাইছে। আমরা রেজাল্ট দেখেতো পুরা টাস্কি খায়েছি

______চলবে_____
Post a Comment (0)
Previous Post Next Post