গল্প/:::: সিনিয়র বড় আপু। পর্ব/:::::;(৬) ছয়

 



গল্প/:::: সিনিয়র বড় আপু।

*

*

* লেখক/::: রাসেল চৌধুরী

*

*

* পর্ব/:::::;(৬) ছয়

*

*

* দরজা একটু ফাক করে ভিতরে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।

*

* দেখি ছেলেটা সাদিয়াকে জোর করে কিস করতে আছে, আমি ভিতরে ঢুকে বললাম।

*

*আমি/: বাহ,বাহ তা ছিল মোবাইল বন্ধ করে রাখার কারন।

*

* সাদিয়া/: রাসেল তুমি এখানে। ( ছেলেটা সাদিয়াকে ছেড়ে দিল। )

*

* আমি): কেন আমি এসে ডিস্টাব করে ফেললাম নাকি। 

*

* সাদিয়া): রাসেল তুমি আমাকে ভুল ভাবছো, তুয়য়( আর বলতে না দিয়ে)

*

* আমি/: বাছ, অনেক হয়েছে আর না, তোমাকে আমি ভালো মনে করেছি। কিন্তু তুমি যে এতো খারাপ আমার জানা ছিল না। আমাকে বলতে পারতে, তুমি অন্য কাউকে ভালোবাসো, কেন আমার সাথে প্রেমের অভিনয় করলে, কি দোষ করছিলাম আমি, তোমাকে ভালোবাসা কি আমার অপরাধ ছিল, ।

*

* সাদিয়া/: বিশ্বাস করো রাসেল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না, 

*

*'আমি): বিশ্বাস, তোমাকে বিশ্বাস করতে বলছো, যে মেয়ে আজ তিন দিন ধরে কোনো খবর রাখে নাই, মোবাইল বন্ধ করে রেখে অন্য ছেলের হাত ধরে হেসে কথা বলছে, রুমে এসে ছিঃ ছিঃ ছিঃ, আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো মেয়েকে আমি ভালোবাসলাম।

*

* সাদিয়া): মানছি আমি তোমার সাথে যোগাযোগ করি নাই, আমি এখানে আসার সময় মোবাইল নিয়ে আসতে মনে ছিল না, হয়তো মোবাইল বন্ধ হয়ে আছে, এখানে এসে সবার সাথে এনজয় করতে করতে তোমার কথা ভুলে গেছি, আমি আজকে ভাবছিলাম বাসায় গিয়ে মোবাইল নিয়ে এসে তোমাকে ফোন দিবো, কিন্তু সিলা আমাকে যেতে দেননি।

*

* আমি); সিলা যেতে দেয়নি, না কি ভালোবাসার মানুষ কে ছেড়ে যেতে মন চায় নি। 

*

* সাদিয়া/: তোমার কথা আমার অনেক মনে পড়ছে, কিন্তু এখানে এসে বেস্তোতার কারনে তোমাকে ফোন দিতে পারি নাই, আর তুমি যাকে আমার সাথে দেখলে ও হচ্ছে সিলার বড় ভাই, কিছুদিন আগে বাহির থেকে এসেছে, ।

*

* আমি): আমি আর তোমার কথা শুনতে চাই না, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুই থাক তোর ভালোবাসার মানুষ কে নিয়ে। আমি ভুলে যাবো সাদিয়া নামে কোনো মেয়ে ছিলো না আমার জীবনে। 

*

* সাদিয়া/: রাসেল তুমি আমার কথাটা তো শুন। ( আমার হাত ধরে)

*

*ঠাসসসসস করে দুই টা থাপ্পড় মেরে দিলাম।

*

* আমি/; তোর সাহস কি করে হয় আমার হাত ধরার। তোর মতো মেয়ের কোনো কথাই আমি শুনবো না। তুই আমার আমার ধারে কাছেও আসার চেষ্টা করবি না, কথাটা মনে রাখিস। 

*

* কথা গুলো বলে রুম থেকে বেরিয়ে আসলাম। বাহিরে এসে দেখি সাদিন একটা চেয়ারে বসে আছে। 

*হঠাৎ একটা মেয়ে পিছন থেকে ডাকলো। আমি তার দিকে তাকিয়ে দেখি সিলা আপু। 

*

* সিলা): রাসেল তুমি কখন আসলে। ( আমার সামনে এসে)

*

* আমি/: এইতো আপু কিছুক্ষণ আগে। 

*

* সিলা): তা এখন কোথায় যাচ্ছো। আমার মনে ছিলো না তোমাকে বলতে, যখন তুমি আসছো , অনেক ভালো হয়েছে, একবারে আমার অনুষ্ঠান শেষ হলে তার পর যাবে। 

*

* আমি/: সরি আপু , আমি বিনা দাওয়াতে কোথায় ও যাই না, একটা কাজ ছিলো আপনাদের বাসায়, তাই আসলাম। এখন আমি চলে যাচ্ছি।

*

* সিলা/: বাসায় যখন আসলে , তখন তোমাকে তো যেতে দেওয়া যাবে না। 

*

* আমি/: সরি আপু আমি থাকতে পারবো না। আমার বাসায় কাজ আছে, ভালো থাকবেন, আর আপনার জন্য দোয়া করি , সামি সংসার নিয়ে যেন সুখে থাকতে পারেন। 

*

* বলে সাদিনকে নিয়ে বাহিরে চলে আসলাম। 

*

* সাদিন/: কিরে কি কথা বললি সাদিয়া আপুর সাথে। 

*

* আমি/: পরে বলবো, এখন বাসায় চল। 

*

* সাদিন আর কোনো কথা না বলে বাইক চালাতে লাগল। আমাকে বাসায় নামিয়ে দিয়ে সাদিন চলে গেল। আমি বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। রিয়া এসে দরজা খুলে দিল। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম।

*

*জীবন্ত লাশগুলোর দেহ পঁচে না,,,,,

 ---পঁচে যায় অন্তরে লালন করা রঙিন স্বপ্নগুলো।- জীবনে যাকে পাওয়া হবে না।

 - নিয়তি তার সাথেই সম্পর্কটা জড়িয়ে দেয়.।একদিন আমার জীবনের সব অধ্যায় শেষ হয়ে যাবে।

 কিন্তু জানবে, তুমি ছিলে সেই বইয়ের সবচেয়ে প্রিয় অংশ।যাকে বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাস ভেঙে সবচেয়ে বড় সারপ্রাইজটা দিয়েছে।

*

* এসব কিছু ভাবতে লাগলাম। হঠাৎ দরজায় দাঁড়িয়ে রিয়া বললো।

*

* রিয়া): তোকে খাবার খেতে ডাকছে। 

*

* আমি/: আমার ভালো লাগছে না, তুই যা এখান থেকে।

*

* রিয়া/; কি হয়েছে তোর। 

*

* আমি/; আমার কিছু হয় নাই, তুই যা তো এখান থেকে।

*

* রিয়া/: আমার তোর সাথে কিছু কথা আছে।

*

* আমি/: আমি এখন কোনো কথা শুনতে পারবো না। তুই প্লিজ যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দেয়।

*

* রিয়া আর কোনো কথা না বলে চলে গেল, আমি আর এখানে থাকবো না, এখানে থাকলে সাদিয়াকে প্রতি দিন কলেজে দেখতে পাবো। তাকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। 

*

* তাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেলাম। একটা চেয়ার টেনে বসলাম। 

*

* আম্মু/: কিরে তোকে রিয়া ঠেকে আসলো খাবার খাওয়ার জন্য, তুই আসলি না, এখন আসলি যে।

*

* আমি/: তোমাদের সাথে আমার কিছু কথা আছে।

*

* আব্বু/: কি কথা বল।

*

* আমি/: আমি এখানে থেকে পড়াশোনা করতে চাই না, আমি বাহিরে গিয়ে পড়ালেখা শেষ করে আসতে চাই। 

*

* আব্বু/: তা হঠাৎ তোমার কি হলো, যে তুমি বাহিরে গিয়ে পড়তে চাও। 

*

* আমি/: আমার কিছুই হয়নি, তুমি আমাকে বাহিরে পাঠানোর ব্যবস্থা করো। 

*

* আব্বু/: ঠিক আছে, তুমি যখন দেশে পড়বে না, তাহলে তো কিছু করার নেই, কালকে কলেজে গিয়ে টিসি নিয়ে এসো, আমি প্রিন্সিপাল কে বলে দিবো।

*

* আমি/: ঠিক আছে আমি রুমে গেলাম।

*

* আব্বু/: খাবার খেয়ে যাও।

*

* আমি) আমার ভালো লাগছে না,

*

* বলে নিজের রুমে চলে আসলাম। কেন তুমি আমার সাথে প্রেমের অভিনয় করলে। অভিনয় যদি করতে, তাহলে কেন এতো কাছে আসলে, এসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে দুটো ফোটা পানি পড়ে গেল, 

*

*সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুর জোরাজুরিতে হালকা নাস্তা করে কলেজে চলে আসলাম। রিয়া আজকে কলেজে আসে নাই, তার নাকি শরীর খারাপ লাগছে। আমি গেট দিয়ে ভিতরে ঢুকে প্রিন্সিপাল স্যার এর রুমে যেতে লাগলাম। হঠাৎ সাদিয়া এসে আমার সামনে দাঁড়ালো। 

*

* তার মানে সাদিয়া গতকাল বাসায় চলে আসছে। চেহারার দিকে তাকিয়ে দেখি কেমন ফেসকা হয়ে আছে, আর চোখ দুটো লাল হয়ে আছে। 

*

* সাদিয়া/: তোমার সাথে আমার কিছু কথা আছে রাসেল।

"

* আমি/: আমি আপনার কথা শুনতে বাধ্য নই।আপনি আমার পথ চাড়েন। 

*

* সাদিয়া/: প্লিজ আমার কথাটা শুনো। 

*

* আমি/: কি শুনবো হ্যা , এখন বলবেন ওই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমাকে ভুল বুঝছো, আপনি ভুল ভাবছেন, আমি নিজের চোখে যেটা দেখলাম তার পর ও আপনি বলবেন, এগুলো মিথ্যা। 

*

* সাদিয়া): হুম তুমি ঠিকই বলেছো, এসব তোমার চোখের ভুল, আমাদের মাঝে কিছুই নেই, তুমি বিশ্বাস করো। 

*

* আমি/: সরি আপনাকে আমি আর বিশ্বাস করি না, আজকে থেকে আমার চেহারা দেখবেন না,। আমি অনেক দুরে চলে যাবো। 

*

" সাদিয়া/: তুমি কোথায় যাবে। 

*

* আমি/: আমি বাহিরে চলে যাবো পড়ালেখা করতে। এখানে থাকলে আপনার মতো একটা খারাপ মেয়েকে প্রতিদিন দেখতে হবে। 

*

* সাদিয়া/: প্লিজ তুমি আমাকে যতো খারাপ বলো না, আমি শুধু তোমাকেই ভালবাসি, আমি অন্য কাউকে স্বপ্ন দেখি না, 

*

* আমি আর কোনো কথা না বলে প্রিন্সিপাল স্যার এর রুমে গিয়ে টিসি নিয়ে বেরিয়ে চলে আসলাম, সাদিয়া আমাকে অনেক ঠেকেছে পিছন থেকে। আমি না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম। 

*

* - লাইফে এমন কিছু সময় আসে।

 - যে আপনি নির্দোষ,

 তবুও সবকিছু আপনার বিরুদ্ধেই যাবে!

*

প্রেম হলো মানুষের মনের অনুভতি

 বাস্তবতার সাথে যার কোন মিল নেই,

 তারপরও মানুষ প্রেমে পড়ে,

 কারন বাস্তবতাকে মানুষ কখনই

 সহজে মেনে নিতে পারেনি, পারবেও না”।

*

*

*

* চলবে ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

*

* ঠান্ডায় হাত চলে না, তার পর ও অনেক কষ্টে লিখছি, কেমন হয়েছে জানাবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গল্প লিখি আমার মনের অনুভূতি থেকে বাস্তবের সাথে কোন মিল নেই। সবাই লাইক এবং কমেন্ট দিয়ে পাশেই থাকবেন।

*

*

* ধন্যবাদ সবাইকে পাশে থেকে উৎসাহিত করবেন।

*

*

*

* পরবর্তি পর্বের জন্য অপেক্ষা করুন 🌿🌷🌷🌿🌷🌿🌷🌿🌷🌷🌷🌿🌷🌿🌷🌷🌷🌿🌷🌿🌷🌷🌷🌿🌷🌿🌷🌷🌷🌿🌷🌿🌷🌷🌷🌿🌷🌿🌷🌷🌷🌿🌷🌿🌷🌷🌷🌿🌷🌿🌷🌷🌷🌿🌷🌿🌷🌷🌷🌿🌷🌿🌷🌷🌷🌷🌷🌷🌷

Post a Comment (0)
Previous Post Next Post