*
*
* লেখক/::: রাসেল চৌধুরী 🌷🌷🌷🌷🌷🌷🌷
*
*
* পর্ব/:;; (৫) পাঁচ
*
*
* রিয়াকে নিয়ে বন্ধুদের কাছে চলে গেলাম।
*
* আমি): কিরে তোরা সবাই কেমন আছিস।
*
*সাদিন): আমরা সবাই ভালো আছি, ওকে তো চিনলাম না। ( রিয়াকে দেখিয়ে)
*
* আমি): ও হচ্ছে আমার মামাতো বোন রিয়া। আর রিয়া এরা হচ্ছে আমার বন্ধু।
*
* রিয়া/: হায় , তোমরা সবাই কেমন আছো।
*
* রনি/: ভালো, আপনি কেমন আছেন।
*
* রিয়া/: তোমরা আমাকে আপনি করে বলছো কেন, আমি তো তোমাদের সম বয়সী। আর একসাথে পড়ি, সো তুই করে বলবি।
*
* মিম/: ঠিক আছে, এখন থেকে তুই করে বলবো।
*
* সবাই রিয়ার সাথে পরিচয় হলো, সবাই বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। কিন্তু আজকে সাদিয়া কে দেখলাম না, তার মানে সাদিয়া আজকে কলেজে আসে নাই।
*
* এভাবে তিন দিন চলে গেল, কিন্তু সাদিয়া কলেজে আসে নাই, ফোন দিলে বলে বন্ধ। আমার তো চিন্তা হতে লাগলো। তাই সন্ধ্যায় সাদিয়াদের বাসায় চলে গেলাম কলিং বেল চাপ দেওয়ার পর আন্টি দরজা খুলে দিল।
*
* আমি): আসসালামুয়ালাইকুম আন্টি কেমন আছেন।
*
* আন্টি/: ওয়ালাইকুমুস আসসালাম, ভালো আছি বাবা, তুমি কেমন আছো।
*
* আমি/: জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
*
* আন্টি/: তা হঠাৎ রাতে বাসায় আসলে যে।
*
* আমি/: আসলে আন্টি আমি সাদিয়া আপুর সাথে দেখা করতে আসছি।
*
* আন্টি/: ওতো বাসায় নেই, আজ তিন দিন হলো ওর বান্ধবীর বিয়ে তে গেছে, তার বান্ধবীর জোরাজুরি তিন দিন আগে নিয়ে গেছে। আজকে তার বান্ধবীর গায়ে হলুদ। তা কি দরকার বলো।
*
* আমি/: না তেমন কোনো দরকার নেই, তার বান্ধবীর বাসা কোথায়
*
* আন্টি/: ওর বাসা *** এখানে।
*
* আমি/; ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি আন্টি ভালো থাকবেন।
*
* আন্টি): কিছু না খেয়ে চলে যাবে।
*
* আমি/: আজকে না আন্টি অন্য একদিন খাবো, আমার হাতে কিছু কাজ আছে,
*
* আন্টি): কাজ থাকলে তো আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে যাও, আবার এসো।
*
*আমি): ওকে আন্টি।
*
* বলে তাদের বাসা থেকে বেরিয়ে আসলাম, সাদিয়া আমাকে না বলে তার বান্ধবীর বিয়েতে গেছে, আবার ফোন বন্ধ করে রেখেছে। আমি সাদিনকে ফোন করে বললাম বাইক নিয়ে আসতে। জাগার নাম বলে দিলাম।
*
* ৩০ মিনিট পর সাদিন বাইক নিয়ে আসলো।
*
* সাদিন/: কিরে হঠাৎ ফোন দিয়ে আসতে বললি কেন।
*
* আমি/: তোকে নিয়ে একজায়গায় যাবো।
*
* সাদিন): কোথায় যাবি।
*
* আমি/ গেলে বুঝতে পারবি। তাড়াতাড়ি চল।
*
* তার পর দুজনে সাদিয়ার বান্ধবীর বাসায় চলে আসলাম।
*
* এবার আপনাদের বলি, সাদিয়ার বান্ধবীর নাম সিলা , আর তাকে আমি কলেজ থেকে চিনি। আমাকে অনেক বার প্রফোজ করেছে, কিন্তু আমি রাজি হই নাই, কারন আমি সাদিয়াকে ভালোবাসতাম। তার পর থেকে আমার সাথে কথা বলে না,
*
* সাদিন/: কিরে এটা তো বিয়ে বাড়ি। তুই এখানে আসলি কেন।
*
* আমি/: তুই সিলা আপুকে চিনিস।
*
* সাদিন/: কোন সিলা।
*
* আমি): আমাদের কলেজে সাদিয়ার সাথে পড়তো , মানে সাদিয়ার বান্ধবী।
*
* সাদিন): হুম চিনতে পেরেছি।
*
* আমি/: আজকে সিলা আপুর গায়ে হলুদ, আর তার বিয়েতে সাদিয়া এসেছে।
*
* সাদিন/: এসেছে তো কি হয়েছে।
*
* আমি/: আমি এসেছি সাদিয়াকে জিগ্গেস করতে, যে ফোন বন্ধ করে রেখেছে কেন, আর আমাকে বলে নাই কেন , ও যে বিয়েতে আসবে।
*
* সাদিন): বিয়ে বাড়ীতে বলাটা কি ঠিক হবে।
*
* আমি/: কোনো সমস্যা নেই, আর সিলা আপু তো আমাদের দুজনকে চিনে। চল আমার সাথে।
*
* সাদিন কোনো কথা না বলে আমার সাথে ভিতরে গেল, দারোয়ান বলেছে আমরা কারা , আমি বলেছি , আমরা কনের ইনভাইটে এসেছি। দুজনে ভিতরে ঢুকে দেখি এখনো অনুষ্ঠান শুরু হয় নাই।
*
* আমি চার পাশে সাদিয়াকে খুজতে লাগলাম। পিচ্ছি একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, সিলা আপু কোথায়।
পিচ্ছি বললো, ওনাকে পার্লারে সাজিয়ে আনতে গেছে।
*
* ৩০ মিনিট অপেক্ষা করার পর দেখি বাহিরে দুইটা গাড়ি এসেছে, দেখি সিলা আপু কে সাজিয়ে নিয়ে এসেছে, তাকে অনেক সুন্দর লাগছে।
*
* হঠাৎ পিছন দিয়ে সাদিয়া একটা ছেলের হাত ধরে হেসে কথা বলতে বলতে ভিতরে ঢুকতে আছে। তার মানে এই ছিল ফোন বন্ধ রাখার কারন, আমি ফোন দিলে তার প্রেম করতে ডিস্টাব হবে।
*
* সাদিয়া আর ছেলেটা ভিতরে ঢুকে একটা রুমে চলে গেল, আমিও তাদের পিছনে পিছনে গেলাম। তার দরজাটা একটু ফাক করে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
*
*
*
* চলবে ♥️♥️♥️♥️♥️♥️♥️
*
*
* জানি ছোট হয়ে গেছে।কেউ রাগ করবেন না, রাত নয়টায় আরেক পর্ব দিব, আমি অনেক টা কাজে বিজি আছি, সবাই লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন কেমন হয়েছে।