গল্পঃ রোমান্টিক সিনিয়র বউ পর্বঃ ১

 



গল্পঃ রোমান্টিক সিনিয়র বউ 

পর্বঃ ১ 

লেখকঃ শাওন আহমেদ নীল 


আম্মুঃ আজকে আফজাল ভাইয়ের বড় মেয়ের বার্ডে পার্টি আছে?


আমিঃ ত? 


আম্মুঃ তোমাকে আমাদের সাথে যেতে হবে। 


আমিঃ স্যরি পারবো না আমার ভার্সিটীতে যেতে হবে। 


আম্মুঃ আজকে ফ্রাইডে ভার্সিটী অফ, আর এমনিতেই কি ভার্সিটীতে গিয়ে ক্লাস করস!! 


আমিঃ উফ যাও ত প্লিজ ঘুমোতে দাও। 


আম্মুঃ আচ্ছা গিয়ে তর আব্বু কে পাঠিয়ে দিচ্ছি। 


আমিঃ আম্মু সব যায়গায় আব্বুকে টানো কেন?


আম্মুঃ কারণ এই বাদরটা যে আব্বুকে ছারা কাউকে ভয় পায় না।। 


আমিঃ ওকে যাবো, কখন যেতে হবে??


আম্মুঃ বিকেলে! 


আমিঃ যাবে বিকেলে এখন ঘুম থেকে কেন ডেকে তুললা??  


আম্মুঃ অনেক বেলা হয়েছে ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। 


আমিঃ ওকে। 


আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম আফজাল আংকেল হলো আব্বুর ছোট বেলার ফ্রেন্ড।। 


নিচে চলে গেলাম নাস্তা করার জন্য! দেখি আব্বু খবরের কাগজ পড়তেছে।  


আমিঃ গুড মর্নিং 


আব্বুঃ এখন তোমার মর্নিং?


আমিঃ স্যরি আব্বু লেট হয়ে গেলো!! 


আব্বুঃ যাও নাস্তা করো!!  


আমি নাস্তা করে নিলাম! নাস্তা করে আমি শপিং এ চলে গেলাম! কোনো কিছুই পছন্দ হচ্ছে না মার্কেট থেকে বের হতে যাবো তখনি মিমের সাথে দেখা!! 

মিম হলো আফজাল আংকেলের ছোট মেয়ে!! আর ওর সাথে একটি মেয়ে ও আছে, মেয়েটা দেখতে অনেক সুন্দর।। 


মিমঃ কেমন আছো নীল ভাইয়া?. 


আমিঃ আলহামদুলিল্লাহ ভালো,

তুমি কেমন আছো?


মিমঃ ভালো ভাইয়া!! আর এ হলো আমার বড় আপু নিধী কিছুদিন আগেই দেশে ফিরেছে শুনছই ত।


আমিঃ আসসালামু ওয়ালাইকুম আপু 


নিধীঃ ওয়ালাইকুম আসসালাম


আমিঃ আচ্ছা আমি যায় মিম, আমার একটু ফ্রেন্ড

দের সাথে দেখা করতে হবে।।  


মিমঃ একি ভাইয়া মার্কেটে এসে খালি হাতে যাচ্ছেন যে??


আমিঃ না তেমন কিছু কেনা-কাটা করার নেই! আসি আমি, 


এই বলে মার্কেট থেকে বেড়িয়ে আসলাম, নিধী আপু জানি কেমন করে আমার দিকে তাকিয়ে ছিলো,,,বিরক্ত লাগতেছিলো তাই কথা না বাড়িয়ে চলে আসলাম!! 


ওদিকে নিধী আপুর ত আমাকে দেখেই ভালো লেগে গেছে!!. 


নিধীঃ মিম ছেলেটা কে রে?.


মিমঃ আমার ক্রাশ


নিধীঃ হোয়াট? 


মিমঃ হ্য নীল ভাইয়া হলো সেলিম আংকেলের ছেলে।। 


নিধীঃ ওহ।। 


মিমঃ ভাইয়া কে ভালো লেগেছে নাকি? 


নিধীঃ সেটা তর শুনতে হবে না।। 


মিমঃ লাভ নেই আপু দুইবার প্রপোজ করছি পাত্তাই দেয় না। 


নিধীঃ তুই কিসে পড়িস?


মিমঃ ক্লাস ৮ এ


নিধীঃ আর এই নীল কিসে পড়ে?


মিমঃ অনার্স তৃতীয় বর্ষে। 


নিধীঃ তাহলে পাত্তা দিবে কি করে??  


মিমঃ পারলে তুই পটিয়ে দেখা না। 


নিধীঃ মনে কর ও আমার জন্যই ফিক্সড।। 


মিমঃ এ্যাঁ


নিধীঃ এ্যাঁ নয় হ্যাঁ!!! চল বাসায় যাবো! 


মিমঃ কি না কিনতে আসলা? 


নিধীঃ প্রয়োজন নেই চল।। 


ওরা দুজন বাসায় চলে গেলো!! 


আমি ক্লাবে চলে গেলাম, ক্লাবে গিয়েই জয় আর রানার সাথে দেখা হয়ে গেলো!। 


জয়ঃ কি রে আজকে এতো লেট?


আমিঃ এমনি রে!  


কিছুক্ষন আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম! বাসায় গিয়ে আমি আর আব্বু একসাথে জুম্মার নামাজ পড়তে গেলাম। নামাজ শেষ করে এসে আমি আব্বু আম্মু লাঞ্চ করে নিলাম।। 


আম্মু রেডি হতে চলে গেলো, আব্বু আর আম্মু কিছুক্ষনের মধ্যো চলে আসলো, আমরা আংকেল

এর বাসায় চলে গেলাম!! এখানে এসে কিছু ভালো লাগতেছে না, তাই ছাদে চলে গেলাম , ছাদে গিয়ে পকেট থেকে সিগারেটের প্যক টা বের করে মুখে নিলাম।। 


ওমনি কেউ একজন এসে আমার মুখ থেকে সিগারেট টা কেড়ে নিলো।।। 


# চলবে

Post a Comment (0)
Previous Post Next Post