#গল্পঃআপুর_দুষ্টু_বান্ধবী
#লেখকঃRJ_Rafy
#পর্বঃ২
বাথরুম থেকে ফ্রেস হয়ে চুপিচুপি রুমে ডুকলাম,🙈 যাক বাবা ওই দুষ্টু টা নেই!😁 তারপর নিচে নামলাম নাহ্ এখানেও নেই বোধহয় বাসায় চলে গেছে, যাক বাবা বাঁচা গেল!🤗
নাস্তা সেরে কিছুক্ষণ মুভি দেখলাম, আজ জুমার নামাজ তাই তাড়াতাড়ি গোসল সেরে মসজিদে চলে গেলাম। আব্বু থাকলে আব্বুর সাথেই যেতাম, আব্বু তো ব্যবসার কাজে ১০ দিনের সিলেট গেছে, যাই হোক নামাজ শেষে বাসায় ফিরে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়লাম, বিকেলে আপুর মিষ্টি ডাকে আমার সাধের ঘুম ভেঙে চুরমার হয়ে গেল!🙁 আমি আপুর দিকে বুক পাঠা কষ্ট নিয়ে তাকাতেই আমাকে একটা ধাক্কা মেরে বিছানা থেকে নিচে ফেলে দিলো।🥺 এবার আমি রাগি চোখে তাকাতেই...!!!!😡😡
—ও-ই বদমাশ,
তুই পড়ে পড়ে ঘুমাচ্ছি লি ক্যান!😡
(নীলা আপু রাগি কন্ঠে)
ওমা যেখানে আমি রেগে কথা বলার করহা সেখানে আপুই বলছে, ঘটনা কি?🙄
—ঘুমামু নাতো কি করমু শুনি!🤨
(আমি ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে)
—আমাকে আর মিমকে নিয়ে ঘুরতে যাবি।😍
(নীলা আপু মিষ্টি কন্ঠে)
—হো আমার ঠেকা লাগছে তো তোমগোরে লই ঘুরতে যা-ই তে।😪
(আমি রেগে)
—কি বললি,
দাঁড়া তোকে দেখাচ্ছি মজা!😡
(নীলা আপু রেগেমেগে আমার রুম থেকে বাহিরে চলে গেল)
দূর, আমার সখের ঘুম টাই হারাম করে দিলো, বাথরুমে গিয়ে ফ্রেস হয়ে রুমে এসে দেখি!😳
আম্মু হাতে লাঠি নিয়ে আমার বিছনার উপর বসে আছে, আর পাশে আম্মুও! এটা দেখে আমি তো শিহরিত।🙂
—কিরে, তুই ওদের নিয়ে ঘুরতে যাবি না কেন?🙄
(আম্মু বিছানা থেকে উঠে)
—ভাল লাগছে তাই!😁
(আমি মুসকি হেসে)
—আম্মু তুমি ওরে বলো,
আমাকে আর মিমকে নিয়ে ও যেন ঘুরতে বের হয়!🤨
(নীলা আপু)
—তুই গিয়ে রেডি হ,
ওকে আমি নিয়ে আসছি!🙂
(আম্মু মধুর কণ্ঠে লাঠি হাতে আমার দিকে তাকিয়ে)
হিহিহিহি...!!!!😁😁
—এ-ই তাড়াতাড়ি রেডি হ,
আমরা এখন যাবো!😊
(নীলা আপু এবলে চলে গেল)
—আম্মু তুমিই বলো,
আমি কেন ওদের নিয়ে ঘুরতে যামু, হুম।
(আমি আম্মুর দিকে তাকিয়ে)
—সকালেই তো বললি,
তুই ওদের নিয়ে বিকেলে ঘুরতে বের হবি!🤨
(আম্মু)
—তোমাকে একথা বললো কেডা!🙂
(আমি নিস্পাপ চোখে আম্মু দিকে তাকিয়ে)
—কেন, মিমই তো বলল।😊
(আম্মু)
—কিইইইই!😳
(আমি অবাক হয়ে)
—আমি নিচে গেলাম,
আর এসে যেন, তোর মুখ থেকে না শুনি।
তাহলে কিন্তু!🤨
(আম্মু লাঠিটা আমাকে এক পলক দেখিয়ে নিচে চলে গেল)
আর আমার রাগ তো চরম পর্যায়, হিতিরে যদি এখন আমার সামনে পাইতাম থাপ্পড়াইয়া সোজা করে ফালাইতাম!😡 হিতির লাগি মুই সকালে ঘুম যাইতে পারি নো, আর এহন ও। তোরে মুই পরে দেইখা লমু দেখিস তুই!🤨 আমি কষ্ট বরা বুকটা নিয়ে হিতির চৌদ্দগুষ্টি উদ্ধার করতে করতে রেডি হয়ে নিচে নেমে সোফায় আপুর জন্য বসে থাকলাম।😁 আল্লাহ ই জানে আর কতক্ষণ লাগে রেডি হতে!🙂 একটুপর দেখি আপুর আগমণ, আপু আমার সামনে এসে।
—রাফি বলতো,
আমাকে কেমন লাগছে!😇
(নীলা আপু লজ্জা পেয়ে)
—ইশশ যেই না একখান চেয়ারা,
একবারে শ্যাওড়া গাছের পেত্নীর মতো লাগতেছে!😁
(আমি একগাল হেসে)
—আম্মু, আম্মু।
(নীলা আপু জোড়ে চিৎকার করে)
আপুর চিৎকার শুনে আম্মু তাড়াতাড়ি কিচেন থেকে আমাদের কাছে চলো আসলো!
—কি হয়েছে,
এবারে চেচাচ্ছিস কিজন্য!🤨
(আম্মু)
—আম্মু দেখো, তোমার ছেলে আমাকে শ্যাওড়া গাছের পেত্নী বলে রাগাচ্ছে!🙁
(নীলা আপু মুখটা মলিন করে)
—তুই ওকে একথা বলেছিস?
(আম্মু)
—ও আমাকে জিজ্ঞেস করেছে? ওকে দেখতে কেমন লাগছে, আর ওকে দেখে যা লাগছিল আমি ঠিক সেটাই বলেছি।🙂
(আমি)
—আম্মু ওকে বলো,
আমাকে সরি বলতে!😏
(নীলা আপু আমার দিকে ভেংচি কেটে)
—নীলা যা বলছে তাই কর।🤨
(আম্মু)
—ঠিকাছে আমিও রাজি,
তবে!😎
(আমি)
—কি??
(আম্মু)
—আমি যদি ওকে সরি বলি, তাহলে কিন্তু আমি ওকে নিয়ে ঘুরতে যামু না!😎
(আমি ভাব নিয়ে বললাম)
—নাহ্ আম্মু, ও সরি বলার দরকার নেই।
(নীলা আপু কিছুক্ষণ ভেবে)
—আম্মু এবার তুমি ওকে বলো,
যে যেন আমাকে সরি বলে।
নাহলে কিন্তু আমি ওদের নিয়ে ঘুরতে যামু না!😁
(আমি)
—তোদের নিয়ে আর পারি না,
তোদের ব্যাপার তোরাই বুঝ, আমি গেলাম!🤨
(আম্মু এবলেই কিচেনের দিকে চলে গেল)
—কি বললি,
আমি তোকে সরি বলবো, ভুলেও নাহ্।😤
(নীলা আপু)
—তাহলে তো আমি ভুলেও তোদের সাথে যামু না,
এই আমি আরাম ছে সোফায় বসলাম, আহ কি শান্তি! পুরো একটা বিকেল এখানে বসে কাটিয়ে দেয়া যাবে😁
(আমি মুসকি হেসে)
—এ-ই আমি না তোর একমাত্র বোন, তুই আমার সাথে এমন করতে পারিস, হুম!🙁
(নীলা আপু মুখটা মলিন করে)
—এত কথা না পেচায় সরি বল,
তাহলেই যামু, নাহলে ভাগ আমার সামনে থেকে!😅
(আমি)
—হু, সরি।
এবার তো চল!🙁
(নীলা আপু আমার হাত ধরে)
আমি ওর হাতটা ছাড়িয়ে, চুলটা ঠিক করে বললাম।
—আমার বোনটা এত করে বলছে আমি কি না করতে পারি, হুম।😁
(আমি মুসকি হেসে)
আর আপু তো রেগেমেগে আগুন, কিছু বলতেও পারছে না, হিহিহি!😅 এবার আমি আর আপু মিম আপুদের বাসার সামনে গেলাম, গিয়ে দেখি মহারানী আগে থেকেই আমাদের জন্য দাঁড়িয়ে আছে!😁
—কিরে তোকে তো আজ সেই লাগছে।😍
(নীলা আপু মিমের দিকে তাকিয়ে)
ওমা মাইয়ার দেখি লজ্জাও আছে,😁 তবে যাই বলুন আজকে মিম আপুরে সেই লাগতেছে। শতহোক আমার একটা কর্তব্য আছে না, ওনার উপর!🤗
—আপু এটা কি তোমার বান্ধবী মিম আপু।😏
(আমি নীলা আপুর দিকে তাকিয়ে)
—কেন তোর কি চিনতে অসুবিধা হচ্ছে, হুম।🤨
(নীলা আপু)
—আরেহ কেন অসুবিধা হবে,
পেত্নীর বান্ধবী তো পেত্নীই হবে তা-ই না!😅
(আমি হাসতে হাসতে)
আপু রাগি লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর মিম তো রেগেমেগে আগুন!😡 এটা দেখে তো আমার মনে দুষ্টুমির লাড্ডু ফুটতেছে, হিহিহি....!!!😁
—কিইইই, আমি পেত্নী!😡
(মিম আপু রাগি লুক নিয়ে)
—নাহ্, তবে পেত্নীর মতো লাগছে,
হিহিহি!😁😁
(আমি মুসকি হেসে)
—তোকে তো আজ।😡
(মিম আপু আমার সামনে আসতেই)
—এটা আমার ঘুম নষ্ট করার শাস্তি!🤗
(আমি মিম আপুর কানে কানে বললাম)
—দেখছিস নীলা তোর ভাইয়ের কান্ড।😊
(মিম আপু মুসকি হেসে)
—কি?🤨
(নীলা আপু)
মিম আপুর কথা শুনে আমি তো ভেবাচেকা খেয়ে গেলাম।😟 আল্লাহ ই জানে হিতি এহন কি কয়!🙄 তে যে পরিমাণ দুষ্টু, না জানি আমার মান সম্মা এর ফালুদা বানায় দে.....!!!😔
#চলবে..............
গল্পটা কেমন হয়ছে জানাবেন!😍 আর হ্যাঁ, যারা আমার গল্প পড়েন তারা আমার ও-ই আইডিটা ফলো করে পাশে থাকুন, নিচে লিংক দিয়ে দিচ্ছি!🤗
#গল্পঃআপুর_দুষ্টু_বান্ধবী
#লেখকঃRJ_Rafy
#পর্বঃ৩
—নাহ্ তোকে বলা যাবে না,
ওটা আমার আর ওর পারসোনাল কথা!😇
(মিম লজ্জা পেয়ে)
মিম আপুর কথা শুনে আমি ভেবাচেকা খেয়ে গেলাম,😳 এ মাইয়া কই কি, ওর সাথে আমার আবার কিসের পারসোনাল মেটার!🙄 আল্লাহ তুমি এ-ই মাইয়ার হাত থেকে মোরে লক্ষা করো।😟
—কিরে?🤨
(নীলা আপু আমার দিকে তাকিয়ে)
—বিশ্বাস করো, আমি কিছু বলি নাই, আর থাকতো পারসোনাল কথা!🙁
(আমি নীলা আপুর দিকে তাকিয়ে)
—আজকে বাসায় ফির,
আম্মুকে বলে তোর পারসোনাল কথা বের করছি।😬
(নীলা দাঁতে দাঁত চেপে)
আমি মিম আপু দিকে তাকাতেই ওনি আমার দিকে তাকিয়ে মুখ ভেংচি মারলো!😌 আর আমি তো রেগে ফায়ার।😡
—এ-ই নীলা এখানে দাঁড়িয়ে থাকবি না-কি পার্কেও যাবি, হুম।🤗
(মিম মুসকি হেসে)
—হুম চল,
এ-ই বদমাশ তুইও আয়!
(নীলা আমার দিকে তাকিয়ে)
হুম বলো, আমারও একদিন সুযোগ আসবে। আর আমি সেদিন সুযোগের সৎ ব্যবহার করবো তোমাদের সাথে হুম!🤨
—এই কি ভাবিস এত হ্যাঁ,
চল দেরি হয়ে গেছে!
(নীলা)
এবার আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি নীলা আপুর দিকে তাকিয়ে!
—আপু আমরা তো তিনজন পার্কে কিভাবে যাবা!🙄
(আমি)
—তা-ই তো!🤔
(নীলা)
—এত ভাবাভাবির কি আছে, তোরাও না!
নীলা তুই একটা রিক্সা করে চলে যা, আরেকটা রিক্সাতে আমি আর রাফি যাবো।😏
(মিম)
—তাহলে তো হয়েই গেল।😪
(নীলা)
—এই হয় নাই।😳
(আমি জোরে আওয়াজ করে)
—কি হয় নাই, হু?🙄
(নীলা)
মিম, আর নীলা আপু আমার দিকে চেয়ে আছে আমি কি বলি তা শোনার জন্য। আমি তো ভুলেও ওই শয়তান, দুষ্টু মেয়েটার সাথে যামু না!😤
—আপু আমি আর তুমি একটাই যাবো,
আর মিম আপু আরেকটাতে করে গেলেই তো হলো!🤗
(আমি মিম আপুর দিকে ফিরে ভেংচি মেরে)
—তা-ও ঠিক,
তবে মিম যখন বলছে তখন তুই ওর সাথেই যাবি, ব্যাস!😊
(নীলা আপু এবলেই একটা রিক্সা দাঁড় করিয়ে উঠে চলে গেল)
আর আমি তা নির্বাক দর্শকের মরো দেখতে লাগলাম, আমি মিম আপুর দিকে তাকাতেই ওনি একটা ভিলেন মার্কা হাসি আমায় উপহার দিলো!😡 এটা দেখে তো আমার রাগের পরিমাণ আরো বেড়ে গেল, দিলাম একটা চটকোনা!😁
—এই তুই আমাকে ধাক্কা দিলি ক্যান!
(মিম রেগেমেগে)
—ভাল লাগছে তাই!😅
(আমি সার্টের কলার টা ঠিক করে)
—তোকে তো!😡
(মিম আপু আমার সার্টের কলার টেনে ধরে)
—এই এটা পাবলিক স্লেজ প্লিজ এমন করো না।🙁
(আমি মলিন কণ্ঠে)
—পাবলিক স্লেজ বলে ছেড়ে দিলাম,
নাহলে!😤
(মিম)
অবশেষে একটা রিক্সায় করে আমরা দু'জন পথ চলতে লাগলাম, খানিকক্ষণ পর মিম আপু আমার ঘা ঘেঁষে বসছে। আমি ওনার দিকে তাকাতেই ওনি আমার হাতটা শক্ত করে ধরলেন!😳 এ-ই প্রথম আমার কেমন যেন ফিল হচ্ছে, তা বলে বোঝাতে পারছি না!🙈 পার্কের কাছাকাছি আসতেই মিম আপু আমার হাত টা ছেড়ে দিলো।🤨 পার্কে গিয়ে আমরা রিক্সা থেকে নামতেই মিম আপু সোজা ভিতরে চলে গেল, আর আমি ভাড়া মিটিয়ে পার্কের ভিতরে আসলাম। ভাড়া দিয়ে আসলে কি এমন হতো, হুম!😁
সারাবিকেল পার্কে ঘুরাঘুরি করে, সন্ধ্যার সময় বাসায় ফিরলাম তবে আসার আগে ওখানে ফোসকা খেয়ে আসছি আর-কি! মেয়েদের কে নিয়ে কোথায় ঘুরতে গেলে তো এটা খাওয়া আবশ্যক।😅 আসার সময় ঠিক আগের মতোই আসলাম, মিম আপু আর আমি একটা তে, আরেকটাতে করে নীলা আপু আসছে!😌
রাত্তে খাওয়াদাওয়া করে ফেসবুক চালাচ্ছি, তখনি মিম আপুর মেসে!
—কিরে এত রাত্তে কি করিস?
(মিম)
—ফেবু চালায়!
(আমি)
—ফেসবুক কি গাড়ি যে এটা চালায়!😅😅
(মিম আপু এটা লিখেই কয়েকটা হাসির ইমজি দিলো)
আমি কয়েকটা রাগি মুড সেন্ড করে ডাটা অফ করে ঘুমিয়ে পড়লাম!🤗
সকালে কলেজে যেতেই আরেক কান্ড ঘটে বসলো!🤨
আজকে মিম, আর নীলা আপু আগেই কলেজে চলে গেছে, আর আমি দেরিতে গেলাম। ওদের কি ক্লাস আজকে সকালে ছিল তাই ওরা আগে চলে গেছে।😊 আর আমি আরাম ছে ঘুমিয়ে ১ ঘন্টা লেট করে কলেজে আসলাম!😁
কলেজে গিয়ে দুটো ক্লাস করে ক্যানটিনে বসে আছি তখনি আমার ক্লাসমেট+বান্ধবী সাথি এসে বলল!
—হাই রাফি,
কেমন আছস তুই?🤗
(সাথি ওর হাত টা বাড়িয়ে দিয়ে)
—আলহামদুলিল্লাহ ভালো, তুই!😊
(আমি সাথির সাথে হ্যান্ডশেক করে)
—এ-ই তো, ভালোই।
(সাথি আমার পাশের চেয়ারটা ই বসে)
—রাজ, আর আবিরকে দেখছি না যে!🙄
(আমি সাথির দিকে তাকিয়ে)
—ওরা একটু আগে চলে গেছে।
(সাথি)
রাজ, আবির আর সাথি আমরা খুব ভালো বন্ধু, আর হারামি দু'টো সারাক্ষণ গার্লফ্রেন্ড প্যারা খেয়ে দিশেহারা।😅 ওরা বোধহয় গার্লফ্রেন্ডদের কে নিয়ে ঘুরতে গেছে, হিহিহি!😁😁
—হারামি দুটো প্রেম করে সেই লেভেলের প্যারাই আছে, হিহিহিহি.....!!!!😅
(আমি হাসতে হাসতে)
আমার কথা শুনে সাথিও হাসতে শুরু করলো!😁 আমরা দুজনে হেসে হেসে কথা বলছি হঠাৎ কোথায় থেকে কে এসে সাথির গালে দুটো থাপ্পড় বসিয়ে দিলো! আমি পাশ ফিরে দেখি মিম আপু।😳 ওনাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম, আমি জানি ওনি নির্ঘাত কোনো অঘটন বসিয়ে বসবে!🙄
—এ-ই মেয়ে ওর সাথে তোর এত হাসাহাসি কিসের, হুম!😡
(মিম আপু দাঁতে দাঁত চেপে)
—দেখো আপু,
ও আমার ফ্রেন্ড হয়।🤨
(আমি)
—কোনটা ফ্রেন্ড আর কোনটা গফ সেটা দেখলেই বোঝা যায়, এই মেয়ে তোর নাম কিরে?😡
(মিম রেগে)
—সাথি!😟
(সাথি ভয় পেয়ে)
—বাড়ি কোথায়?🤨
(মিম)
—পাশের এলাকা।🙁
(সাথি)
—ওর সাথে তোমার সম্পর্ক কিসের, হুম!
(মিম)
—ও আমার.........
(সাথি)
আমি সাথিকে থামিয়ে দিয়ে বলা শুরু করলাম,,,,,
—এখানে হচ্ছেটা কি শুনি?
(আমি রেগে)
—কেন দেখতে পারছ না!😡
(মিম রেগে)
—দেখো ও আমার ফ্রেন্ড হয়,
জাস্ট ফ্রেন্ড!😤
(আমি)
—তুই চুপ থাক, এই মেয়ে তোকে যেন ওর আশেপাশে আর না দেখি!🤨
(মিম সাথির দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে)
—দেখলে কি করবনে শুনি?🤨
(সাথি রেগে)
—তোকে তো!
(মিম)
মিম আপু সাথির দিকে এগিয়ে আসতেই, আমি মিম আপুকে টেনে ক্যানটিনের বাহিরে নিয়ে আসলাম। আর আসার সময় সাথিকে ইশারায় সরি বললাম!🙁 মিম আপুর হাত ধরে টেনে নীলা আপুর কাছে নিয়ে গেলাম। আপু অবশ্য মাঠে বসে আছে।😤
—আপু তোমার বান্ধবী কে তুমি সামলাও,
ওনার সমস্যাটা কি হ্যাঁ। ওনার সাহস কি করে হয় আমার বান্ধবীর গায়ে হাত তোলার হুম!😡
(আমি রেগেমেগে বাসায় চলে আসলাম)
—কিরে কি হয়েছে?🙄
(নীলা)
তারপর মিম আপু নীলা আপুর কাছে যা যা ঘটেছে সবটা খুলে বললো! মিম আপুর কথা শেষ হতেই নীলা আপু বলল.....!!!😪
—দোস্ত,
সামথিং সামথিং.....!!!😁😁
(নীলা হাসতে হাসতে)
—মানে?🙄
(মিম ভেবাচেকা খেয়ে)
—ওমা আমার বেস্টু বুঝি জানে না, হিহিহি.....!!!😅
(নীলা হাসতে হাসতে)
—আমি কি জানি না, হুম।🙄
(মিম)
—এ-ই যে তুই আমার ভাইয়ের প্রেমে পড়ে গেছস!😅
(নীলা হেসে)
—দূর, যত্তসব ফাউল মার্কা কথা।🤨
(মিম নীলার দিকে তাকিয়ে মুখ টা ভেংচি কেটে)
—তুই যদি আমার ভাইয়ের প্রেমে নাই পড়িস, তাহলে ওকে অন্য মেয়ের সাথে দেখে কেন জেলাস ফিল করলি হুম।🤨
(নীলা)
—কে বলল তোকে,
আমি জেলাস ফিল করছি হুম!
(মিম)
—যদি জেলাস ফিল নাই করিস,
তাহলে সাথিকে থাপ্পড় মারলি কেন, উত্তর দে?😅
(নীলা মুসকি হেসে)
—ওইটা তো.....!!!😔
(মিম লজ্জায় আর কিছু বলতে না পেরে সোজা হাটতে শুরু করলো)
মিম নিজেও জানে না কেন সে লজ্জা পাচ্ছে, আর মিম বাড়িতে আসার পর রাফির কথা মনে আসতেই মুসকি মুসকি হাসছে!😁 আর ওইদিকে রাফি মানে আমি মুড অফ করে বিছানায় বসে আছি, আর ভাবছি ওর সাহস কি করে হয় আমার ফ্রেন্ডকে থাপ্পড় মারার হুম।🤨
#চলবে............
এ-ই যে পাঠিক/পাঠিকারা একটা প্রেম করমু বুঝলেন!😍 এখন কোনো সিঙ্গেল পাঠিকা থাকলে মেসেঞ্জারে নক দিও!🙈 তোমাদের আমার সাথে প্রেম করার জন্য দাওয়াত রইল!😅 সিঙ্গেল পাঠিকারা তোমরা আসবে কিন্তু, বুঝলে।🤗
যারা আমার গল্প পড়েন তারা আমার ওই আইডটা ফলো করে পাশে থাকুন, নিচে লিংক দিয়ে দিচ্ছি!❤️