গল্পঃআপুর_দুষ্টু_বান্ধবী পর্বঃ১

 রাস্তার মোড়ে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে বাসায় ফিরছিলাম অমনি কে যেন ডাক দিলো, আমি পাশ ফিরে দেখি মিম আপু!🤗 ওনাকে ডেকে আমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম কারণ, ওনি যে পরিমাণ দুষ্টু সারাক্ষণ আমার পিছে পড়ে থাকে। আর অকারণেই ঝগড়াঝাটি করে, আমি আরেক কদম এগতেই এনি বলে উঠলেন,,,,


—এ-ই পিচ্চি এদিকে আয়!😏

(মিম আপু)


—আমাকে একদম পিচ্চি বলবে না, আমি এখন কলেজে পড়ি বুঝলে।😎

(আমি মিম আপুর সামনে গিয়ে)


—দুইদিন আগেও তো বিছানায় হিসু করতি আর এখন বলছিস কলেজে পড়ি!😁😁

(মিম আপু হাসতে হাসতে বললো) 


দিলি তো আমার মুডটাই নষ্ট করে, দেখ এবার কেমন লাগে।😏


—পুরান পাগলের জ্বালা বাঁচি না, আবার নতুন পাগলের আমদানি।🤗

(আমি মুসকি হেসে)


—কি বললি।😡

(মিম রেগেমেগে) 


—যেটা শুনছ সেটাই!😁

(আমি একটা ভিলেন মার্কা হাসি দিলাম) 


—তোকে তো।😡

(মিম)


মিম আপু আমার দিকে এগিয়ে আসতেই আমি দৌড়ে পালিয়ে আসলাম!🤗 বাসায় আসতেই আম্মু আমার হাতে একটা বাটি ধরিয়ে দিয়ে বলল,


—রাফি তুই একটু মিমদের বাসায় গিয়ে, বাটি টা দিয়ে আয়।

(আম্মু)


—আমাকে কেন বলছ, 

তোমার বড় মেয়েকে বলো ওরিই তো বান্ধবী!😌

(আমি)


—ও এখন ঘুমাচ্ছে,

তুই গিয়ে দিয়ে আয়।

(আম্মু আমার হাতে বাটি টা দিয়ে চলে গেল) 

 

কি আর করার, আমি বাটি টা নিয়ে ভয়ে ভয়ে ওদের বাসায় ঢুকছি।🙂 ওদের বাসা আমাদের পাশেই!


একবার কলিং বেল বাজাতেই মিম আপুর আম্মু এসে দরজাটা খুলে দিলো!😊


—আরে হ রাফি যে,

তা হঠাৎ কি মনে করে আসলে হুম। 

তোমার তো পাত্তাই পাওয়া যায় না!😏

(আন্টি)


—নাহ্ মানে, 

বাটি টা দিতে আসলাম।😇

(আমি বাটি টা ওনার হাতে দিয়ে)


—ভিতরে আসো।

(আন্টি)


আমি যেতে চাচ্ছিলাম না কিন্তু আন্টি এককথায় টেনেহিঁচড়ে আমায় বাসায় ভিতরে নিয়ে আসলেন।😊 ওনার বাসায় আসতে আমার প্রবলেম নেই, তবে ওই যে মিম আপু!😁 ওটার কি হবে....!!!🤨 আমি সোফায় বসে ভাবছিলাম, বোধহয় মিম আপু বাসায় নেই আজকের মতো বেইচা গেছি.....।🤗 আমাকে অবাক করে দিয়ে একটুপর মিম আপু ওনার রুম থেকে বেরিয়ে আসলেন!🥺 ওনি আমাকে দেখে রাগী লুক নিয়ে আমার দিকে এগতে লাগলেন....!!!!!🙁


—তখন পালিয়ে গেলি কেন?😡

(মিম রেগে)


—তুমি ভালোবেসে আমার দিকে এগিয়ে আসছিলে তাই....!!!😎

(আমি মুসকি হেসে)


—তা-ই না.....!!!!!!😡😡

(মিম রেগেমেগে আগুন)


—হুম।😜

(আমি)


মিম আপু আমার দিকে এগিয়ে আসতেই আন্টি এসে আমাকে নাস্তা দিয়ে গেলেন.....!!!!😋


—মিম তুই ওর সাথে গল্প কর,

আমি কিচেনে গেলাম!

(আন্টি এবলেই চলে গেল) 


—ভাগ্যিস আম্মু চলে আসছিল, 

নাহলে তোকে......!!!!😡

(মিম)


—এ্যা আইছে পিঁপড়ার কলিজা লই বাঘের সাথে লড়তে.....!!!!😁

(আমি ওর দিকে ফিরে মুখ ভেংচি কেটে) 


—তোকে তো আজ।😡😡

(মিম রেগেমেগে আগুন) 


—আন্টি, আন্টি......!!!🙈🙈

(আমি জোড়ে বললাম)


—ওই বদমাশ আম্মুকে ডাকছিস কেন!!!😡

(মিম আমার দিকে রাগি চোখে তাকিয়ে) 


কিচেন থেকে আন্টি এবার আমাদের কাছে এসে,


—কি হয়েছে রাফি???

(আন্টি আমার দিকে চেয়ে) 


আমি মিম আপুর দিকে তাকিয়ে একটা মুসকি হাসি দিয়ে বললাম,


—আন্টি আমি আজ আসি!😏

(আমি)


আমি আন্টির থেকে বিদায় নিয়ে বাসায় এসে সোজা আপুর রুমে চলে আসলাম।😪


আপনাদের তো পরিচয় দিতেই ভুলে গেছি!!!!🤗

আমি রাফি, এবার ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি, আর আমার একটা বড় বোন আছে তার নাম নীলা, সে ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে,,,,আমাদের একটা ব্যবসা আছে যেটা আব্বু নিজে দেখাশুনা করে। আর আমার আম্মু গৃহিণী!!!! আর ওই যে দুষ্টু মেয়েটা আছে না, ওইটা আপুর বান্ধবী, নাম মিম,,,,,,ওদের বাসা আমাদের পরের টা।।। ওনি বাবা-মায়ের একমাত্র সন্তান, ওনার বাবা ব্যবসার কাজে প্রায়ই বিদেশ থাকে। মাসখানেক পর এসে সপ্তাহ খানিক ঘুরে আবার ওখানে চলে যায়।


—কিরে কই গেছিলি!!!🤨

(নীলা আপু আমার দিকে একবার চেয়ে আবার মোবাইল ফোন মনোযোগ দিয়ে)


—মিম আপুদের বাসায়!

(আমি আপুর পাশে বসে) 


—ওখানে গিয়ে আবার কি ঝামেলা পাকিয়ে আসলি মিমের সাথে, হুম.....!!!!

(নীলা)


—আমাকে দেখে কি তোমার এমন ছেলে মনে হয়....!!😎

(আমি একটু ভাব নিয়ে)


—তা-ই তো,

নাহ্ মানে আমি তো দেখি তোরা প্রতিদিন দু'জনে অযথায় ঝগড়া করিস তাই বললাম আর-কি....!😁

(নীলা আপু এক গাল হেসে) 


—দূর,,,,,

(আমি রেগেমেগে আমার রুমের চলে আসলাম) 


আগামীদিন শুক্রবার তাই রাত্তে আরাম ছে খেয়ে-পরে 

ঘুমাচ্ছি!!!!😊 সকালে কেন জানি আমার নিশ্বাস টা বন্ধ হয়ে আসছে আমি তাড়াতাড়ি চোখ মেলে দেখি মিম আপু আমার নাকটা চেপে ধরে আছে,,,,,,কি বদজাত মেয়েরে বাপু।🙄 আরেকটু হলেই আমাকে সোজা টিকেট ছাড়া উপরে পাঠাই দিতো..!!!!🙂


আমি মিম আপুর দিকে রাগি লুক নিয়ে তাকালাম,😡 ওমা মাইয়া দেহি আমারে দেখে প্রচুর হাসতেছে। এবার আমার রাগ তো চরম পর্যায়,,,,,ওনার চুল গুলো জোড়ে টেনে একদৌড়ে বাথরুমে ফ্রেস হতে চলে আসলাম.......!!!!!😁😁


#চলবে..................


#গল্পঃআপুর_দুষ্টু_বান্ধবী


#লেখকঃRJ_Rafy


#পর্বঃ১


গল্পটা কেমন হয়ছে কমেন্টে জানাবেন!!!!!🤗

আর হ্যাঁ গল্পে সাড়া না পেলে গল্প এখানেই ইতি টানবো।🤨

Post a Comment (0)
Previous Post Next Post