বস্তির_ছেলে_যখন_মাফিয়া_কিং পর্ব

 গল্পের নাম ঃ #বস্তির_ছেলে_যখন_মাফিয়া_কিং

...........................................

লেখক ঃ রবিন রাব্বি 

----------------------

পার্ট ঃ ৩

...............

আমি আমার বাসায় চলে এসেছি আর সানজিদারা তাদের বাড়ি চলে গেছে, হঠাৎ আমার মোবাইলে একটা কল আসে মোবাইল টা বের করে দেখি জাহিদ কল দিয়েছে তাই কল টা দরলাম, 


আমি : হুম বল কি খবর 


জাহিদ : ওরা যাবে এখন ওদের কি কাজ করা লাগবে বল


আমি : শুন তাহলে ওরা এখানে এসে যেমন করে হক এখানের এম পির সাথে কাজে লেগে পরবে, আর এম পি কি কি করে তা আমাকে সব সময় জানিয়ে দিবে, কিন্তুু কেউ যেনো না যানে এরা যে আমাদের লোক 


জাহিদ : হুম ঠিক আছে ওরা এম পির দলে ডুকে যাবে সমস্যা নাই, কিন্তুু তোর লোক কই তারা কি করবে 


আমি : আছে তবে এখন তাদের মধ্যে থেকে তিন জন ও এখানে আসবে আর তারা এম পির ছেলে আরিয়ান এর সাথে বন্ধু করে নিবে, কারন আরিয়ান ও যে কোনো খারাপ কাজে লিপ্ত থাকে তাই তার কি কি খারাপ কাজ আছে তা যানতে হবে আগে সে কথায় যায় কি করে সব কিছু যানতে হবে 😡😡


জাহিদ : হুম বুজলাম তাহলে রকি আর মুনাপ ওদের কে আমি রাতে ঢাকায় পাঠিয়ে দিব, কিন্তুু ওরা কি তোর সাথে দেখা করবে নাকি এম পির ওখানে ছলে যাবে, 


আমি : আমি আগে ওদের সাথে কথা বলবো তার পর আমি বলে দিবো কি ভাবে কাজ করতে হবে আর ওদের দলে ডুকা তো আর মখের কথা না কাওকে লাগবে তাই আগে আমার এখানে আসতে হবে 


জাহিদ : হুম ঠিক আছে তাহলে তুই এই............. যাগায় থাকতে হবে, ওরা তো আর তোর বাসা চিনবে না


আমি থাকবো বলে কল কেটে দিলাম, এখন সমস্যা হলো ওদের কে এম পির দলে কি ভাবে ডুকানো যায় তখনে মনে হলো পুলিশ অফিসার রায়হান রাফি এর কথা দেখি কিছু করতে পারে কিনা আমার জন্য, যেই ভাবা সেই কাজ দিলাম কল --- কিছু সময় পর কল দরলো পুলিশ অফিসার রায়হান রাফি তার পর আমি বলি


আমি : ভাই একটা কাজ করে দিতে পারবেন [যেহেতু আমার ফোন নাম্বার চিনে তাই পথম কাজের কথা বলে দিলাম ] 


রায়হান রাফি : স্যার কি করতে হবে বলেন আমি পুরো চেষ্টা করবো 


আমি : তার আগে আমাকে স্যার ডাকা বন্ধ করেন 😡😡

রায়হান রাফি : হুম আর ডাকবো না স্যার ও বুল হয়ে গেছে ভাই 


আমি : হুম, তাহলে শুনেন আমার দুই টা ছেলে আসবে আর তাদের কে এম পির দলে যেবাবে হক ডুকিয়ে দিতে হবে আপনি কি পারবেন


রায়হান রাফি : ভাই আমি দেখতে ছি কি করতে পারি আমি আপনাকে যানাবো কিছু সময় পর 


আমি হুম বলে ফ্রেশ হতে ছলে যাই, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে এসে একটা ঘুম দেই 😉😉


অন্যদিকে _-_-_


আরিয়ান একের পর এক মদের বতল শেষ করতে ছে আর বলতে ছে 


আরিয়ান : কে এই ছেলে যে পথম দিন কলেজে এসে আমাকে মারতে পারে আমাকে খোঁজ নিতে হবে, যে আরিয়ান কে দেকলে সবায় ভয় পায়, সবায় আমার মখে মখে কথা বলতে ভয় পাই আর আজ আমাকে ওই ছেলে থাপ্পড় মেরেছে, আমি ওকে মেরে ফেলে দিবো, আরিয়ান কে মারার বদলা খুব ভয়ংকর ভাবে দিবো আমি 😡😡😡🤬🤬


আর এই দিকে রায়হান রাফি এম পি কে কল দিয়ে কথা বলে রকি ও মুনাপ এর বেপার নিয়ে 


এম পি : দেখো আমার লোক লাগবে কিন্তুু তারা কি এই কাজ করতে পারবে 


রায়হান রাফি : হুম স্যার আপনি ওটা নিয়ে ভাবতে হবে না, ওরা খুব সাহসি, তাহলে কবে থেকে কাজ করতে পারবে 


এম পি : দুই দিন পর এখানে নিয়ে এসো তুমি, যদি কাজ ঠিক ভাবে করতে পারে তাহলে রাখা যাবে আর না হলে এখান থেকে ছলে যেতে হবে 


রায়হান রাফি : হুম ঠিক আছে 


তার পর আরো কিছু কথা বলে কল কেটে দিলো, কিছু সময় পর রায়হান রাফি আমাকে কল দিলো, আমার মোবাইলে কল আসায় আমি জেগে যাই তার পর মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রায়হান রাফির কল তাই কল টা দরলাম 


আমি : হুম বলেন কি খবর 


রায়হান রাফি : খবর ভালো 

[ তার পর আমাকে সব খুলে বলে আমি বলি ]


আমি : ঠিক আছে, তাহলে আমি দুই দিন পর আপনার ওখানে ওদের পাঠিয়ে দিব 


এটা বলে কল কেটে দিয়ে ওঠে গেলাম ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে বের হলাম তারপর একটু চাদে গেলাম সেখানে কিছু সময় কাঠিয়ে নিচে নেমে একটু (F B) চালাই, কিছু সময় পর রাত হয়ে আসে আমিও বের হয়ে পরি রকি আর মুনাপ কে আনতে 


সেখানে যেয়ে দেখি


পরের পার্ট এর জন্য অপেক্ষা করুন 


( বুল সবার লেখায় হয়, তবে আমার লেখায় একটু বেশি হইতে ছে আমি যানি, আমি মনে করি এক সময় সব ঠিক হয়ে যাবে, তাই বুল হলে দেখিয়ে দিবেন আমি ঠিক করার চেষ্টা করবো কিন্তুু খারপ ভাবে কেও কথা বলবেন না )


গল্পের নাম ঃ #বস্তির_ছেলে_যখন_মাফিয়া_কিং

...........................................

লেখক ঃ রবিন রাব্বি 

----------------------

পার্ট ঃ ৪

...............

এটা বলে কল কেটে দিয়ে ওঠে গেলাম ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে বের হলাম তারপর একটু চাদে গেলাম সেখানে কিছু সময় কাঠিয়ে নিচে নেমে একটু (F B) চালাই, কিছু সময় পর রাত হয়ে আসে আমিও বের হয়ে পরি রকি আর মুনাপ কে আনতে 


সেখানে যেয়ে দেখি ওরা এখনো আসে না, তাই আমি তাদের কে কল দিলাম কল দেওয়ার সাথে সাথে কল দরে বলে 


রকি : ভাই কোনো সমস্যা হইছে নাকি 


আমি : না, তোরা এখন কই আচছ 


রকি : ভাই আর দশ মিনিট সময় লাগবে, আপনি কি এসে গেছেন নাকি


আমি : আমি এসে পরছি তোরা আয় আগে 


রকি : ওকে ভাই আসতে ছি, 


কল কেটে দিলাম কিছু সময় পর দেখতে পেলাম রকি আর মুনাপ আসতে ছে, তাই আমি ও বসা থেকে উঠে দারালাম, ওরা আমার কাছে আসতেই আমি জিজ্ঞেস করলাম 

আমি : এখানে আসতে কোনো সমস্যা হইছে নাকি 


মুনাপ : না ভাই কোনো সমস্যা হয় না 


আমি : আচ্ছা তাহলে আয় আমার সাথে 


আমি হাটতে ছি ওরাও আমার সাথে আসতে ছে, একটু সামনে যেয়ে আমার বাইক টা নিলাম, তার পর ওদের কে নিয়ে বাসায় আসলাম বাসায় ডুকে ওদের কে ফ্রেশ হওয়ার জন্য পাঠিয়ে দিয়ে আমি অনলাইন থেকে খাবার  অডার করলাম কিছু সময় পর খাবার দিয়ে গেলো,


আমি রকি আর মুনাপ কে এক রুমে দিলাম থাকার জন্য  তাই ওই রুমে গেলাম যেয়ে দেখি তারা মোবাইল টিপতেছে 


আমি : কিরে আসা যাবে নাকি 


মুনাপ : ভাই এটা কি বলেন আপনি আসবেন এখানে বলার কি আছে 


আমি : এখন বল তোরা কেমন আচছ 


রকি : ভাই আমরা ভালো আছি, আপনি কেমন আছেন


আমি : হুম ভালো, তোদের কে কি কারণে এখানে আনা হয়েছে তা তো যানছ নাকি 


রকি : হুম ভাই যানি, কিন্তুু আমরা ওদের দলে ডুকবো কি ভাবে 


আমি : সেটা তোদের ভাবতে হবে না ওটা আমি আগে ঠিক করে নিচি


মুনাপ : ভাই এতো কিছুর কি দরকার আপনি একবার বলে দেখেন ওই এম পি এর লাশ রাস্তায় পেলে দিবো 😡😡


আমি : তা আমি ছাইলেই পারবো কিন্তুু আমি তাকে এতো সহযে মারবো না তাকে আমি আরো কিছু দেখিয়ে মারবো 🤬🤬 ওই এম পি আমাকে এতিম করে ছে আর আমি তাকে এভাবে ছেরে দিবো তা তো হয় না ওকে আমি তিলে তিলে মারতে ছাই ( আপনারা হয়তো কিছু বুঝতে পারেন না, সব বুঝতে পারবেন গল্পের সাথে থাকলে) 


রকি : ভাই আপনি যেমন টা ছান তেমন ওই হবে 


আমি : আচ্ছা, এখন আয় খাবার খেয়ে নে


তারপর আমরা খাবার খেয়ে নিলাম, খাবার খেয়ে রকি আর মুনাপ কে তাদের রুমে পাঠিয়ে দিলাম আর আমি আমার রুমে এসে মোবাইল টা নিয়ে সানজিদা কে কল দিবো ভাবছি কিন্তুু তার মোবাইল নাম্বার আমার কাছে নেই তাই আর কল দিলাম না, সানজিদার ভাই এর কাছ থেকে নেওয়া যেতো কিন্তুু নেই না কেনো যানি, 


তার পর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আমি কি থেকে কি হয়ে গেলাম, আগে আমার একটা ছোট পরিবার ছিলো কিন্তুু এখন নেই, এসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে গেলাম, সকাল বেলা রকির ডাকে ঘুম থেকে উঠে পরি তার পর ফ্রেশ হতে ছলে যাই, ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি রকি ডাকতে ছে তাই গেলাম সেখানে গিয়ে বলি, 


আমি : কি হইছে এভাবে ডাকছ কেন 


রকি : কিছু না এখানে বসেন নাস্তা করবো এক সাথে 


আমি : নাস্তা কই থেকে আনলি তোরা


মুনাপ : ভাই বাইরে থেকে এনেছি এখন আসেন তো খুব খিদে পেয়ে ছে 


আমি : আমার ও একই অবস্থা 


তার পর নাস্তা করে কলেজে এসে পরছি আর রকি ও মুনাপ কে বলেছি বাসায় থাকতে কিছু দরকার হলে বাহিরে আসতে আর নাহলে যেনো না আসে বাহিরে


আমি কলেজে এসে সানজিদা কে খোজতে লাগলাম তাকে কথাও না পেয়ে ক্লাসে গেলাম সেখানে গিয়ে দেখি সানজিদা চুপ করে বসে আছে আমি গেলাম কাছে গিয়ে বলি


আমি : তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সারা কলেজ খোজতে খোজতে শেষ 


সানজিদা : আমাকে খোজার কি আছে সুনি


আমি : কিছু না এমনি আচ্ছা বাহিরে ছলো 


সানজিদা : হুম ছলো 


আমি আর সানজিদা বাহিরে এসে দেখি আমাদের বন্ধু শিহাব, রাকিব আর রাজ দারিয়ে আছে আমরাও গেলাম ওখানে গিয়ে সবাই মিলে আড্ডা দিয়ে ক্লাস করতে যাই, ক্লাস শেষ করে বারিতে যাবো সবাই তাই আমি ও বের হয়ে আসি সানজিদা সহ, 


তার পর সানজিদার সাথে কিছু কথা বলি, আর সানজিদার মোবাইল নাম্বার নেই আমি, এখন ভাড়ি যাবো তাই আমি বাইক আনতে যাই বাইক নিয়ে বের হবো তখন দেখি সানজিদা মন খারাপ করে দারিয়ে আছে তাই জিজ্ঞেস করলাম 


আমি : কি হইছে এভাবে আছো কেনো 


সানজিদা : ভাইয়া বলছে কেনো যানি আজকে আসতে পারবে না, বলে তার নাকি কি কাজ আছি আমি বাড়ি ছলে যেতাম বলছে, কিন্তুু আমার ভয় লাগতে ছে কি ভাবে যাবো 😔😔😔


আমি : ও এই কথা তাহলে ছলো তোমাকে নামিয়ে দিয়ে আসি 


সানজিদা : না থাক আমি যেতে পারবো 


আমি : বেশি কথা না বলে চুপ চাপ ওঠে বসো 


সানজিদা : হুম ওঠতে ছি


সানজিদার সাথে ছলতে কেনো যানি আমার খুব ভালো লাগে হতে পারে এটাই ভালোবাসা না না এই আমি কি ভাবি সানজিদা কোনো সময় আমার মতো ছেলে কে ভালোবাসবে না 


তার পর বাইক টা নিয়ে বরিয়ে গেলাম সানজিদা গো বাড়িতে গেয়ে তাকে নামিয়ে দিলাম সানজিদা নেমে আমাকে বলে তুমি আমার বাসা কি ভাবে ছিনো 


আমি : না এমনে ছিনি তোমার ভাই এক জন পুলিশ অফিসার আর তার ভাড়ি ছিনবো না তা কি করে হয় বলো ( আসলে আসার সময় সানজিদা আমাকে কোনো পথ দেখিয়ে দেয় নি আমি নিজে এসে পরছি তাই সানজিদা এটা বলেছে )


সানজিদা : ও ঠিক আছে তাহলে ছলো ভিতরে 


আমি : না আজকে থান আরেক দিন আসবো 


সানজিদা : না আসলে কি করার, ওকে তাহলে দেখে শুনে বাইক চালাবে 


আমি : আচ্ছা তাহলে এখন আমি আসি


এই বলে বাইক চালাইতে ছি হঠাৎ সামনে দেখি সানজিদার ভাই রায়হান রাফি রাস্তায় পরে আছে 


পরের পার্ট এর জন্য অপেক্ষা করুন

1 Comments

Post a Comment
Previous Post Next Post