
গল্প : পিচ্চি ছেলের প্রেমে যখন সিনিয়র ম্যাডাম
পর্ব : ৪
লেখক : নিরব আহমেদ কাওছার
............................................................................
.........................................................................
......................................................................
...................................................................
................................................................
.............................................................
.........................................................
.....................................................
..................................................
..............................................
..........................................
.......................................
....................................
................................
............................
.........................
.....................
...................
................
.............
..........
.......
....
..
.
তারপর ম্যাডাম এর সাথে চলে আসতে লাগলাম তখন আমি বললাম
> ম্যাডাম গতকাল বলেছিলেন চকলেট দিবেন সেটা কি আজ দিয়ে দিবেন নাকি ( আমি বললাম )
> হুম চলো ঘরে তোমার জন্য অনেক চকলেট রাখছি ( ম্যাডাম বললো )
> সত্যি বলছেন ম্যাডাম ( আমি খুশি হয়ে বললাম )
> হুম সত্যি চলো এখন ( ম্যাডাম বললো৷)
তারপর ম্যাডাম এর সাথে ঘরে চলে গেলাম যাওয়া মাএ দরজা বন্ধ করে দিলো।তখন আমি কিছুটা ভয় পেয়ে গেলাম তখন ভয়ে ভয়ে বললাম ।
> কি হলো ম্যাডাম দরজা বন্ধ করে দিলেন কেনো ( আমি বললাম )
> তোমায় চকলেট দিবো তাই ( ম্যাডাম বললো)
> চকলেট দিবেন তাহলে দরজা বন্ধ করেছে কেনো দরজা খুলে দিন ( আমি বললাম )
> এটা স্পেশাল চকলেট তাই দরজা লাগিয়েছি ( ম্যাডাম বললো)
> ম্যাডাম দরজা খুলে দিন নয়তো মানুষ খারাপ ভাববে ( আমি বললাম )
> আমার বাসায় কেউ নেই সমস্যা নাই ( ম্যাডাম বললো )
> তারপরও ম্যাডাম আপনি দরজা খুলে দিন আর বাসায় কেউ নেই যেহেতু তাহলে দরজা খুলে দিন আচ্ছা দাড়ান আমি খুলে দিচ্ছি ( আমি বললাম )
তারপর আমি দরজা খুলতে যাবো তখন ম্যাডাম আমার হাতে দরে একটা টান দিয়ে নিয়ে এসে বিছানায় ফেলে দিলো আর আমার বুকের উপর উঠে বসলো তখন ম্যাডাম বললো।
> তোমায় দরজা খুলতে কে বলছে আমি বলেছি দরজা বন্ধ থাক তোমায় এখন চকলেট দিবো কি খাবে না ( ম্যাডাম বললো৷)
এটা বলেই তখন ম্যাডাম তার মুখ আসতে আসতে আমার মুখের দিকে নিয়ে আসতে লাগলো তখন আমি বললাম ।
> কি করছেন ম্যাডাম আপনি আমার উপরে উঠেছেন কেন নামেন আর আপনার মুখ এদিকে নিয়ে আসছেন কেন প্লিজ সরে যান আমার উপর থেকে ( আমি বললাম )
> সরে যাওয়া জন্য তো আর তোমায় এই ঘরে নিয়ে আসিনি গো ( ম্যাডাম আদরের গলায় বললো )
তখন আমি অবাক হয়ে বললাম ।
> মানে কি বলতে চাইছেন ম্যাডাম আপনি ( আমি বললাম )
> তুমি এখনো বুজলে না তোমার ওই দুষ্ট ঠোঁটের লোভ সামলাতে পারছি না আমি তাই একটু । । আর কিছু বললো না এমন বাচ্চা ছেলের শিশু ঠোঁটের উপর জাপিয়ে পড়লো ১৫ মিনিট হয়ে গেছে তবুও ছাড়ার কোনো নাম নাই ।
> চকলেট এর লোভ দেখিয়ে সব ইজ্জত কেরে নিলো শয়তানটা আল্লাহ তোমার কাছে বিচার দেই এই শিশু ছেলেটাকে মিসা কথা কইয়া সব ইজ্জত কেরে নিছে এর বিচার তুমি কইরো ( মনে মনে বললাম )
হঠাত বাহির থেকে দরজা ধাক্কিয়ে আদিবা বলে উঠলো ।
> ম্যাডাম সব লেখা শেষ করেছি ( আদিবা বললো )
>................... ( ম্যাডাম চুপ করে কিস করেই যাচ্ছে )
তখন আদিবা আবার বললো ।
> ম্যাডাম আপনি কি শুনতে পেয়েছেন সব লিখা শেষ আমার ( আদিবা)
ম্যাডাম এর কোনো খেয়াল নেই সেই দিকে সে তার মতো করে কিস করেই যাচ্ছে আমি উঠতে ও পারছি না হাত দুইটি সে দরে রাখছে দিড়ে দিড়ে ম্যাডাম তার কনট্রোল হারিয়ে ফেলছে আর পাগলের মতো কিস করতে লাগলো এখন যদি কিছু একটা না করে আটকানো যায় তাহলে যে কোনো কিছু হয়ে যেতে পারে তখন আমি যোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আর বললাম
> ম্যাডাম আপনার ছাএী বাহিরে দাড়িয়ে ডাকছে যলদি যান ( আমি বললাম )
> থাকুক বাহিরে ছাএী আমার কিস করা আগে ছাএী পরে ( ম্যাডাম বললো )
> বাহিরে আমার বোন দাড়িয়ে আছে সরেন আমি যাবো আপনার ছাএী না থাকুক ( আমি বললাম )
এটা বলে উঠতে যাবো তখন ম্যাডাম আবার কিস করতে আসছিলো আমি সরিয়ে দিলাম ম্যাডাম কে তখন সে বললো৷
> কি হলো সরালে কেন আমায় দেখছো কিস করবো এখন । এদিকে আসো কিস করবো এখন আমি আমার কিস করা শেষ হয়নি ( ম্যাডাম বললো)
কিছু বলার সাহস নাই এই মেয়েকে ভয় করে একেতো সিনিয়র তারপর আবার রাগি ভয় করে যদি কিছু বললে চড় মারে কিন্তু এখন কিছু বলতে হবে নয়তো হবে না আমায় ছাড়বে না তারপর এক কেজি সাহস নিয়ে তখন বললাম ।
> শয়তান মাইয়া চকলেট এর লোভ দেখাইয়া ইজ্জত নিছে মিসা কথা কইয়া গুলি কইরা মারমু এহন আরো কিস করবি তাই না আয় ( আমি একটু রাগি গলায় বললাম )
> ওই চুপ কর তর আজাইরা কথা ( ধমক দিয়ে বললো৷)
> দেখছেন এত বড় ঠেড দিলাম তবুও ভয় পেলো না উল্টো আমায় ঠেড দিছে ( মনে মনে বললাম )
তখন বাহির থেকে আদিবা বললো।
> ম্যাডাম কি হলো দরজা খুলে আসেন যলদি লেখা শেষ আর কতখন লাগবে চকলেট নামাতে ( আদিবা বললো৷)
> যাও আজকের মতো ছেড়ে দিলাম গতকাল সব পুষিয়ে নিবো ( ম্যাডাম বললো৷)
> আজ গেলে গতকাল আমার নানা যদি এসে বলে ম্যাডাম এর বাসায় যা তর নানি সেখানে তবুও আসবো না শয়তান মাইয়া কোথাকার ( মনে মনে বললাম )
এই বলে ম্যাডাম উঠে চলে গেলো দরজার কাছে তারপর চলে গেলো ওই রুমে তারপর আমিও উঠে আয়নার সামনে গেলাম তাকিয়ে দেখি লিপস্টিক এর বন্যা বয়ে গেছে সারা মুখে খেতে চাইলাম চকলেট খাইয়েছে লিপস্টিক তারপর মুখটা ধুয়ে সোজা বাহিরে চলে এলাম কিছুখন পর ম্যাডাম এর সাথে বোন আসলো আর বললো৷।
> ভাইয়া তুমি এখানে আর আমরা দুজন সারা ঘর খুজে শেষ ( আদিবা বললো )
>............. ( চুপ করে চেয়ে আছি)
তখন বোন ম্যাডামকে বললো।
> ম্যাডাম চকলেট কোথায় বললেন ঘর থেকে নিয়ে আসবেন দিন এখন ( আদিবা বললো৷)
> চকলেট গুলো সব ইদুর কেটে ফেলছে উপরে রেখেছি তাই আগামীকাল আমি কলেজ থেকে আসার সময় নিয়ে আসবো ( ম্যাডাম বললো৷)
> আচ্ছা ঠিক আছে ম্যাডাম৷ ( আদিবা বললো৷)
> আর হ্যা তোমার ভাইয়াকে আগামীকাল কিন্তু নিয়ে আসবে ( ম্যাডাম বললো৷)
> ঠিক আছে ম্যাডাম ( আদিবা বললো ).
আমি কিছু বললাম না একেতো মিথ্যা কথা বলে চকলেট এর লোভ দেখিয়ে ইজ্জত কেরে নিছে তারপর আবার বলছে আগামীকাল আসবো হুম জিন্দিগি তামা তামা হইয়া গেলেও আসবো না তখন আদিবাকে নিয়ে চলে আসলাম আসার সময় একবার পিছনে তাকিয়েছি তখন ম্যাডাম তার ঠোঁটে কামর দিয়ে একটা কিস দেখালো তারপর মনে মনে কিছুখন বকা দিলাম তারপর চলে আসলাম বাসায় এসে দাঁত ব্রাশ করলাম আবার রাতে খেয়ে শুয়ে আছি তখন ফোনটা বেজে উঠলো তাকিয়ে দেখি অপরিচিত নাম্বার তখন ফোন রিসিভ করে সালাম দিয়ে বললাম
> কে আপনি ( আমি বললাম )
> চিনে নাও পারলে ( মেয়েটি)
> আমি কি করে চিনবো পরিচয় দিন কে আপনি ( আমি বললাম )
> আমি তোমার হবু বউ বলছি ( মেয়েটি বললো )
> বুজেছি আপনার মাথার সব তার ছেড়া একটা ঠিক আছে সেটাও গেছে আনতাযে ফালতু কথা না বলে ঠিক পরিচয় দিন ( আমি বললাম )
> আমি সত্যি কথা বলছি তোমার বউ আমি ( মেয়েটি বললো)
> যাহহ দূরে গিয়ে মর শয়তান মাইয়া, ফাজিল মাইয়া, ( আমি রাগি গলায় বললাম )
তারপর ফোনটা কেটে দিলাম কিছুখন পর আবার কল আসলো কিন্তু ফোনটা রিসিভ করি নাই কিছুখন পর আবার কল দিলো তারপর রিসিভ করে বললাম ।
> আপনার ডায়াল করা নাম্বারটি এই মুহুর্তে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে আর সে এখনো সিঙ্গেল কোলবালিশ নিয়ে আছে তার বিয়ের বয়স হয়নি কোন শাশুড়ির কাছে তার বউ আছে সেটারও খোজ নেয়নি শিশু মানুষ ঠিকানা পেলে বলবো ফোনটা রাখুন এখন আমি ঘুমাবো ( আমি বললাম )
তারপর ফোনটা কেটে বন্ধ করে রাখলাম পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে আদিবাকে নিয়ে চলে আসলাম আদিবাকে তার ইস্কুলে দিয়ে আমি আসছিলাম তখন পিছন থেকে কেউ ডাকলো তাকিয়ে দেখি নিলা এটা আরেক পাগল কলেজে গেলে সারাক্ষণ পিছে পড়ে থাকে একি ক্লাসে পড়ি আর অনেক চকলেট দেয় তাই আমার চকলেট বেসি কিনতে হয় না তখন দৌড়ে সামনে এসে বললো৷।
> কেমন আছো তুমি তোমায় তো এখন ঠিক মতো কলেজে পাওয়া যায় না কোথায় থাকো তুমি বলতো ( নিলা বললো৷)
> ভালো লাগেনা কলেজে যে তাই বেশি যাই না ( আমি বললাম )
> চলো যেতে যেতে কথা বলি কলেজে নয়তো যেতে দেরি হবে ( নিলা বললো৷)
> আচ্ছা চলো৷ ( আমি বললাম )
তারপর আমার হাতটা ধরে যেতে লাগলো এটা নতুন না আমার সাথে থাকলে সে আমার হাত দরে থাকে তার নাকি ভালো লাগে তাই আমি কিছু বলিনি তখন হেটে হেটে যাচ্ছিলাম দুজনেই কথা বলে হেঁসে হেঁসে ঠিক তখনি পিছন থেকে ম্যাডাম এসে হাতটা দুজনের হাতটায় দরে ছাড়িয়ে দিলো আর রাগি গলায় বললো ।
বানান গুলো ভুল হলে ক্ষমা করে দিবেন।
সরি একটু লেট হলো গল্পটা দিতে তার জন্য ক্ষমা করে দিবেন সবাই প্লিজ প্লিজ প্লিজ এবার মতো ক্ষমা করে দিন আর লেট হবে না কথা দিলাম ।
কেমন হয়েছে গল্পটা কমেন্ট করে বলে দিন।
চলবে.......
Nc
ReplyDelete