গল্পঃআপুর_দুষ্টু_বান্ধবী পর্বঃ৮+ ৯

 

#গল্পঃআপুর_দুষ্টু_বান্ধবী


#লেখকঃRJ_Rafy


#পর্বঃ৮


—মিম আমাকে সব বলেছে তোদের ব্যাপারে!

(আম্মু)


—হুম।😔

(আমি মাথা নিচু করে) 


—মেয়েটা তোর সাথে একটু বেশিই দুষ্টুমি করে তাই বলে তুই ওকে ফিরিয়ে দিবি। তুই একবারও ভাবলি না? মেয়েটা যদি তোকে ভালোই না বাসে তাহলে তোর সাথে কেন এত দুষ্টুমি করতো, কেন সারাদিন তোর সাথে ঝগড়া নিয়ে পড়ে থাকতো, হুম!🤨

(আম্মু)


—কিরে এবার উত্তর দিচ্ছিস না যে?🙄

(নীলা আপু)


—কি বলবো!🙂

(আমি)


—তোর আর মিমের বিয়ের কথা?😍

(নীলা আপু মুসকি হেসে)


—মানে!😳

(আমি অবাক হয়ে)


—আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি মিমের সাথেই তোর বিয়ে হবে, আর তা আগামী সপ্তাহে।

(আম্মু)


—আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না?🥺

(আমি কাঁদোকাঁদো গলায়) 


—জ্বি নাহ্।

(নীলা আপু)


আমি মিম আপুর দিকে তাকিয়ে দেখি ওনি মিটিমিটি হাসতেছে!😁 তে এখনো হাসপাতালে বেডে শুই আছে আর এখনো তাহার দুষ্টুমির রোগ টা গেলে না।🙄


—এখানে তোদের দুজনের খাবার আছে, তোরা খেয়ে নিস।

(আন্টি)


—আর তোমরা?🙄

(আমি)


—আমরা বাসায় গিয়ে খেয়ে নেব।🤨

(আন্টি)


—তাহলে ওনার সাথে এখানে থাকবে কে?🙄

(আমি অবাক হয়ে)


—কেন তুই আছিস না!😍

(নীলা আপু)


নীলা আপুর কথা শুনে আমি ভেবাচেকা খেয়ে বসলাম, আপু বলে কি।🙄 ওরা ৩জন চলে গেল, আর বাকি রইলাম আমি আর মিম আপু!🙂


আমি ওনার দিকে তাকিয়ে দেখি ওনি মুসকি মুসকি হাসতেছে!😅 আর যা দেখে আমার প্রচুর রাগ হচ্ছিলো।😡


—এ-ই আমি খাবার খামু?😇

(মিম লজ্জা পেয়ে)


—তা খা না!😅

(আমি ভাব নিয়ে)


আমি না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলা তাই না, দেখো এবার আমি কি করি!🤨


—আমার তো হাতে ব্যান্ডেজ!😍

(মিম আমার দিকে তাকিয়ে) 


আমি ওর পাশে বসে টিপিন বাটি থেকে খাবার নিয়ে ওকে খাইয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। খাবার শেষে ও বলে উঠলো!😪


—বিয়ের পর থেকে কিন্তু আমাকে এভাবে খাইয়ে দিতে হবে!😌

(মিম লজ্জা মাখা মুখ নিয়ে)


—আমার ঠেকা লাগছে তো!😡

(আমি রেগে)


—আমি কিন্তু আন্টিকে বলে দিবো?🥺

(মিম কাঁদোকাঁদো গলায়) 


—কি বলবে!🙄

(আমি)


—এই যে তুমি আমার সাথে রেগে কথা বলতেছ তা।🤨

(মিম)


—এ-ই না!😳

(আমি ভয় পেয়ে)


আমার জন্য ওনি একবার সুইসাইড করছে আর ওখন যদি আবার আম্মু শুনে, ওর সাথে আমি রেগে কথা বলছি তাহলে তো হয়েই গেল!😅


—ভয় পেলে বুঝি?😁😁

(মিম হাসতে হাসতে) 


আমি আর হাসি দেখে অবাক হয়ে গেলাম, একটা মেয়ে এত সুন্দর করে হাসতে পারে। তা আমার জানা ছিল না!😍 যাই হোক আজকে দেখা হলো, হিহিহি!🙈


—ওই কি দেখো এমন করে?😇

(মিম লজ্জা মাখা মুখ নিয়ে) 


—তোমার হাসিটা কিন্তু হেব্বি কিউট।

(আমি)


—আর আমি!🙈

(মিম লজ্জা পেয়ে)


—একটা আস্ত পেত্নী।😂

(আমি হাসতে হাসতে) 


—কিইইইই?😡

(মিম রেগে)


—বলছিলাম, তুমি সুইসাইড করতে গেলে কেন!😁

(আমি মুসকি হেসে)।


—তোর জন্য।😔

(মিম কাঁদোকাঁদো গলায়) 


—যদি মরে যেতে তখন?🙄

(আমি ওর দিকে তাকিয়ে) 


—মরে গেলে মরে যেতাম, তাতে তোর কি!🥺

(মিম কাঁদোকাঁদো গলায়)


—নাহ্ মানে, আমি চল্লিশা খেতাম আর-কি।😁😁

(আমি মুখ টিপে হাসতে হাসতে) 


—তোকে তো আজ!😡😡

(মিম রেগেমেগে) 


—এ-ই ভুলেও আমাকে রাগ দেখাতে আসবে না,

তাহলে কিন্তু!

(আমি)


—তাহলে কি?🤨

(মিম আমার দিকে চেয়ে) 


—আমি বিয়ে করবো না!😎

(আমি ভাব নিয়ে)


—তারমানে এ বিয়েতে তোর মত আছে, হিহিহি। এই আমার না একটা কথা ভাবতেই হেব্বি হাসি পাচ্ছে, তুই আমার জামাই হবি, আর আমি তোর বউ। তখন কি মজা হবে তাই না রে, আমরা কিন্তু সারাদিন দুষ্টুমি করবো, আমি কিন্তু আগেই বলে দিলাম!😍

(মিম হাসতে হাসতে) 


হায় আল্লাহ এই আমি কোন পাগলের পাল্লায় পড়লাম, তেরে ঠান্ডা করতে গেলেই আমার মাথাটা হাই ভোল্টেজের মিতো গরম হয়ে যায়।😡


মিম আপু কি সারাদিন এই দুষ্টুমি গুলো নিয়েই পড়ে থাকে নি, আল্লাহ ই ভালো জানে!😅


—দ্যাট।😡

(আমি রেগে বললাম)


ওমা ওনি দেখি আমার দমক শুনে কেঁদে দিছে, অনেক বার বলছি কাঁদা থামাতে কিন্তু তার থামার কোনো নামগন্ধও নেই।😟 আমি কান ধরে মাপ চাইলাম নাহ্ ওনি এখনও কাঁদছে! এবার আমি বললাম,


—আমি মাপ চাইছি, প্লিজ কান্না থাকাও!🙁

(আমি ওর হাত ধরে)


—এভাবে হবে না। আমাকে একটা কিস করলেই আমি কান্না থামাবো!🥺

(মিম কাঁদতে কাঁদতে) 


আল্লাহ একথা শুনার আগে তুমি ক্যান আমারে উপরে উঠায় নাও নাই!🙂 অনেক চেষ্টা করলাম ওকে শান্ত করতে নাহ্ আর পারলাম। এবার আমি চোখ বন্ধ করে ছোট্ট করে ওর কপালে আদর করলাম!🙈 


আমি চোখ মেলে দেখি মিম আপু মিটিমিটি হাসতেছে!😅 কি বেয়াদপ মেয়েরে বাবা, আমার জন্মও আমি এমন মেয়ে দেখি নি।🙈


—এ-ই আপনি হাসতেছেন কেন?🤨

(আমি)


—তোকে বলা যাবে না!😍

(মিম মুখটা ভেংচি কেটে) 


—বলবে কি?🙄

(আমি)


—আগে বল তুই রাগ করবি না, তাহলেই বলমু।🤨

(মিম আমার দিকে তাকিয়ে) 


—হুম, বলো।🤗

(আমি)


—তোকে বললে তো আর তুই আমাকে কিস করতি না। তাই ওইসময় একটু নাটক করলাম, হিহিহি.....!!!😁


—বাহ্ অসাধারণ!🙂

(আমি অবাক হয়ে)


আমি চিৎকার করে কাঁদিতে চেয়েও পারিনা কাঁদিত!🙂 আল্লাহ তুমি মোরে এই কার পাল্লায় পালাইলা। তের মতো ফাজিল মাইয়া মুই আর কখনো দেখি নাই!🤗


মিম আপুর কথা শুনে আমি রেগে ওনার পাশ থেকে উঠে একটা চেয়ার বসে বসে ফোন টিপছি।😎 আর আড়চোখে তাকিয়ে দেখি ওনি মুখটা কালো করে শুয়ে আছে, ওনার এমন রিয়েকশন দেখে আমার হেব্বি হাসি পাচ্ছে!😁 অনেক কষ্ঠে নিজের হাসি নিজের মধ্যেই চেপে রাখলাম, কারণ বিশ্বাস নেই কখন কি হয়ে যায়।😅


—এ-ই আমি ঘুমামু!🤨

(মিম) 


—তো ঘুমান না।😅

(আমি ফোন টিপতে টিপতে) 


—দেখ, আমার কিন্তু এখন রাগ হচ্ছে?😡

(মিম রেগে)


—তো!🤨

(আমি একবার ওর দিকে চেয়ে আবার ফোনের দিকে মনোযোগ দিলাম)


—আমাকে একটু ঘুম পাড়িয়ে দে?😔

(মিম ছোট বাচ্চাদের মতো করে)


আমি এবার গিয়ে ওনার পাশে বসলাম, তারপর ওনার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। একটুপর দেখলাম ওনি ঘুমিয়ে গেছি! ঘুমের মাঝে ওনাকে একদম পরির মতো লাগছিল।😇 


মিম আপুর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ছি তা মনে নেই, যখন আমি চোখ মেলি তখন দেখি!😳 আমি বেডে শুয়ে আছি আর ওনি আমার বুকের উপর।🙈 এটা দেখে আমার বুকের হার্টবিট ধপধপ করে লাফাতে শুরু করলো!😍


#চলবে.................


গল্পের ভুলক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, গল্পটা কেমন হচ্ছে তা কমেন্টে জানাবেন!🌺


#গল্পঃআপুর_দুষ্টু_বান্ধবী 


#লেখকঃRJ_Rafy 


#পর্বঃ৯


মিম আপুর মুখের দিকে তাকাতেই আমি এক অদ্ভুত মায়ায় পড়ে গেলাম!😇 এমন মায়াবী চেয়ারা বুঝি কোনো মেয়ের হয়, তা আমার জানা ছিল না।🤨


আমি মিম আপুর দিকে যতবার তাকাচ্ছি ঠিক ততবারই আমার বুকের ধড়ফড়ানি বেড়ে যেতে লাগলো!🙈 


আমি খানিকক্ষণের জন্য চোখ দুটো বন্ধ কতে নিলাম, ওমা চোখ বন্ধ করতেই তার মায়াবী মুখখানির প্রতিচ্ছবি আমার চোখের সামনে বেয়ে আসছে...!!😳


নাহ্ এভাবে আর থাকা যাবে না, নাহলে কখন কি অঘটন ঘটে যায় বিশ্বাস নেই।🙈 আমি মিম আপুকে দুইবার ডাকলাম, কিন্তু তার সাড়াশব্দ নেই। কি করি এখন, হুম!🙄


আমি ওনাকে আমার থেকে হালকা ছাড়িয়ে নিতেই ওনি আমাকে আবারো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলেন?😍


—প্লিজ, রাফি আমাকে ছেড়ে যেও না।

আমি তোমাকে ছাড়া এক মূহুর্তও বেঁচে থাকতো পারবে না.....!!!

(মিম ঘুমের ঘোরে)


মিম আপুর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম, ঘুমের ঘোরেও আমার নাম। হায়রে...!!😇


হঠাৎ ওনি জেগে গেলান, আর আমার গালে, ঠোঁটে, কপালে পাগলের মতো কিস করতে লাগলেন.....!!!🙈🙈


—খুব ভালোবাসি তোকে, আমি তোকে আমায় ছেড়ে কোথাও যেতে দিবো না.....!!!🌺

(মিম আমার আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে) 


বুঝলাম, ওনি আমাকে নিয়ে বোধহয় খারাপ স্বপ্ন দেখেছে। তাই এরকম করতেছে,😊 তবে ওনার কিস এর কথা মনে পড়তেই আমার হেব্বি লজ্জা লাগছে, হিহিহি.....!!!😅


আমি ওনাকে আমার দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলাম।


—আরে কাঁদতেছেন কেন?🤨

(আমি)


—আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি।🥺🥺

(মিম আপু কাঁদতে কাঁদতে) 


—তা কি দেখছেন?😟

(আমি)


—দেখছি তুই আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছিস!🥺🥺

(মিম আপু কান্না করতে করতে) 


—আমি যদি তোমাকে ছেড়েই চলে যায়, তাহলে তুমি কার বুকে মাথা রেখে ঘুমাচ্ছিলে হুম...!!😁

(আমি মুসকি হেসে) 


—ওমা তাইতো!😍

(মিম আপু এক গাল হেসে) 


হঠাৎ ওনার কি মনে পড়তেই লজ্জায় আমার বুকে মাথা লুকালো!🙈 ওনার বোধহয় আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর কথা মনে পড়ছে আর এখনো, সেইজন্যই বোধহয় লজ্জা পাচ্ছে, হিহিহি.....!!!😅


আম্মুর কাছে আমার নামে বিচার দেওয়া তাইনা, দেখো এবার আমি কি করি?🤨 মিস মিম ওরপে আমার #আপুর_দুষ্টু_বান্ধবী বুঝলে, হিহিহি...!!!😅


—লজ্জা পেলেন বুঝি?😅

(আমি এক গাল হেসে)


ওমা মাইয়া দেহি আমার কথা শুনতেই আমাকে খামচে ধরলো!😌 


—আরো লাগছে তো?🙁

(আমি)


মিম আপু আমাকে খামচে ধরা মানে জোড়ে আমার বুকে চিমটি দেওয়া!🤨


—এটা আমাকে লজ্জা দেওয়া শাস্তি!

(মিম)


মিম আপু এখনো আমাকে জড়িয়ে ধরে আছে!🤗


—বাব বাহ, আপনার বুঝি লজ্জাও আছে?😁

(আমি মুসকি হেসে)


—এ-ই আমার লজ্জা থাকবে না কেন রে, হুম।😡

(মিম রেগে)


—নাহ্ মানে আপনি তো দুষ্টু, আমি শুনছিলাম দুষ্টু মেয়েদের নাকি লজ্জা সরম থাকে না!😎

(আমি)


—তুই ভুল শুনিছস।🤨

(মিম আপু)


—তাহলে সত্যিটা কি?😅

(আমি হাসতে হাসতে) 


—সত্যিটা হলো!😡

(মিম রেগেমেগে ওনাকে আমার থেকে ছাড়িয়ে)


মিম আপু রেগেমেগে আমার বুকে কিল-ঘুষি মারতে লাগলেন, আমি দিশ মিস না পেয়ে ওনাকে এক টানে আমার বুকে এনে ফেললাম!🙈


আমি ওনার দিকে তাকিয়ে দেখি ওনি মিটিমিটি হাসতেছে, আমি তাড়াতাড়ি আমার চোখ দুটো বন্ধ করে নিলাম!🙈


হঠাৎ অনুভব করলাম ওনি আমার থেকে ওনাকে ছাড়িয়ে নিলেন। আমি চোখ মেলে দেখি ওনি বাথরুমে ফ্রেস হতে চলে গেলেন!🤗


মিম আপু আসতেই আমি ফ্রেস হতে চলে গেলাম।🤗 আমি বাথরুম থেকে ফ্রেস হয়ে দেখি ওনি একা একা হাসতেছেন!😁 


আমাকে দেখতেই ওনি হাসি থামিয়ে দিলেন!🙄 একটুপর আম্মু, আন্টি আর নীলা আপু আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো!😍 আমি গফাগফ নাস্তা খেয়ে নিলাম।😅 আর মিম আপুও নাস্তা করে নিলেন।


আম্মু আর আন্টি ডাক্তারের সাথে কথা বলতে চলে গেলেন, আর রুমে আমি নীলা আর মিম আপু আছি। আমি চেয়ারে বসে ফেবু চালাচ্ছি আর তারা দুজন কি যেন বলতেছে আর দুজনে একত্রে হাসতেছে!😁😁


ওরা দুজনে আমার দিকে তাকিয়ে হাসতেছে, আর এদিকে ওদের হাসা দেখে আমার পেন্ট নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা!😅 আল্লাহ ই জানে, মিম আপু আবার ওইসব বলে দিলো না-কি।🙈 ওনি আবার যে পরিমাণ দুষ্টু, বলে দিলেও দিতে পারেন!😔


#চলবে............

Post a Comment (0)
Previous Post Next Post