#গল্পঃআপুর_দুষ্টু_বান্ধবী
#লেখকঃRJ_Rafy
#পর্বঃ১০
একটুপর আম্মু আর আন্টির সাথে ডাক্তার আসলো। ডাক্তার মিম আপুর চেকাপ করে বললেন,
—আপনাদের মেয়ে আল্লাহর রহমতে সুস্থ আছে, আপনারা চাইলে যেকোনো মূহুর্তেই ওনাকে নিয়ে যেতে পারেন!
(ডাক্তার এবলেই চলে গেল)
ঘন্টা দুয়েক পর হসপিটালের বিল মিটিয়ে মিম আপুকে নিয়ে আমরা সবাই বাসায় ফিরলাম।😪 বাসায় ফিরেই আমি গোসল করতে চলে গেলাম। সারাদিন শরিরের উপর ধকল গেছে তাই দুপুরে খাবার খেয়েই ঘুমিয়ে পড়লাম।🤗
বিকেলে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল! আমি ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে ভেসে আসতে লাগলো।
—আমার বাবুটা কি করে?
(মিম মিষ্টি কণ্ঠে)
—আম্মুর সাথে কথা বলে!😅
(আমি ঘুমের ঘোরে)
—কিইইইই,
তুই কি বললি!😡😡
(মিম রেগেমেগে)
ফোনের ওপাশ থেকে জোড়ে চিৎকার করে কথা বলার জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি!😁 আমি ফোনটা হাতে নিয়ে দেখি মিম আপুর কল, হায়রে আমি ঘুমের ঘোরে কি থেকে কি বলে ফেললাম।🙄
—হ্যালো!
(আমি)
—তুই একটু আগে কি বললি আরেকবার বলতো?🤨
(মিম রেগে)
—তখন তো ঘুমের ঘোরে বলছিলাম, তাই মনে নাই!😅
(আমি মুসকি হেসে)
আমারে ভূতে কিলাইছে তো আমি বলতাম, আমি বলি আর আপনি আমার হাত-পা ভেঙে হাসপাতালে পাঠান। সেটা কখনো ই না!🙂
—ওহ, ঘুমাচ্ছিল বুঝি।
(মিম)
যেভাবে বলতেছে মনে হয়, আমি আবার ঘুমিয়ে ওনাকে বুঝিয়ে দিতে হবে। যে আমি ঘুমাচ্ছিলাম!😅
—হুম।
(আমি)
—তা আমাকে দেখতে আসবি না?😇
(মিম মিষ্টি কণ্ঠে)
—আপনি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে দেখতে হবে!😜
(আমি এক গাল হেসে)
—আমি বাঘও না ভাল্লুকও না,
আমি তোর হবু বউ!😍
(মিম মুসকি হেসে)
—দূর।😡
(আমি রেগেমেগে কল কেঁটে দিলাম)
তারপর ফ্রেস হয়ে নিচে যেতেই আম্মু আমাকে ডাক দিলো!🙄 আমি আম্মুর কাছে যেতেই আম্মু।বলতে লাগলো।
—মিমদের বাসায় যাতো!
(আম্মু)
—কেন আম্মু।🙄
(আমি)
—মেয়েটাকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর আর একবারও দেখতে গেছিস!🤨
(আম্মু আমার দিকে তাকিয়ে)
—সকালেই তো দেখলাম, আর এখানে এত দেখাদেখি র কি আছে?🙄
(আমি আম্মুর পাশে বসে)
আমি আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু রাগে কটমট করতেছে, বিষয়টা সুবিধার না দেখে আমি তাড়াতাড়ি আম্মুর পাশ থেকে উঠে মিম আপুদের বাসায় চলে গেলাম!😅
আন্টির সাথে কিছুক্ষণ কথা বলে মিম আপুর রুমে গেলাম! গিয়ে দেখে ওনি মনমরা হয়ে বিছানায় বসে আছে।😔 আমাকে দেখতেই মিম আপুর মুখে হাসি ফুটলো, বুঝলাম কাহিনি টা!😍
—কিরে এখানে কখন আসলি।🤨
(মিম)
—এইতো এখন!
(আমি)
—বস এখানে।
(মিম)
আমিও লক্ষি ছেলের মতো মিম আপুর পাশে বসলাম।😎 আমি মিম আপুর ভালোর খবর জিজ্ঞেস করতেছি, হঠাৎই খেয়াল করলাম ওনি আমার হাত টা শক্ত করে জড়িয়ে ধরছেন!😍
—তুই মুখে যতই না বলিছ, আমি জানতাম আমাকে দেখতে তুই ঠিকিই আসবি!😌
(মিম লজ্জা মাখা মুখ নিয়ে)
—আমার ঠেকা লাগছে তো তোমারে দেখতে আসতে, আম্মুর দৌড়ানি খাওয়ার ভয়ে আসছি নাহলে ভুলেও আসতাম না।😏
(আমি ভাব নিয়ে)
—কিইইইই!😡
(মিম আপু আমার হাতে জোড়ে চিমটি দিয়ে)
একটুপর আন্টি আমার আর মিমের জন্য নাস্তা নিয়ে আসলেন!😍 আমি কোনোকিছু না ভেবেই পটাপট খাবার খেয়ে নিলাম। মিম আপুর দিকে তাকিয়ে দেখি ওনি মুখিটা গোমড়া করে আমার দিকে তাকিয়ে আছে!😅
ওনার এমন লুকে সত্যিই আমার হাসি পাচ্ছে,😁 যায় হোক আমি আন্টির থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলাম।🤗
রাত্তে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি তখনি মিম আপুর ফোন! ফোনটা রিসিভ করতেই,🤨
—কি করছ এখন?🤨
(মিম)
—শুয়ে আছি,
আপনি কি করেন?😏
(আমি)
—আমিও শুয়ে আছি।😍
(মিম)
—ওহ।
(আমি)
—তা রাতে খাইছেন কি?🤨
(মিম)
—হুম, আপনি!
(আমি)
—আমিও।
(মিম)
—আচ্ছা রাখি।🤗
(আমি)
—হুম রাখো, আর শুনো।
I Love You Too...!!!🌺
(মিম মিষ্টি কণ্ঠে)
😳😳😳😳
—এ-ই আমি আপনাকে কখন I Love You বললাম!😬
(আমি দাঁতে দাঁত চেপে)
—এইতো এখন!😍
(মিম মুসকি হেসে)
—হায় আল্লাহ, এই তুমি মোরে কার পাল্লায় পালাইলা।😔
(আমি)
—আমার।😁
(মিম হাসতে হাসতে)
ওর কথা শুনে আমি একবারে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, মাইয়া এসব বলে কি!😬 আমি রেগেমেগে ফোন রেখে দিলাম।😡
#চলবে.............
পরের পর্বেই এ গল্পের ইতি টানবো!🌺
#গল্পঃআপুর_দুষ্টু_বান্ধবী
#লেখকঃRJ_Rafy
#পর্বঃ১১(শেষ পর্ব)
সকালে ঘুম ভাঙতেই আমার বুকে ভারি কিছু অনুভব করলাম, চোখ মেলে দেখি মিম আপু আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে!😳
—আরে আপনি আমার রুমে কখন আসলেন?😟
(আমি মিম আপুকে হালকা ধাক্কা মেরে)
—এই দেখছিস না ঘুমাচ্ছি, ডিস্টাপ করছিস ক্যান!😡
(মিম রেগে)
—ভাল লাগছে আপু।😅
(আমি)
—তোকে তো।😡
(মিম আমার কান টা টেনে ধরে)
—আরে লাগছে তো ছাড়ুন।🥺
(আমি)
—হুম।
(মিম আমাকে ছেড়ে দিয়ে)
—আপনি আমার রুমে কেন?🤨
(আমি ওনাকে আমার থেকে ছাড়িয়ে)
—তোকে ডাকতে আসছিলাম আর এসে দেখি তুই ঘুমাচ্ছিস তাই আমিও তোর পাশে ঘুমিয়ে পড়লাম!😇
(মিম লজ্জা পেয়ে)
—আমার পাশে না আমার বুকে ঘুমিয়ে পড়ছেন!😅
(আমি আস্তে করে)
—কিছু বললি?🙄
(মিম)
—বলছিলাম আপনি যেভাবে ঘুমাচ্ছিলেন, আমার দেখে তো মনে হয় না আপনি এখন আসছেন। তা বাহিরের লোকজনকে কি বলবেন শুনি তো একটু!😡
(আমি রেগে)
—ওদেরকে বলবো, বিয়ের আগেই বাসর হয়ে গেছে!😁
(মিম আমার কানের সামনে এসে চুপিচুপি বললো)
—কিইইইই।😬😬
(আমি রেগেমেগে)
—যেটা শুনছিস সেটাই!😅
(মিম হাসতে হাসতে)
—আপনার কি একটুও লজ্জা সরম নেই, হ্যাঁ।😟
(আমি অবাক হয়ে)
—এত লজ্জা সরম পেয়ে কি হবে শুনি হুম, কয়দিন পর তো তুই ই আমার জামাই হবি তাইনা!😍
(মিম এক গাল হেসে)
—দ্যাট।😔
(আমি)
আমি বিছানা থেকে উঠে বাথরুমে ফ্রেস হতে চলে গেলাম।😪 আর এই মেয়েটা কে নিয়ে আর পারি না, কি দুষ্টু মেয়েরে একটু লজ্জাবোধ এটুকুও নেই।🙄 আল্লাহ ই জানে ভবিষ্যতে না জানি ওর জন্য আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়!😁
রুমে এসে রেডি হয়ে নিচে নেমে দেখি দুষ্টু রানিকে আমার আম্মাজান নিজ হাতে নাস্তা খাইয়ে দিচ্ছেন!😅
আমি নিচে নেমে চুপচাপ নাস্তা সেরে সোফায় বসে পড়লাম। মিম আপুকে দেখলাম আম্মুর সাথে কিচেনের দিকে গেল। আর নীলা আপু এসে আমার পাশে বসলো!🤗
—তা ভাইজান, আমার বান্ধবী আপনাকে বুঝি এতক্ষণ আদর করলো হ্যাঁ!😁
(নীলা আপু হাসতে হাসতে)
—মানে।😳
(আমি)
—নাহ্ মানে, মিমকে তো দেখলাম সেই সকাল বেলা তোর রুমে যেতে। তাই বললাম আর-কি?😅
(নীলা আপু মুখ টিপে হাসতেছে)
এই রে ক্যালো করেছে, এইবার আমি কি বলমু আপুকে!🙈
—গেছে তো কি হয়ছে!😡
(আমি রেগে)
—আরে রাগছিস ক্যান, আমি তো মজা করছিলাম!😁
(নীলা আপু আবারো হাসতে হাসতে)
—হু।
(আমি)
—এই শুন, মিমকে কিন্তু কখনো দুঃখ দিবি না। ওর মতো মেয়ে তোর কপালে জুটেছে এটা তোর ভাগ্যের ব্যাপার। জানিস, কলেজে কত ছেলে ওর পিছে পড়ে থাকে হ্যাঁ!🤨
(নীলা আপু)
—ভাসি খাবারে গন্ধ একটু বেশিই থাকে।😂
(আমি হাসতে হাসতে)
—কিইইইই!😡😡
(নীলা আপু রেগে)
—হুম।😜
(আমি)
—আমি কিন্তু একথা মিমকে বলে দিবো!😏
(নীলা আপু আমার দিকে তাকিয়ে)
—এই না।😳
(আমি ভয় পেয়ে)
—হা হা হা হা, ভয় পেলি বুঝি!😁😁
(নীলা আপু হাসতে হাসতে)
হাসো ভালো করো হাসো, দিন কিন্তু একদিন আমারো আসবে!🙂
—নীলা আমি এবার গেলাম।🤨
(মিম আপু নীলা আপুকে উদ্দেশ্য করে)
—হুম যা।
(নীলা আপু)
—আমি গেলাম কিন্তু।🤨
(মিম আপু)
—আচ্ছা বাবা যা।😊
(নীলা আপু)
—নীলা আমি কিন্তু এবার সত্যি গেলাম!😡
(মিম রেগেমেগে)
—ওই বদমাশ ও তোকে বলছে।🤨
(নীলা আপু আমাকে আস্তে করে)
হায় মোর খোদা আমাকে বললেই তো হতো!😬
—আচ্ছা যান।😎
(আমি)
—হুম।
(মিম মুসকি হেসে)
—দেখছিস এত মহব্বত, ভালোবাসা, হিহিহিহি...!!😅।(নীলা আপু)
—তোকে তো আজ।😬😬
(আমি)
আমি সোফার বালিস হাতে নিতেই আপু দৌড়ে আম্মুর কাছে পালিয়ে গেল!😁 দেখছেন আমায় কত ভয় পায়, হিহিহি!😜
৬ দিন পর, আজ আমার আর মিম আপুর বিয়ে!😅 বিয়েটা পারিবারিক ভাবেই হচ্ছে। দুপুরের দিকে আমরা মিম আপুদের বাসায় চলে গেলাম! খানিকক্ষণ পর কাজি এসে আমাদের বিয়েটা পরিয়ে দিলো।😍
রাত ১০টা আমি এখন বাসর ঘরের বাহিরে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকবো নাকি ঢুকবো না সেটা নিয়ে ভাবতেছি!🙄
—কিরে ভিতরে যেতে ভয় পাচ্ছিস বুঝি, হিহিহি...!!😅
(নীলা আপু আমার সামনে এসে)
—কই না তো।😟
(আমি ভয়ে ঢোক গিলে)
আমার বুকের ছাতি টা ৫৬ ইঞ্চি ফুলিয়ে দরজা ঠেলে ভিতরে গেলাম। দরজাটা লাগিয়ে আর এক কদম সামনে যেতেই আমার বুকের হাওয়া বেরিয়ে যেতে লাগলো!😁😁
আমি বিছানায় সামনে যেতেই মিম আপু এসে আমার পা দুটো ছুঁয়ে সালাম করলো!😍 তারপর আবার বিছানায় গিয়ে বসে পড়লো।
আমি কি করবো ভেবে কুল পাচ্ছি না, আমি গিয়ে বিছানার এক পাশে বসে পড়লাম।😏 আমাকে চুপ থাকতে দেখে মিম আপু বলে উঠলো!😪
—কিরে আমার ঘোমটা উঠা বিনা।😇
(মিম আঅউ লজ্জা পেয়ে)
ওমা তাইতো, আমি গিয়ে ঘোমটা টা উঠাতেই চমকে উঠলাম।😳 এই আমি কাকে দেখছি, আজকে যেন ওনাকে আরো সুন্দর লাগছে। আমি তো মিম আপুকে দেখেই ক্রাস খাইছি!😍
—আপু আজকে তোমাকে না সেই লাগতেছে!😍
(আমি মিম আপুর দিকে চেয়ে)
হঠাৎ খেয়াল করলাম, ওনার লজ্জা মাখা মুখখানি, রাগে পুরো মুখখানি লাল হয়ে গেছে!😟
—আমি তোর কি লাগি!😡
(মিম আমার সার্টের কলার টেনে ধরে)
—আপু মানে বউ, নাহ্ মানে আপু।😅
(আমি ভয় পেয়ে)
—নিজের বউকে আপু বলতে তোর লজ্জা করছেনা!😡
(মিম রেগে)
—একবারেই না, আমার মতো কয়জনেই বা পারে নিজের বউরে আপু বলে ডাকতে!😍
(আমি)
—কিইইইই।😡😡
(মিম রেগে)
—হুম গো।
(আমি মুসকি হেসে)
মিম আপু আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলো তারপর ওনি আমার উপর উঠে আমার সারা মুখে কিস করতে লাগলো!🙈🙈
—আর একবার যদি আমাকে বলিস না, তাহলে কি খবর করে ছেড়ে দিবো।🤨 এবার বলতো আমি তোর কি লাগি!😍
(মিম)
—বউ।🙈
(আমি)
—মনে থাকে যেন। আর এবার থেকে আমাকে কি বলে ডাকবি।🤨
(মিম)
—মিম।🙈
(আমি)
—হুম, মনে থাকে যেন।😏
(মিম আমার গাল টেনে)
—আপনি আমাকে তুই তুকারি করে বলছেন কেন, আমি আপনার স্বামী একটু তো রেস্পেক্ট দেন!😅
(আমি ভাব নিয়ে)
—ওলে আমার পিচ্চি জামাই রে, আহো তোমারে একটু আদর করি!😁😁
(মিম আমার গালে কিস দিয়ে)
ইশশরে কি লজ্জা!🙈🙈
—এই শুনো এখন থেকে কিন্তু প্রতিদিন আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে!😇
(মিম লজ্জা পেয়ে আমার বুকে মাথা রেখে)
—দুষ্টু মেয়ের যে এত রোমান্টিকতা আছে আগে তো কোনোদিন শুনিনি!😍
(আমি মুসকি হেসে)
—শুন নি তো কি হয়েছে, এখন তো শুনলা!😇
(মিম লজ্জা পেয়ে)
—ওমা তাইতো।🤗
(আমি)
মিম আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে, আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।😍 হঠাৎ ও বলে উঠলো?
—তোমার উপর আমার কিন্তু এখন সত্যি সত্যি রাগ হচ্ছে!😡
(মিম)
—কেন গো?😊
(আমি মিষ্টি সুরে)
—তুমি কিন্তু এখনো আমাকে আই লাভ উ বলোনি!😔
(মিম কাঁদোকাঁদো গলায়)
—আসলেই তো, আচ্ছা এবার বলছি।
এই যে শুনছেন, আদিবার আম্মু আমি কিন্তু আপনাকে ভিষণ ভালোবাসি!😅
(আমি মুসকি হেসে)
—আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আদিবা টা কে গো!🙄
(মিম)
—কেন, এটা আমাদের মেয়ের নাম।😍
(আমি এক গাল হেসে)
—তুমি কিন্তু!🙈
(মিম লজ্জা পেয়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো)
—আমি কি?🙄
(আমি)
—অনেক দুষ্টু।🙈
(মিম)
—এখনো তো কিছুই করলাম না।😁
(আমি হেসে)
—কি করবে শুনি!😟
(মিম ভয় পেয়ে)
—আদিবাকে আনার মিশন।🙂
(আমি)
—এই দেখো, খারাপ হয়ে যাবে কিন্তু।😟
(মিম ভয় পেয়ে)
তারপর আমি........!!!!!😍 জানতে হলো একটা ছেলে/মেয়ে কে বিয়ে করে নেন!😅
সকালে ঘুম থেকে উঠে দেখি মহারানী আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে!🌺 আমি ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম, তারপর ওকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়লাম।😍
গল্প এখানেই শেষ,❤️ আর এভাবেই চলছে আমার আর মিমের সংসার। আগে তো নীলা আপু আমাকে বাসায় জ্বালিয়ে মারতো, আর এখন দুজনেই!😅 যাই হোক নীলা #আপুর_দুষ্টু_বান্ধবী টা কিন্তু আমাকে খুব ভালোবাসে আর আমিও ওকে খুব ভালোবাসি। রাগ, অভিমান, ঝগড়া, ভালোবাসা, দুষ্টুমি সবকিছু মিলিয়েই চলছে আমার আর মিমের সংসার।😍
#সমাপ্ত❤️
ইশশরে গল্পে তো মিমের সাথে আমার ইয়ে হয়ে গেল!😅 বাস্তবে কবে হবে আল্লাহ ই জানে।🙄 এতদিন যারা আমার পাশে ছিলেন, তাদেরকে আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা।🌺
এরকম আরো রোমান্টিক গল্প পড়তে চাইলে আমার ওই আইডিটা ফলো করে পাশে থাকুন, নিচে আইডিটার লিংক দেওয়া আছে!❤️
আর হ্যাঁ, নতুন গল্প খুব শীগ্রই আসছে।
গল্পের নাম, নেতার রাগি মেয়ে যখন আমার প্রেমে😍