ক্লাসের একদম পেছনের বেঞ্চে বসে আছি। সামনে সকলে দাঁড়িয়ে আছে। বুজলাম স্যার ক্লাসে এসেছে। আমি আমার মনে মোবাইল চালাচ্ছি। হটাৎ একটা মেয়ে এসেই ঠাসসসসস ঠাসসসস করে মুখে দুইটা চর মারল। উফ একটু হলেই লেভেলটা কমপ্লিট করতে পারতাম। গেল মেজাজটা খারাপ হয়ে। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমায় চর মেরে যা তা বলে চলেছে। আমি এক ধ্যানে তার দিকে চেয়ে আছি। ক্লাসের সবাই অবাক। তার কারন আজ পর্যন্ত কোন স্যার বা ম্যাডাম আমার গায় হাত তোলে নি। আর কোথা থেকে একটা মেয়ে এসে আমাকে চর মারল। আমার কাছে তার কথা গুলো মধুর মতো লাগতেছে। আমি চুপ করে শুনে যাচ্ছি।
--- এই ছেলে আমার ক্লাস থেকে বের হয়ে যাও এখনি??(ম্যাডাম/মেয়েটি)
--- আমি চেয়ে আছি এক ধ্যানে।
--- ঠাসসসসসস কথা কানে যায় না নাকি?? বের হতে বলছি বের হও। আমার ক্লাস বখাটেদের জন্য নয়।(ম্যাডাম)
ও এইবার বুজলাম এ কোন মেয়ে নয়। এ আমাদের নতুন ইংরেজি ম্যাডাম। ধুর শেষমেশ কিনা ম্যাডামের উপরে ক্রাশ খাইলাম।
আমার কান ধরে ম্যাডাম ক্লাসের বাইরে বের করে দিলেন। আমি কিছু বললাম না। তার হাতের ছোয়া যেন আমায় পাগল করে দিচ্ছে। ক্লাসের বাইরে এসে আমার সামনে আমার মোবাইলটা আছার মেরে ভেঙে ফেলল। আর বলল---
--- ফির যদি কোন সময় আমার ক্লাসে মোবাইল দেখি তাহলে তোমার খবর আছে??(ম্যাডাম)
--- জী ম্যাডাম। (কিছু বললাম না হলে কেননা ভাবল আমি বোবা😁)
--- বেয়াদব ছেলে কোথাকার। (বলে ম্যাডাম ক্লাসে চলে গেল।)
আমি বোকার ময়ে দাঁড়িয়ে আছি। ম্যাডামের তেজ আছে। তবে দেখতে কিন্তু জোশ। প্রেম করলে এই ম্যাডামের সাথেই করব চ্যালেঞ্জ। মনে মনে বলতেছি।
--- কিরে তুই এখানে দাঁড়িয়ে কি বিরবির করিস??(রাসেল)
বুজতে পারলাম আমার মতো রাসেলকে ও বের করে দিছে। বললেই হল আমার দোস্ত বলে কথা।
--- দোস্ত আই এম ইন লাভ।
--- omg শেষ মেশ এই ম্যাডামের উপরে। ও ভাই মারো মুঝে মারো😂😂(রাসেল)
--- ওই আমি মজা করতেছি না। সিরিয়াস।
--- হুম তাইতো ভাবি। তোকে চর দিল আর তুই কিছু বললি না কেন???(রাসেল)
--- হুম। এই চল নতুন ফোন কিনতে হবে আবার।
--- এটাও গেলো???(অবাক হয়ে)
--- হুম ম্যাডাম আছার দিছে।
--- হাহাহাহা(রাসেল)
--- চল দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না।
--- হুম যাবো তবে হিমু কে নিবি না???(রাসেল)
--- উফ মনেই ছিল না।
--- ম্যাডাম একটা কথা ছিল???
--- [আমার সামনে]এসে কি কথা???(ম্যাডাম)
--- ম্যাডাম হিমুকে খুব দরকার ওকে যেতে দিন প্লিজ??
--- কেন?? আমার ক্লাস না করে কাউকে আমি বাইরে যেতে দিব না।(ম্যাডাম)
--- [ফাও প্যাচাল পরে লাভ নেই, বরং একটা ফাপর দেই] ম্যাডাম হিমুর বাবা হার্ট অ্যাটাক করছে। ওকে যেতে দিন। (কিছুটা মন খারাপ করে)
--- ও ওও আগে বলবে না। এই হিমু কে?? তুমি যেতে পার।(ম্যাডাম)
--- ধন্যবাদ ম্যাডাম আসি বায়।
আর এক মুহুর্তও না দারিয়ে দিলাম দৌড়।
ম্যাডাম অবাক তাই ক্লাসের একটা মেয়েকে জিজ্ঞেস করল
--- এই ছেলে ওমন ভাবে পালালো কেন??(ম্যাডাম)
--- ম্যাম আসলে হিমুর তো বাবাই নেই।(আমাদের ক্লাসের এক মেয়ে)
--- কিহ?? আমাকে এত বর মিথ্যা কথা বলা। কালকে দেখাবো এর মজা।(ম্যাডাম রেগে)
--- সবাই হেসে দিল।
--- একদম চুপ। (ম্যাডাম রেগে)
রাসেল আর হিমু তো হাসতে হাসতে শেষ।
--- দোস্ত তোর মাথায় এই সব প্লান আসে কিভাবে বল তো?? (রাসেল)
--- আরে ব্যাডা কার ছেলে দেখতে হবে না??
--- দোস্ত সব সময় আমার আব্বুকে নিয়ে মজা করিস কেন??(হিমু)
--- শোন ম্যাডামকে ওটা না বললে আসতে দিত না তাই বললাম। সরি।
--- হুম ঠিক আছে।(হিমু)
--- আরে এইসব বাদ দে। হিমু মামা তুই কি জানিস আমাদের শ্রাবন ম্যাডামের উপরে ক্রাশ। (রাসেল)
--- হোহোহোহো।(হিমু)
--- এই তোরা মজা বাদ দে।
এরপর মার্কেটে গিয়ে একটা ফোন কিনে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসার দিকে রওনা দিলাম।
ওহ শিট আপনাদের তো আমার পরিচয়ই দেওয়া হলো না।
আমি শ্রাবন। পরিবারে আমি আম্মু,আব্বু,আর আমার থেকে কিছুটা ছোট একটা বোন। আব্বু আমার ইউনিভার্সিটির প্রিন্সিপাল 😎। তাই আমি এত লাফালাফি করি😁। আমি এইবার অনার্স সেকেন্ড ইয়ারের অনিয়মিত ছাত্র। আর রাসেল,হিমু প্রানের দোস্ত। তা তো দেখলেনই। আমি আর রাসেল প্রায় একই রকম। কিন্তু হিমুর বাচ্চা খুব ভদ্র ছেলে।
আর কিছু কমু না। বাকি সব পরে জেনে যাবেন। এইরে বাসায় চলে এসেছি। পরে কথা বলবানি বায়।
বাসায় এসে কলিং বেল চাপ দিলাম।
আম্মু এসে দরজা খুলে দিল।
--- কিরে এত তাড়াতাড়ি আসলি কেন??(আম্মু)
--- ক্লাস শেষ তাই চলে এলাম।
--- মিথ্যা বলিস। এখন সবেমাত্র ১২ টা বাজে।আর তুই বলছিস ক্লাস শেষ। (আম্মু আমার কান ধরে)
--- আউচ,,,আম্মু ছেড়ে দাও লাগতেছে। আর মিথ্যা বলব না। প্রমিস।
--- এইবারের মতো ছেড়ে দিলাম।(আম্মু)
--- লাভ ইউ আম্মু। খুদা লাগছে কিছু খেতে দাও।
--- ফ্রেশ হয়ে আয় খেতে দিচ্ছি।(আম্মু)
--- ওকে আম্মু।
আমি রুমে এসে ফ্রেশ হতে গেলাম।
এসে নতুন ফোনটা সেট আপ করে নিলাম। এরই মধ্যে আম্মুর ডাক।
আমি নিচে গিয়ে খেতে বসলাম।
--- আম্মু জোশ হয়েছে খাবারটা।
--- আবার কিসের ধান্দা??? পাম দিতেছিস কেন??(আম্মু)
--- উফ সত্যি বললেও দোস। আর বলব না যাও।
--- আমিতো মজা করতেছি। (আম্মু)
--- হুহ।
আম্মুর সাথে মজা করে খেয়ে রুমে এসে শুয়ে পরলাম। কিছু সময় মোবাইল চালানোর পর ঘুম পাচ্ছিল তাই ঘুমানোর চেষ্টা করলাম। এবং শেষমেশ মিশন কম্লিট।
ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল।
দেখি শাওন ফোন দিছে।
--- কিরে হারামি কোথায় তুই???(শাওন)
--- মামা ঘুমাচ্ছি। গুড নাইট।
--- এই নাটক না করে মোরে আয়। কথা আছে।(শাওন)
--- উফ তুইও না শান্তিমত একদিনও ঘুমাতে দিবি না।
--- হিহিহিহিহি। রাখি তাড়াতাড়ি আসিস।(শাওন)
--- হুম।
ইস বিকাল হয়ে গেছে। আমার এই একটাই দোষ একবার ঘুম পরলে আর উঠতে মন চায় না।
ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হলাম।
দেখি আপুটা বসে বসে টিভি দেখতেছে আর একা একা হাসতেছে।
এইটাই আমার সহ্য হল না।
পিছনে গিয়ে দিলাম একটা চুল টানা আর বললাম এই পেতনি হাসিস কিল্লাই??
--- আম্মম্মম্মম্মু...... (জোরে চিল্লানি দিয়ে)
--- আমাকে আর পায় কে। দিলাম ভো এক দৌড়। এক দৌরে বাসার বাইরে।
মোরে এসে দেখি শাওন দোকানে চা খাচ্ছে।
--- কিরে মামা হবে নাকি???(শাওন)
--- হুম, মামা আমাকে এক কাপ দিন। আর শাওন তুই ডাকলি কেন বল??
--- ভাউ অনেল বড় খবর আছে।(শাওন)
--- কি বলবি বল???
--- ভাই আজ বিকালে ম্যাডামকে দেখলাম আমাদের এলাকায়।(শাওন)
--- তাতে কি???
--- সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ম্যাডাম আমাদের এলাকায় মাহাবুব চাচাদ বাসা ভাড়া নিয়েছে।(শাওন)
--- কস কি মামা??? তাইলে তো আমার লাইন ক্লিয়ার....
--- হুম তাইতো আমি বলি।(শাওন)
--- হুম,,,চল ঘুরে আসি।
--- হুম তা তো আমি জানতামই, তুই এইটা বলবিই। তাই আমি আগে থেকেই রেডি। (শাওন)
--- হুম এই না হলে আমার দোস্ত।
--- হুম চল।(শাওন)
--- তার আগে হিমুকে কল কর??
--- হুম। অইটাকে নিয়ে যেতেই হবে।(শাওন)
এরপর হিমুকে ফাপর দিয়ে বাসার বাইরে এনে দিলাম ম্যাডামের বাসার উদ্দেশ্যে রওনা।
--- মামা অই দেখ ম্যাডাম, বেলকনিতে বই পড়ে।(শাওন)
--- আহা কি চেহারা, আমার শোনা বউ।
--- আমি হালা দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ কর।(শাওন)
--- চল ম্যাডামের সাথে কথা বলি।
--- না না ভাই যাস না। যাম তোর উপরে খুব রেগে আছে।(হিমু)
--- কেন ভাই???
--- কেন মানে তুই আজ সকালে ম্যামকে যে ফাপর দিছিস ম্যাম সেটা জেন্ব গেছে।(হিমু)
--- কি করে??
--- রিমি বলে দিয়েছে।(হিমু)
--- ওরে হিমির বাচ্চা।
--- দোস্ত চল বাসায় যাই।(শাওন)
--- আর কি করব?? চল বাসায় যাই।
--- হুম।
এরপর সন্ধ্যার দিকে বাসায় এলাম।
বাসায় এসে পরলাম আরেক বিপদে....
[গল্পটা সম্পুর্ন কাল্পনিক। আর এই গল্পটা লিখেছি শুধুমাত্র আপনাদের আনন্দ দেবার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন]
#রাগী_ম্যাডাম🍂
#Part_1
#Writer_Srabon
#রাগী_ম্যাডাম 🍂
#Part_2
#Writer_Srabon
বাসায় এসে পরলাম আরেক বিপদে।
বাসায় এসে কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দেয়। আর মুখে একটা ভিলেন মার্কা হাসি। আমার কাছে বিষয়টা একটু খটকা লাগতেছে। ঘরের ভিতরে ঢুকেই দেখি আব্বু আমার সামনে।
আমি তো ভয়ে শেষ। আজ বুঝি আর রক্ষা হল না।
--- কিরে হারামজাদা কই ছিলি এতক্ষণ?? (আব্বু)
--- আব্বু বিকালে একটু হাটতে গেছিলাম।
--- বেশ ভালো। কলেজে আজ কি কান্ড করে এসেছিস???(আব্বু)
--- কই কিছু করি নাই তো..
--- তাহলে রফিক সাহেব(স্যার) যে বলল আজ নাকি তোকে ক্লাসের বাইরে দাড়িয়ে থাকতে দেখছে।(আব্বু)
--- (হালার ব্যাটারি, আব্বুকে সব বলে দিছে। যাক এখানে কিছু ফাপর দিয়ে দেই) ও ওইটা তো আমি ইচ্ছা করে দাড়িয়ে ছিলাম।
--- কেন??? (আব্বু)
--- আব্বু আসলে হয়েছে কি আজকে তো ম্যাডাম আমাদের প্রথম ক্লাস নিচ্ছিল। আর এদিকে কিছু বাজে ছেলে কথা বলতেছিল। তাই ম্যাডাম তাদেরকে বের করে দেয়।
--- ও তাদের মধ্যে তুই একজন???(আব্বু)
--- না না আব্বু। আমি না।
--- তাহলে তুই বাইরে ছিলি কেন??(আব্বু)
--- আসলে হয়েছে কি,ওই ছেলে গুলো বাইরে গিয়েও কথা বলতেছিল। আর তুমি তো জানোই আমি ভদ্র ছেলে। ম্যাডাম তাই আমাকে দেখতে পাঠিয়েছিল কে কে কথা বলে। তাদের নাম জেন আমি বলি।
--- সত্যি না মিথ্যা???(আব্বু)
--- সত্যি আব্বু।
--- হিহিহিহিহি। (আপু)
--- ওই চুপ।
--- এই তুই ওকে ঝারি দিস কেন??? (আব্বু)
--- হুহ।।।।
--- শ্রাবন তুই দাঁড়িয়ে থাকবি না পড়তেও যাবি???(আব্বু)
--- যাই আব্বু।
উফ বাচলাম। আর একটু হলেই ধরা খেয়ে যেতাম। বাচা গেল এই যাত্রায়। আর ফারজানা(আপু) পেত্নীর জন্য প্রায় ধরা খাইছিলাম। ব্যাটারিকে(রফিক স্যার) আমি পরে দেখে নিব।
পড়ার টেবিলের সামনে বসে মোবাইলটা বের করলাম। বই পড়তে ইচ্ছে করতেছে না। তাই একটু গেম খেলে নেই।
গেম খেলব কি?? এখন শুধু ম্যাডামের কথা মনে পড়তেছে। সত্যি কথা বলতে ম্যাডামকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে। এর আগে অনেক মেয়ে দেখছি কিন্তু ম্যাডামের মতো কাউকে দেখি নাই। ইস ম্যাডামের নামটাই তো জানি না। শাওনকে ফোন করে দেখি কি বলে।
--- হ্যালো মামা!(শাওন)
--- রাখ তোর মামা, আগে বল ম্যাডামের নাম কি??
--- এইরে আমি তো জানি না।(শাওন)
--- উফ তোর দারা কিছু হবে না।
--- তুইও তো জানো না। আমাকে দোস দিস কেন??(শাওন)
--- ওইসব বাদ দিয়ে বল, নাম জানা যায় কিভাবে???
--- কাল সকালে ভার্সিটিতে গিয়ে জেনে নিস।(শাওন)
--- না আমার এখনই দরকার। না হলে আজকে রাতে ঘুমাতে পারব না।
--- এ দোস্ত আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। (শাওন)
--- কি তাড়াতাড়ি বল।
--- হিমুকে ফোন করে জিজ্ঞেস কর। আমি শিওর ও জানে। কারন ও তো নিয়মিত ক্লাস করে, তাই ওর জানার কথা।(শাওন)
--- হ্যা ঠিক বলেছিস। রুখ ম্যা আভি হিমুকো ফোন লাগাতা হু [দারা আমি এখনি হিমুকে ফোন দিচ্ছি]
--- ওকে রাখ।(শাওন)
দেখি হিমুর বাচ্চা কি বলে। ফোন করি আগে।
--- হ্যালো দোস্ত
--- ওই তুই এখন ফোন দিছোস কেন?? আমি বই পড়ি।(হিমু)
--- আরে রেগে যাচ্ছিস কেন?? আমি খুব বড় বিপদে পড়েছি।
--- কি হয়েছে বল(হিমু)
--- দোস্ত আমাদের ইংরেজি ম্যাডামের নামটা যেন কি??
--- উফ তুই ও না। (হিমু)
--- প্লিজ ভাই বল না!!
--- পুরো নাম মনে নাই, আশিকের কাছে শুনেছিলাম রাইসা...(হিমু)
--- আহা কি সুন্দর নাম। উফ মাই লাভ...
--- এই তুই ফোন রাখ। (হিমু)
--- লাভ ইউ ভাই।।।।
--- হুহ।।।।(হিমু)
আহা কি সুন্দর নাম। দেখতে যেমন নামটাও ঠিক তেমনি সুন্দর। কিন্তু খুব রাগী। কিভাবে যে একে রাজি করাব কে জানে?? একদিকে আমার থেকে বড়, আবার সাথে রাগী। না, আমাকে কালকেই খোজ নিতে হবে ম্যাডাম রিলেশন করে নাকি?? যদি করে তাহলে তো আমি ছ্যাকা খেয়ে বাকা হয়ে যাব। শাওনকে নিয়ে কালই সব খোজ খবর নিতে হবে।
সামনে আবার পরিক্ষা, না একটু বই পরে নেই। পরিক্ষা খারাপ হলে আব্বু এবার আমাকে আস্ত রাখবে না। [পাঠক সাহেব আপনি আসতে পারেন, আমি বই পড়ি পরে কথা বলব😁]
একটু পড়ে নিলাম। বই পড়ব কি?? চোখের সামনে শুধু ম্যাডামকে দেখতেছি। আহা কি রুপ! কথা বলার কি স্টাইল! আমি মনে হয় পাগল হয়ে যাব। সত্যি কথা বলতে আমার আগে এমন অনুভুতি কখনো হয় নি। কি করব কিছু বুজতেছি না। কালকে ম্যাডাম.. না না আমার জনু কে আর ম্যাডাম বলব না, রাইসা বলব। রাইসার সম্পর্কে সব খোজ খবর নিয়ে পরের দিন প্রপোজ করব। দেখি কি বলে।
আর...
--- অই একা একা কি বলিস??(আপু)
--- [না একে কিছু বুজতে দেওয়া যাবে না। নাহলে সবাইকে বলে দিবে।]
--- কি হল কথা বলিস না কেন??(আপু)
--- পড়ালেখা নিয়ে ভাবতেছি আর একা একা কথা বলতেছি।
--- আমি তো কেমন জানি শুনলাম প্রপোজ করবি কাকে...(আপু)
--- এই তুই কি বলিস?? আর বড় ভাইকে কেউ এইসব বলে?? বেয়াদব। আর তোর আমার রুমে কাজ কি??
--- ইস বড় ভাই না ছাই😑। আমি কি আসতে চেয়েছি নাকি?? আম্মু পাঠালো তাই এলাম।(আপু)
--- কেন কি হয়েছে??
--- ভাত খেতে ডাকে। আমি যাই(আপু)
--- যা এখান থেকে পেত্নী
--- তুই....(আপু)
এরপর নিচে গিয়ে ভাত খেতে বসলাম।
টেবিলে গিয়ে দেখি আব্বু সহ সকলে আছে।
--- শ্রাবন এইবারের পরিক্ষা যদি খারাপ হয় তাহলে কিন্ত...(আব্বু)
--- আহ তুমি কি ছেলেটাকে খেতেও দিবে না?? সব সময় শুধু বকাবকি।(আম্মু)
--- [আমি একটু ইনোসেন্ট ভাব করলাম]
আব্বু চুপ করে আছে আম্মুর ঝারি খেয়ে। আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই না হলে আমার আম্মু। আমার কষ্টটা একমাত্র আম্মুই বুজল।
--- ভালো, ভালো ছেলেকে আদর দিয়ে বাদর বানাও।(আব্বুল
--- হুম আব্বু ঠিক বলছ।(আপু)
--- এই তুই চুপ কর।(আম্মু)
এরপর খেয়ে এসে বিছানায় শুয়ে পরলাম। কিছু সময় মোবাইল চালিয়ে রাইসার কথা ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম।
সকালে.....
চলবে...????
[ গল্পটা কেমন হচ্ছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন]
nc
ReplyDelete