লেখকঃ #Mahbub_Rohman_Shuvo
পর্বঃlast
৯ ম পর্বের পর থেকে।।।।
👇👇👇👇👇👇👇👇👇
বাবাঃ সেখানে রিমুর ছোট বোনকে বিয়ে দেওয়া হয় তাই সেখানে গুরতে যায়। প্রথমে যেতে মানা করে এরপর আমাদের জুরা জুরি তে যায়।
তার মানে আমি রিমুকে ভুল বুঝে কষ্ট দিয়েছি। এখন কি করি? যাই গিয়ে ওর রাগটা ভাঙাই।
এর পর আমি রিমুর কাছে গেলাম।
আমিঃ এহেম এহেম। আসতে পারি??
রিমুঃ কেনো আসবে ( কান্না করতে করতে)
আমিঃ আপনি কি খুব রেগে আছেন আমার উপরে??
রিমুঃ না কেনো রেগে থাকবো। ( কান্না করতে করতে)
আমিঃ আচ্ছা সরি।
রিমুঃ আপনি এখন সরি বলতাছেন কেন। ( কান্না করতে করতে)
আমিঃ আমার পাগলিটা যে আমার উপরে রাগ করে আছে তাই।
রিমুঃ আপনার পাগলি কি হুম। আপনি গিয়ে আপনার বউ এর কাছে যান।
আমিঃ আমার হবু বউ তো আপনি তো আপনার কাছেই তো আমি আসবো তাই না।
রিমুঃ না আসবেন না। আপনি ঐ মেয়েটার কাছে যান।
আমিঃ কোন মেয়েটা।
রিমুঃ তখন যাকে আপনার বউ বলছিলেন তার কাছে।
আমিঃ আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি।
রিমুঃ তো আমার কি??
আমিঃ বুজছি সোজা আঙুলে ঘি উঠবেনা দেখি একটু বাকিয়ে উঠে কি না । ( বির বির করে)
রিমুঃ কি বিরবির করতাছেন। যান এখন এখান থেকে। আমার,ভালো লাগতাছে না ।
আমিঃ তাই বুজি আচ্ছা যাচ্ছি। ভাবছিলাম আপনাকে বিয়ে করে আপনাদের দুই বোনকে একসাথে রাখবো কিন্তু আপনি তা চান না । ওকে মিম কিন্তু দেখতে সুন্দর আছে। টানা তিন বছর আমার সেবা করছে। সেও হয়তো আমাকে ভালোবাসে। তাকে যদি আমি বিয়ের প্রস্তাব দেই হয়তো সে না করবে না। তাহলে যাই আপনাকে তো পেলাম না আপনি তো আমাকে এখন সহ্যই করতে পারেনা।
রিমুঃ এই কুত্তা, বিলাই, হাঁস, মুরগি তুই কই যাইতাচছ। আর একপা যদি সামনে দেসতো তোর পা ভেঙে দিবো আমি। চুপচাপ এই খানে আয়।
আমিঃ পা ভাংবে কেনো???
রিমুঃ কচি খোকা কিচ্ছু বুজেনা । প্রেম করবা তুমি আমার সাথে। অপক্ষা করাইয়া রাগবা তুমি আমারে আর বিয়া করবা তুমি ঐ শাঁকচুন্নি টারে। অসম্ভব।
আমিঃ কেনো তাকে বিয়ে করলে কি হইবো? আপনি তো এখন আর আমাকে ভালোই বাসেন না।
এটা বলার দেরি রিমু আমাকে জরিয়ে ধরার দেরি করে নাই। রিমু সোজা এসে আমাকে জরিয়ে ধরে বলতে লাগলো।
রিমুঃ তোমরা কেন আমাকে এতো কষ্ট দেও। আমাকে কষ্ট দিতে কি তোদের ভালো লাগে। রাজ আমাকে ভালোবাসা শিখিয়ে অন্যকে বিয়ে করে নিলো। আর তখন তো আমি মরে যেতে চেয়েছি কেন বাচালি। আর বাচালি যখন আবার ভালো বাসে শিখাইলি বা কেন। তুই জানস তোর জন্য কত কান্না করছি আমি। তুই কি এটা বুঝাচ্ছো তোকে আমি কতটা ভালোবাসি। তুই কেন বুঝিস না তোকে ছাড়া আমি বাঁচতে পারব না। আমি মরে যাব। প্লিজ সুভ আমাকে ছেড়ে যেও না প্লিজ খুব ভালোবাসবো তোমায়।
আমি তাকে শক্ত করে জরিয়ে ধরে বললাম।
আমিঃ আমার পাগলিটাকে ছাড়া তার এই পাগলটাও তো প্রান হিন দেহের মতন।
রিমুঃ i love you shuvo, i relly relly love you. প্লিজ কখনো ছেরে যেওনা।
আমিঃ মরার আগ পর্যন্ত যাবো না ।
তখনি আমাদের শত্রু মানে আমাদের রোমান্সে বাধা দিতে প্রতি বারের মতন এইবারো চলে আসলো আমার জানু ওরপে ভাইয়ের বউ মানে আমার ভাবি।
ভাবিঃ এই যে দেবর জি এখন সব রোমান্স বাদ দেন। যা করার বিয়ের পরে করিয়েন।
আমি আর রিমু তো লজ্জায় লাল নীল হলুদ সবুজ বেগুনি হয়ে গেলাম।
ভাবিঃ আর লজ্জা পেতে হবে না নিজে চলুন। সবাই আপনাকে ডাকছে।
এরপর আমি রিমু আর ভাবি নিচে সবার কাছে গেলাম। তখন বাবা বলতে লাগলো।
আব্বুঃ শুভ তোর আর রিমু বিয়েটা পরের সপ্তাহে আমরা ঠিক করেছি। তুই কি বলিস।
আমিঃ তোমরা যা ভাল বুঝিস তাই হবে।
আব্বুঃ আচ্ছা ঠিক আছে।
।
।
।
।
।
।
।
।
আজ বিয়ের দিন। রিমুর শাড়ি একটা পিক দেখলাম সেখানে তাকে দেখতে অস্থির দেখা যাচ্ছিল। এরপর আমরা রিমুর বাড়িতে গেলাম।বিয়ের সকল কার্যক্রম শেষ হল। খুব ভালোভাবেই শেষ হলো।
রাত 11:50 বন্ধু-বান্ধবীরা বলছে ঘরে যেতে কিন্তু অজানা এক ভয় লাগছে। যার কারণে ঘরের ভিতরে ঢুকতে ভয় করতাছে। কি জানি কি হয় সে কথা ভাবতেই। অবশেষে সকল ভয়কে জয় করে আমি রুমের ভিতরে প্রবেশ করলাম। সেখানে দেখি রিমু ইয়া বড় এরটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে।
আমি রিমুকে উদ্দেশ্য একটা সালাম দিলাম।
আমিঃ আসসালামু আলাইকুম।
রিমু মাথা তুলে দেখে আমি এসেছি। তখন রিমু উঠে এসে আমার পায়ে ধরে সালাম করল। আমি মজা করে বললা।
আমিঃ দীর্ঘজীবী হও মা স্বামী-সংসার নিয়ে সুখে থাক। আর কখনো স্বামিকে কষ্ট দিবানা এবং স্বামির সকল কথা মেনে চলবা ।
রিমুঃ কিহহহহহ আমি তোর মা লাগি তাই না দেখাচ্ছি তোরে মজা।
এই বলে আমাকে খাটে ফেলে দিলো।
আমিঃ এই কি করছো কি চলো আগে গিয়ে ২ রাকাত নফল নামজ পরে নিই।
রিমুঃ হুম চলো।
এর পর আমরা নামাজ পরে আসলাম।
রিমু আমার বুকের উপর মাথা রেখে আছপ আর বলতাছে।
রিমুঃ প্লিজ শুভ কখনো ছেরে যেওনা আমায়।
আমিঃ হুম যাবো না ।
এই বলে আমরা হারিয়ে গেলাম ভালোবাসার অতল গভিরে।
সকালে রিমুর ডাকে ঘুম ভাংলো।
এরপরপ উঠে গিলাম আর রিমুকে পিছন থেকে করিয়ে ধরলাম।
রিমুঃ এই কি করছো।
আমিঃ কিছুনা তো।
রিমুঃ আচ্চা এখন গিয়ে গোসল করে এসো হুম যাচ্চি।
আরো ৫ বছর পর।
আব্বু আব্বু ঘুম থেকে উঠো আম্মু না আমাকে মালছে।
রাইসার ডাকে আমার ঘুম। হুম আপনার ঠিকি ধরেছে রাইসা আর কেও না সে হলো আমার কিউট,পিচ্চি মেয়ে আরেক জন ও আছে আর সে হলো রিহিকা। হ্যা আমাদের,টুইন বেবি হইছে।
আমিঃ তোমার আম্মু কেন তোমাকে মারছে।
রিহিকাঃ আব্বু ওনা চুলি করে চকলেট খাইছে তাি আম্মু ওলে মালছে। তুমিও মালো।
আমিঃ এই দিকে আসো রাইসা প্রিন্সেস। আমার কাছে এসো।
এরপর আইছে আমার কাছে আসলো। রাইস আমার কাছে আছে আমি তার দুই গালে দুইটা পাপ্পি দিয়ে রিহিকাকে বললাম ।
আমিঃ এবার খুশিতো রিহিকা মামুনি তাকে মেরেছি দেখে।
রিহিকাঃ বাবা তুমি পচা তুমি শুধু ওকে আদল কর আমাকে কলো না।
আমিঃ তাুই বুজি মামুনি তুমি ও এই দিকে আসো।
এরপর রিহিকাকেও দুটা পাপ্পি দিলাম।
এবার খুশিতো
রাইসা রিহিকাঃ হুম বাবা আমরা দুই জনেই খুশি।
এরপর রিমু আসলো। এখানে বাবা মেয়েরা মিলে কি করা হচ্ছে।
রাইসাঃ বাবা আম্মু এসেছে তাকেও একটু বকে দেও।
আমিঃ তাই নাকি হুম।
এরপর আমি রিমুকে কি যা করলাম তা
আর আপনাদের না জানলেও চলবে।
বাকিটা না হয় আমার মধ্যেই থাকুক। বুজেনই তো আপনারা। ব্যাক্তিগত বলতে কিছু আছেতো নাকি।
,,,,,,,,,,,,,,,,T,,,,,,,,,,h ,,,,,,,,,,e ,,,,,,,,,,E ,,,,,,,,,,n ,,,,,,,,,,d ,,,,,,,,,, ,,,,,,,,,
গল্পটা কেমন হলো প্লিজ জানাবেন। লিখতে না অন্তত একটা লাইক তো দিতে পারেন। প্লিজ একটা লাইক দেন তাহলে লিখার জন্য অনুপ্রেরনা পাই।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরের গল্পে।
সুন্দর লাগলো।। যদি আর একটু কিছু জোগ করতেন তাহলে আরো মোজা লাগোটতো
ReplyDeleteGood
ReplyDelete