গল্পঃ পিচ্চি মেয়েটি পর্বঃ ৬ লেখকঃ তাসরিফ আহমেদ নীল

 

গল্পঃ পিচ্চি মেয়েটি
পর্বঃ ৬
লেখকঃ তাসরিফ আহমেদ নীল

নীলার কথা শুনে ত নিধী লজ্জায় একবার শেষ।

বুঝেছি এখানে থাকলে মানসম্মান সব শেষ হবে
তাই কেটে পড়াই ভালো।

আমিঃ আমি গাড়িতে ওয়েট করছি তরা আসই। 

এই বলেই আমি রুম থেকে নিচে চলে আসলাম। 
তারপর আম্মুকে বলে আমি গাড়িতে গিয়ে ড্রাইভিং 
সিটে বসলাম। 

একটু পড়েই নিধী আর নীলা আসলো। 
ওরা দুজন এসেই পিছনে বসলো। 

আমিঃ আমাকে কি আপনাদের ড্রাইভার মনে হচ্ছে যে দুইজনি পিছনে বসলেন।

নীলাঃ নিধী তুই সামনে যা। 

নিধীঃ না তুই যা। 

আমিঃ নিধী সামনে আসো। 

তারপর নিধী সামনে এসে বসলো।

তারপর আমি গাড়ি ড্রাইভ করা শুরু করলাম। 

তখনি ফোনে একটা কল আসলো। 

আমিঃ নিধী ফোনটা রিসিভ করে আমার কানে দরো।

নিধীঃ হুম। 

তারপর আমার কানে ফোন টা দরলো। 
দেখি জয় ফোন করেছে। 

আমিঃ হ্যলো জয়। 

জয়ঃ কই তুই। 

আমিঃ তরা কোথায়। 

জয়ঃ আমরা কলেজে আসছি। 

আমিঃ আমিও আসতাছি। 

জয়ঃ আজকেই ভর্তি হবি। 

আমিঃ হুম। 

তারপর জয় কল টা কেটে দিলো। 

নীলাঃ ভাইয়া। 

আমিঃ হুম বল

নীলাঃ ফুসকা খাবো।

আমিঃ এখন না কলেজ থেকে ফিরার সময়। 

নীলাঃ এখন নিধী বললে না করতে পারতি। 

আমিঃ ইমোশনাল কথা বলে লাভ নেই। 
আমার তারাতারি কলেজে পৌছাতে হবে।

নীলাঃ ওকে। 

তারপর আমরা কলেজের সামনে চলে আসলাম। 

তারপর আমরা গাড়ি নিয়েই কলেজের ভিতরে ডুকলাম।  

নীলাঃ ভাইয়া ওই খানে গাড়িটা পার্ক কর।

আমিঃ আচ্ছা। 

তারপর গাড়িটা পার্ক করে আমরা গাড়ি থেকে
নামলাম।  

কলেজের অনেকেই আমাদের দিকে 
তাকিয়ে আছে।। 

নিধীঃ দেখ নীলা মেয়ে গুলো কি ভাবে তাকিয়ে আছে। 

নীলাঃ আমার ভাইয়া টা অনেক কিউট যে। 

নিধীঃ কিউট হলেই তাকাতে হবে নাকি। 
কি ফালতু মেয়ে গুলা। 

আমিঃ হয়ছে যাও ক্লাসে যাও তোমরা।

নিধীঃ আপনি কি করবেন?

আমিঃ পিন্সিপালের অফিসে যাবো।

নিধীঃ আমিও যাবো।  নীলা তুই ক্লাসে যা
আমি আসতাছি। 

নীলাঃ ওকে।

তারপর আমি আর নিধী পিন্সিপালের অফিসের
দিকে যেতে লাগলাম। 

আমিঃ কলেজ টা কিন্তুু অনেক সুন্দর। 

নিধীঃ হুম। 

তারপর আমাদের সামনে একটা মেয়ে এসে
দাড়ালো। 

মেয়েটি এসেই আমাকে বললো।

মেয়েটিঃ হাই আমি হিয়া। 

বলেই হাত এগিয়ে দিলো হ্যন্ড সেক করার জন্য। 
আমি হাত যেই মিলাতে যাবো তখনি নিধী মেয়েটার
সাথে হেন্ড সেক করলো।

হিয়াঃ এই মেয়ে এটা কি রকম অসভ্যতামি?

নিধীঃ অসভ্যতামির কি হলো আপু। 

হিয়াঃ আমি ওনার সাথে হেন্ড সেক করার জন্য 
হাত বাড়িয়েছি। 

নিধীঃ ওনার সাথে করা আমার সাথে করা একি কথা। তাই না নীল। 

আমিঃ হুম। 

হিয়াঃ আমি এখন যাচ্ছি পড়ে কথা হবে। 

তারপর মেয়েটি চলে গেলো।

নিধীঃ আপনি পড়ে এই মেয়েটির সাথে কথা 
বলবেন। 

আমিঃ নাহ কখনো না। 

নিধীঃ গুড বয়। 

আমিঃ হুম। 

তারপর আমি পিন্সিপালের রুমে চলে গেলাম নিধী বাহিরে দাড়িয়ে আছে। 

আমিঃ মে আই কাম ইন স্যার। 

পিন্সিপালঃ ইয়েস কাম। 

আমিঃ স্যার আমি নীল। 

পিন্সিপালঃ ওহ তুমিই নীল তোমার বাবার
সাথে আমার কথা হয়েছে। 

আমিঃ ওহ ওকে। 

তারপর স্যার একটা কাগজ বেড় করে দিলেন। 
আর বললেন এটাই একটা সাইন করতে। 
আমিও কাগজে সাইন করে দিলাম। 

তারপর আমি অফিস থেকে বাহির হয়ে আসলাম।
বাহিরে এসে দেখি নিধী এখনো দাড়িয়ে আছে। 

আমিঃ ক্লাসে যাও নি?

নিধীঃ আপনার জন্য দাড়িয়ে আছি। 

আমিঃ এখন ক্লাসে যাও। 

নিধীঃ আগে চলেন আমার সাথে। 

আমিঃ কোথায়? 

নিধীঃ আমার ফ্রেন্ডদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিবো। 

আমিঃ ওকে চলো। 

তারপর নিধী আমাকে নিয়ে কিছু মেয়ের কাছে গেলো। ওখানে নীলা ও আছে। 

তারপর নিধী সবাইকে বললো।

নিধীঃ এই যে এইটা তর হবু দুলাভাই 

আমিঃ হাই। 

নিধীর ফ্রেন্ডরাঃ হাই দুলাভাই। 

আমিঃ কেমন আছো তোমরা?

নিধীর ফ্রেন্ডরাঃ ভালো,,,আপনি?

আমিঃ ভালো। 

আমিঃ নিধী ক্লাসে যাও।

নিধীঃ ওকে। 

তারপর আমি ওখানে থেকে এসে রাজু কে
ফোন করলাম। 

আমিঃ হ্যলো রাজু কই তরা?

রাজুঃ আমরা কলেজ ক্যম্পাসে। 

আমিঃ ওকে আমি আসতাছি। 

তারপর আমি ফ্রেন্ডদের কাছে চলে গেলাম।

#চলবে
Post a Comment (0)
Previous Post Next Post