গল্পঃ সিনিয়র বস পার্ট ০৪ | Senior Boss Part 04

গল্পঃ সিনিয়র বস পার্ট ০৪ | Senior Boss Part 04

নাম: সিনিয়র বস
পার্ট: ৪
লেখক: Osman

__আমি মনি আপুর অফিসে গেলাম । দরজার সামনে দেখি সারা বসে আছে। আমাকে দেখেই তার মুখের রং পাল্টে গেলো। বুঝলাম আমার খবর আছে। আমি আস্তে আস্তে সারার সামনে গেলাম। আমাকে দেখে সারা বললো

সারা: কিরে আবার কি মনে করে?

আমি: ম্যাডামের সাথে একটু দেখা করবো। 

সারা: ম্যাডাম এখন রেস্ট নিচ্ছে । তাই আজকে কারো সাথে দেখা করবে না। 

আমি: কি করে উনি?

সারা: সেসব যেনে তর লাভ কি?

আমি: আপনি আমাকে তুই করে বলেন কেনো? 
আপনি আমাকে চিনেন।

সারা: ম্যাডাম বলে তাই আমিও বলি কি কোনো সমস্যা । 

আমি: না ।

সারা: আজ পর্যন্ত ম্যাডামকে দেখলাম না কারো কাছে রিকোয়েস্ট করতে । আজ তকে কিনা রিকোয়েস্ট করছে চাকরি না ছাড়তি। আর তুইতো চাকরি ছেড়ে দিয়েছত এখনো এখানে কি?

আমি: কোনো এক সমস্যার কারণে আমি চাকরিটা ছাড়তে পারছি না। 

সারা: তুই তো চাকরি থেকে বের হয়ে গেছত। সব যায়গা থেকে তর নাম কেঁটে দেওয়া হয়েছে। তকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তূই এখন আসতে পারস। 

আমি: না আমার আবার চাকরিটা দরকার। 

__মনটা খারাপ করে বললাম। সারাও খুব সুন্দরী । মনি আপুর চেয়ে কোনো দিক দিয়ে কম না। কিন্তু মনি আপুর তুলনায় কিছুই না। ছোট বেলা মনি আপুকে আমার খুব ভালো লাগতো। জানি না মনি আপুর বিয়ে হয়েছে কিনা বা কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। সেসব জেনেও আমার লাভ নেই। আমি আসছি এখানে টাকা উপার্জন করতে । প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। আর পাগল নাকি মনি আপু কোথায় আর আমি কোথায়। 

সারা: তরে কোনো ভাবেই চাকরি দেওয়া যাবেনা। 

আমি: আপু প্লিজ । একটা বার দেখা করতে দিন। 
আপনার পায়ে পড়ি। 

সারা: আচ্ছা বসের সাথে দেখা করলি। পরে যদি বস  তকে চাকরি না দেয়। 

__আমি টেনশনে পড়ে গেলাম কথা তো ঠিকই বললো । যদি চাকরি আবার না দেয় তাহলে বিপদে পড়ে যাবো। যদি সারাকে পটাতে পারি তাহলে হয়তো সারাও আমার পক্ষে একটু হেল্প করতে পারবে। 

আমি: তাহলে চলে যেতে হবে। 

সারা: মনে কর ম্যাডাম তকে চাকরি দিবে না । এখন তুই চলে যা। 

আমি: যদি আপনি আমাকে হেল্প করেন। তাহলে আপনাকে একটা গিফট দিবো। 

সারা: তুইকি আমাকে ঘুষ দিচ্চোছ। 

আমি: হুম। 

সারা: কি‌ দিবি শুনি। 

আমি: একটা লিপস্টিক। 

সারা: ওয়াট। ওয়া‌ন লিপস্টিক।  তুই যাবি এখান থেকে নাকি সিকিউরিটি ডাক দিবো। 

আমি: ভেবে দেখেন । আপনি না নিলে আমি ম্যাডামকে লিপস্টিক গিফট করবো। 

__ছোট বেলা একবার আমি মনি আপুকে লিপস্টিক গিফট করে ছিলাম। মনি আপু অনেক খুশি হয়েছিলো। 

সারা: সিকিউরিটি সিকিউরিটি। 

__সারা জুড়ে জুড়ে চিৎকার করে সিকিউরিটি ডাকছে। যার কারণে মনি আপু বাইরে বের হয়ে আসলো। বললো

মনি আপু: সারা  কি হয়েছে। চিৎকার করছত কেনো?

সারা: সরি ম্যাডাম। রাফিদ মনে হয় পাগল হয়ে গেছে। তার চাকরির জন্য আপনার‌ কাছে সুপারিশ করতাম। তার বিনিময়ে সে আমাকে একটা লিপস্টিক গিফট করবে। 

মনি আপু: সারা গিফটের জিনিস নিতে হয়। হোক সেটা লিপস্টিক। 

সারা: জী ম্যাডাম। আপনার সাথে রাফিদ দেখা করতে চাচ্ছে। 

মনি আপু: ১০ মিনিট পরে বল আসতে। 

সারা: জি ম্যাডাম। 

__মনি আপু চলে গেলো সারা বললো।

সারা: তুই কি ম্যাডামকে তাবিজ করছত। ম্যাডাম কারো সাথে এমন ব্যাবহার করেনি। সবার সাথে
সমান‌ ব্যাবহার করে । এমনকি আমাকেও একটু ছাড় দেয়নি। তর সাথে এতো ভালো আচরণ কিছুই বুঝলাম না।

আমি: ম্যাডাম যেহেতু ভালো ব্যাবহার করে তাহলে আপনিও ভালো ব্যাবহার করবেন।

সারা: করবো না। 

আমি: আপনি ম্যাডামের পি এস । পি এস এর মতো থাকবেন। 

সারা: আমি ম্যাডামের বডি গার্ড। ম্যাডামকে নিরাপত্তা  দেয়া আমার কাজ। এবং ম্যাডামের সকল
কাজে আমি পারদর্শী। 

আমি: বডিগার্ড বডিগার্ডের মতো থাকবেন। 

সারা: আমার হাতের এক চড় খেলে । সারাজীবন মনে থাকবে। দিবো একটা চড় ?

আমি: না থাক। আমি বরং ম্যাডামের‌ সাথে দেখা করে আসি। 

__আমি ম্যাডামের অফিসে ঢুকলাম। মনি আপু বললো।

মনি আপু: আবার কি প্রয়োজন?

আমি: ম্যাডাম আমার চাকরিটা প্রয়োজন। 

মনি আপু: কেনো? ঐখানে আর যাবি না। 

আমি: না । কারণ তারা ৬ লক্ষ্য টাকা ঘুষ চাচ্ছে। আমার আম্মু এক টাকাও ঘুষ দিবে না। 

মনি আপু: কিন্তু আমার এখানে তর‌ আবার ঢুকতে যে ৬ লক্ষ্য টাকা লাগবে। 

আমি: ম্যাডাম টাকা দিতে পারবোনা।
 
মনি আপু: তাহলে তুই আসতে পারস। 

আমি: ম্যাডাম জানি আমার ভুল হয়েছে। প্লিজ একটু দয়া করুন। ম্যাডাম আপনার পায়ে পড়ি । আমার মার অনেক শখ একটা চাকরি করবো । 

মনি আপু: দেখ তর কাজটা এতো গুরুত্বপূর্ণ না। তরে আর এখন প্রয়োজন নেই। 

__আমি বুঝতে পারছি মনি আপু রাগ করছে। যেভাবেই হোক রাগ ভাঙাতে হবে। কিন্তু কিভাবে ।

আমি: ম্যাডাম প্লিজ। আমার সাথে এরকম করবেন না। 

মনি আপু: ওকে তরে চাকরিটা দিলাম। আগে আমার থেকে তুই যেই সম্মানটা পেতি সেটা কি আর পাবি । তুই আমার কাছে সব সময় ‌অবহেলিত হয়ে থাকবি। তুই কি সেটা চাষ?

আমি: সমস্যা নেই। 

মনি আপু: আরেকটা জিনিস। তুই কোনো সময় বলতে পারবি না। আমি তকে চিনি। অথবা তুই আমাকে চিনস। 

আমি: ওকে। 

মনি আপু: তুই কোনো সময় আমার সামনে আসবি না। 

আমি: ওকে।

মনি আপু: এটাই তর লাস্ট চান্স। তর বিরুদ্ধে যদি কোনো কম্প্লেন আসে। তুই আমি বলার আগে চাকরি ছেড়ে দিবি। 

আমি: মানুষেরতো ভুল হতেই পারে। 

মনি আপু: না তুই কোনো ভুল করতে পারবি না। 

আমি: ওকে ম্যাডাম। 

__দেখি ম্যাডাম রাগান্বিত হয়ে কথা গুলো বলছে। 

মনি আপু: অফিসে কারো সাথে এক মিনিটের বেশি কথা বলতে পারবি না।

আমি: কেনো ম্যাডাম?

মনি আপু: আমি বলছি তাই। আর কোনো মেয়ের সাথেতো ভুলেও না প্রয়োজন ব্যাতিতো। 

আমি: না ম্যাডাম কথা বলার অধিকারটা অন্তত দেন। 

মনি আপু: বুঝছি তর চাকরি করার ইচ্ছা নেই। 

আমি: আছে ম্যাডাম। ম্যাডাম সারার সাথেও না।

মনি আপু: না করো সাথেই না। এমন ভাব ধরবি যেনো তুই কথা বলতে পারস না। ঐ দেখ একটা কাগজ প্রিন্ট হচ্ছে কাগজটা নিয়ে আয়। কাগজের উপর চোখ ভুলা আর সাক্ষর কর।

 __আমি কাগজের উপর চোখ ভুলালাম দেখি আপু যা বলছে তাই কাগজে লেখছে। আমি ভাবলাম এটা মেনে নেওয়া সম্ভব নয়। এমন শাস্তি জীবনেও শুনি নাই।  আমি বললাম

আমি: আপনি যেহেতু আমার প্রতিবেশী। তাহলে অন্তত আপনার সাথে কথা বলার অধিকার দেন।

মনি আপু: তুইতো আমার সামনে আসতে পারবি না। 
তুই যদি এই শর্তগুলোতে রাজী থাকস । তাহলে সাক্ষর কর। 

আমি: না ম্যাডাম আমি পারবো না। 

মনি আপু: ওকে সিকিউরিটি ডাকতাছি । তরে বের করে দিতো। 

আমি: আপু আপনার সাথে কথা বলার অধিকার দেন। 

মনি আপু: না।

আমি: একজনের সাথে কথা বলার অধিকার দেন। 

মনি আপু: না কারো সাথে না।

আমি: প্লিজ একজন এর সাথে ।‌

মনি আপু: ওকে সারার সাথে কথা বলতে পারস। 

আমি: ওকে। 

মনি আপু: এখন সাক্ষর দে। 

__আমি সাক্ষর দিয়ে কার্ড নিয়ে অফিসে চলে আসলাম। মনি আপু কাজটা করলো কি। মনে হয় রেগে এই কাজগুলো করছে । রাগ ভাঙালে ঠিক হয়ে যাবে। দেখি দুপুরের খাবার এর সময় হয়ে গেছে আমি কোম্পানি থেকে বের হয়ে । এক চায়ের দোকানে গিয়ে হালকা কিছু খেয়ে অফিসে চলে আসলাম। এসে বসে বসে ঘুমাচ্ছি । কারণ কোনো কাজ নেই। অফিস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে গোসল করলাম । 
রুমটা পরিস্কার করে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন অফিসে গেলাম। কিছুক্ষণ পর দেখি সারা কল দিলো । সারা বললো তার অফিসে যেতে । তার অফিসে গিয়ে দেখি পরির মতো সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। 
 
চলবে.....
Post a Comment (0)
Previous Post Next Post