#Maihara_Jahan
#part......................6
কিসের কষ্ট,,, আমরা দুজন কতো গেছি তোমার আফিসে তোমাকে বিরক্ত করতে, এখন না হয় আমি একা গিয়ে আয়ান কে বিরক্ত করে দিয়ে আসি।
মিসেস্ রোদেলা,,,,,,,,, আয় খেতে আয়।
আলো,,,,,,, হুমম
অফিসে,,,,,,,,,,,,
আলো গান গেয়ে গেয়ে আফিসের ভিতরে ডুকছে, যেই আয়ানের কেবিনে ডুকতে যাবে তখনি একটা মেয়ে আলোকে আটকায়৷
,,,,,,,, সরি আপনি ভিতরে যেতে পারবেন না।
আলো,,,,,,, কিন্তু কেনো।
,,,,,,, স্যার বলেছে এখন কাওকে ভিতরে ডুকতে না দিতে।
আলো,,,,,,,,,, তোমার স্যারের বস আমি, আমি গেলে কিছু হবে না৷
,,,,,,,,, সরি মেম আমি যাকে তাকে স্যারের কেবিনে যেতে দিতে পারবো না।
আলো,,,,,,,,, যাকে তাকে মানে,,, আপনি নতুন নাকি আমাকে চিনেন না। আমি আপনার স্যার এর বেস্ট ফ্রেন্ড, সরেন আমাকে যেতে দিন।
,,,,,,,,,,, সরি আগে স্যার এর পারমিশন নেওয়া লাগবে, আপনাকে দশ মিনিট অপেক্ষা করতে হবে।
আলো,,,,,,,,অপেক্ষা আর আমি হুহহ,,,আমরা তো রাগ হচ্ছে,,, আয়াননননন (জোরে)
আয়ান কেবিন থেকে বের হয়।
আয়ান,,,,,,,,,, আলো তুই অফিসে এসে চিৎকার করছিস কেনো।
আলো,,,,,,,,,, দেখনা আমি এই ফাইল দিতে এসেছিলাম, আর তোর এই এসিস্ট্যান্ট আমাকে ভিতরে আসতে দিচ্ছিলো না৷
আয়ান,,,,,,,,, রিনা তুমিও না কি মজা করছো আলোর সাথে৷
রিনা,,,,,,,,,, সরি সরি,, আসলে এতো দিন পর আলোর সাথে দেখা হলো তাই ভাবলাম একটু ফান করা যাক৷
আলো,,,,,,,,, কি হচ্ছে এই সব।
আয়ান,,,,,,,,,, আলো তুই একে চিন্তে পারছিস না, আরে এ আমার মামার মেয়ে রিনা, আমার কোম্পানিতে এসিস্ট্যান্ট এর জব নিয়েছে।
আলো,,,,,,,,,,, আরে হ্যাঁ, তোমাকে তো চিনায় যায় না৷ অনেক সুন্দর লাগছে তোমাকে৷
রিনা,,,,,,,,, ধন্যবাদ,,,, আংকেল ফোন করে বল দিয়েছিলো যে, তুমি ফাইল নিয়ে আসবে তাই আমিও প্লেন করে নিলাম।
আয়ান,,,,,,,, চলো ভিতরে বসে কথা বলি৷
তিন জন ভিতরে বসে কথা বলছে। রিনা বার বার হাসতে হাসতে আয়ানের কাঁধে হাত রাখছে, আর ছোটো বেলার কথা শুনাচ্ছে।
আলো,,,,,,,,, (এতো বড়ো হয়েছে তাও দেখো কিভাবে ঘেঁষে ঘেঁষে কথা বলছে, আর আয়ান শয়তান তো আমার কথা এতো মনোযোগ দিয়ে কখনো শুনে না হুহহ)
রিনা,,,,,,,,,,, আরে আলো তুমি চুপ করে আছো কেনো৷
আলো,,,,,,,,, (বলার সুযোগ দিলে তো বলবো) না এমনি তোমাদের কথা শুনছিলাম।
আয়ান,,,,,,,,,, আল্লাহ আলো তুই ঠিক আছিস তো।
আলো,,,,,,, হুমম,, আমার আবার কি হবে।
আয়ান,,,,,,, না, আজ তুই চুপচাপ কথা শুনছিস তাই বললাম।
আলো,,,,,,,, তুই কি মনে করিস আমি চুপ থাকতে পারি না৷
আয়ান,,,,,,,,, একদমি না।
আলো,,,,,,,,, শয়তান ( বলে মারা শুরু করে ফাইল দিয়ে )
আয়ান,,,,,,,,, আরে থাম থাম এতে এতো রাগার কি আছে।
আলো,,,,,,, জানি না কেনো আজ শুধু রাগ হচ্ছে।
আয়ান,,,,,,,,, কেনো আজ কি আবির ফোন করেনি নাকি, তাই মন খারাপ। ( মজা করে )
আলো,,,,,,,,, হ্যাঁ,, ঠিক আজ ও ফোন করেনি তাই হয়তো মন খারাপ।
আলোর উওর শুনে আয়ানের মনে ধাক্কা লাগে,,, ভিষণ রাগ হয় আয়ানের।
রিনা,,,,,,,,,, অনেক ভালোবাসো বুঝি আবিরকে।
আলো,,,,,,,, হুমম বাসিই তো, ভালো না ভাসলে কি আর প্রেম করতাম। ( বিরক্তি ভাব নিয়ে )
আলোর কথা শুনে আয়ানের প্রচুর রাগ হয়।
আয়ান,,,,,,,,,, রিনা তুমি বলেছিনা, কোথাও কফি খেতে যেতে, চলো আমি তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো আর আমরা কফি ও খাবো।
আলো,,,,,,,,,, চলো আমিও যাবো।
আয়ান,,,,,,,,, না,,, শুধু আমি আর রিনা যাবো। তুই তোর বয়ফ্রেন্ডকে ফোন কর সে তকে নিয়ে ঘুরাবে।
বলে আয়ান রিনার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে যায়, আর বাহিরে গিয়ে গাড়িতে বসায়৷ রাগে গাড়ি ড্রাইভ করতে থাকে৷
আলো এখনো ঐখানেই দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। কষ্ট হচ্ছে নাকি রাগ হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না, আয়ান তার সাথে এভাবে কখনো কথা বলেনি।
আলো অফিস থেকে বেরিয়ে যায়, রাস্তায় হাঁটতে থাকে, সামনে আবির আলোকে দেখে গাড়ি থামায়৷ আবির গাড়ি থেকে বেরিয়ে আসে।
আবির,,,,,,,,, আরে আলো তুমি, আমি তো তোমাদের বাসায় যাচ্ছিলাম।
আলো,,,,,,,,, ও ( মন খারাপ করে )
আবির,,,,,,,,,,, কি হলো বেবি, মন খারাপ কেনো তোমার, বলো আমাকে বলো।
আলো,,,,,,,,,,, জানো আজ আয়ান আমার সাথে কিভাবে আচরণ করছে।
আবির,,,,,,,,,,, কি করেছে আয়ান।
আলো আবিরকে সবটা বলে।
আলো,,,,,,,,, আয়ান আমার সামনে রিনার হাত ধরে নিয়ে গেছে, আমাকে না। ( চোখে পানি এনে )
,,,,,,,,,,,(এটাই সুযোগ) এজন্য কাঁদছ,,,,, আয়ান আসলে বিরক্ত হয়ে গেছে তোমার উপর।
,,,,,,,,, মানে।
,,,,,,,,, মানে, তুমি যে ওর উপর জোর খাটাও, ওকে বিরক্ত করো, ওর সাথে মজা করো, আয়ানের এই সব আর ভালো লাগছে না৷
আলো,,,,,,,, ওর ভালো না লাগলেও ওর সহ্য করতে হবে।
,,,,,,,,,,,, কেও যদি তার লাইফে কাওকে না চাই তাহলে ওর লাইফে জোর করে থাকাটা উচিত না।
,,,,,,,,,,, কি আবল তাবল বলছো, আয়ান আমাকে ওর লাইফে চাই না এটা হতেই পারে না।
,,,,,,,,,, ও তোমার কাজ কর্মে বিরক্ত হয়ে গেছে বুঝো না তুমি, মুক্তি চাই তোমার শয়তানি থেকে৷
,,,,,,,,,, কিহহহ ( এতো বিরক্ত করি আমি তোকে ) আমার বিশ্বাস হয় না।
,,,,,,, ঠিক আছে প্রমান করে দিচ্ছি।
,,,,,,,,, কিভাবে৷
,,,,,,,, আয়ান রিনাকে নিয়ে কোথায় গেছে।
,,,,,,,,,, কোথায় আর যাবে নিশ্চয়ই কাপেল কফি সপ এ যাবে।
,,,,,,,,,,,, তাহলে চলো, আমরাও যায়।
,,,,,,,,, না আমি যাবো না।
,,,,,,,,,,,, আরে চলো।
আবির আলোকে নিয়ে কফি সপ এ যায়। সেখানে আয়ান আর রিনা বসে আছে, রিনা বকবক করছে আর আয়ান অন্যমানুষ্যক হয়ে বসে আছে।
আলো আয়ান আর রিনাকে দেখে অন্য টেবিলে গিয়ে বসে, আয়ানের চোখ যায় আলোর দিকে,একটু খুশি হলেও আবিরকে দেখে তা রাগে পরিনত হয়। আয়ানের কানে শুধু "ভালো না বাসলে কি প্রেম করতাম" এ কথাই বাঝছে।
আয়ান রাগে আলো থেকে চোখ সরিয়ে নেয়।
আবির,,,,,,,,,, দেখো তোমাকে দেখে একটু ডাক ও দিচ্ছে না, এতে কি তুমি বুঝতে পারছো না৷ আমি জানি তোমার কষ্ট হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কথা। ( আলোর হাত ধরে )
এটা দেখে আয়ানের মাথা কাজ করছে না। আয়ান বসা থেকে উঠে দাঁড়ায়।
রিনা,,,,,,,,, কি হলো আয়ান।
আয়ান,,,,,,,, চলো উঠো আমার এখানে আর ভালো লাগছে না৷
রিনা,,,,,,,,,, কিন্তু
আয়ান,,,,,,,,, কোনো কিন্তু না।
বলে কফি সপ থেকে বেরিয়ে যায়, আয়ানের পিছন পিছন রিনাও যায়। আলো দেখে অভাক হয়ে যায়।
আলো,,,,,,, কি হয়েছে, আয়ানের।আমি গিয়ে দেখি।
আবির,,,,,,,, আলো তুমিও না, তুমাকে দেখেই তো আয়ান এখান থেকে চলে গেছে, আবার তুমি ফিরে যাবা৷
আলো,,,,,,,, ( আয়ান এতোটা বিরক্তিকর লাগে তোর আমাকে ) আবির আমি বাসায় যাবো।
আবির,,,,,,,,,,( এই সুযোগটা মিস করা যাবে না।)
,,,,,,,
রিনা,,,,,,,, আয়ান কোথায় যাচ্ছো।
আয়ান,,,,,,, আমার ভালো লাগছে না, অফিসে যাবো।
রাতে,,,,,,,,,,,,
আয়ান অফিসে বসে ভাবছে,,,
,,,,,,, সকালে একটু বেশিই করে ফেলেছি হয়তো, আলো ভিষণ অভিমানি মেয়ে, নিশ্চয়ই রাগ করে বসে আছে। যায় গিয়ে সরি বলি, না হলে দেখা যাবে আলো মুখ ফুলিয়ে না খেয়ে বসে আছে।
আয়ান বাসায় যায়, গিয়ে সবার আগে আলোর বাসায় যায়। গিয়ে দেখে আলো সারি পড়ে বসে আছে, আর আলোদের বাসায় মেহমান এসেছে৷ আয়ানের মা বাবা ও এখানে মন খারাপ করে বসে আছে।
মিসেস্ রোদেলা,,,,,,,, কিরে আয়ান তোকে কতো গুলো ফোন দিয়েছি ধরিস নি কেনো।
আলো,,,,,,,, মামনি তোমার ছেলে এখন অনেক বিজি।
আয়ান,,,,,,,, মা মোবাইল এ চার্জ ছিলো না। আন্টি এরা কারা৷
মিসেস রোজা,,,,,,,,, আয়ান এরা আবির এর মা বাবা,,,আর
আয়ান,,,,,,,,,, আর কি
মিসেস রোজা,,,,,,,,, এনারা আলোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে।
আয়ান যেনো আকাশ থেকে পড়লো৷
আয়ান,,,,,,,,, মানে,,,,, তোমরা কি বলেছো,,, আর আলো রাজি আছে নাকি।
মিসেস রোজা,,,,,,,,,,, আলো তো রাজি,,, আবির নাকি ওর বয়ফ্রেন্ড৷
আয়ান,,,,,,,,,, কিহহ আলো রাজি। এই বিয়ে হতে পারে না৷
আলো,,,,,,,, কেনো শুনি।
আয়ান,,,,,,,, কারন,, কারন হ্যাঁ কিছু দিন পর তোর পরীক্ষা।
আবির,,,,,,,,,, বিয়েটা পরীক্ষার পড়েই, এখন শুধু সব ঠিক করে রাখছি।
আয়ান,,,,,,,,,, আমার আলোর সাথে কিছু কথা আছে।
আলো,,,,,,,,, আমার কোনো কথা নেয়।
আয়ান আলোর হাত ধরে টেনে উপড়ে নিয়ে যায়। আলোর রুমে এসে আলোর হাত ছাড়ে৷
আলো,,,,,,, কি করছিস ছাড়৷
আয়ান,,,,,,,, তুই কি করছিস,, বিয়ের জন্য রাজি হয়ে গেছিস মানে কি।
,,,,,, তো কি করবো, সারা জীবন ঘরে বসে থাকবো। তাছাড়া তোর তো আনন্দ হওয়ার কথা, তকে আর কেও বিরক্ত করবে না।
,,,,,,,,,, কি বলছিস তুই চলে গেলে আমার আনন্দ হবে৷
,,,,,,,,,, আর নয়তো কি, আমি চলে গেলো তো তোর মুক্তি।
,,,,,,, কি আবল তাবল বলছিস, এই সব৷
,,,,,,, আমি থাকলে যেহেতু তোর এতোই বিরক্ত লাগে, তাই তোর জীবনে থেকে চলে যাবো।
,,,,,,, তুই থাকলে আমি বিরক্ত হয় কে বলছে।
,,,,,,,, তুই বিরক্ত হোস,, আবির প্রমান করে দিয়েছে।
,,,,,,,,, কিহহ,,,, এই সব কিছু আবির করেছে,, কোথায় আবির।
আবির,,,,,,, ভাই আমি কি করলাম।
আয়ান আবিরকে দেখে রাগে ওর কলার ধরে ঘুষি মারে৷
আয়ান,,,,,,,, কি বলেছিস আলোকে। ( বলে আরেকটা ঘুষি মারে )
আলো আয়ানের হাত ধরে ধাক্কা দেয়।
আলো,,,,,,,, পাগল হয়ে গেছিস তুই। ( জোরে )
আয়ান,,,,,,, ও তোকে কি বলেছে।
আলো,,,,,,, যাই বলুক,, তাই বলে তুই মারবি। সাহস কি করে হয় ওর গায়ে হাত তুলার। ভুলে যাস না ও কিছু দিন পরে আমার স্বামী হবে।
আয়ান,,,,,,,,, কিসের স্বামী,,আমি এই বিয়ে হতেই দিবো না, ভালোবাসিস তুই ওকে যে, বিয়ের কথা বলছিস৷
আলো,,,,,,,,, হ্যাঁ বাসি ভালো, তার জন্যই তো বিয়ে করবো (রাগে) আর তুই আটকাতে পারবি না।
আয়ান আলোর কথা শুনে চুপ হয়ে যায়।
আয়ান,,,,,,,, ওও ভালো বাসিস আবিরকে। ওকে ফাইন বিয়ে কর। আমি তো শুধু সরি বলতে এসেছিলাম৷ বলতে এসেছিলাম যে, আমার ভুল হয়ে গেছে মাফ করে দে, আমি আর কখনো এমন করবো না৷ আমার মুড ভালো ছিলো না তাই সব রাগ তোর উপর দেখিয়েছি৷
তুই ছাড়া আর কার উপর দেখাবো। শুধু এটাই বলতে এসেছিলাম। আর হ্যাঁ আমি তোর উপর বিরক্ত না। দুনিয়ার সবাই আমার কাছে বিরক্ত হতে পারে কিন্তু তুই না। চিন্তা করিস না তোর বিয়েতে কোনো বাধা আসবে না।
বলে আয়ান চলে যায়, নিচে যাওয়ার পর সবাই ডাকে কিন্তু আয়ান তাদের জবাব না দিয়ে চলে যায়।
আলো কান্না করতে থাকে।
আবির,,,,,,,, আলো কান্না করো না৷
আলো,,,,,,,, আবির প্লিজ এখন চলে যাও, কাল কথা হবে।
,,,,,, ওকে খেয়াল রেখো নিজের,কাল দেখা হবে।
আবির চলে যায়, তার বাসায়।
,,,,
আয়ান তার রুমে দরজা বন্ধ করে বসে আছে। আয়ানের কষ্ট হচ্ছে তাই চুপচাপ বসে আছে, চোখ দিয়ে পানি পরছে৷
,,,,,, চিন্তা করিস না আলো তোর বিয়েতে আমি কোনো কমতি হতে দিবো না। কিন্তু তোর বিয়ে আমি আবিরের সাথেও হতে দিবো না। এখন তকে বুঝতে হবে যে, তুই আমাকে এই আয়ানকে ভালোবাসিস না হলে,,,,,,
চলবে,,,,,,,,,,,,,
ভালো লাগলে like, comment করে সাথে থাকুন ধন্যবাদ❤।